WBBSE Class 9 Sahityachayan “সাহিত্য সঞ্চয়ন” Answer (Bengali Medium) | ভাঙার গান Chapter Answer

Class 9 Sahityachayan

ভাঙার গান

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো।

প্রশ্নঃ ‘ভাঙার গান’ কবিতায় কবি কাদের ডাক দিয়েছেন?

(a) দেশবাসীকে  (b) রাজনৈতিক কর্মীদের © তরুণ যুবকদের (d) আইনজীবীদের।

উত্তরঃ

প্রশ্নঃ “সর্বনাশী শিখায়”- সর্বনাশী কী শেখায়? হীন তথ্য

(a) হীন তথ্য (b) স্বাধীন সত্য © প্রলয় বিষাণ (d) মিথ্যা।

উত্তরঃ

প্রশ্নঃ “কে দেয় সাজা”- কাকে সাজা দেওয়ার কথা বলা হচ্ছে?

(a) সত্যকে (b) মিথ্যাকে © নেতাকে (d) বিপ্লবীকে।

উত্তরঃ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম এই কবিতায় কী ভেঙে ফেলার কথা বলেছেন? 

(a) কারার ধ্বংস নিশানা (b) কারার ঐ লৌহকপাট © অট্টালিকা (d) প্রাচীন প্রাচীর। 

উত্তরঃ

প্রশ্নঃ  শিকল পূজার পাষাণ বেদী কী?

(a) ফাঁসিমঞ্চ (b) পরাধীন ভারতবর্ষ  © উভয়ই সত্য (d) একটিও সত্য নয়।

উত্তরঃ

প্রশ্নঃ “দে রে দে প্রলয় দোলা” কে প্রলয় দোলা দেবে?

(a) কালবৈশাখী  (b) ভূমিকম্প  © পাগলা ভোলা (d) তরুণ ঈশান।

উত্তরঃ

প্রশ্নঃ “কারার ঐ লৌহকপাট” বলতে কবিতায় কবি কীসের উত্তর ভিত নড়ে যাওয়া দেখতে চেয়েছেন?

(a) ভীমকারার (b) বন্দিশালার © প্রাচীন প্রাচীরের (d) লৌহকপাট।

উত্তরঃ

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্নঃ “হা হা হা পায় যে হাসি” – হাসি পাওয়ার কারণ কী?

উত্তরঃ

প্রশ্নঃ “মৃত্যুকে ডাক” – মৃত্যুকে কোথায় ডাকা হচ্ছে?

উত্তরঃ

প্রশ্নঃ “ভগবান পরবে ফাঁসি” এখানে ভগবান কে বা কারা?

উত্তরঃ

প্রশ্নঃ কবি নজরুল ‘ভাঙার গান’ কবিতায় তরুণ ঈশানদের কী করতে বলেছেন?

উত্তরঃ

প্রশ্নঃ “কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে”-‘মুক্ত স্বাধীন সত্য’ কী?

উত্তরঃ

প্রশ্নঃ “শিকল পূজার পাষাণ বেদী”-তে কাদের রক্ত জমাট বেঁধে গেছে?

উত্তরঃ

ব্যাখ্যাভিত্তিক প্রশ্নোত্তর

প্রশ্নঃ “বাজা তোর প্রলয়-বিষাণ” কে, কাকে, কেন প্রলয় বিষাণ বাজাতে বলেছেন?

উত্তরঃ

প্রশ্নঃ “ওরে ও পাগলা ভোলা”- পাগলা ভোলা কে? তাকে উল্লেখ করে কবি কী বলেছেন। 

উত্তরঃ

রচনাধর্মী প্রশ্নোত্তর

প্রশ্নঃ “কারার ঐ লৌহকপাট ভেঙে ফেল কর রে লোপাট…” – কার লেখা, কোন কবিতার অংশ এটি। লৌহকপাট কী? কেন এমন উক্তি?

উত্তরঃ

প্রশ্নঃ ‘ভাঙার গান’ কবিতাটিতে কবি নজরুলের কবি মানসিকতার যে পরিচয় প্রকাশ পেয়েছে- তা সংক্ষেপে লেখো।

উত্তরঃ  

Paid Answer Link (Membership User)