অধ্যায় – ১৭
সাথি
১। একটি বাক্যে উত্তর:
১.১ তালগাছ কোথায় একলা বাড়ল?
উত্তরঃ
১.২ ঘন নীল ছায়ার মতো কাদের দেখা যায়?
উত্তরঃ
১.৩ মাঠের চেয়ে বড়ো কে?
উত্তরঃ
১.৪ হাওয়ার সঙ্গে কে আসে?
উত্তরঃ
১.৫ ঝড়ের সঙ্গে কে কে আসে?
উত্তর:
১.৬ শরতের মেঘের সাথি কে?
উত্তর:
১.৭ তালগাছ কেন বৃথা আঁকুপাঁকু করে?
উত্তর:
১.৮ তালগাছের কাছে কারা যাওয়া আসা করতে লাগল?
উত্তরঃ
১.৯ বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধল?
উত্তরঃ
১.১০ তালগাছ চুপ করে ভাবে কেন?
উত্তর:
২। উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও :
২.১ চারদিকে. (ধুধু/হুহু) করছে।
উত্তরঃ
২.২ সেখানে লতাপাতা সব গলাগলি) করে আছে। (দলাদলি/
উত্তরঃ
২.৩ সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি কিলবিল) করছে। (ঝিলমিল/
উত্তর:
২.৪ তারা দুটিতে মিছিমিছি কত কীবকাবকি) করে (হাঁকাহাঁকি/)
উত্তর:
২.৫ মাঠের থেকে. বাসা বাঁধে। -(এঁটোকাঁটা/কুটোকাটা) নিয়ে
উত্তর:
৩। নীচের শব্দগুলির দিয়ে বাক্য তৈরি করো: তেপান্তর, বলাকা, আঁকুপাঁকু, মিছিমিছি, ঝিলমিল।
উত্তর:
৪। একই অর্থের শব্দ পাঠ করে খুঁজে নিয়ে লেখো: নীড়, ভর্ৎসনা, গগন, প্রান্তর, বিজলি।
উত্তরঃ
৫। বিপরীতার্থকশব্দ লেখো: ঘন, দূরে, আছে, ছোটো।
উত্তরঃ
৬। ‘হার’ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো।
উত্তরঃ
৭। টীকা লেখো: শরতের মেঘ, তালগাছ।
উত্তরঃ
৮। বর্ণবিশ্লেষণ করো: বিশ্বাস, কুটোকাটা, বলাকা, দুটি।
উত্তর:
৯। যুক্তাক্ষর রয়েছে এমন পাঁচটি শব্দ পাঠ থেকে খুঁজে। নিয়ে লেখো।
উত্তর:
১০। বাক্য বাড়াও:
১০.১ তার মাঝে একটি তালগাছ। (কোথায়? কেমন?)
উত্তর:
১০.২ ঝড় আসে। (কাকে নিয়ে?)
উত্তর:
১০.৩ তালগাছ কেবলই ডাকে। (কাদের? কীভাবে)
উত্তরঃ
১০.৪ একলা গাছ বৃথা আঁকুপাঁকু করে। (কেন?)
উত্তর:
১০.৫ তারপর একদিন তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয়। (কারা? কোথায়? কী দিয়ে?)
উত্তরঃ
১১। শিক্ষক/শিক্ষিকার সাহায্য নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতাটি এই পাঠের শেষে মিলিয়ে পড়ো।
উত্তর:
১২। তোমার সবথেকে প্রিয় বন্ধু সম্বন্ধে চার-পাঁচটি বাক্য লেখো:
উত্তরঃ
১৩। নীচের ছবিদুটির মধ্যে অন্তত ছটি অমিল খুঁজে বের করো:
উত্তরঃ
পরন্ততে, পর্অপ, সনিশ্বা, লঝিলমি,
উত্তরঃ
১.১ ৎচরকাম পর্অপ-অপরূপ; সনিশ্বা-নিশ্বাস; লঝিল মি-ঝিলমিল; ৎচর কাম-চমৎকার।
উত্তরঃ
১.২ বাক্য রচনা করো: সবুজ, বাবুইপাখি, সুন্দর, নিশ্বাস, সাথি, মাঠ, নীল।
উত্তর:
৩। প্রতিশব্দ লেখো:
আকাশ, সাথি, বাতাস, বিদ্যুৎ, মাঠ
উত্তরঃ