WBBSE Class 7 Sahityamela “সাহিত্য়মেলা” Answer (Bengali Medium) | তুমি নিৰ্মল করো মঙগল করে Chapter Answer

Class 7 Sahityamela

তুমি নিৰ্মল করো মঙগল করে

অধ্যায় ২৩

তুমি নিৰ্মল করো মঙগল করে 

কবি পরিচিতি: কবি রজনীকান্ত সেন বাংলাদেশের পাবনা জেলার

ভাঙাবাড়ি গ্রামে ১৮৬৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে ছিলেন আইনজীবী। তিনি কান্তকবি নামে সমকালে প্রসিদ্ধ ছিলেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বাণী’। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল- ‘কল্যাণী’, ‘অমৃত’, ‘আনন্দময়ী’, ‘বিশ্রাম’, ‘অভয়া’ প্রভৃতি। ভক্তিমূলক, দেশপ্রেম মূলক, হাসির গান রচনায় তাঁর কৃতিত্ব অতুলনীয়। ১৯১০ সালে এই বিখ্যাত সংগীতকার ইহলোক ত্যাগ করেন।

সঠিক অর্থ অভিধান

নির্মল-মলিনতা নেই যাতে, পরিষ্কার। মলিন-ময়লাযুক্ত। কলঙ্কিত, মোহ-অবিদ্যা, মূঢ়তা। গরল-বিষ। পাথার-সমুদ্র। রুধিয়া-রোধ করে। পন্থা-পথ। মত্ত-উন্মত্ত। পাগল। অনল-আগুন। অনিল- বায়ু। নভ-আকাশ। ভূধর- পৃথিবী। সলিল- জল। বিটপী-গাছ, বৃক্ষ। জলদ-মেঘ। শশী-চাঁদ। তপন-সূর্য। বসন-কাপড়।

১. শূন্যস্থান পূরণ করো:

১. তব পুণ্য দিয়ে যাক, মোর মোহ- ঘুচায়ে

উত্তর:

২. আছে–চির নভনীলে, -গহনে।

উত্তর:

২. মৌখিক পরীক্ষার জন্যে

তুমি নির্মল করো… দাও হে দেখায়ে বুঝায়ে।”-গানটি

শিক্ষক/শিক্ষিকার সাহায্য নিয়ে ছাত্র-ছাত্রীরা গাইতে চেষ্টা করো

ব্যা ক র ণে র স হ জ পা ঠ

১. অন্তত দুটি করে সমার্থক শব্দ লেখো: নির্মল, মঙ্গল, মলিন, মর্ম, পুণ্য, কামিলা, গরল, পাথার, বিপদ, বিটপী,

শশী, তারকা, তপন।

উত্তর:

২. বিপরীতার্থক শব্দ লেখো, মঙ্গল, মলিন, পুণ্য, শূন্য, গভীর, আঁধার, ডুবে যাবে, অকূল, গরল, তলে, আছ, বসে, মরি, কাঁদিয়া।

উত্তর:

৩. বাক্যরচনা করো:

তপন, বাসনা, মঙ্গল, নির্মল, নভোনীল, পুণ্য, সলিল।

উত্তর:

৪. কারক ও বিভক্তি নির্ণয় করো:

১. তুমি নির্মল করো মঙ্গল-করে। | 

উত্তর:

২. তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর।

উত্তর:

৩. প্রভু... তুমি দাঁড়াও রুধিয়া পন্থা।

উত্তর:

৪. শশী-তারকায় তপনে।

উত্তর:

৫. আমি নয়নে বসন বাঁধিয়া।

উত্তর:

৬. আমি দেখি নাই কিছু।

উত্তর:

৭. নীচের বিশেষণগুলিকে বিশেষ্য পদে পরিণত করো : নির্মল, মলিন, গভীর, মত্ত।

উত্তর:

৭. কবিতায় ব্যবহৃত শব্দগুলির গদ্যরূপ লেখো: তব, মোর, দেখায়ে, গহনে।

উত্তর :