কয়েক লাইনে ওড়িশা কী?

ভারত মহাসাগরে বঙ্গোপসাগর বরাবর ওড়িশার ৪৮৫ কিলোমিটার (৩০১ মাইল) উপকূলরেখা রয়েছে। এই অঞ্চলটি উৎকলা নামেও পরিচিত এবং ভারতের জাতীয় সংগীত “জন গণ মন” এ এই নামে উল্লেখ করা হয়েছে। ওড়িশার ভাষা হল ওড়িয়া, যা ভারতের ধ্রুপদী ভাষাগুলির মধ্যে একটি।