অধ্যায় – ২০
হিংসুটি
১। একটি বাক্যে উত্তর দাও:
১.১ হিংসুটির নাম বলা মুশকিল কেন?
উত্তরঃ
১.২ হিংসুটির দিদি কেমন মেয়ে?
উত্তরঃ
১.৩ হিংসুটির বয়স কত?
উত্তরঃ
১.৪ হিংসুটির দিদির বয়স কত?
উত্তরঃ
১.৫ হিংসুটির দিদি কী কী পড়ে ফেলেছে?
উত্তরঃ
১.৬ স্কুলে কে কেমন ফল করত?
উত্তরঃ
১.৭ দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কী করল?
উত্তরঃ
১.৮ হিংসুটি দিদির খাবারের দিকে তাকিয়ে কাঁদল কেন?
উত্তরঃ
১.৯ দিদির জন্মদিনে হিংসুটি কী করে?
উত্তরঃ
১.১০ একদিন হঠাৎ হিংসুটি কী করে?
উত্তরঃ
১.১১ হিংসুটির ভয়ানক রাগ হলো কেন?
উত্তরঃ
১.১২ কেন হিংসুটির চোখ ফেটে জল এল?
উত্তরঃ
১.১৩ কে, কাকে ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে মারতে লাগল?
উত্তরঃ
১.১৪ মারার পর সে কী করল?
উত্তরঃ
১.১৫ মামা কখন হিংসুটিকে ডাকতে লাগলেন?
উত্তরঃ
১.১৬ মামা হিংসুটিকে ডেকে কী বললেন?
উত্তরঃ
১.১৭ হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল কেন?
উত্তর:
১.১৮ সে কাঁদো কাঁদো গলায় কী বলল?
উত্তরঃ
১.১৯ হিংসুটির কথা শুনে মা কী বললেন?
উত্তরঃ
১.২০ হিংসুটি ভ্যাঁ করে কেঁদে একদৌড়ে পালিয়ে গেল কেন?
উত্তর:
৩। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:
৩.১ হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে (কেঁদে ফেলল/হেসে ফেলল/ খেয়ে ফেলল)।
উত্তরঃ
৩.২ সে একটা ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে পুতুলটাকে (আদর করল/মারতে লাগল/স্নান করাল)।
উত্তরঃ
৩.৩ সে (আনন্দে/দুঃখে/রাগে) গরগর করতে করতে চলে গেল।
উত্তরঃ
৩.৪ শুনে. -(হিংসায়/ভয়ে/করুণায়) হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করতে লাগল।
উত্তর:
৩.৫ সে কাঁদো কাঁদো, -(গলায়/মুখে/চোখে) বলল।
উত্তরঃ
৩.৬ সে খানিকক্ষণ ফ্যালফ্যাল করে (শুনে/তাকিয়ে/ছুঁয়ে) একদৌড়ে সেখান থেকে পালিয়ে গেল।
উত্তরঃ
৪। কোনটি বেমানান খুঁজে বের করে গোল দাগ দাও:
৪.১ দুষ্টু, শান্ত, হিংসুটে, ঝগড়াটি।
উত্তর:
৪.২ বোধোদয়, ছেলেদের রামায়ণ, রসমুন্ডি, ইংরেজি ফার্স্টবুক।
উত্তর:
৪.৩ নাচতে নাচতে, ফুঁপিয়ে ফুঁপিয়ে, গাল ফুলিয়ে, ঠোঁট বাঁকিয়ে।
উত্তর:
৪.৪ মা, মামা, দিদি, হিংসুটি।
উত্তরঃ
৪.৫ বাক্স, আলমারি, মলাট, পুতুল।
উত্তর:
৫। হিংসুটির দিদিকে ‘লক্ষ্মী মেয়ে’ বলা হয়েছে কেন?
উত্তরঃ
৬। মামার দেওয়া পুতুলটা কেমন ছিল? সেটা কোথায় রাখা ছিল?
উত্তর:
৭। তুমি কি হিংসুটির মতো হতে চাও? কেন চাও বা চাও না, তা লেখো।
উত্তরঃ
৮। ‘হিংসে করা ভালো নয়’-এই বিষয়ে পাঁচটি বাক্য লেখো।
উত্তরঃ
৯। নীচের সূত্রগুলি কাজে লাগিয়ে খেলাটি খেলো: (পাঠ্যবই পৃ. ৯৪-এর শব্দ ছক ও সূত্রগুলি দ্যাখো)
উত্তর:
১. পুতুলের গায়ে ছিল টুকটুকে জামা।
উত্তরঃ
২. বোধোদয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটা বই।
উত্তরঃ
৩. বাক্সের মধ্যে শুয়েছিল রাঙাপুতুল।
উত্তরঃ
৪. শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করতে লাগল।
উত্তরঃ
৫. হিংসুটির বয়স ছিল সাত বছর।
উত্তরঃ
৬. বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন।
উত্তরঃ
৭. জিভে কামড় লাগল নাকি?
উত্তরঃ
৮. ছেলেদের রামায়ণ।
উত্তরঃ
৯. মলাট ছিঁড়ে, কাদায় ফেলে নষ্ট করে দিল।
উত্তরঃ
১০. ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে।
উত্তরঃ
অতিরিক্ত প্রশ্নোত্তর
১। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো।
১.১ হিংসুটির বয়স- (৫/৭/৯/১১) বছর।
উত্তরঃ
১.২ হিংসুটির দিদি তার চেয়ে বড়ো কত বছরের- (১/২/৩/৪)
উত্তরঃ
১.৩ হিংসুটির মামা এনেছিল- (রসগোল্লা/ ক্ষীরকদম/ রাবড়ি/মিঠাই।
উত্তরঃ
১.৪ পুতুলের গায়ে ছিল যে জামা- (কালো/ সবুজ/ নীল/লাল)
উত্তরঃ
১.৫ পুতুল এনেছিল- (মামা/দাদা/কাকা/বাবা)
উত্তরঃ
১.৬ মামা পুতুলটি এনেছিল- হিংসুটির/হিংসা করে/দিদির দুই বোনের/হিংসুটি মায়ের জন্য
উত্তর:
২। শূন্যস্থান পূরণ করো:
২.১ হিংসুটির বড়ো মেয়ে।
উত্তরঃ
২.২. একলা সবাইকে হিংসে করে।
উত্তরঃ
২.৩ দিদির অমন সুন্দর- কালি ঢেলে
উত্তরঃ
২.৪ এক সেখান থেকে গেল।
উত্তরঃ
২.৫ মাথায় কালো কালো -চুল ছিল।
উত্তরঃ
৩। অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
৩.১ ‘হিংসুটি খালি বকুনি খায়।’ – কেন?
উত্তরঃ
৩.২ ‘তখন যদি তার অভিমান দেখতে।’ – কখন কার কথা বলা হয়েছে?
উত্তরঃ
৩.৩ তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল।’ কী বলেছিল?
উত্তর:
৩.৪ ‘কী সুন্দর পুতুল’। – পুতুলটি কোথায় রাখা ছিল?
উত্তরঃ
৩.৫ এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল।’- কী ভেবে, সে পুতুলটা উঠিয়ে নিয়েছিল?
উত্তরঃ
৩.৬ ‘কী সুন্দর পুতুল’। পুতুলটির পরিচয় দাও।
উত্তরঃ
৪। এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো। রিলআমা; ক অর্ধে; ড়াধস; ড়ি য়ে ছি য়ে; মিদুষ্টু; নখাক্ষক খনির মাআ।
উত্তরঃ
৫। বিপরীতশব্দ লেখো: দুষ্টু, শান্ত; শেষে, শাস্তি, আদর, অর্ধেক, আদায়; উৎসাহ, খানিকক্ষণ।
উত্তরঃ
৬। বর্ণ বিশ্লেষণ করো: হিংসুটে, রসমুন্ডি, আছড়িয়ে, পাঠিকা।
উত্তরঃ