WBBSE Class 8 Sahityamela “সাহিত্যমেলা” Answer (Bengali Medium) | স্বাধীনতা Chapter Answer

Class 8 Sahityamela

স্বাধীনতা

স্বাধীনতা

হাতে কলমে-র উত্তরপত্র

১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

উত্তর :

১.২ তিনি কোন্ দেশের রেনেসাঁর অন্যতম নেতা হিসেবে পরিচিত?

উত্তর :

২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

২.১ স্বাধীনতা বলতে কী বোঝো? কী কী বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো? (বাঁকুড়া হিন্দু স্কুল)

উত্তর :

২.২ মানুষ পরাধীন হয় কখন?

উত্তর:

২.৩ পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কী কী?

উত্তর:

২.৪ ‘স্বাধীনতা’ কবিতাটির মধ্যে দুটি ‘পক্ষ’ আছে- ‘আমি-পক্ষ’ আর ‘তুমি-পক্ষ’। এই ‘আমি পক্ষ’ আর ‘তুমি-পক্ষ’-এর স্বরূপ বিশ্লেষণ করো। এই ক্ষেত্রে ‘সে পক্ষ’ নেই কেন?

উত্তর :

২.৫ ‘সময়ে/সবই হবে, কাল একটা নূতন দিন’- কবিতার মধ্যে উদ্ধৃতিচিহ্নের ভিতরে থাকা কথাটি কার/কাদের কথা বলে তোমার মনে হয়? তারা এ ধরনের কথা বলেন কেন?

প্রথম প্রশ্নের উত্তর:

দ্বিতীয় প্রশ্নের উত্তর:

২.৬ ‘আগামীকালের রুটি/দিয়ে কি আজ বাঁচা যায়’-এখানে ‘আগামীকাল’ আর ‘আজ’ বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর:

৩. নিম্নলিখিত পঙ্ক্তিগুলির তাৎপর্য বিশ্লেষণ করো :

৩.১ “মৃত্যুর পরে তো আমার… প্রয়োজন হবে না।”

উত্তর:

৩.২ “স্বাধীনতা একটা শক্তিশালী বীজপ্রবাহ।”

উত্তর:

৩.৩ “আমাদেরও তো অন্য সকলের… জমির মালিকানার।”

উত্তর:

৩.৪ “স্বাধীনতা আমার প্রয়োজন/তোমার যেমন।”

(Open Ended Question বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল)

উত্তর:

৪. নীচের প্রতিটি শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো: স্বাধীনতা, দুকাঠা, আগামীকাল, বীজপ্রবাহ

উত্তর :

৫. স্বাধীনতা নিয়ে লেখা আরো দুটি কবিতার উল্লেখ করো এবং এই কবিতার সঙ্গে তাদের তুলনামূলক আলোচনা করো।

উত্তর:

Paid Answer Link (Membership User)