অধ্যায় – ২৯
ঘুমিও নাকো আর
১। একটি বাক্যে উত্তর দাও :
১.১ কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন?
উত্তরঃ
১.২ ‘কল্পলোক’ মানে কী?
উত্তরঃ
১.৩ কল্পলোকের মানুষদের বর্ণনা দাও।
উত্তরঃ
১.৪ কেচরকা কাটে?
উত্তরঃ
১.৫ দিগন্তহীন মাঠটির নাম কী?
উত্তরঃ
১.৬ ঝিল্লিরা কীভাবে ডাকে?
উত্তর:
১.৭ নিঝুমরাতে অশথ-শাখে কে চেঁচায়?
উত্তরঃ
১.৮ জানলা দিয়ে কে মুখ বাড়ায়?
উত্তরঃ
১.৯ তার সাজ-পোশাক কী রকম?
উত্তর:
১.১০ কে, কাকে পিঠের উপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায়?
উত্তরঃ
১.১১ কড়ির পাহাড়, হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ?
উত্তরঃ
১.১২ সেখানে কে থাকে?
উত্তরঃ
২। শব্দঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও :
চশমা, চরকা, হুতুম, ঝালর, খোকন
২.১ কারুর চোখে——————–. -আটা, কারোর মুখে দাড়ি।
উত্তর:
২.২ স্বপ্নবুড়ি————————— থামায় হারায় সুতোর খেই।
উত্তরঃ
২.৩ নিঝুম রাতে——————-. চেঁচায় হঠাৎ অশথ-শাখে।
উত্তরঃ
২.৪ মুক্তা গাঁথা——————– -মাথায় হিরের লাগাম মোড়া।
উত্তরঃ
২.৫ থমথমে রূপকথার দেশে.————————-ঘুমে মগ্ন।
উত্তরঃ
৫। তুমি কি রূপকথার গল্প পছন্দ করো? যদি পছন্দ করো তবে কেন পছন্দ করো, লেখো। কোনো রূপকথা কি তুমি শুনেছ? শুনলে কার কাছ থেকে শুনেছ?
উত্তরঃ
৬। তুমি কি স্বপ্ন দেখো? তোমার শেষ দেখা স্বপ্নটির কথা লেখো।
উত্তরঃ
৭। স্বপ্নে যদি তুমি কোনও অচিন দেশে পৌঁছে যাও তবে সেখানে কী কী তুমি দেখতে চাইবে আর কী কী দেখতে চাইবে না লেখো। [OEQ]
উত্তর:
১। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
১.১ ‘হাসলে কারও বেরিয়ে পড়ে।’- কী বেরিয়ে পড়ে?
উত্তর:
১.২ ‘স্বপ্নবুড়ি চরকা থামায়’। – স্বপ্নবুড়ি কেন চরকা থামায়?
উত্তর:
১.৩ নিঝুমরাতে হুতুম চেঁচায়’- কোথায় চেঁচায় হুতুম?
উত্তর:
১.৪ ‘খোকা ঘুমিয়ো নাকো আর’- খোকাকে এই কথাটি কে বলেছে।
উত্তর:
২। বর্ণবিশ্লেষণ করো: কল্পলোেক, মগ্ন, রূপকথা, বিষণ্ণ, দিগন্ত, তেপান্তর, রাজপুত্র, পৌঁছে, স্বপ্ন।
উত্তর:
বিপরীত অর্থ লোখো: হাসলে, হরেক, থামায়, শেষে।
উত্তর:
৪। বাক্য রচনা করো: স্বপ্ন, বিষণ্ণ, নিঝুম, রূপকথা, সাগর।
উত্তরঃ