WBBSE Class 9 Sahityachayan “সাহিত্য সঞ্চয়ন” Answer (Bengali Medium) | ছুটি Chapter Answer

Class 9 Sahityachayan

ছুটি

১) বালক সর্দারের মাথায় কি ভাবনার উদয় হল- নদীতে নৌকা চালাবে /নদীর পাড়ে শাল কাঠ টি গড়িয়ে নিয়ে যাবে/ নদীতে সাঁতার কাটবে।/ নদীতে ডুব দেবে।

উঃ

২) নদীর পাড়ের শালকাঠটি গড়িয়ে নিয়ে যাওয়ার প্রস্তাবটি কার ?

বালকদের /ফটিকের ভাইয়ের/ ফটিকের

উঃ

৩) ফটিকের ছোট ভাইয়ের নাম

জগনলাল /হীরালাল /মাখন লাল

উঃ

৪) ফটিক কি চিবাচ্ছিল ?

আখের গোড়া /পাটের গোড়া /কাশের গোড়া/ ঘাসের গোড়া

উঃ

৫) কার নির্দেশে বাঘা বাগদি ফটিককে তুলে নিয়ে বাড়ি গিয়েছিল ?

ফটিকের মা/ ফটিকের মামা /ফটিকের ভাই/ ফটিকের কাকা

উঃ

৬) ফটিকের মামার বাড়ি কোথায়?

 কলকাতায়/দিল্লি /মুম্বাইতে।

উঃ

৭)ফটিককে মামার বাড়ি পাঠানো নিয়ে ফটিকের মায়ের কোন আপত্তি না থাকার কারণ কি? ফটিককে তার মা ভালবাসত না/ দুই ছেলেকে ঠিকমতো খেতে দিতে পারছিল না /ফটিকের মায়ের মনে সর্বদা দুর্ঘটনা ঘটার আশঙ্কা কাজ করতো।

উঃ

৮) কলকাতা যাওয়ার আগে ফটিক ঘুড়ি লাটাই কাকে দিয়ে গেছিল

মাখনলাল কে /পাড়ার ছেলেদের /তার মাকে/ সাথে নিয়ে গিয়েছিল।

উঃ

৯) মামার কয়টি ছেলে ছিল

একটি/ দুইটি/ তিনটি /পাঁচটি

উঃ

১০) ফটিক কে দেখে মামি মনে মনে

খুশি হয়েছিল/ রাগ করেছিল/ অসন্তুষ্ট হয়েছিল

উঃ

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১) এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল “কোন সময়ের কথা বলা হচ্ছে?

উঃ

২) নৌকায় কে এসেছিল? কোথা থেকে এসেছিল?

উঃ

৩) নৌকার ব্যক্তিটি ফটিকের কাছে কি জানতে চেয়েছিল?

উঃ

৪) ফটিক কে  আর কোলা করে তুলে নিয়ে বাড়ি গেল ?

উঃ

৫) নদীর পাড়ের আগন্তুক ব্যক্তিটির আসল পরিচয় কি?

উঃ

৬) ফটিকের মামা এতদিন কোথায় ছিলেন?

উঃ

৭) ফটিকের বয়স কত?

উঃ

৮) ফটিক পূজার ছুটি কবে পাবে?

উঃ

৯) ফটিক কি হারিয়ে ফেলেছিল?

উঃ

১০) কে ফটিক কে প্রতিদিন মারধর আর অপমান করত?

উঃ

ব্যাখ্যাভিত্তিক প্রশ্নোত্তর

১) বিশ্বম্ভর বাবু এতদিন তার ভগিনীকে দেখতে আসতে পারেননি কেন? না আসার সময় কালে তার ভগিনীর জীবনে কি কি পরিবর্তন হয়েছে তা লেখ।

উঃ

২) বিশ্বম্ভর বাবু ভগিনীর কাছে তার পুত্রদের সম্বন্ধে কি জানতে চেয়েছিলেন? ভগিনী পরিপ্রেক্ষিতে কি উত্তর দিয়েছিল?

উঃ

3) মামা বাড়িতে ফটিকের সবচাইতে অস্বস্তির কারণ গুলি কি ছিল?

উঃ

4) “যাত্রাকালে আনন্দের ………. ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল।”

কে কাকে অধিকার দিয়েছিল? সে কোথায় যাত্রা করছিল ?কেন এই অধিকার সে দিয়েছিল?

উঃ

5) এত বয়স হইল তবু কিছু মাত্র যদি কাণ্ডজ্ঞান থাকে এখানে কার বয়সের কথা বলা হয়েছে? সে কাণ্ডজ্ঞানহীন এর মত কি এমন কাজ করেছে বলে বোধ হয়? আসলেই কি সে কাণ্ডজ্ঞানহীন কাজ করেছে? বিস্তৃত বলো।

উঃ

Paid Answer Link (Membership User)