অধ্যায় ৮
সোনা
১। একটি বাক্যে উত্তর দাও:
১.১ সোনা কে? তার বাবা-মা কেন বাড়িতে বেড়া দিয়েছেন?
উত্তর:
১.২ নদীমা কীভাবে সোনার সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছিলেন?
উত্তর:
১.৩ চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল?
উত্তর:
১.৪ কেন গ্রামটির নাম হল ‘সোনারগাঁ’?
উত্তর:
১.৫ সরকারের লোকেরা কী কাজ করবে বলে সোনাদের গ্রামে এসেছিল?
উত্তর:
১.৬ কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা? এই নামের অর্থ কী?
উত্তর:
১.৭ কেউ নদীর জল নোংরা করলে সোনা কী করত?
উত্তর:
২। নদী আমাদের কী কী উপকার করে?
উত্তর:
৩। এই গল্পে তিনটি বাক্য খুঁজে নিয়ে লেখো: যেখানে ‘সোনা’ শব্দটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। [OEQ]
উত্তর:
৪। ভারতবর্ষ ‘নদীমাতৃক’ দেশ। এখানে অনেক নদী আছে। নদীকে মায়ের মতো কেন বলা হয়?
উত্তর:
৫। তোমার জানা তিনটি নদীর নাম লেখো।
উত্তর:
৬। বাক্যগুলি সাজিয়ে লেখো:
৬.১ বড়ো হয়েছে একটু সোনা। (বাঁকুড়া গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয়)।
উত্তর:
৬.২ ছাড়লেন নদীমাও হাঁপ।
উত্তর:
৬.৩ ক্লাসে পাঠশালার উঁচু পড়ে।
উত্তর:
৬.৪ সোনার গাঁ হল সেই নাম থেকে গাঁয়ের। (বাঁকুড়া গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয়)
উত্তর:
৬.৫ চিকচিক বালি মেয়ের করে পায়ে।
উত্তর:
৭। এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো:
উত্তর:
৮। শূন্যস্থান পূরণ:
৮.১ চাষির ঘর আলো করে উঠোনে————- দেয়।
উত্তর:
৮.২ গায়ের ————–রোদ লেগে ঠিকরোয়।
উত্তর:
৮.৩ তুই মেয়ের হাতে —————– দিতে চাইছিলি।
উত্তর:
৮.৪ সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন——————-। (হিন্দুস্কুল) ।
উত্তর:
৮.৫ আপনার মেয়ের কথা শুনে—————— এসেছি।
উত্তর:
৯। সোনা শব্দটি নীচের বাক্যগুলিতে কোথায় ‘ব্যক্তি’। • আর কোথায় ‘বস্তু’ বোঝাচ্ছে।
৯.১ চাষির মেয়ে সোনা- মানুষের নাম- ব্যক্তি।
উত্তরঃ
৯.২ মা ভাবে, সোনার হাতে দু-খানি কাঁকন দিলে বড্ড মানাত – কন্যা-ব্যক্তি।
উত্তরঃ
৯.৩ সোনার যা দাম- ধাতব বস্তু। অঙ্গ – ব্যক্তি।
উত্তরঃ
৯.৪ গায়ের সোনায় রোদ লেগে ঠিকরোয়- শরীরের |
উত্তরঃ
৯.৫ এ যে দেখছি সোনা – বস্তু।
উত্তরঃ
৯.৬ সোনার হাতে-গলায় সোনা চিকচিক করে- প্রথম
উত্তরঃ
১০। একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো।
উত্তর:
১১। ঘটনাক মে সাজান :
১১.১ এক চোর এসে সোনাকে তুলে নিয়ে চম্পট।
উত্তরঃ
১১.২ সরকারের লোক যন্ত্রপাতি বসিয়ে সোনা খুঁজতে লেগে গেল।
উত্তরঃ
১১.৩ সোনারগাঁ-র লোকেরা কেউ নদীকে নোংরা করে না।
উত্তরঃ
১১.৪ নদী মা তোর মেয়ের গায়ে গয়না পরিয়ে দিয়েছেন।
উত্তরঃ
১১.৫ সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল।
উত্তর:
১২। বিপরীতার্থক শব্দ:
উত্তর:
১৪। বর্ণ বিশ্লেষণ:
কাঁকন
পরিষ্কার
চম্পট
যন্ত্রপাতি
নদীমাতৃকা
হিরণ্যবক্ষা
উত্তরঃ
১৫। কার্যকরণ সম্পর্ক নির্ণয় করে পাশাপাশি বাক্য লেখো।
উত্তরঃ
১৫.১ মেয়েকে আঁচল দিয়ে ঢেকেঢুকে চাষি-বউ বাড়ি নিয়ে এল।
উত্তর:
১৫.২ মা পাগলের মতো বাজাতে লাগল- ঢং ঢং ঢং…।
উত্তর:
১৫.৩ আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি।
উত্তর:
১৫.৪ তুই যেন জলের মাছ।
উত্তর:
১৬। বাক্য-রচনা করো:
হামাগুড়ি
হনহনিয়ে
ইঞ্জিন
অদ্ভুত
পিশাচ
উত্তরঃ
১৭। বাক্য বাড়াও:
১৭.১ একটুখানি জায়গা মায়ে-বাপে বেড়া দিয়েছে। (কেন?)
