WBBSE Class 3 Amader Paribesh Chapter 7 Solutions | Bengali Medium

Class 3 Chapter 7 Solution

সম্পদ

Very Short Question Answer

১। সুস্থ শরীর আমাদের কী হতে পারে?

উত্তরঃ সুস্থ শরীর আমাদের সম্পদ হতে পারে।

২। শরীরকে সম্পদ করে তুলতে কী করতে হয়?

উত্তরঃ শরীরকে সম্পদ করে তুলতে কয়েকটি নিয়ম মেনে চলতে হয়।

৩। সাঁতার কাটা খুব দরকার কেন?

উত্তর: সাঁতার কাটায় ভালো ব্যায়াম হয় বলে এটি খুব দরকার।

৪। কী করলে ঘুম ভালো হয়?

উত্তর: সাঁতার কাটলে ঘুম ভালো হয়।

৫। সব কাজ আনন্দের কখন হয়?

উত্তর: শরীর ভালো থাকলে সব কাজ আনন্দের হয়।

৬। শরীর খারাপ হলে কী হয়?

উত্তর: শরীর খারাপ হলে কাজের উদ্যমে ঘাটতি হয়

১। সুন্দর জন্য কাকার কত সুবিধে।

উত্তরঃ স্বাস্থ্যের

২। কাটাও খুব দরকার।

উত্তরঃ সাঁতার

৩। সাঁতার কাটলে আর স্বাস্থ্য ভালো হয়।

উত্তরঃ শরীর

8। ভালো থাকলে সব কাজই আনন্দের।

উত্তরঃ শরীর

৫। সুস্থ শরীরই আমাদের হতে পারে।।

উত্তরঃ  সম্পদ 

১। পুকুরের জল নোংরা হলে কী করতে ভালো লাগে না?।

উত্তরঃ পুকুরের জল নোংরা হলে স্নান করতে ভালো লাগে না। 

২। জলে খারাপ গন্ধ থাকলে খাওয়ার সময় কী হয়?

উত্তরঃ জলে খারাপ গন্ধ থাকলে খাওয়ার সময় বমি পায়।

৩। কোন্ জল আমাদের সম্পদ?

উত্তরঃ পরিষ্কার জল আমাদের সম্পদ।

৪। বাতাসে ধোঁয়া থাকলে কী হয়?

উত্তরঃ বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বলে।

৫। বাতাসে ধুলো থাকলে কী হয়?

উত্তরঃ বাতাসে ধুলো থাকলে শ্বাসকষ্ট হয়।

৬। ঠান্ডা বাতাস কী করে?

উত্তরঃ ঠান্ডা বাতাস শরীর জুড়িয়ে দেয়।

৭। পরিষ্কার বায়ু কি আমাদের সম্পদ?

উত্তরঃ হ্যাঁ, পরিষ্কার বায়ু আমাদের সম্পদ।

৮। মাটি নোংরা হলে কী ধরনের অসুবিধা হয়?

উত্তরঃ  মাটি নোংরা হলে চলাফেরায় অসুবিধা হয়।

৯। মাটিতে পলিথিন পড়ে থাকলে তলার মাটি কী পায় না?

উত্তর: মাটিতে পলিথিন পড়ে থাকলে তলার মাটি রোদ-হাওয়া- জল পায় না।

১০। কোন্ মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে?

উত্তরঃ উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে।

১১। মাটি কি আমাদের সম্পদ?

উত্তরঃ হ্যাঁ, মাটি আমাদের সম্পদ।

১২। প্রকৃতির প্রধান সম্পদ কী কী?

উত্তরঃ প্রকৃতির প্রধান সম্পদ হলো জল, মাটি ও বায়ু।

১৩। জন্মেই আমরা প্রকৃতি থেকে কী পাই?

উত্তরঃ জন্মেই আমরা প্রকৃতি থেকে জল, মাটি ও বায়ু সম্পদ পাই।

১৪। বনের গাছপালা কি প্রকৃতির সম্পদ?

উত্তরঃ হ্যাঁ, বনের গাছপালা প্রকৃতির সম্পদ।

১৫। সুযোগ পেলে কী লাগাবে বলে দিদিমণি বললেন?

