WBBSE Class 3 Bangla Chapter 16 Solution যুঁই ফুলের রুমাল

অধ্যায় – ১৬

জাইফুলের বুমাল

১। একটি বাক্যে উত্তর:

১.১ লিপিকে দেখলে কারা খুশি হয়?

উত্তর:

১.২ খুশি হয়ে তারা কী করে?

উত্তর:

১.৩ লিপিদের বাড়ি কোথায়?

উত্তর:

১.৪ বাড়ির পাশের বাগানটা কাদের?

উত্তর:

১.৫ লিপি কখন বাগানে যায়?

উত্তর:

১.৬ তার সঙ্গে কে কে থাকে?

উত্তরঃ

১.৭ চারাগাছ কোথায় খুশিতে হিলহিলিয়ে ওঠে?

উত্তর:

১.৮ লিপি কোথায় কোথায় লুকিয়ে গাছ বসায়?

উত্তর:

১.৯ মাঝিপাড়ার ছাগল তিনটে বিদঘুটে কেন?

উত্তর:

১.১০ বাগানের খরগোশ দুটো কেমন?

উত্তর:

১.১১ ড্রয়িং খাতায় লিপি কী-সব ছবি এঁকেছে?

উত্তর:

১.১২ কাঠবেড়ালির বউ কোথা থেকে, কী শুনেছিল?

উত্তর:

১.১৩ শানুর বাবা কী বলেছিলেন?

উত্তর:

১.১৪ কাদের দেখে পাখিরা চেঁচিয়েমেচিয়ে উঠল?

উত্তরঃ

১.১৫ লিপি কাদের কানে কানে কথা বলেছিল?

উত্তর:

১.১৬ কাঠুরেরা এলে লিপিরা কী করল?

উত্তর:

১.১৭ কে পুলিশে খবর দিল?

উত্তরঃ

১.১৮ কে লিপিদের উপহার দিতে চাইল?

উত্তরঃ

১.১৯ বাবুইগিন্নি কী উপহার দিয়েছিল?

উত্তরঃ

৫। এই গল্পে যেসব গাছ আর পাখির নাম আছে- তাদের নিয়ে একটি করে বাক্য লেখো। এছাড়াও তোমার জানা অপরও কিছু গাছ আর পাখির নাম। লেখো।

উত্তর:

৬। এই গল্প পড়ে লিপিকে কেমন লেগেছে? যদি ভালো লাগে তবে কেন ভালো লেগেছে বুঝিয়ে বলো।

উত্তর:

৭। বড়ো দারোগা লোকটা কেমন? উত্তরঃ বড়ো দারোগাবাবু মানুষটা খুবই ভালো। আর পাঁচটা

উত্তর:

১। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো:

১.১ লিপিদের বাড়ি- (এগরায়/কাঁথিতে/ দিঘাতে/ রামনগরে)

উত্তর:

১.২ লিপির বাবা একজন- (ডাক্তার/শিক্ষক/কৃষক/ উকিল)।

উত্তর:

১.৩ মাঝিপাড়ার বিদঘুটে ছাগলের সংখ্যা- (২/৩/৪/৫) টি।

উত্তর:

১.৪ বাগানের মালিক ছিল- দাসবাবুরা/ মল্লিকবাবুরা/ বিশ্বাস বাবুরা/চ্যাটার্জি বাবুরা।

উত্তর:

১.৫ গাছকাটা বন্ধের হুকুম দিয়েছিলেন- (লিপিরবাবা/ মল্লিকবাবু/দাসবাবু/বড়োদারোগা।

উত্তর:

২. শূন্যস্থান পূরণ করো:

২.১ ———-ছুটি হলেই লিপি চলে যায়।

উত্তরঃ

২.২ গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে ওদের.——————-।

উত্তর:

২.৩ ————তিনটে ছাগল বড়ো—————

উত্তর:

২.৪ ওদের কিনা———— গাছটায় সেদিন নেমন্তন্ন ছিল।

উত্তর:

২.৫ কথাটা শুনেই—————— হয়ে গেল লিপির। চোখদুটো——————-

উত্তরঃ

৩. অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

৩.১ ‘তারাও জানে লিপি ওদের বন্ধু’। -কাদের কথা বলা হয়েছে?

উত্তরঃ

৩.২ ‘ঘাস খায় ঘুরে ঘুরে’।- কাদের কথা বলা হয়েছে?

উত্তর:

৩.৩ ‘শানুর বাবাই বলছিল কথাটা’- কোন্ কথাটা?

উত্তর:

৩.৪ ‘কাঠুরেরা বলল, সরো।’- কাঠুরেরা কাদের কেন সরতে বলেছিল?

উত্তরঃ

৩.৫ ‘আমরা ওদের কিছু দেব না?’- কথাটি কে বলেছে?

উত্তর:

৪। বিপরীত শব্দ লেখো।

ভীতু, ছড়িয়ে, বন্ধু, ভালো, অচেনা, কেঁদে।

উত্তর:

৫। এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো:

নাখাব ভালম, রুজা, ণিম আশকা, শর গোখ।

উত্তরঃ

৬। সমার্থক শব্দ লেখো।

পাখি, বন্ধু, বাগান, পুকুর,

উত্তরঃ

৭। বিপরীত শব্দ লেখো: মস্ত, হঠাৎ, যাই, নাই, একটি

উত্তর:

৮। ‘মাথা’ শব্দটিকে একাধিক অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো।

উত্তরঃ