WBBSE Class 8 Sahityamela “সাহিত্যমেলা” Answer (Bengali Medium) | শিকল-পরার গান Chapter Answer

Class 8 Sahityamela

শিকল-পরার গান

শিকল-পরার গান

হাতেকলমে-র উত্তরপত্র

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর :

১.২ তিনি কী কী ধরনের গানের রচয়িতা?

উত্তর :

২. নীচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো:

২.১ ‘শিকল-পরা ছল’ বলতে কবি প্রকৃতপক্ষে কী বোঝাতে চেয়েছেন?

উত্তর :

২.২ “ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়”- ‘বাঁধন-ভয়’ ক্ষয় করতে কারা কোথায় এসেছে?

উত্তর:

২.৩ ‘মুক্তি-পথের অগ্রদূতের চরণ-বন্দনা’ কীভাবে রচিত হয়?

উত্তর:

২.৪ “মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল।”- পঙ্ক্তিটিতে ‘আবার’ শব্দটি ব্যবহৃত হয়েছে কেন?

উত্তর:

৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

৩.১ স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কীভাবে ‘শিকল-পরার গান’ কবিতায় ধরা পড়েছে, তা আলোচনা করো। (মালদা টাউন হাই স্কুল)

উত্তর:

৩.২ “বাঁধন-ভয়কে করবো মোরা জয়”- কেন এই বাঁধন? কারা, কীভাবে এই ‘বাঁধন-ভয়’কে জয় করবে?

(আলিপুরদুয়ার হাই স্কুল; চিত্তরঞ্জন হাই স্কুল, পুরুলিয়া) 

উত্তর:

৪. দল বিশ্লেষণ করো:

বন্ধনী, ঝঞ্ঝনা, বজ্রানল, সর্বনাশ, অস্থি।

উত্তর:

৫. ধ্বনি পরিবর্তনের কোন্ নিয়ম এখানে কাজ করেছে দেখাও:

বাঁধন, পরে

উত্তর:

৬. বাক্য রূপান্তর করো:

৬.১ ভয়-দেখানো ভূতের মোরা করব সর্বনাশ। (জটিল বাক্যে) 

উত্তর:

৬.২ মোরা ফাঁসি পরে আনব হাসি মৃত্যুজয়ের ফল। (যৌগিক বাক্যে) 

উত্তর:

৬.৩ তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দিতে নয়। (চলিত গদ্যে) 

উত্তর:

৭. পদ চিহ্নিত করো:

৭.১ তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছ বিশ্বগ্রাস। 

উত্তর:

৭.২ মোরা ফাঁসি প’রে আনব হাসি মৃত্যুঞ্জয়ের ফল। 

উত্তর:

৭.৩ এবার আনব মাভৈঃ-বিজয়-মন্ত্র বলহীনের বল।

উত্তর:

৮. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো:

শিকল-ঝঞ্ঝনা, চরণবন্দনা, বজ্রানল, মৃত্যুঞ্জয় 

উত্তর:

Paid Answer Link (Membership User)