অধ্যায় – ১৩
পর্যটন
১। এককথায় উত্তর দাও :
১.১ পর্যটন করেন যিনি তাঁকে কী বলা হয়?
উত্তর:
১.২ ‘ভ্রমণ’ শব্দটির অর্থ লেখো।
উত্তরঃ
১.৩ বাদকশান, মোম্বাসা, সান্টা ফে, শ্যামবাজার-এই জায়গাগুলো কোথায়?
উত্তরঃ
১.৪ কেষ্ট, বিষ্ণু, মহেশ্বর নামগুলো কবিতাটিতে কী অর্থে ব্যবহার হয়েছে?
উত্তরঃ
১.৫ কবিতায় লোকটির মনে বেড়ানোর ‘শখ’ জাগল কেন?
উত্তরঃ
১.৬ যাঁরা পর্যটনে বেরিয়েছেন, তাঁদের হাবভাব, সাজপোশাক, চলাফেরা কীভাবে কবিতাটিতে ধরা পড়েছে?
উত্তরঃ
১.৭ সাধারণত মানুষজন কখন বেড়াতে বেরোন?
উত্তর:
১.৮ মানুষের বেড়ানোর ইচ্ছে হয় কেন?
উত্তর:
১। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
১.১ ‘কেষ্টবাবু কোথায় যান’?
উত্তরঃ
১.২ মোম্বাসা কে যাচ্ছেন?
উত্তর:
১.৩ ‘ভরদুপুরে কোথায় যায়?’ কাকে বলা হয়েছে?
উত্তর:
১.৪ ‘সবাই এখন ছাড়ছে ঘর’। সবাই কারা?
উত্তর:
১.৫ ‘তাই নিয়ে যাই কোথায় আর’ তাই বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর:
২। বিপরীত শব্দ লেখো: মস্ত, হঠাৎ, যাই, নাই, একটি।
উত্তর:
৩। ‘মাথা’ শব্দটিকে একাধিক অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। [OEQ]
উত্তর: