মণিপুর ধনী নাকি গরীব?

মণিপুর। মণিপুর ভারতের তৃতীয় দরিদ্রতম রাজ্য, এটি ১৯৭২ সালে গঠিত হয়েছিল। মণিপুরে দারিদ্র্যের হার প্রায় ৩৬.৮৯ শতাংশ। বিদ্যুৎ, পরিবহন এবং যোগাযোগের অভাব এই রাজ্যের শিল্প পশ্চাদপদতায় অবদান রাখে।