WBBSE Class 3 Bangla Books Chapter 24 Solution আগমনী

অধ্যায় – ২৪

আগমনী

১। একটি বাক্যে উত্তর দাও:

১.১ শরৎ ঋতুর আগে কোন্ ঋতু আসে?

উত্তরঃ

১.২ শরৎকালে বাঙালিদের কী কী উৎসব হয়?

উত্তরঃ

২। দু-তিনটি বাক্যে উত্তর দাও :

২.১ শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে?

উত্তরঃ

২.২ শরৎকালের মেঘ দেখতে কেমন হয়?

উত্তরঃ

২.৩ শরৎকাল প্রসঙ্গে মনে পড়ে এমন দুটো সাদা। জিনিসের নাম করো (একটা থাকে আকাশে, আর একটা মাঠে)।

উত্তর:

৩। বুঝতে-খুঁজতে, আকাশ-বাতাস-এই জোড়া শব্দগুলোর মধ্যে যেমন ছন্দের মিল আছে, তেমনভাবে ছন্দ মিলিয়ে নীচের তালিকাটি সাজাও:

উত্তর:

৪। যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও:

উত্তর:

৪.১ শীত, বসন্ত, হেমন্ত, বৈশাখ, গ্রীষ্ম।

উত্তরঃ

৪.২ মেঘ, আগুন, বৃষ্টি, জল, বজ্রপাত।

উত্তরঃ

৪.৩ দুর্গা, কাশ, বরফ, শরৎ, নীল, আকাশ।

উত্তরঃ

৫। শূন্যস্থান পূরণ করো:

উত্তরঃ

৬। নীচের সূত্রগুলি ব্যবহার করে শরৎকাল সম্পর্কে কয়েকটি বাক্য লেখো:

উত্তরঃ

অতিরিক্ত প্রশ্নোত্তর

১। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১.১ ‘পারছে না ঠিক বুঝতে।’- কাদের কথা বলা হয়েছে?

উত্তর:

১.২ ‘থেকে থেকে তাই কি শুনি’- কী শোনার কথা বলা হয়েছে?

উত্তরঃ

১.৩ ‘এরই মধ্যে মিঠে কিন্তু’ – কী মিঠে হবার কথা বলা হয়েছে?

উত্তর:

২। বিপরীত শব্দ লেখো: মিঠে, দূর, আনমনা, ফাঁক।

উত্তরঃ