উত্তরঃ সুযোগ পেলে গাছ লাগাবে বলে দিদিমণি বললেন।

১৬। কোন্ ধরণের গাছ লাগানো ভালো?

উত্তরঃ ফলের গাছ লাগানো ভালো।

১৭। কার আলো ছাড়া গাছ জন্মাতে পারে না?

উত্তরঃ সূর্যের আলো ছাড়া গাছ জন্মাতে পারে না।

১। কোথাকার জল তোলা সহজ?

উত্তর:   মাটির নীচের জল তোলা সহজ।

২। কোথায় জল পাঠানো সহজ নয়?

উত্তরঃ মাটির নীচে জল পাঠানো সহজ নয়।

৩। কোন্ অঞ্চলে মাটির নীচে কিছুটা জল যেতে পারে?

উত্তরঃ নদী-সাগরের কাছাকাছি অঞ্চলে মাটির নীচে কিছুটা জল যেতে পারে।

৪। চাষ কীসের জল দিয়ে করা দরকার?

উত্তর:   বৃষ্টির জল দিয়ে চাষ করা দরকার।

৫। শীতকালে কোথাকার জল ব্যবহার করে চাষ করা উচিত?

উত্তরঃ শীতকালে পুকুরের জল ব্যবহার করে চাষ করা উচিত।

৬। সজলধারার জল কোথা থেকে আসে?

উত্তরঃ সজলধারার জল মাটির নীচ থেকে আসে।

৭। সবাইকে জলের কল নিয়ে কী বোঝানো উচিত?

উত্তর: সবাইকে বোঝানো উচিত যেন জলের কল কেউ খোলা না রাখে।

৮ । মাটির নীচের জল শেষ হয়ে গেলে কী অসুবিধা হবে?

উত্তরঃ মাটির নীচের জল শেষ হয়ে গেলে পরে আর খাবার জল পাওয়া যাবে না।

৯। বৃষ্টির সময় ছাদের জল ধরে কী কাজে লাগানো যায়?

উত্তরঃ বৃষ্টির সময় ছাদের জল ধরে স্নানের কাজে লাগানো যায়।

১০। এখন থেকে জলের ব্যাপারে সবাই কীসের চেষ্টা করবে?

উত্তরঃ এখন থেকে সবাই যতটা সম্ভব জল বাঁচাতে চেষ্টা করবে।

১। আগে সব ফল-ফুল কী ছিল?

উত্তরঃ  আগে সব ফল-ফুল প্রাকৃতিক সম্পদ ছিল।

২। আগে মানুষ কী খেয়ে থাকত?

উত্তরঃ  আগে মানুষ বনের ফলমূল খেয়ে থাকত।

৩। এখন একেবারে ধান-পাটের মতো কীসের চাষ হয়?

উত্তরঃ  এখন অনেক ফুল-ফল একেবারে ধান-পাটের মতো চাষ হয়।

৪। এখন গাঁদা ফুলের চাষ কোথায় হয়?

উত্তরঃ এখন গাঁদা ফুলের চাষ খেতে হয়।

৫। কোন্ কোন্ গাছ থেকে ওষুধ পাওয়া যায়?

উত্তরঃ ঘৃতকুমারী, বাসক ও কালমেঘ গাছ থেকে ওষুধ পাওয়া যায়।

৬। চাষ করা গাছকে কী ধরনের সম্পদ বলা হয়?

উত্তত্রঃ চাষ করা গাছকে কৃষি সম্পদ বলা হয়।

৭। বাগিচা সম্পদের একটি উদাহরণ দাও।

উত্তরঃ বাগানের ফলই বাগিচা সম্পদ।

১। গাছ লাগানোর উৎসবে সবাইকে কী করতে হবে?

উত্তর: সবাইকে গাছ লাগাতে হবে।

২। উৎসব করে গাছ লাগানো হয় কেন?

উত্তর: গাছ জীবেদের নানা উপকার করে তাই গাছ লাগানো হ

৩। গাছ থেকে আমরা কী পাই?

উত্তর: ফুল পাই, ফল পাই, শাকসবজি পাই।

৪। গাছে কারা বাসা বানায়?

উত্তর: পাখি, পিঁপড়ে বাসা বানায়।

৫। কোন্ সময় গাছের তলায় ছায়ায় বসলে আরাম লাগে

উত্তর: গরমের সময়।

৬। বাড়ির কোন্ কোন্ জিনিস কাঠ দিয়ে তৈরি?

উত্তর: আলমারি, খাট, দরজা, জানালা কাঠ দিয়ে তৈরি।

৭। নৌকো কী দিয়ে তৈরি হয়?

উত্তরঃ নৌকো গাছের কাঠ দিয়ে তৈরি হয়।

৮। বাঁশ দিয়ে কী তৈরি হয়?

উত্তরঃ বাঁশ দিয়ে কাগজ তৈরি হয়।

৯। ছেঁড়া, নোংরা কাগজ থেকে কি আবার কাগজ তৈরি হয়?

উত্তরঃ হ্যাঁ, তৈরি হয়।

১০। কাগজ তৈরিতে বাঁশ ছাড়া অন্য কোনো গাছ কি ব্যবহৃত হয়?

উত্তরঃ হ্যাঁ, কাগজ তৈরিতে বাঁশ ছাড়া অন্য গাছও ব্যবহৃত হয়।

১। মানুষের তৈরি দুটি সম্পদের নাম লেখো।

উত্তর: এরকম দুটি সম্পদ হলো মাটির ভাঁড় ও লোহার কোদাল।

২। পিতলের বাসন কি শিল্প সম্পদ?

উত্তর: হ্যাঁ, পিতলের বাসন শিল্প সম্পদ।

৩। কোনগুলি প্রাকৃতিক সম্পদ বা কৃষি সম্পদ হতে পারে?

উত্তর:  বাঁশের ঝুড়ি ও ঘাসের মাদুর প্রাকৃতিক সম্পদ বা কৃষি সম্পদ হতে পারে।

৪। বাঁশ চাষ করলে কী সম্পদ হয়?

উত্তর: বাঁশ চাষ করলে কৃষি সম্পদ হয়।

৫। ঝুড়ি তৈরির কাঁচামাল কী?

উত্তর: বাঁশ ঝুড়ি তৈরির কাঁচামাল।

৬। ঝুড়ি তৈরি করা কীসের কাজ?

উত্তর: ঝুড়ি তৈরি করা হাতের কাজ।

৭। মাদুরের কাঁচামাল কী?

উত্তরঃ ঘাস মাদুরের কাঁচামাল।

৮। হাতের কাজ কী ধরনের শিল্প?

উত্তরঃ হাতের কাজ ঘরোয়া শিল্প।

৯। ঘরোয়া শিল্পকে ভালো কথায় কী বলে?

উত্তরঃ ঘরোয়া শিল্পকে ভালো কথায় কুটিরশিল্প বলে।

১০। বাড়ি তৈরি করা কী ধরনের শিল্প?

উত্তর: বাড়ি তৈরি করা নির্মাণশিল্প।

১। কোথায় বয়লারে ধান ঢালা হয়?

উত্তরঃ চাল কলের বয়লারে ধান ঢালা হয়।

২। সিদ্ধ ধান কী করতে হয়?

উত্তর: সিদ্ধ ধান শুকোতে হয়।

৩। বড়ো শিল্পে কী রকম মেশিন লাগে?

উত্তর: বড়ো শিল্পে বড়ো বড়ো মেশিন লাগে।

৪। দুটি বড়ো শিল্পের উদাহরণ দাও।

উত্তরঃ দুটি বড়ো শিল্পের উদাহরণ-সিমেন্ট ও বিদ্যুৎ শিল্প।

৫। গাড়ি তৈরি করা কোন্ ধরনের শিল্পের অন্তর্গত?

উত্তরঃ গাড়ি তৈরি করা বড়ো ধরনের শিল্পের অন্তর্গত।

৬। কীসের মেশিন তৈরির শিল্প বড়ো শিল্পের অন্তর্গত?

উত্তরঃ রাস্তার রোলার, ট্রাকটর, পাওয়ার টিলারের মেশিন তৈরির শিল্প বড়ো শিল্পের অন্তর্গত।

১। বাঁশের ঝুড়িটা কী কাজে লাগে?

উত্তরঃ ঝুড়িটা দেখার কাজে লাগে।

২। দেখার জিনিসগুলিকে কোথায় সাজিয়ে রাখা হয়?

উত্তরঃ দেখার জিনিসগুলিকে শোকেসে সাজিয়ে রাখা হয়।

৩। ঝিনুক দিয়ে কী তৈরি হয়?

উত্তরঃ ঝিনুক দিয়ে পুতুল তৈরি হয়।

৪। ঝিনুক দিয়ে পুতুল করা কী ধরনের শিল্প?

উত্তরঃ ঝিনুক দিয়ে পুতুল করা হাতের কাজ, ঘরোয়া শিল্প।

৫। ছবি আঁকা কি শিল্প?

উত্তরঃ হ্যাঁ, ছবি আঁকা অতি সূক্ষ্ম কাজের শিল্প।

৬। নাটকে অভিনয় করা কি শিল্পের নমুনা?

উত্তরঃ হ্যাঁ, নাটকে অভিনয় করা শিল্পের নমুনা।

৭। যাঁরা নাটকে অভিনয় করেন তাঁদের কী বলে?

উত্তরঃ তাঁদের নাট্য শিল্পী বলা হয়।

৮। মনে আনন্দ দেওয়ার শিল্পকে কী বলা হয়?

উত্তরঃ সৌন্দর্য সৃষ্টির শিল্প বলা হয়।

৯। আমাদের চারপাশে কী ধরনের শিল্প সম্পদ ছড়িয়ে আছে?

উত্তরঃ মনে আনন্দ দেওয়ার শিল্প সম্পদ ছড়িয়ে আছে।

Short Question Answer

১। দেখতে ভালো জিনিসগুলি কোথায় এবং কেন রাখা হয়?

উত্তরঃ দেখতে ভালো জিনিসগুলি শোকেসে সাজিয়ে রাখা হয়। দেখতে ভালো লাগার কারণে রাখা হয়।

২। হাতের সূক্ষ্ম কাজের শিল্প কোনগুলি?

উত্তরঃ হাতের সূক্ষ্ম কাজের শিল্প হলো-ঝিনুক দিয়ে পুতুল তৈরি, শিল্পীর ছবি আঁকা।

৩। নাটকে অভিনয় করতে গেলে কী কী অভ্যাস করা দরকার?

উত্তরঃ নাটকে অভিনয় করতে গেলে স্পষ্ট উচ্চারণে কথা বলার অভ্যাস করা, শরীরের ভঙ্গিতে কীভাবে মনের ভাব দেখাতে হয় তা অভ্যাস করা দরকার।

১। গাছ কী উপকার করে?

উত্তরঃ গাছ থেকে আমরা ফল-ফুল, শাকসবজি পাই। ছায়া পাই, কাঠ পাই। কাগজ তৈরি করার উপাদান পাই। পাখিরা ও পিঁপড়েরা বাসা তৈরি করার জায়গা পায়।

২। গাছের কাঠ আমাদের কী কাজে লাগে?

উত্তর: গাছের কাঠ আমাদের বাড়ির দরজা, জানালা, খাট, আলমারি

তৈরিতে লাগে। এছাড়া কাঠ দিয়ে আমরা নৌকোও বানাই।

৩। আমাদের লেখাপড়ায় গাছের ভূমিকা কী?

উত্তরঃ গাছ থেকে বিশেষ করে বাঁশ গাছ থেকে আমরা কাগজ তৈরি করি। এই কাগজ দিয়ে আমরা যেমন লিখি তেমনি বইপত্রও ওই কাগজ দিয়ে ছাপানো হয়। সুতরাং গাছ আমাদের লেখাপড়ায় অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নৈর্ব্যক্তিক

১। গাছ নিয়ে আমরা কয় রকমের সম্পদের কথা বলতে পারি?

উত্তরঃ গাছ নিয়ে আমরা তিন রকম সম্পদের কথা বলতে পারি।

যেসব গাছ এমনি হয়েছে সেগুলি প্রাকৃতিক সম্পদ, চাষ করা ফসল হলো কৃষি সম্পদ। বাগানের ফল হলো বাগিচা সম্পদ।

২। প্রাকৃতিক সম্পদ কাকে বলে?

উত্তরঃ  যেসব গাছ মানুষের সাহায্য ছাড়া এমনি এমনি হয়েছে ও। বেড়ে উঠেছে, সেগুলিই হলো প্রাকৃতিক সম্পদ। যেমন- বনের শালগাছ।

৩। কৃষি সম্পদ কাকে বলে?

উত্তরঃ যেসব গাছ বা ফসল মানুষ চাষ করে, সেগুলি কৃষি সম্পদ। যেমন- ধানগাছ।

৪। বাগিচা সম্পদ কাকে বলে?

উত্তর: বাগান করে যে ফুল, ফল বা ফসল চাষ হয়, তাকে বাগিচা সম্পদ বলে। যেমন-আম বাগানের আম।

১। মাটির নীচের জল কীভাবে তোলা হয়?

উত্তরঃ মাটির নীচের জল টিউবওয়েল ও ডিপ টিউবওয়েল দিয়ে তোলা হয়।

২। সজলধারার ট্যাপকল খুলে রাখার ফলে কী হয়?

উত্তরঃ সজলধারার জল চাষের কাজে ব্যবহৃত হয়। কিন্তু ট্যাপকল খুলে রাখার ফলে জল বেরোতে থাকে এবং ওই জল নষ্ট হতে থাকে।

৩। বৃষ্টির জল কীভাবে ধরে কোন্ কোন্ কাজে ব্যবহার করা যায়?

উত্তরঃ বৃষ্টির জল পুকুরে জমা করে শীতের দিনে চাষের কাজে ব্যবহার করা যায়। ছাদে পড়া বৃষ্টির জল সংগ্রহ করে স্নানের কাজে ব্যবহার করা যায়।

১। স্বাস্থ্য ছাড়া আমাদের আর কী সম্পদ রয়েছে?

উত্তর: স্বাস্থ্য ছাড়া জল, মাটি, বায়ু, গাছপালা, সূর্যালোক- এগুলি সবই আমাদের প্রাকৃতিক সম্পদ রয়েছে।

২। ফলের গাছ লাগানোর উপকারিতা কী?

উত্তরঃ ফলের গাছ লাগালে প্রাকৃতিক সম্পদের বৃদ্ধি ঘটে। আমরা এবং পশুপাখিরাও খাবার হিসেবে ফল পাই।

৩। বাতাসে ধুলো এবং ধোঁয়া থাকলে কী কী অসুবিধা হয়? |

উত্তরঃ বাতাসে ধুলো থাকলে শ্বাসকষ্ট হয় আর ধোঁয়া থাকলে চোখ জ্বালা করে।

৪। মাটি নোংরা হলে কী কী অসুবিধা দেখা দেয়?

উত্তরঃ মাটি নোংরা হলে চলাফেরার অসুবিধা হয়। মাটিতে পলিথিন পড়ে থাকলে তলার মাটি রোদ-হাওয়া-জল পায় না। তাই মাটি উদ্ভিদের বৃদ্ধিতে ঠিকমতো সাহায্য করতে পারে না। মাটিতে বসবাসকারী জীবেরাও অসুবিধায় পড়ে।

১। সুন্দর স্বাস্থ্যের জন্য জেমসের কাকার কী সুবিধা?

উত্তরঃ সুন্দর স্বাস্থ্যের জন্য জেমসের কাকার অনেক সুবিধা। তিনি অনেক কাজ করতে পারেন। তাতেও হাঁপান না। দৌড় প্রতিযোগিতায় মেডেলও জিততে পারেন।

২। জেমসের কাকা সুস্থ শরীর গড়তে কী করতে বললেন?

উত্তরঃ জেমসের কাকা সুস্থ শরীর গড়ার জন্য কয়েকটি নিয়মের কথা বললেন। যেমন-সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া, জল খাওয়া আর ব্যায়াম করা।

৩। সাঁতারে কী কী উপকার হয়?

উত্তরঃ সাঁতারে ব্যায়াম হয়। ভালো ঘুম হয়। শরীর আরও ভালো থাকে।

৪। চিত্তর ঠাকুরদা কী বলতেন?

