WBBSE Class 3 Bangla Chapter 10 Solution নদীর তীরে একা

অধ্যায় ১০

নদীর তীরে একা

১। নির্দেশ অনুসারে উত্তর দাও:

১.১ প্রকৃতি বলতে কী বোঝো?

উত্তর:

১.২ প্রকৃতি যে উপাদান বা জিনিসগুলি নিয়ে গড়ে ওঠে। তার কয়েকটি নীচে দেওয়া হল। কয়েকটি নিজে লেখো। একজন প্রকৃতি পড়ুয়া হিসেবে তুমি এর কোন্। কোন্ উপাদান পর্যবেক্ষণ করে কী কী জেনেছ আর শিখেছ, তা লেখো:

উত্তর:

২। আমাদের দেশে ছয়টি ঋতু আছে প্রতিটি ঋতুর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। নীচের বাক্স থেকে সেগুলি বেছে নিয়ে ঠিক ঋতুর পাশে বসাও গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত।

  • এখন ঠান্ডা পড়তে আর অল্পই দেরি
  • চাতক পাখি ডাকছে ‘ফটিকজল’
  • চারিদিকের আবহাওয়া খুব মনোরম

. ক’দিন থেকে গুটি বসন্তের প্রকোপ দেখা দিয়েছে

  • গাছের সব পাতা ঝরে যাচ্ছে
  • বাইরে ফুরফুরে দখিনা হাওয়া বইছে
  • ঝমঝম করে বৃষ্টি এল
  • সাদা সাদা কাশ ফুলে মাঠ ভরে গেছে
  • পথেঘাটে খুব কাদা জমেছে

আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে

  • নদীনালার জল শুকিয়ে গেছে
  • আজ সোয়েটার গায়ে দিতেই হবে।

উত্তর:

৪। তোমরা যে গদ্যটি পাঠ করলে তাতে কিছু নদী এবং | পাখির নাম পেয়েছ। সেগুলি খুঁজে বের করে নীচের। তালিকায় লেখো:

উত্তর:

৫। তুমি প্রকৃতির কোলে পুরো একটা দিন কাটানোর সুযোগ পেলে কোন্ জায়গাটি বেছে নেবে? তোমার পছন্দের জায়গার পাশে () চিহ্ন দাও।

গভীর জঙ্গল

নদীর ধার

ফুল-ফলের বাগান

পাহাড়ের কোলে

সেখানে সারাদিন কীভাবে কাটাবে ছয়টি বাক্যে লেখো।

উত্তর:

৬। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসাও :

৬.১ নৌকোয় বসে দেখি মাঠে গোরু আর ছেলেরা গাছে। (চরছে/চড়ছে)

উত্তর:

৬.২ প্রতিদিন জল করে নদীর ধারে যাই জোয়ারের দেখব বলে। (আসা/আশা)

উত্তর:

৬.৩ আমি দমবার পাত্র , মনুও । (নয়/নই)

উত্তর:

৬.৪ বহুদিন পরে য় ফিরে (গাঁ/গা) – জুড়িয়ে গেল।

উত্তর:

৬.৫ কোনো না মেনে দিয়েছি। (বাঁধা/বাধা) পাখিটিকে উড়িয়ে

উত্তর:

৬.৬ -র চুড়ি আওয়াজ. গেল। (শোনা/সোনা)

উত্তর:

৭। একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো:

সেতু, ছোটো নৌকো, বদলে, তীর, নির্মোক।

উত্তর:

৮। নীচের বাক্যগুলি থেকে কাজ, ব্যক্তি, বস্তু, গুণ আলাদা করে লেখো:

৮.১ যেখানে যেমন মাটি তেমন তার দশা।

উত্তর:

৮.২ আমি ফুরসত পেলে, একটা না একটা নদীর তীরে যাই।

উত্তর:

৮.৩ সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে।

উত্তর:

৮.৪ তার চড়ায় চখা দেখেছি, কাদাখোঁচা দেখেছি।

উত্তর:

৮.৫ দামোদরে এখন জোয়ার-ভাটা খেলে না।

উত্তর:

৯। বর্ণ বিশ্লেষণ করো: গোরু, সরাল, ইস্টিশন, প্রজাপতি, চৈত্র।

উত্তর:

১০। এলেমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি:

উত্তর:

১১। বাক্য বাড়াও:

১১.১ সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। (কীসের খোঁজ?)

উত্তর:

১১.২ দুজনে নদীর কথা বলি। (কোন কোন নদী?)

উত্তর:

১১.৩ খঞ্জন আসবে। (কখন?)

উত্তর:

১১.৪ চরে না গেলে দেখা যাবে না। (কী?)

উত্তর:

১১.৫ চলাচল দেখতে পাব। (কাদের?)

উত্তর:

১২। বাক্য সাজিয়ে লেখো:

১২.১ সেই মাঝির ডিঙি খুব চিনি আমি ভালো।

উত্তর:

১২.২ সাদাকালো নজরে আমার একটা মাছরাঙা পড়ল।

উত্তর:

১২.৩ আমার সেখানে কঠিন নয় পক্ষে পৌঁছে যাওয়া।

উত্তর:

১২.৪ প্রজাপতির পাব দেখতে চলাচল।

উত্তর:

১২.৫ জল নেই তবে, খুব চওড়া নদীতে বটে।

উত্তর:

১৩। দু-এক কথায় উত্তর দাও :

১৩.১ লেখকের প্রিয় তিনটি নদী কী কী?

উত্তর:

১৩.২ এখানে তাঁর প্রিয় ঘাটের কথাও রয়েছে। ঘাটটির নাম কী?

উত্তর:

১৩.৩ লেখক কার নৌকোয় উঠলেন?

উত্তর:

১৩.৪ জোয়ার-ভাটা বলতে কী বোঝো? (জগবন্ধুই ইন্সটিটিউশন)

উত্তর:

১৩.৫ লেখক কেন দামোদরের তীরে এসেছেন?

উত্তর:

অতিরিক্ত প্রশ্নোত্তর

১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

১.১ এবারে বর্ষায় বৃষ্টি হয়েছে- (অতিরিক্ত/কম/ মোটামুটি/একেবারেই)।

উত্তর:

১.২ লেখকের প্রিয় নদীর সংখ্যা-২/৩/৪/৫টি।

উত্তর:

১.৩ ‘খাদিনান’ ঘাট আছে যে নদীতে-ইছামতী/জলঙ্গী/ দামোদর/অজয়।

উত্তর:

১.৪ পরিচিত ডিঙি নৌকার মাঝির সঙ্গে যে ঘাটে দেখা হয়েছিল- (খাদিনান/ মহিষরেখা/ মহিষবাথান/ মল্লিকবাজার)।

উত্তর:

১.৫ যে নদীতে এখন জোয়ার ভাটা হয় না-অজয়/ রূপনারায়ণ/দামোদর/ইছামতী।

উত্তর:

১.৬ খঞ্জন পাখি আসে-বর্ষায়/শরতে/হেমন্তে/শীতে।

উত্তর:

১.৭ লেখক মরাল দেখেছিলেন যে নদীর চড়ায়- দামোদর/ইছামতী/অজয়/রূপনারায়ণ।

উত্তর:

১.৮ দামোদর রেল স্টেশন পড়ে আসানসোল থেকে যে পথে-ধানবাদ/পুরুলিয়া/আদ্রা/জসিডি।

উত্তর:

২। শূন্যস্থান পূরণ করো।

২.১ তীরে বসার সুযোগ ছিল না।

উত্তর:

২.২ আমার প্রিয় ঘাট. পথে পাড়ি দিলাম।

উত্তর:

২.৩ আমি. যাওয়া ভালোবাসি।

উত্তর:

২.৪ এখন জোয়ার ভাটা খেলে না।

উত্তর:

২.৫ শীতের সময়. আসবে।

উত্তর:

২.৬ -হয়তো দেখতে পাবো এদিকে।

উত্তর:

৩। অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

৩.১ ‘নদীর রং পাল্টে নিল’- কখন নদীর রং পাল্টে নিল?

উত্তর:

৩.২ ‘এই ঘাটে যাবার দুটি পথ’। – কোন্ ঘাটের কথা বলা হয়েছে? পথ দুটি কী কী?

উত্তর:

৩.৩ ‘আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়।’- কোন স্থানের কথা বলা হয়েছে?

উত্তর:

৩.৪ ‘দুই নদীতে জল বাড়ে কমে’- কোন্ দুই নদীর কথা বলা হয়েছে?

উত্তর:

৩.৫ ‘মনুর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি’-কোন্ বিষয়ের কথা বলা হয়েছে?

উত্তর:

৪. অর্থ লেখো: কিনারে, ভরা, গাড়ি, ফুরসত, ডিঙি গেট, হাজির, চড়া, চলাচল, গেট।

উত্তর:

৫. সমার্থক শব্দ লেখো: মাছ, পাখি, মাটি, তীরে

উত্তর: