WBBSE Class 3 Amader Paribesh Chapter 5 Solution | Bengali Medium

Class 3 Chapter 5 Solution

পরিবার 

Very Short Question Answer

৩। কাকা আর পিসিমা কে?

উত্তর: বাবার ছোটো ভাই হলেন কাকা, আর বাবার বোন হলেন পিসিমা।

৪। মামা আর মাসিমা কে?

উত্তর:  মামা মায়ের ভাই আর মাসিমা মায়ের বোন।

১। আব্বার ভাইকে কী বলে?

উত্তরঃ চাচা বলে।

২। চাচার স্ত্রীকে কী বলে?

উত্তরঃ  চাচি আম্মা বলে।

৩। আম্মার বোনকে কী বলে?

উত্তরঃ খালা আম্মা বলে।

৪। খালা আম্মার স্বামীকে কী বলে?

উত্তরঃ খালু বলে।

৫। ফুফু আম্মার স্বামীকে কী বলে?

উত্তরঃ ফুফা বলে।

৬। সানিয়া তার দাদাকে কী বলবে?

উত্তরঃ ভাইয়া বলবে।

৭। মাসির ছেলেকে কী বলা হয়?

উত্তরঃ মাসতুতো ভাই বলা হয়।

৮। মামাতো ভাই কে?

উত্তরঃ মামার ছেলে হলো মামাতো ভাই।

৯। মাসি কে?

উত্তরঃ মায়ের বোনকে মাসি বলে।

১০। পিসি কে?

উত্তরঃ বাবার বোনকে পিসি বলে।

১১। কাকু কে?

উত্তরঃ বাবার ছোটো ভাই হলো কাকু।

১২। জেঠু কে?

উত্তরঃ বাবার বড়ো ভাই হলো জেঠু।

৪। মামাতো, মাসতুতো, পিসতুতো ভাইবোনদের বলা হয়।

উত্তরঃ আত্মীয়।

সঠিক উত্তরটি নির্বাচন করো:

১। মাসি হলো- (মায়ের/বাবার) বোন।

উত্তরঃ  মায়ের

২। (কাকার/মামার)- ছেলেমেয়েরা নিকট আত্মীয়।

উত্তরঃ মামার

১। টুনটুনির বই কার লেখা?

উত্তরঃ ছয় ভাই-বোন ছিলেন।

২। সুকুমার রায় কী লিখেছেন?

উত্তরঃ আবোল-তাবোল লিখেছেন।

৩। উপেন্দ্রকিশোর ও বিধুমুখী দেবীর কয় ছেলেমেয়ে?

উত্তরঃ ছয় ছেলেমেয়ে ছিল।

৪। উপেন্দ্রকিশোর ও বিধুমুখী দেবীর ছেলেমেয়েদের মধ্যে বড়ো কে ছিলেন?

উত্তরঃ সবচেয়ে বড়ো ছিলেন সুখলতা।

৫। সুকুমার রায়েরা কয় ভাই-বোন ছিলেন?

উত্তরঃ ছয় ভাই – বোন ছিলেন  

৬। সুকুমারের ছেলের নাম কী?

উত্তরঃ সুকুমারের ছেলের নাম সত্যজিৎ রায়।

৭। ফেলুদার গল্পগুলি কার লেখা?

উত্তরঃ সত্যজিৎ রায়ের লেখা।

৮। ‘গুপী গাইন, বাঘা বাইন’ সিনেমা কার সৃষ্টি?

উত্তরঃ সত্যজিৎ রায়ের সৃষ্টি।

৯। সুকুমারের মায়ের নাম কী?

উত্তরঃ সুকুমারের মায়ের নাম বিধুমুখী দেবী।

১। যার নামে চিঠি আসে চিঠিতে তার নাম কোথায় লেখা থাকে?

উত্তর: ডানপাশে লেখা থাকে।

২। যিনি চিঠি পাঠান তাঁর নাম চিঠির কোন্ পাশে লেখা থাকে?

উত্তর: বাঁপাশে লেখা থাকে।

৩। চিঠিতে কী লিখতে হয়?

উত্তর: ঠিকানা লিখতে হয়।

৪। শহরে বাড়ির কী থাকে?

উত্তরঃ নম্বর থাকে।

৫। বাড়ির নম্বরের পাশে কোন্ রাস্তার নাম লেখা হয়?

উত্তর: যে রাস্তার পাশে বাড়ি তার নাম লেখা হয়।

৬। পিনকোড কী?

উত্তরঃ পিনকোড হলো পোেস্ট অফিসের নম্বর।

৭। কলকাতার সব পোস্ট অফিসের নম্বর শুরু কী দিয়ে?

উত্তরঃ ৭০০ দিয়ে শুরু হয়।

৮। পোস্ট অফিসকে বাংলায় কী বলা হয়?

উত্তরঃ ডাকঘর বলে।

৯। বড়ো ডাকঘরের পিনকোড কি কোনো ছোটো ডাকঘরের হতে পারে?

উত্তরঃ হ্যাঁ, পারে।

১০। পিনকোডের শেষ তিনটি সংখ্যা কী নির্দেশ করে?

উত্তরঃ পোস্ট অফিসের নম্বর নির্দেশ করে।

১। কয়টা কাক বিড়ালটিকে তাড়া করছিল?

উত্তর: তিনটি কাক।

২। কাকেরা কাকে গাছে উঠতে দেবে না?

উত্তরঃ বিড়ালকে।

৩। গাছের ডালে পিকু কী দেখল?

উত্তর: কাকের বাসা।

৪। কাকের বাসায় কয়েকটি কী ছিল?

উত্তর:  কাকের ছানা ছিল।

৫। কাকের ছানাগুলির কাছে কে ছিল?

উত্তরঃ একটি কাক ছিল।

৬। কোন্ কাক বাচ্চাদের আগলাচ্ছিল?

উত্তর: মা-কাক আগলাচ্ছিল। 

৭। কাকগুলি সবাই মিলে কী, ভেবে নিল পিকু?

উত্তরঃ একটি পরিবার।

৮। মানুষের মতো পাখিদেরও কী আছে?

উত্তরঃ পরিবার।

৯। পাড়ায় কারও বিপদ হলে তোমরা কী করো?

উত্তরঃ তার পাশে গিয়ে দাঁড়াই।

১০। কাক ছাড়া কোন্ পাখিদের মানুষের মতো পরিবার আছে?

উত্তর: চড়াই পাখিদের আছে।

১১। পশুপাখিদের বাচ্চাদের সঙ্গে কখন তার বাবা-মায়ের বাঁধন আলগা হয়ে যায়?

উত্তরঃ বড়ো হয়ে গেলে।

১। চিঠির পাশে ছোটোপিসির নাম।

উত্তরঃ বাঁ  

২। চিঠি পাঠাচ্ছেন তাঁর বাঁ পাশে থাকে।

উত্তরঃ  যিনি, নাম  

৩। আসলে পোস্ট অফিসের নম্বর।

উত্তরঃ  পিনকোড

৪। কলকাতার দিয়ে শুরু। পোস্ট অফিসের নম্বর ৭০০ দিয়ে শুরু ।

উত্তরঃ   সব  

৫। পোস্ট অফিস-এর বাংলা হলো

উত্তরঃ  ডাকঘর।

১। অফিসে কাজ করা এক প্রকার

উত্তর: জীবিকা

২। পালকির হওয়া একটি জীবিকা ছিল।

উত্তর:  বেহারা

৩। কোচোয়ান- গাড়ি চালায়।

উত্তর: ঘোড়ার

৪। শিকার প্রাচীন এক জীবিকা।

উত্তর: খুব

১। (কোচোয়ানরা/ফেরিওয়ালারা)- ঘুরতেন আর বলতেন শাঁখা চাই।

উত্তরঃ ফেরিওয়ালারা

২। যারা পালকি বয়ে নিয়ে যায় তাদের বলা হয় (বেহারা/কোচোয়ান)।

উত্তরঃ বেহারা

৩। যে বাস চালায় তাকে – (ড্রাইভার/ক্যাটারার) বলা হয়।

উত্তরঃ  ড্রাইভার

৪। আগে লোকে- (বল্লম/বন্দুক) দিয়ে শিকার করত।

উত্তরঃ বল্লম

৫। (কুমোরের কাজ/ক্যাটারিং-এর কাজ)- প্রাচীন জীবিকা।

উত্তরঃ  কুমোরের কাজ

১। অনেক আগে কি বাস ছিল?

উত্তর: না, ছিল না।

২। আগে লোকে ড্রাইভারের জীবিকা করতে পারত না কেন?

উত্তরঃ বাস ছিল না বলে ড্রাইভারের জীবিকা করতে পারত না।

৩। আগে লোকে কী চড়ত?

উত্তর: আগে লোকে পালকি চড়ত।

৪। পালকি কারা কাঁধে করে নিয়ে যায়?

উত্তরঃ বেহারারা নিয়ে যায়।

৫। কোচোয়ান কার জীবিকা?

উত্তর: যে ঘোড়ার গাড়ি চালায় তার জীবিকা কোচোয়ান।

৬। লুপ্ত জীবিকা কী?

উত্তর: যে জীবিকা আগে ছিল কিন্তু এখন নেই সেটিই লুপ্ত জীবিকা।

৭। একটি লুপ্ত জীবিকার নাম লেখো।

উত্তরঃ পালকির বেহারা। (কোচবিহার সদর গভ. হাইস্কুল)

৮। একটি নতুন জীবিকার উদাহরণ দাও।

উত্তরঃ কম্পিউটারের দোকান করা।

৯। আগে অনেকে শাঁখা নিয়ে কী করতেন?

উত্তরঃ শাঁখা ফেরি করতেন।

১০। শাঁখা ফেরি করা কী লুপ্ত জীবিকা?

উত্তরঃ কোনো কোনো অঞ্চলে লুপ্ত জীবিকা, তবে সব জায়গায় নয়।

১১। অনেক আগে লোকে কী দিয়ে শিকার করত?

উত্তরঃ বল্লম দিয়ে শিকার করত।

১২। একটি অতি প্রাচীন জীবিকার নাম লেখো।

উত্তরঃ শিকার অতি একটি প্রাচীন জীবিকা।

১৩। এখন কোন্ প্রাণী খুব কমে গেছে?

উত্তরঃ বন্যপ্রাণী খুব কমে গেছে।

১৪। এখন কী জীবিকা নিষিদ্ধ?

উত্তরঃ বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ।

১৫। কুমোরের কাজ এবং কামারের কাজ কি প্রাচীন জীবিকার অন্তর্গত?

উত্তরঃ হ্যাঁ, কুমোরের কাজ ও কামারের কাজ প্রাচীন জীবিকার অন্তর্গত।

১। কেতকীর ঠাকুরদার বাবা কীসের কাজ করতেন?

উত্তর: অন্যের জমিতে চাষের কাজ করতেন।

২। কেতকীর বাবা কোথায় চাকরি করেন?

উত্তর: পঞ্চায়েতে চাকরি করেন।

৩। শান্তনুর ঠাকুরদা কোথায় পড়াতেন?

উত্তর: স্কুলে পড়াতেন।

৪। শান্তনুর বাবা কীসের দোকান করেছেন?

উত্তর: বাড়ি তৈরির জিনিসের দোকান করেছেন।

৫। আলির আব্বা কীসের দোকান করলেন?

উত্তরঃ টেলারিং-এর দোকান করলেন।

৬। একটি পারিবারিক জীবিকার উদাহরণ দাও।

উত্তরঃ কর্মকার।

১। আমিনা কোথাকার মানচিত্র এঁকে নিয়ে এল?

উত্তর:  বাসস্ট্যান্ড থেকে সেই ঝিঙেপোতার বাড়ি পর্যন্ত।

২। মানচিত্র এনে আমিনা কী করল?

উত্তর: স্কুলে সবাইকে দেখাল।

৩। কে আমিনাকে কী জিজ্ঞেস করল?

উত্তর: রবীন আমিনাকে জিজ্ঞেস করল যে তাদের নিজেদের বাড়িতে সে আগে যায় নি।

৪। ডমরু আমিনাকে কী প্রশ্ন করল?

উত্তর: আমিনারা ঝিঙেপোেতার বাড়ি থেকে এখানে চলে এল কেন?

৫। আমিনা তাদের ঝিঙেপোতার বাড়ি থেকে চলে আসার কী কারণ বলল?

উত্তর: ওখানে খুব বন্যা হয় বলে আমিনারা চলে এসেছিল।

৬। মৌমিতা কী বলল?

উত্তরঃ মৌমিতা বলল যে আগে ওদের বাড়িও ঝিঙেপোতায় ছিল।

৭। মৌমিতা ঠাকুরমার কাছে কী শুনেছে?

উত্তরঃ তাদের বাড়ি আগে ঝিঙেপোতায় ছিল।

৮। রবীন মৌমিতাকে কী জিজ্ঞেস করল?

উত্তরঃ ওদের ঝিঙেপোতা থেকে চলে আসার কারণ কী বন্যা?

৯। মৌমিতার ঠাকুরদা কোথাকার স্কুলে পড়াতেন?

উত্তাঃ এখানকার স্কুলে।

১০। মৌমিতার ঠাকুরদা এখানে এসে বাড়ি করেছিলেন কেন?

উত্তরঃ এখানকার স্কুলে পড়াতেন, তাই বাড়ি করেছিলেন।

১১। অনেক পরিবার কী করে?

উত্তরঃ ঠিকানা বদলায়।

১২। কে এই গ্রামে চাকরি করতে এসেছেন?

উত্তরঃ  দিদিমণি।

১৩। সুমনার কাকা চাকরি করতে কোথায় গেছেন?

উত্তর: কলকাতায় গেছেন।

Short Question Answer

১। কাদের পারিবারিক জীবিকা কেন বদলায়নি?

উত্তরঃ আকাশদের পারিবারিক জীবিকা এখনও বদলায়নি। কারণ, | আকাশের ঠাকুরদাও মাছ ধরতেন এবং বাজারে বেচতেন। আবার চিনুর বাবাও এখন মাছ ধরেন এবং বাজারে বেচেন।

2। পারিবারিক জীবিকা বলতে কী বোঝো?

                      (কোলা ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়)

উত্তর: বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করছেন। যেমন-কর্মকার, কুম্ভকার, কৃষকের কাজ ও আরও অনেক কিছু। এগুলি পারিবারিক জীবিকা।

১। কয়েকটি প্রাচীন জীবিকার উদাহরণ দাও।

উত্তরঃ পালকির বেহারা, কোচোয়ান, কুমারের কাজ, কামারের কাজ প্রভৃতি হলো প্রাচীন জীবিকা।

২। লুপ্ত জীবিকা ও নতুন জীবিকা বলতে কী বোঝো? উদাহরণ দাও।

উত্তরঃ যে জীবিকা আগে ছিল বর্তমানে নেই, তাকে লুপ্ত জীবিকা বলা হয়। যেমন- পালকির বেহারার কাজ। আর যেসব জীবিকা আগে ছিল না বর্তমানে হয়েছে তাকে নতুন জীবিকা বলা হয়। যেমন-কম্পিউটারের দোকান করা।

৩। শিকার কী ধরনের জীবিকা? বর্তমানে শিকার কীভাবে করা হয়?

উত্তরঃ শিকার খুব প্রাচীন এক জীবিকা। বর্তমানে শিকার নিষিদ্ধ। কারণ বর্তমানে বন্যপ্রাণীর সংখ্যা অনেক কমে গেছে।

২। ডাকঘরে যাওয়ার পথ দেখানোর মানচিত্রে চিহ্নের দ্বারা

রাস্তার ধারে কী কী দেখাতে হবে?

উত্তরঃ ডাকঘরে যাওয়ার পথের মানচিত্রে চিহ্ন ব্যবহার করে দেখাতে হবে কোথায় পুকুর বা ধানখেত বা মাঠ বা বড়ো বাড়ি রয়েছে।

৩। ডাকঘরে যাওয়ার পথ নির্দেশিকা উল্লেখ করো।

উত্তরঃ মানচিত্র অনুযায়ী প্রথমে পূর্বদিকে। তারপর তিন রাস্তার মোড় থেকে উত্তর-পূর্বে। তারপর দুটি বাড়ি পড়বে। একটি বাড়ি পেরিয়ে সোজা দক্ষিণে পাকা রাস্তা ধরে যেতে হবে।

৪। পোস্ট কার্ডে কোথায় কোথায় কার কার ঠিকানা থাকবে?

উত্তর: পোস্ট কার্ডে যার কাছে চিঠিটা যাবে তার ঠিকানা ডানদিকে লিখতে হবে। আর ওই ঠিকানার ঠিক বাঁদিকে পোস্টকার্ডের ফাঁকা জায়গায় যে চিঠি পাঠাচ্ছে তার ঠিকানা থাকবে।

১। কেউ গ্রামে বাস করলে তার চিঠির ঠিকানায় কী কী লেখা থাকবে?

উত্তরঃ  কেউ গ্রামে বাস করলে তার চিঠির ঠিকানায় যে বাস করে তার নাম, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, জেলার নাম লেখা থাকে । 

২। কেতকী কি করে বুঝল যে তার ছোটোপিসি কার বাড়িতে থাকে?

উত্তরঃ কেতকী তার পাওয়া চিঠির বাঁপাশে দেখল তার ছোটোপিসির নামের নীচে প্রযত্নে শিবনাথ বোস লেখা। রয়েছে। ছোটোপিসির ওই ঠিকানা থেকে কেতকী বুঝলো যে তার ছোটোপিসি শিবনাথ বোেস-এর বাড়িতে থাকেন।

১। উপেন্দ্রকিশোর রায়চৌধুরির ছেলেমেয়ে কয়জন এবং তাদের নাম কী?

উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরি ছেলেমেয়ে ছয়জন। তাদের নাম হলো- সুখলতা, সুকুমার, পুণ্যলতা, সুবিনয়, শান্তিলতা ও সুবিমল।

২। উপেন্দ্রকিশোরের লেখা বইগুলির নাম লেখো।

উত্তর:  উপেন্দ্রকিশোর শিশু সাহিত্যিক ছিলেন। তিনি ‘ছেলেদের রামায়ণ’, ‘ছেলেদের মহাভারত’ ও ‘টুনটুনির বই’ লিখেছেন।

৩। সুকুমার রায় সম্পর্কে যা জানো লেখো।

উত্তর:  সুকুমার রায় একজন বিখ্যাত শিশু সাহিত্যিক ছিলেন। শিশুদের মন জয় করা গল্প, কবিতা তিনি লিখেছেন। ‘আবোল-তাবোল’, ‘হ য বরল’ প্রভৃতি তাঁর বিখ্যাত রচনা।

৪। সত্যজিৎ রায় সম্পর্কে যা জানো লেখো।

উত্তরঃ সত্যজিৎ রায় ছিলেন একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। এছাড়া সত্যজিৎ রায় ছোটোদের মনমাতানো অনেক গল্পও তিনি লিখেছেন। ‘ফেলুদা’, ‘প্রফেসর শঙ্কু’ প্রভৃতি চরিত্রগুলি তাঁরই সৃষ্টি। সিনেমায় কৃতিত্বের জন্য ‘অস্কার’ পুরস্কার লাভ করেন। তাঁর অসামান্য অবদানের কারণে তাঁকে ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করা হয়। 

১। নিকট আত্মীয় কাদের বলবে?

উত্তরঃ মামা, মামি ও মামাতো ভাই-বোন এবং পিসেমশাই, পিসিমা ও পিসতুতো ভাই-বোনদের নিকট আত্মীয় বলব।

২। কোনো পরিবারের শাখাপ্রশাখায় কাদের নাম থাকবে?

উত্তরঃ পিসে, পিসিমা, মামা, মামিমা; পিসতুতো ও মাসতুতো ভাই-বোনদের নাম থাকবে।

৩। নিকট আত্মীয় কাদের বলা যাবে?

উত্তরঃ মামাতো, মাসতুতো, পিসতুতো ভাই-বোনদের নিকট আত্মীয় বলা যাবে।

৪। নিকট আত্মীয়দের নাম কি পরিবারের শাখাপ্রশাখাতে অন্তর্ভুক্ত করা যাবে?

উত্তরঃ হ্যাঁ, যাবে। তবে পরিবারের শাখাপ্রশাখা বেশ বড়ো হয়ে যাবে।

১।  পরিবার কাকে বলে?

উত্তর:  বাড়ির সকলকে নিয়ে পরিবার। ঠাকুরদা-ঠাকুরমা, বাবা-মা, ভাই-বোন এদের নিয়েই পরিবার।

২। দিদিমণি বোর্ডে পরিবারের শাখাপ্রশাখা দেখাতে কাকে কাকে দিয়ে প্রথমে শুরু করলেন?

উত্তর:  ঠাকুরদা আর ঠাকুরমা এবং দাদু ও দিদিমাকে দিয়ে পরিবারের শাখাপ্রশাখা দেখাতে শুরু করলেন।

১। কাকেরা সবাই মিলে বিড়ালটিকে তাড়া করছে কেন?

উত্তরঃ গাছে কাকের বাসায় কাকের ছানা রয়েছে। বিড়াল ছানাগুলিকে খাওয়ার জন্য গাছে ওঠার চেষ্টা করছে। ছানাগুলিকে তার মা আগলে রাখলেও বিড়াল গাছে উঠলে, কোনো না কোনো ছানাকে খেয়ে ফেলবে। তাই কাকেরা সবাই মিলে বিড়ালকে তাড়া করছে।

২। পাখিদের পরিবার বলতে কী বোঝো?

উত্তরঃ মানুষের মতো পাখিদেরও পরিবার আছে। তবে ওদের বাচ্চারা বড়ো হয়ে উড়তে পেরে গেলে আর বাবা-মায়ের সঙ্গে কোনো বাঁধন থাকে না। তবে ওরা বিপদে পড়লে দলবদ্ধ হয়ে পাড়া-প্রতিবেশীর মতো অন্যের সাহায্যে এগিয়ে আসে।

৩। পাখি কীভাবে নিজের সন্তানদের যত্ন করে?

(তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন (প্রাথমিক) হাওড়া

উত্তরঃ পাখিরা সারাক্ষণ তার বাচ্চাদের আগলায়। তাদের ওড়া শেখায়। একটু বড়ো হলে খাওয়ায়। এভাবেই তাদের যত্ন করে।

Fill In The Blanks

১। পিসি হলো——————————– বোন।

উত্তর:   বাবার

২। সুমনার এক ——————————— রয়েছে।

উত্তর:   দিদি

৩। ———————————— দিয়ে সুমনাদের পরিবার শুরু।

উত্তর:  ঠাকুরদাকে

8। ———————————- বাবা আর মায়েরা কয় ভাই-বোন?

উত্তর:  তোমার

৫। বাড়ির ———————————– মিলে পরিবার।

উত্তর:  সবাই

১। মামার ছেলেমেয়েরা——————- আত্মীয়।

উত্তরঃ  নিকট

২। কাকিমা কাকার বিয়ের পর——————– সদস্য হলেন।

উত্তরঃ  পরিবারের

৩। পিসিমার ছেলেমেয়েরাও———————আত্মীয়।

উত্তরঃ নিকট

১। সুকুমার রায় —————- থেকে ছোটো।

উত্তরঃ সুখলতা 

২। —————- বই উপেন্দ্রকিশোর রায়চৌধুরির লেখা।

উত্তরঃ টুনটুনির

৩। সুপ্রভাদেবী সত্যজিৎ রায়-এর ————– ।

উত্তরঃ মা

8। ———————– উপেন্দ্রকিশোর রায়চৌধুরির ছোটো ছেলে।

উত্তরঃ সুবিমল

১। মানচিত্র———————- হলো।

উত্তরঃ আঁকা

২। প্রথমে জানবে ——————- কোথায়?

উত্তরঃ  গ্রামটা

৩। তোমার ———————– কেউ নেই নাকি?

উত্তরঃ কি

৪। তবে রাস্তা ————————- না।

উত্তরঃ চেনাবেন

৫। ————————– কান্ড দেখে মা একেবারে অবাক।

উত্তরঃ  মেয়ের

True And False

ঠিক বাক্যের পাশে ”ও ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও:

১। উপেন্দ্রকিশোরের স্ত্রীর নাম ছিল পুণ্যলতা। (x)

২। সুকুমার রায় আবোল তাবোল লিখেছেন। (√)

৩। ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমাটি নরসিংহ দাসের তৈরি করা। (x)

৪। ফেলুদার গল্প সত্যজিৎ রায়ের লেখা। (√)

৫। সত্যজিৎ রায়ের মায়ের নাম সুপ্রভা দেবী। (√)

১। আগে লোকে পালকি চেপে যাতায়াত করত। (√)

২। ঘোড়ার গাড়ি কোচোয়ান চালাত। (√)

৩। খাবার পরিবেশনের দরকার বিয়ে বাড়িতে হয় না। (x)

৪। শিকার করা নিষিদ্ধ। (√)

৫। একটি নতুন জীবিকা হলো শাঁখা তৈরি করা। (x)

Fill In The Blanks

১। মানচিত্র———————- হলো।

উত্তরঃ আঁকা

২। প্রথমে জানবে ——————- কোথায়?

উত্তরঃ  গ্রামটা

৩। তোমার ———————– কেউ নেই নাকি?

উত্তরঃ কি

৪। তবে রাস্তা ————————- না।

উত্তরঃ চেনাবেন

৫। ————————– কান্ড দেখে মা একেবারে অবাক।

উত্তরঃ  মেয়ের