WBBSE Class 3 Bangla Chapter 20 Answer মনকেমনের গল্প নবনীতা দেবসেন অধ্যায় উত্তর (Bengali Medium) Patabahar

মনকেমনের গল্প নবনীতা দেবসেন

অধ্যায় 20

অধ্যায় – ২১

                                মন কেমনের গল্প

১.১ বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে কেন? (গিরিবালা সরকার বালিকা বিদ্যালয়)

১.২ আমাদের জাতীয় সংগীত কোনটি?

১.৩ ১৫ আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন? (ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়)

১.৪ ইসকুল রুবাইয়ের কেমন লাগে?

১.৫ ‘বলাকা’ বলতে কী বোঝো?

(গিরিবালা সরকার বালিকা বিদ্যালয়)

১.৬ শক্তশব্দের মানে রুবাইকে কে বলে দিতেন?

১.৭ রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিলেন? খাতাটি কেমন?

১.৮ লেখার পাতায় রুবাই কোন দিনের কথা লিখেছিল?

(নবাব বাহাদুর ইন্সটিটিউশন)

১.৯ আমাদের দেশের জাতীয় পতাকায় কটি রং আছে? সেগুলি কী কী?

১.১০ রুবাই খাতায় যা লিখেছিল, তা তুমি নিজের ভাষায় লেখো।

২। নির্দেশ অনুসারে লেখো:

৩। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো:

৪। বর্ণ বিশ্লেষণ করো: বিষ্টি, ক্লোরোফিল, সারাক্ষণ, আশ্চর্য, সুন্দর।

৫। বাক্য রচনা করো: অন্ধকার, রোদ্দুর, মেঘলা, বনজঙ্গল, সাদা। [OEQ]

৬। ‘অল্প’-এই শব্দটিতে যেমন ‘ল্প’ আছে, এরকম তিনটি শব্দ লেখো যেখানে ‘ল্প’ রয়েছে। [OEQ]

৭। নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

৭.১ এই গল্পে ‘মেঘের কোলে রোদ হেসেছে’ গানটির নাচ রুবাই শিখেছে। গানটি কার লেখা?

৭.২ বৃষ্টির সময় চারদিকের পরিবেশ কেমন হয়ে যায় • কয়েকটি বাক্যে লেখো।

৭.৩ তোমরা তোমাদের স্কুলে স্বাধীনতা দিবস কেমন করে পালন করো? কী কী অনুষ্ঠান হয়? সকলে মিলে তোমরা কোন গান গাও? [OEQ]

৭.৪ বৃষ্টির দিনে রাস্তার গাছেদের খুশি খুশি দেখায় কেন? (উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চবিদ্যালয়)

৭.৫ এমন একটা দিনের কথা লেখো যে দিন খুব বৃষ্টির জন্য তোমার স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছিল।

৮। বৃষ্টি নিয়ে লেখা তোমার জানা কোনো ছড়া বা কবিতা লেখো। [OEQ]

১। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো:

১.১ রুবাইয়ের ভালো লাগে যে দিনগুলি- (শরতের/ রোদ ঝলমলে/মেঘলা/বৃষ্টির)

১.২ চারিদিকের ভাবটা- (হাসিহাসি/কান্নাকান্না/ মিষ্টিমিষ্টি/গুমোট)।

১.৩ সুন্দর বাঁধানো খাতাটা বুবাইকে যে দিয়েছিল- (বড়োমামা/মেজোমামা/ছোটোমামা/সেজোমামা)।

১.৪ স্কুলে ফ্ল্যাগ তোলা হবে- ১২ই আগস্ট/১৩ই আগস্ট/ ১৪ই আগস্ট/১৫ই আগস্ট)।

২। শূন্যস্থান পূরণ করো:

২.১ ————-গুলো সব কানখাড়া করে রেডি হয়ে আছে।

২.২———– এখানে. কেমন ভারী ভারী।

২.৩ ওরা তো—————- তৈরি করতে পারবে না।

২.৪ মেঘের কোলে টুটি। হেসেছে গেছে

২.৫ প্রথম যেদিন ————-মুখ দেখা যায়, সে দিনটা খুব—————-

৩। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

৩.১ ‘গাছগুলো সব কানখাড়া করে রেডি হয়ে আছে।’- কেন?

৩.২ ‘এমন দিনে একটুও পড়ায় মন বসে না।’ দিনে পড়ায় মন বসে না? কোন্

৩.৩ ‘পাতাও সবুজ হবে না।’- কেন পাতা সবুজ হবে না।

৩.৪ “সেই যে গানটার সঙ্গে মা নাচ শিখিয়েছিলেন।’ – মা কোন্ গানের সঙ্গে নাচ শিখিয়েছিলেন?

৪। বিপরীত শব্দ লেখো: ভালো, অন্ধকার, মেঘলা, পছন্দ, আনন্দ, সারাক্ষণ।

৫। ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও:

        ‘ক’        ‘খ’
মেঘপাখি
জানালা১৫ই আগস্ট
দিনস্কুল
ফ্ল্যাগবৃষ্টি
কূজনছায়াভরা

৬। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো:

নখাকাড়া, য়ে বা জসল, ন ভীষ,

ভছায়ারা