WBBSE Class 8 Sahityamela “সাহিত্যমেলা” Answer (Bengali Medium) | স্বাদেশিকতা Chapter Answer

Class 8 Sahityamela

স্বাদেশিকতা

স্বাদেশিকতা

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর

১. “জ্যোতিদাদার উদ্যোগে আমাদের একটি সভা হয়েছিল।” -‘জ্যোতিদাদা’ কে?

উত্তর :

২. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে যে সভা হয়েছিল সেই সভার সভাপতি কে ছিলেন?

উত্তর:

৩. “ইহাতেই সকলের রোমহর্ষণ হইত।”-‘ইহাতেই’ বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর:

৪. “এই সভায় আমাদের প্রধান কাজ”-‘প্রধান কাজ’টি কী?

উত্তর:

৫. “ওটার প্রতি মানুষের একটা গভীর শ্রদ্ধা আছে।”-‘ওটা’ বলতে কী বোঝানো হয়েছে? 

উত্তর:

৬. “সেই ধাক্কাটা সামলাইবার চেষ্টা করিয়াছি?”- কীভাবে সামলানোর চেষ্টা করা হয়েছে? 

উত্তর:

৭. “তাহা কঠোর ট্র্যাজেডিতে পরিণত হইতে পারিত।”- ‘ট্র্যাজেডি’ কথার অর্থ কী?

উত্তর:

৮. “নানা প্রকারের নমুনা উপস্থিত করিতে আরম্ভ করিলেন।”- কীসের নমুনার কথা বলা হয়েছে?

উত্তর:

৯. “এরূপ সর্বজনীন পোশাকের নমুনা”-সর্বজনীন পোশাকের নমুনাটি কেমন?

উত্তর:

১০. “সকলেই অবাক হইয়া তাকাইত।”-কাকে দেখে সবাই অবাক হয়ে তাকাত?

উত্তর:

ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর

১. “ভারতবর্ষের একটা সর্বজনীন পরিচ্ছেদ কী হইতে পারে, এই সভায় জ্যোতিদাদা তাহার নানাপ্রকারের নমুনা উপস্থিত করিতে আরম্ভ করিলেন।”-জ্যোতিদাদা কে? তাঁর বিভিন্ন নমুনার পরিচয় দাও। (বোলপুর হাইস্কুল)

উত্তর:

 

পাঠ্যাংশের ব্যাকরণ

• নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে সর্বনাম পদগুলি চিহ্নিত করে।

১. জ্যোতিদার উদ্যোগে আমাদের একটি সভা হইয়াছিল।

উত্তর:

২. ইহাতেই সকলের রোমহর্ষণ হইত।

উত্তর:

৩. সেখানে তাহার গতি অত্যন্ত অদ্ভুত এবং পরিণাম অভাবনীয়

উত্তর:

• নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে ক্রিয়াপদগুলি চিহ্নিত করো

১. সমস্ত অনুষ্ঠান রহস্যে আবৃত ছিল।

উত্তর:

২. ইহাতে সকলের রোমহর্ষণ হইত।

উত্তর:

৩. আজ আমরা হাসিতেছি।

উত্তর:

৪. একটা গভীর শ্রদ্ধা আছে।

উত্তর:

৪. অর্বাচীনও এই সভার সভ্য ছিল।

উত্তর:

• নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে ক্রিয়ার কাল নির্দেশ করো।

১. সেই ধাক্কাটা সামলাইবার চেষ্টা করিয়াছি।

উত্তর:

২. তিনি ভ্রুক্ষেপ মাত্র করিতেন না।

উত্তর:

৩. একটা গভীর শ্রদ্ধা আছে।

উত্তর:

৪. অহরহ উৎসাহে যেন আমরা উড়িয়া চলিতাম।

উত্তর:

৫. তিনি এমন একটা আপস করিবার চেষ্টা করিলেন।

উত্তর:

• নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে গঠন ও অর্থ অনুযায়ী বাক পরিবর্তন করো।

১. এমন লোক নিশ্চয়ই বিরল। (নেতিবাচক বাক্য)

উত্তর:

২. বেশি-কিছুই প্রয়োজন ছিল না। (প্রশ্নবোধক বাক্য)

উত্তর:

৩. ওটার প্রতি মানুষের একটা গভীর শ্রদ্ধা আছে। (জটিল বাক্য)

উত্তর:

৪. তাহা কঠোর ট্রাজেডিতে পরিণত হইতে পারিত। (নেতিবাচক বাক্য) 

উত্তর:

৫. পায়জামাও প্রসন্ন হইল না। (ইতিবাচক বাক্য) 

উত্তর:

Paid Answer (Membership User)