WBBSE Class 7 Sahityamela “সাহিত্য়মেলা” Answer (Bengali Medium) | মাতৃভাষা Chapter Answer

Class 7 Sahityamela

মাতৃভাষা

অধ্যায়  ৫

মাতৃভাষা

অনুবাদ: মল্লিকা সেনগুপ্ত

• কবি-পরিচিতি

 কেদারনাথ সিং হিন্দি সাহিত্যের অন্যতম বহুবিশ্রুত একজন লেখক। তিনি জন্মগ্রহণ করেছেন ১৯৩৪ সালে। তিনি ছিলেন গোরখপুর বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র। অধ্যাপনা করেছেন নেহেরু বিশ্ববিদ্যালয়ে। জীবনের জটিল সমস্যার বিষয়কে সহজ, সরল দৈনন্দিন ভাষাতে কবিতায় লিপিবদ্ধ করেছেন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হলো-‘আভি বিলকুল আভি’, ‘জমিন পাক রহী হ্যায়’ ইত্যাদি। তিনি বেশকিছু কালজয়ী গল্প ও অসাধারণ সব প্রবন্ধ লিখেছেন। ১৯৮৯ সালে ‘আকাল মে সারস’ (আকালের মধ্যে সারস) গ্রন্থের জন্য ‘সাহিত্য এ্যাকাদেমি’ পুরস্কার পেয়েছেন।

• কবিতার বিষয়বস্তু

পিঁপড়ে যেভাবে গর্তে ফেরে, কাঠঠোকরা পাখি তার বাসায় ফেরে, সব বায়ুযানগুলি একে একে লাল আকাশে ডানা মেলে বিমানবন্দরে ফিরে আসে; তেমনি করে কবিও ফিরে আসেন তাঁর মাতৃভাষার কাছে। চুপ করে থাকতে থাকতে যখন জিভ অসাড় হয়ে যায়, তখন কবির মনও দুঃখী হয়ে ওঠে।

• নামকরণের সার্থকতা বিচার

কবিতাটির নামকরণ সরাসরি বিষয়কেন্দ্রিক। কবি ‘মাতৃভাষা’ কবিতায় মাতৃভাষার বন্দনা গেয়েছেন। প্রকৃতির নানা প্রাণীর ঘরে ফেরার উপমা দিয়ে তিনি মাতৃভাষার আশ্রয়দাত্রী রূপের কথা বলেছেন। মাতৃভাষার প্রতি কবির ভরসা, ভালোবাসা প্রকাশ পেয়েছে এই কবিতায়। সুতরাং কবিতাটির মূল বক্তব্য মাতৃভাষাকেন্দ্রিক। তাই এর নামকরণ সার্থক।

সঠিক অর্থ অভিধান

কাঠঠোকরা-এক ধরনের পাখি। বায়ুযান-বায়ুতে চলে যে যান। ডানা-পাখা। বিমানবন্দর- যেখানে বিমান ওঠা নামা করে। অসাড়-সাড়হীন, প্রাণহীন।

  • একটি বাক্যে উত্তর দাও।

১. পিঁপড়ে কোথায় ফেরে?

উত্তর:

২. বিমানবন্দরে কী ফিরে আসে?

উত্তর:

৩. বায়ুযান, বিমানবন্দরে কীভাবে ফিরে আসে?

উত্তর:

৪. কবি কোথায় ফিরে আসেন?

উত্তর:

৫. কবির আত্মা কখন দুঃখ পায়?

উত্তর:

৬. কবি কখন মাতৃভাষার কাছে ফিরে আসেন?

উত্তর:

সং যো জি ত প্রশ্ন

সংক্ষিপ্ত উত্তর দাও।

১. ‘পিঁপড়ে যেভাবে ফেরে’-একথা বলার কারণ কী?

অথবা

‘পিঁপড়ে যেভাবে ফেরে’-এই ফেরা উল্লেখযোগ্য কেন?

উত্তর:

২. ‘লাল আকাশে’ বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর:

৩. ‘কাঠে ফেরে’ কথাটির অর্থ কী?

উত্তর:

 ৪. ‘আমি তোমারই ভিতরে ফিরি’-এই কথার মধ্যে কবি ঠিক কী বোঝাতে চেয়েছেন?

উত্তর:

৫. ‘চুপ করে থাকতে থাকতে’- একথা বলার কারণ কী?**

উত্তর:

৬. আমার জিভ অসাড় হয়ে যায়’-একথা বলার কারণ কী?

উত্তর:

৭. ‘আমার আত্মা দুঃখ হয়ে ওঠে’-একথা বলার অর্থ কী ?**

উত্তর:

৮. ‘মাতৃভাষা’ কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসাকে কোন্ কোন্ বিষয়ের সাহায্যে চিহ্নিত করেছেন?***

উত্তর :

ব্যা ক র ণে র স হ জ পা ঠ

১. বিপরীত শব্দার্থ লেখো:

মেলে, দুঃখ, অসাড়।

উত্তর:

২. সমার্থক শব্দ লেখো:

পিঁপড়ে, পাখি, বায়ুযান, জিভ।

উত্তর:

৩. রেখাঙ্কিত পদগুলির কারক-বিভক্তি নির্ণয় করো।

৩.১ পিঁপড়ে যেভাবে ফেরে নিজের গর্তে।

উত্তর:

৩.২ বায়ুযান একে একে ফিরে আসে।

উত্তর:

৩.৩ নীল আকাশে ডানা মেলে।

উত্তর:

৩.৪ ও আমার ভাষা।

উত্তর :