WBBSE Class 8 Sahityamela “সাহিত্যমেলা” Answer (Bengali Medium) | একটি চড়ুই পাখি Chapter Answer

Class 8 Sahityamela

একটি চড়ুই পাখি

একটি চড়ুই পাখি

হাতেকলমে-র উত্তরপত্র

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ তারাপদ রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর :

১.২ তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।

উত্তর :

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো।

২.১ কবিতার চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়?

উত্তর :

২.২ চড়ুই পাখি এখান-সেখান থেকে কী সংগ্রহ করে আনে?

উত্তর:

২.৩ কবির ঘরে কোন্ কোন্ জিনিস চড়ুই পাখিটির চোখে পড়ে?

উত্তর:

২.৪ ইচ্ছে হলেই চড়ুই-পাখি কোথায় চলে যেতে পারে?

উত্তর:

৩. নীচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো।

৩.১ চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে।’-চড়ুই পাখিকে এখানে ‘চতুর’ বলা হল কেন?

উত্তর:

৩.২ কবিতায় বিধৃত চিত্রকল্পগুলি দৃষ্টান্তসহ আলোচনা করো।

উত্তর:

৩.৩ ‘হয়তো ভাবে…’-চড়ুই পাখি কী ভাবে বলে কবি মনে করেন?

উত্তর:

৩.৪ ‘আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার…’

-তাচ্ছিল্যভরা মজার চাহনিতে তাকিয়ে চড়ুই কী ভাবে?

উত্তর:

৩.৫ ‘চড়ুই পাখিকে কেন্দ্র করে কবির ভাবনা কীভাবে আবর্তিত হয়েছে, তা কবিতা অনুসরণে আলোচনা করো।

উত্তর:

৩.৬ ‘তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি’- পঙ্ক্তিটিতে কবিমানসিকতার কীরূপ প্রতিফলন লক্ষ করা যায়?

উত্তর:

৩.৭ ছোট্ট চড়ুই পাখির জীবনবৃত্ত কীভাবে কবিতার ক্ষুদ্র পরিসরে আঁকা হয়েছে তার পরিচয় দাও।

উত্তর:

৩.৮ ‘কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে’-চড়ুইপাখির চোখ ‘কৌতূহলী’ কেন? তার চোখে কবির সংসারের কোন্ চালচিত্র ধরা পড়ে?

উত্তরের প্রথমাংশ:

উত্তরের দ্বিতীয়াংশ:

৩.৯ ‘রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী।’- পঙ্ক্তিটিতে ‘একাকী’ শব্দটি প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও।

উত্তর:

৩.১০ ‘একটি চড়ুই পাখি’ ছাড়া কবিতাটির অন্য কোনো নামকরণ করো। কেন তুমি এমন নাম দিতে চাও, তা বুঝিয়ে লেখো। 

উত্তর:

৪. নীচের শব্দগুলির প্রকৃতি-প্রত্যয় নির্ণয় করো!

সন্ধ্যা = সম্ + √ধ্যে + অ + আ

কৌতূহলী = কৌতূহল + ঙ্গিন

দৃষ্টি = দৃশ্ + তি

৫. নীচের বাক্যগুলির ক্রিয়ার কাল নির্ণয় করো:

৫.১ চতুর চড়ুই ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে।

উত্তর:

৫.২ বই-খাতা এসব আমার-ই হবে।

উত্তর:

৫.৩ আবার কার্নিশে বসে।

উত্তর :

৫.৪ এই বাজে ঘরে আছি।

উত্তর:

৫.৫ ইচ্ছে হলে আজই যেতে পারি।

উত্তর:

৬. নির্দেশ অনুসারে উত্তর দাও :

৬.১ অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সে’ও ফেরে। (সরল বাক্যে)

উত্তর :

৬.২ কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। (নিম্নরেখাঙ্কিত শব্দের বিশেষ্যের রূপ লিখে বাক্যটি আবার লেখো।)

ক। কৌতূহলী (বিশেষণ) – কৌতূহল (বিশেষ্য)

খ। বাক্য রচনা : কখনও সে কাছাকাছি কৌতূহলভরা দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে।

৬.৩ আমাকেই দেবেন বিধাতা।  (না-সূচক বাক্যে)

উত্তর

৬.৪ এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার তাই। (জটিল বাক্যে)

উত্তর :

৬.৫ ইচ্ছে হলে আজই যেতে পারি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বোসেদের বাড়ি। (জটিল বাক্যে)

উত্তর :

৭. নীচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো :

চড়ুই –

ধান –

চোখ

জানলা –

দোর –

ইচ্ছে –

পাখি –

৮. ‘চোখ’ শব্দটিকে পৃথক পৃথক অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো।

ক। লক্ষ করা অর্থে :

খ। দৃষ্টি অর্থে :

গ। সজাগ থাকা অর্থে :

ঘ। সরলতা অর্থে :

ঙ। মেজাজ অর্থে :

Paid Answer Link (Membership User)