উত্তরঃ চিত্তর ঠাকুরদা আমায় চেষ্টা করতে বলতেন সাঁতারে ব্যায়াম যাতে আমাদের সবার স্বাস্থ্যই নিজের কাছে সম্পদ হয়ে ওঠে।

১। পাহাড়ে বেড়াতে গিয়ে ছেলেমেয়েরা কীভাবে কতক্ষণ হইচই করল?

উত্তর:  পাহাড়ে বেড়াতে গিয়ে ছেলেমেয়েরা নানাভাবে পাহাড়ে উঠে মজা করল। কেউ ঝোপে লুকোলে, কেউ আবার হাঁপালে, কেউ আবার পিছিয়ে পড়ছিল। এইসব নানান প্রক্রিয়ার মাধ্যমে তারা ঘণ্টাখানেক ধরে হইচই করল।

২। রিমঝিম আর মিঠাই পাহাড়ে বেড়াতে গিয়ে কী শিক্ষা নিল?

উত্তর: রিমঝিম আর মিঠাই পাহাড়ে বেড়াতে গিয়ে তাদের শারীরিক অসুবিধার কথা বুঝতে পারল। কারণ রিমঝিম। পাহাড়ে ওঠার সময় হাঁপাচ্ছিল। আর মিঠাই অন্যদের মতো। তরতর করে উঠতে পারছিল না। তাই রিমঝিম বুঝল তার। স্বাস্থ্যের যত্ন নিতে হবে যাতে সে পরের বারে না হাঁপিয়ে পড়ে। আর মিঠাই মোটা। তাই সে দ্রুত হাঁটতে পারে না। সে খাওয়া-দাওয়া বদলে ফেলে স্বাস্থ্যকে ঠিক জায়গায় নিয়ে আসবে এই শিক্ষা নিল।

৩। দিদিমণি ছেলেমেয়েদের সমস্যা বুঝে কী বললেন?

উত্তরঃ দিদিমণি বললেন যে, এখন সকলে বুঝতে পেরেছ তোমাদের কার কী অসুবিধা। কেন অন্যের সঙ্গে সমানভাবে পাহাড়ে উঠতে পারছিলে না বা উঠতে অসুবিধা বোধ করছিলে। তাই, কারণ যখন জানা হয়ে গেল তখন তোমরা সবকিছু সেভাবে করবে। যাতে তোমাদের স্বাস্থ্য ঠিক থাকে। কারণ স্বাস্থ্য তোমাদের সকলের সম্পদ।

Fill In The Blanks

১। মিঠাই খুব———————— ।

উত্তরঃ  মোটা

২। পাহাড়ে ———————— খুব মজার।

উত্তরঃ চড়া

৩। রিমঝিম আর ————————– আস্তে আস্তে নামল।

উত্তরঃ মিঠাই

৪। পরের বার আর কেউ ————————- না।

উত্তরঃ হাঁপাবে

১। গাছ জীবদের নানা —————— করে।

উত্তর:  উপকার 

২। গাছ থেকে আমরা—————————— পাই।

উত্তর: খাবার  

৩। —————— তো গাছের কাঠ দিয়ে তৈরি হয়।

উত্তর: নৌকো

8।  ———————— তৈরি করতেও অনেক বাঁশ লাগে।

উত্তর:  কাগজ 

৫। ছেঁড়া কাগজ থেকেও আবার ——————— যায়। বানানো

উত্তর: কাগজ।

১। কোদাল মানুষের তৈরি————————। 

উত্তরঃ .

২। ——————- তো বাগানে হয়।

উত্তরঃ 

৩। ঘাস —————— কাঁচামাল।

উত্তরঃ .

৪। বাড়ি তৈরি করাকে বলে——————–শিল্প।

উত্তরঃ 

৫। হাতের কাজকে———————– শিল্প বলে।

উত্তরঃ  ১। সম্পদ, ২। বাঁশ, ৩। মাদুরের, ৪। নির্মাণ, ৫। ঘরোয়া।

True And False

১। অভিনয় করা একরকম শিল্প।(√)

২। বাখারি সেগুন থেকে তৈরি হয়। (x)

৩। ছবি আঁকাও এক ধরনের শিল্প। (√)

৪। পাথর খোদাই করে মূর্তি তৈরি হয়। (√)

৫। অভিনয়ে উচ্চারণের কোনো গরুত্ব নেই। (x)