WBBSE Class 3 Bangla Chapter 22 Solution দেশের মাটি

অধ্যায় – ২২

দেশের মাটি

১। নীচের প্রশ্নগুলির দু-এক কথায় উত্তর দাও:

১.১ তোমার দেশ কোনটি?

উত্তরঃ

১.২ সেই দেশটি কেমন?

উত্তরঃ

১.৩ দেশে থাকতে কবির কেমন লাগে?

উত্তরঃ

১.৪ এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে, যার মধ্যে খাবার এবং জল-দুটোই থাকে। কোন ফল তা লেখো।

উত্তরঃ

১.৫ ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা। হয়েছে কেন?

উত্তরঃ

১.৬ কবিতায় কবি কোন পাহাড়ের কথা বলতে চেয়েছেন, যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে?

উত্তরঃ

২। কবিতাটি কার লেখা? এই কবির লেখা ‘বাংলাদেশ’। আর কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ‘সকল দেশের সেরা’ কবিতা দুটি শিক্ষকের থেকে শুনে নাও।

উত্তরঃ

৩। ঠিক শব্দটির উপরে (✔) চিহ্ন বসাও:

৩.১ মাথায় সূর্য এসে (সোনার/রূপার/তামার) কাঠি ছোঁয়ায়।

উত্তরঃ

৩.২ (পাহাড়/বন/সাগর) সে তার ধোয়ায় পা’টি।

উত্তরঃ

৩.৩ দেশের কোল ভরে আছে (কনক/আমন/রঙিন) ধান।

উত্তর:

৩.৪ গন্ধে মাতায় (লীলা/নীল/লাল) কমল।

উত্তর:

৪। নীচে কতকগুলি পঙ্ক্তি দেওয়া হল যেগুলি পদ্যে লেখা। এগুলোকে গদ্য ভাষায় লেখো:

৪.১ ‘পাহাড় তারে আড়াল করে, সাগর সে তার ধোয়ায় পা’টি।’

উত্তর:

৪.২ ‘আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি।’

উত্তরঃ

৪.৩ সে যে গোনীল পদ্ম আঁখি সেই তো রে নীলকন্ঠ পাখি।’

উত্তরঃ

৫। কবিতাটির প্রতিটি পঙ্ক্তির শেষে যে শব্দগুলি কবি ব্যবহার করেছেন, তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। এই মিলন পাওয়া শব্দগুলিকে খুঁজে বার করে লেখো। (যেমন: মাটি এবং খাঁটি, ভরা ও হরা।)

উত্তর:

৭। শব্দ যুগলের অর্থ পার্থক্য :

উত্তরঃ

৮। যুক্তাক্ষর রয়েছে এমন পাঁচটি শব্দ কবিতাটি থেকে খুঁজে নিয়ে লেখো।

উত্তরঃ

৯। কে কোন কাজটি করে লেখো: সূর্য, পাহাড়, সাগর, নারিকেল, ধান, নীলকণ্ঠ পাখি।

উত্তরঃ

১০। নিজের ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর লেখো:

১০.১ কবিতাটিতে দেশের রূপবর্ণনায় কবি কোন কোন ফুলের নাম করেছেন?

উত্তরঃ

১০.২ সেইসব ফুল দেশকে কীভাবে সাজিয়েছে?

উত্তরঃ

১০.৩ দেশের প্রতি তোমার অনুভূতির কথা চার-পাঁচটি বাক্যে লেখো।

উত্তরঃ

১। অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১.১ ‘মধুর চেয়েও আছে মধুর।’- মধুর চেয়েও মধুর কী?

উত্তরঃ

১.২ ‘খাঁটি সোনার চাইতে খাঁটি।’- কী?

উত্তরঃ

১.৩ ‘কুলার পায়ে রূপার কাঠি।’ – কে?

উত্তরঃ

১.৪ ‘পাহাড় তারে আড়াল করে।’ আড়াল করে? পাহাড় কাকে

উত্তরঃ

১.৫ ‘হচ্ছে বদল দিনে রাতে।’- কীভাবে?

উত্তরঃ

২। বিপরীত অর্থ লেখো: হেসে, ক্লান্তি, গোপন, ভরা, সুখের, মুক্তি।

উত্তরঃ

৩। বর্ণ বিশ্লেষণ করো: চন্দন, ক্লান্তি, জ্যোৎস্না, পাঁয়জোরে, নীলকণ্ঠ, কান্নাকাটি, পদ্ম।

উত্তরঃ