WBBSE Class 8 Sahityamela “সাহিত্যমেলা” Chapter 6 Answer (Bengali Medium) | পাড়াগাঁর দু-পহর ভালোবাসি Chapter Answer

Chapter 6

Class 8 Sahityamela

পাড়াগাঁর দু-পহর ভালোবাসি

পাড়াপাঁর দু-পহর ভালোবাসি

হাতে কলমে-র উত্তরপত্র

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। 

উত্তর :

১.২ তাঁর লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

উত্তর:

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

২.১ ‘দু-পহর’ শব্দের অর্থ কী?

উত্তর:

২.২ ‘কেবল প্রান্তর জানে তাহা’-‘প্রান্তর’ কী জানে?

উত্তর:

২.৩ ‘তাহাদের কাছে যেন এ জনমে নয়- যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়’- কাদের কথা এখানে বলা হয়েছে?

উত্তর:

২.৪ ‘জলসিড়িটির পাশে ঘাসে…’-কী দেখা যায়?

উত্তর:

২.৫ ‘জলে তার মুখখানা দেখা যায়…’- জলে কার মুখ দেখা যায়?

উত্তর:

২.৬ ‘ডিঙিও ভাসিছে কার জলে…’- ডিঙিটি কেমন?

উত্তর:

২.৭ ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে?

উত্তর:

৩. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

৩.১ পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন?

উত্তর:

৩.২ ‘স্বপ্নে যে-বেদনা আছে’- কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? 

উত্তর:

৩.৩ প্রকৃতির কেমন ছবি কবিতাটিতে ফুটে উঠেছে তা আলোচনা করো।

উত্তর:

৩.৪ ‘কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে’- কবির এমন মনে হওয়ার কারণ কী বলে তোমার মনে হয়?

উত্তর:

৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

৪.১ পাড়াগাঁর দু-প্রহর ভালোবাসি… শীর্ষক কবিতাটি ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? ‘পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’ কবিতায় কবি জীবনানন্দের কবি-মানসিকতার পরিচয় কীভাবে ধরা দিয়েছে, তা বুঝিয়ে দাও।

উত্তরের প্রথমাংশ:

উত্তরের দ্বিতীয়াংশ:

৪.২ কবিতাটির গঠন-প্রকৌশল আলোচনা করো।

উত্তর:

৪.৩ ‘রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে’- কবিতায় কীভাবে এই অপরূপ বিষণ্ণতার স্পর্শ এসে লেগেছে, তা যথাযথ পঙ্ক্তি উদ্ধৃত করে আলোচনা করো।

উত্তর:

৫. নীচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো :

পাড়াগাঁ, দু-পহর, স্বপন, জনম, ভিজে।

উত্তর :

৬. নীচের শব্দগুলির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।

শঙ্খচিল, নক্শাপেড়ে, ছন্দহীন

উত্তর :

৭. নীচের বাক্যগুলিতে ক্রিয়ার কাল নির্দেশ করো:

৭.১. পাড়াগাঁর দু-পহর ভালোবাসি-

উত্তর :

৭.২. রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের-

উত্তর

৭.৩. শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার।

উত্তর :

৭.৪. ডিঙিও ভাসিছে কার জলে,…

উত্তর :

৭.৫. কোনোদিন এইদিকে আসিবে না আর, …

উত্তর :

Paid Answer Link (Membership User)