WBBSE Class 9 Sahityachayan “সাহিত্য সঞ্চয়ন” Chapter 3 Answer (Bengali Medium) | পথে প্রবাসে Chapter Answer

Chapter 3

Class 9 Sahityachayan

পথে প্রবাসে

1.) আরব সাগরের দুপাশে যে দেশের নাম উল্লেখিত আছে তা হল- আফ্রিকা এবং ভারত বর্ষ/ চীন এবং ভারত বর্ষ /চীন এবং আফ্রিকা।

উ:

2.) রচনাংশে লেখক মাথার কাছে গ্রন্থ থাকা সত্বেও পড়তে পারেনি কারণ -তার মন ভালো ছিল না /শরীর ভালো ছিল না। /আলোর ব্যবস্থা ছিল না।

উ:

3.) পাঠ্যে কোন ঋতুর উল্লেখ রয়েছে? বর্ষা/ হেমন্ত/ শীত

উ:

4.) কোন গ্রন্থ কবির মাথার কাছে ছিল। গীতবিতান/ গীতাঞ্জলি /চয়নিকা।

উ:

5.) কোন সাগরকে লেখক হ্রদের সাথে তুলনা করেছেন- আরব সাগর/ বঙ্গোপসাগর/ লোহিত সাগর

উ:

6.) লোহিত সাগরের সাথে ভূমধ্যসাগরের মিলন ঘটিয়েছে- বৈকাল হ্রদ/ হুড্রু জলপ্রপাত/ সুয়েজ ক্যানেল

উ:

7.)  অন্নদাশঙ্কর রায় জাহাজ থেকে নামার পর কোন শহরে ঘুরেছিলেন-জাপান/ কুয়েত তিব্বত /পোর্ট সৈয়দ।

উ:

8.) কোন সাগর সম্বন্ধে লেখক বলেছেন অনেস্টি সততা ইজ দা বেস্ট পলিসি-লোহিত সাগর/ আরব সাগর/ ভূমধ্যসাগর।

উ:

9.)  অন্নদাশঙ্কর রায় মার্সেলের কোথায় দুপুর কাটিয়ে ছিলেন? বান্ডোল/ বরদৌলি/ পোর্ট সৈয়দ।

উ:

10.)পথে প্রবাসে রচনাংশ টি কার লেখা: রবীন্দ্রনাথ ঠাকুর/ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়/ অন্নদাশঙ্কর রায়।

উ:

11.) গোষ্পদের সঙ্গে মানয়্যচিত্রে কোন সাগরকে তুলনা করা হয়েছে? ভারত মহাসাগর/ বঙ্গোপসাগর /আরব সাগর।

উঃ

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1.) পোর্ট সৈয়দ কোন দেশের অঙ্গ?

উঃ

2.) লোহিত সাগর ও ভূমধ্যসাগর এর মাঝখানে সেতুটির নাম কি?

উঃ

3.) লেসেপস কে?

উঃ

4.)  কেবিনে শুয়ে থেকে কি মনে হয়?

উঃ

5.) ইতালি ও সিসিলির মাঝখানে কোন প্রণালী?

উঃ

6.) স্ট্রম্বোলি কি?

উঃ

7.) ভূমধ্যসাগরের সেরা বন্দর কোনটি?

উঃ

8.) ফরাসিদের দ্বিতীয় বড় শহর কোনটি?

উঃ

9.) মার্সেলস এ রাস্তার দু’ধারে কেমন পরিবেশ ছিল?

উঃ

10.) পাহাড়ের উপর থেকে মার্শেলস কে দেখলে কি মনে হয়?

উঃ

ব্যাখ্যাভিত্তিক প্রশ্নোত্তর

1.) লেখক অন্নদা শংকর রায় অবলম্বনে পাঠ্যে সমুদ্র পীড়া কথাটির অর্থ নির্ণয় কর।

উ:

2.) পাঠ্যে বর্ণিত সুয়েজ ক্যানেলটির বর্ণনা দাও।

উ:

3.) ভারতবর্ষের মাটির উপর থেকে শেষবারের মতো বিদায় নেওয়ার সময় লেখকের মনোভাবের পরিচয় দাও।

উ:

4.) জাহাজ যাত্রার উদ্দেশ্যে রওনা হওয়ার পর জাহাজের পরিবেশের সামগ্রিক পরিচয় দাও।

উ:

Paid Answer Link (Membership User)