অধ্যায় – ১৯
আরাম
১। এক কথায় উত্তর দাও:
১.১ কূজন কী?
উত্তরঃ
১.২ কীভাবে ঘুম ভাঙল?
উত্তরঃ
১.৩ ঘুম ভেঙে কী দেখা গেল?
উত্তরঃ
১.৪ জিজি আর পুতুলেরা কী করছে?
উত্তরঃ
১.৫ ‘কী আরাম’-কখন এমন মনে হল?
উত্তরঃ
১.৬ সব কিছু ঠিকঠাক মনে হল কখন?
উত্তর:
২। যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো:
২.১ কবিতাটিতে (ভোরবেলার/রাত্রিবেলার) কথা বলা হয়েছে।
উত্তর:
২.২ পুতুলেরা (এঘরে/ওঘরে) নেচে উঠেছে।
উত্তরঃ
২.৩ (আজ/কাল) কী আরাম।
উত্তর:
৩। কবিতাটি পড়ে বাক্য সম্পূর্ণ করো:
৩.১ আজ ঘুম ভেঙে দেখি ———————-
উত্তর:
৩.২ পুতুলেরা ————-নেমে ওঠে এ ঘরে।
উত্তরঃ
৩.৩ ওইদিকে শোনা যায়—————-।
উত্তরঃ
৩.৪ ওই ঘরে জিজি ———————-ঘুমায়।
উত্তর:
৪। শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো: কূজন, টুংটাং,বেঘোরে, আরাম।
উত্তর:
৫। বিপরীতার্থক শব্দ লেখো: ঘুম, ভেঙে, ঘরে, আজ, | ওঠে।
উত্তর:
৬। শব্দঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও:
৬.১ রোজ সকালে আমাদের ঘুম ————-
উত্তর:
৬.২ বাবা-মা আমাদের ———————
উত্তরঃ
৬.৩ আনন্দে মন —————– ওঠে।
উত্তর:
৬.৪ প্রচণ্ড গরমে ——————– নেই।
উত্তরঃ
৭। কোন কোন পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে?
উত্তর:
৮। সকালে উঠে কীভাবে তুমি দিন শুরু করো, চার-পাঁচটি বাক্যে লেখো।
উত্তরঃ
২। বাক্য রচনা করো!
ঘুম, কূজন, পুতুল, আরাম, আজান
উত্তরঃ
৩। বিপরীত শব্দ লেখো: বেঘোরে, ঠিক, আরাম, আছে।
উত্তর:
৪। ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও:
উত্তরঃ
৫। বেমানান শব্দটি খুঁজে লেখো:
৫.১ পাখি, কূজন, বিহগ, খেচর।
উত্তর:
৫.২ ঘুম, নিদ্রা, তন্দ্রা, বিশ্রাম।
উত্তরঃ
৫.৩ ঘরে, ভবনে, বাইরে, আলয়ে।
উত্তরঃ