WBBSE Class 9 Sahityachayan “সাহিত্য সঞ্চয়ন” Answer (Bengali Medium) | খেয়া Chapter Answer

Class 9 Sahityachayan

খেয়া

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো।

প্ৰশ্নঃ ‘হলাহল’ শব্দের অর্থ-

(a) অমৃত (b) সরবত  © কাস্তে (d) বিষ।

উত্তরঃ

প্ৰশ্নঃ ‘খেয়া’ কবিতায় যে গ্রাম্য নদীর প্রসঙ্গ আছে

(a) করতোয়া নদী  (b) পদ্মা নদী ©  নাগর নদী (d) আত্রেয়ী নদী।

উত্তরঃ

প্ৰশ্নঃ “রক্তপ্রবাহের মধ্যে ফেনাইয়া উঠে”-

(a) ইতিহাস চেতনা (b) জিঘাংসা © কৌতূহল (d) নতুন সাম্রাজ্য।

উত্তরঃ

প্ৰশ্নঃ খেয়ানৌকার যাত্রীরা কোথা থেকে আসে?

(a) ঘর (b) গ্রাম © বিদেশ (d)স্বর্গলোক।

উত্তরঃ

প্ৰশ্নঃ ‘আনাগোনা’ বলতে বোঝায়

(a) আসা-যাওয়া (b) আসা © ফেরা (d) পূর্বোক্ত কোনোটিই নয়।

উত্তরঃ

প্ৰশ্নঃ “সকাল হইতে           করে আনাগোনা”

(a) বিকেল (b) রাত্রি © দুপুর (d) সন্ধ্যা।

উত্তরঃ  

প্ৰশ্নঃ কীসের মুকুট ‘ফুটে আর টুটে’?

(a) সোনার  (b) রূপার © তামার (d) হিরের।

উত্তরঃ

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্ৰশ্নঃ কোন কাব্যগ্রন্থ থেকে ‘খেয়া’ কবিতাটি গৃহীত?

উত্তরঃ

প্ৰশ্নঃ খেয়ানৌকা নদীস্রোতে কী করে?

উত্তরঃ

প্ৰশ্নঃ নব নব তৃয়া ক্ষুধায় কী পাওয়া যায়?

উত্তরঃ

প্ৰশ্নঃ পৃথিবীতে কখন সর্বনাশ নেমে আসে? উত্তোর

উত্তরঃ

প্ৰশ্ন ‘খেয়া’ কবিতায় কবি পৃথিবীতে নতুন নতুন কী গড়ে ওঠে বলেছেন?

উত্তরঃ

ব্যাখ্যাভিত্তিক প্রশ্নোত্তর

প্ৰশ্নঃ “সভ্যতার নব নব কত তৃয়া ক্ষুধা”- উক্তিটির তাৎপর্য বর্ণনা করো। 

উত্তরঃ

প্ৰশ্নঃ “কেহ যায় ঘরে”- কবি এখানে কী বলতে চেয়েছেন?

উত্তরঃ  

প্ৰশ্নঃ খেয়ানৌকা কী? সেটি কাদের পারাপার করে?

উত্তরঃ

প্ৰশ্নঃ কবিতায় ‘ঘর’ কোন তাৎপর্য বহন করে?

উত্তরঃ

রচনাধর্মী প্রশ্নোত্তর

প্ৰশ্নঃ “পৃথিবীতে কত দ্বন্দু, কত সর্বনাশ”-‘দ্বন্দু’ ও ‘সর্বনাশ’ বলতে কবি কী বুঝিয়েছেন? এই দ্বন্দু ও সর্বনাশ পৃথিবীতে কীসের ভূমিকা পালন করেছে? তার সঙ্গে খেয়ানৌকার যোগ কোথায়?

উত্তরঃ

প্ৰশ্নঃ “উঠে কত হলাহল, উঠে কত সুধা।” ‘হলাহল’ ও ‘সুধা’ কী? তারা কোথা থেকে ওঠে? তারা কীভাবে পৃথিবীর ইতিহাস রচনা করে?

উত্তরঃ

প্ৰশ্নঃ “এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে” এই পঙ্ক্তিটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন আলোচনা করো।

অথবা, ‘খেয়া’ কবিতায় কবি নগর ও গ্রামজীবনের তুলনামূলক আলোচনা করেছেন কীভাবে তা ব্যাখ্যা করো।

উত্তরঃ

Paid Answer Link (Membership User)