উত্তর:
১৭.২ প্রকাণ্ড প্রকাণ্ড দু-তিনটে গাড়ি আসছে। (কোথা দিয়ে?)
উত্তর:
১৭.৩ যন্ত্রপাতি নিয়ে এসেছি। (কেন?)
উত্তর:
১৭.৪ সোনা ঠিক টের পায় যেখানেই থাকুক। (কী টের পায়?)
উত্তর:
১৭.৫ ভিনগাঁয়ের লোকেরা এসে বলে। (কী বলে?) (তমলুক হ্যামিলটন হাইস্কুল)
উত্তর:
১৮। নদীতে কোন্ কোন্ প্রাণী বাস করে? সাঁতার কাটতে পারে কোন পাখি?
উত্তর:
১৯। ‘সোনা’ গল্পটি থেকে তোমরা কী শিখলে তা লেখো। গল্পটির আর একটি নাম দাও।
উত্তর:
২০। শব্দ ছকটি পূরণ করো: (পাঠ্য বই পৃ. ৪০-এর ছকটি দ্যাখো)
উত্তর:
১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
১.১ ‘এতো কাল নয়, এ যে দেখছি সোনা’- কথাটি বলেছিল-(চাষি/চাষির বউ/গ্রামের লোক/চোর)।
উত্তর:
১.২ চাষি ঘরে বেঁধে রেখে ছিল একটা-(ঘণ্টা/হাতি/ কুকুর/ঘোড়া)।
উত্তর:
১.৩ চোরকে আটকে ছিল- (চাষি/গ্রামের লোক/ সরকারের লোক/বাসের ড্রাইভার)।
উত্তর:
১.৪ সোনার নাম রেখেছিল যে দিদিমণি-বাংলার/ সংস্কৃতের/ইতিহাসের।
উত্তর:
১.৫ সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছিলেন-নদী/ নদীমা/নদীমাতৃকা/নদীই যার মা।
উত্তর:
১.৬ নদীকে নোংরা করলে সোনা ছুটে আসে যার মতো-শ্বাপদ/সিংহ/বাঘ/বাঘিনির।
উত্তর:
২। শূন্যস্থান পূরণ করো।
২.১ ———– মেয়ে সোনা।
উত্তর:
২.২ মা———– দেখে। খাবার জন্যে—————- এসে দেখে ।
উত্তর:
২.৩ লোকেরা নদীর জলে পেল বটে।
উত্তর:
২.৪ মন ভুলে————–. করে বইতে লাগলেন। আঁচল ছাপিয়ে————-
উত্তর:
২.৫ নদী মা.———— ঢেউ দুলিয়ে হাসেন।
উত্তর:
২.৬ আমাদের ওখানে এই নদীই যেন,————-
উত্তর:
৩। অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
৩.১ ‘মায়ে বাপে বেড়া দিয়েছে’-মা-বাবা কেন বেড়া দিয়েছিল?
উত্তর:
৩.২ ‘ভালো করে নিরীক্ষণ করে চাষি বলল-‘ চাষি কী বলেছিল?
উত্তর:
৩.৩ ‘গাঁয়ের লোকহাঁপ ছেড়ে বাঁচল’- কখন গ্রামের লোক হাঁপ ছেড়ে বেঁচেছিল?
উত্তর:
৩.৪ ‘বাঘিনির মতো ছুটে আসে’-কে, কেন ছুটে আসে?
উত্তর:
৩.৫ ‘তুই যেন জলের মাছ।’- কাকে বলা হয়েছে?
উত্তর:
৪. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
৪.১ ‘সেইটি ধরে মা পাগলের মতো বাজাতে লাগল।’-মা, কোনটি ধরে পাগলের মতো বাজাতে লাগল?
উত্তর:
৪.২ ‘মিথ্যে কথা’-বক্তা কে? কখন একথা বলা হয়েছিল? সত্যি কথাটি কী?
উত্তর:
৫ প্রতিশব্দ লেখো: সোনা, নদী, বাবা, মা
উত্তর: