WBBSE Class 8 Sahityamela “সাহিত্যমেলা” Answer (Bengali Medium) | পথচলতি Chapter Answer

Class 8 Sahityamela

পথচলতি

পথচলিত

হাতেকলমে-র উত্তরপত্র

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

১.১ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কী?

উত্তর:

১.২ ভাষাতত্ত্ব বিষয়ে কোন্ গ্রন্থ রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন?

উত্তর:

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:

২.১ লেখকের কোন্ ট্রেন ধরার কথা ছিল?

উত্তর:

২.২ একটা তৃতীয় শ্রেণির বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই কেন?

উত্তর:

২.৩ পাঠানদের মাতৃভাষা কী?

উত্তর:

২.৪ বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল?

উত্তর:

২.৫ খুশ-হাল খাঁ খট্টক কে ছিলেন?

উত্তর:

২.৬ আদম খাঁ ও দুরথানির কিসসার কাহিনি কেমন?

উত্তর:

২.৭ এই পাঠ্যে কোন্ বাংলা মাসিকপত্রের উল্লেখ আছে?

উত্তর:

২.৮ রোজার উপোসের আগে কাবুলিওয়ালারা ভরপেট কী খেয়েছিলেন?

উত্তর:

২.৯ ‘তসবিহ’ শব্দের অর্থ কী?

উত্তর:

২.১০ আরবি ভাষায় ঈশ্বরের নিরানব্বইটি পবিত্র ও সুন্দর নামকে কী বলা হয়?

উত্তর:

৩. নিম্নলিখিত শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো : হুংকার, স্বস্তি, বিষয়ান্তর।

উত্তর:

৪. নিম্নলিখিত শব্দগুলির প্রকৃতি-প্রত্যয় নির্ণয় করো: ফিরতি, আভিজাত্য, জবরদস্ত, নিবিষ্ট, উৎসাহিত।

উত্তর:

৫. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো: শীতবস্ত্র, মাতৃভাষা, শিশুসুলভ, ত্রিসীমানা

উত্তর :

৬. নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো :

১. গাড়িতে সেদিন অসম্ভব ভিড় দেখা গেল। (না-সূচক বাক্যে)

উত্তর:

২. কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পশতুর সম্মান তখন ছিল না।   (প্রশ্নবোধক বাক্যে)

উত্তর:

৩. কলকাতার ভাষা তাঁর আয়ত্ত হয়নি। (জটিল বাক্যে) 

উত্তর:

৪. দুই-একজন মাঝে-মাঝে এক-আধ লবজ ফারসি বললে বটে, কিন্তু এদের বিদ্যেও বেশিদূর এগোল না। (সরল বাক্যে)

উত্তর:

৫. বাংলাদেশে তোমার ডেরা কোথায়? (নির্দেশক বাক্যে) 

উত্তর:

৭. প্রসঙ্গ উল্লেখ করে টীকা লেখো:

কাবুলিওয়ালা, পশতু, ফারসি, আফগানিস্তান, বরিশাল, গজল, উর্দু, নমাজ।

উত্তর:

৮. নীচের প্রশ্নগুলির উত্তর কয়েকটি বাক্যে লেখো:

৮.১ স্টেশনে পৌঁছে লেখক কী দেখেছিলেন?

উত্তর:

৮.২ দু-চারটি ফারসি কথা বলতে পারার ক্ষমতা লেখককে কী রকম সাহস দিয়েছিল?

উত্তর:

৮.৩ ‘আলেম’ শব্দের মানে কী? লেখককে কারা, কেন ‘এক মস্ত আলেম’ ভেবেছিলেন?

উত্তরের প্রথমাংশ:

উত্তরের দ্বিতীয়াংশঃ

৮.৪ আগা-সাহেব সম্বন্ধে যা জানা গেল, সংক্ষেপে লেখো।

উত্তর:

৮.৫ লেখকের সামনের বেঞ্চির দুই পাঠান সহযাত্রী নিজেদের মধ্যে যে আলোচনা করছিলেন তা নিজের ভাষায় লেখো। লেখক কীভাবে সেই কথার অর্থ বুঝতে পারলেন?

উত্তরের প্রথমাংশ:

উত্তরের দ্বিতীয়াংশ:

৯. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

৯.১ পাঠ্য গদ্যটির ভাবের সঙ্গে ‘পথচল্লি’- নামটি কতখানি সংগতিপূর্ণ হয়েছে, বিচার করো।

উত্তর:

৯.২। পাঠ্য গদ্যাংশটি থেকে কথকের চরিত্রের কোন্ বৈশিষ্টগুলি তোমার চোখে ধরা পড়েছে, বিভিন্ন ঘটনার উল্লেখ করে লেখো। 

উত্তর:

৯.৩ কথকের সঙ্গে কাবুলিওয়ালাদের প্রারম্ভিক কথোপকথনটি সংক্ষেপে বিবৃত করো।

উত্তর:

৯.৪ কথক কেন বলেছেন- ‘যেন এক পশতু-সাহিত্য-গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম।’- সেই সাহিত্য সম্মেলনের বর্ণনা দাও।

উত্তর:

১০. রেল ভ্রমণের সময় অচেনা মানুষের সঙ্গে তোমার বন্ধুত্বের অভিজ্ঞতা নিয়ে একটি রম্যরচনা লেখো তোমার লেখাটির সঙ্গে প্রাসঙ্গিক ছবি আঁকো।

উত্তর:

Paid Answer Link (Membership User)