WBBSE Class 5 Amader Paribesh Chapter 5 পরিবেশ ও উৎপাদন (কৃষি ও মৎস্য উৎপাদন) Solution Bengali Medium

Class 5 Chapter 5 Solution

পরিবেশ ও উৎপাদন (কৃষি ও মৎস্য উৎপাদন)

1. MCQs Question Answer

1. প্রথমে পুরুষেরা করত-

(A) শিকার

(B) ফলপাতা সংগ্রহ

(C) দুটিই   

(D) কোনোটিই নয়

2. প্রথমে চাষের কাজে ব্যবহৃত হয়-

(A) সোনার লাঙল

(B) কাঠের লাঙল   

(C) রুপোর লাঙল

(D) ব্রোঞ্জের লাঙল

3. গাছ হয়-

(A) ফুল থেকে

(B) বীজ থেকে    

(C) ছাল থেকে

(D) মূল থেকে

4. গোরু মোষদের পুষতে কাজে লাগত-

(A) খড়    

(B) মাংস

(C) গাছের ছাল

(D) পাথর

5. রাসায়নিক সারের ব্যবহার বাড়া আমাদের দেশে শুরু হয়-

(A) 40-45    

(B) 20-25

(C) 30-35

(D) 10-15 বছর আগে

6. সবুজ বিপ্লবের অংশ ছিল-

(A) নতুন বীজ

(B) নতুন সার

(C) ডিপ টিউবওয়েল

(D) সবগুলিই   

7. ভারতে ফসলের দাম মারাত্মকভাবে বেড়েছিল-

(A) 1961

(B) 1966   

(C) 1075

(D) 1982 সালে

8. একটি অর্থকরী পোকা হল-

(A) মাজরা পোকা

(B) গন্ধি পোকা   

(C) মৌমাছি

(D) পঙ্গপাল

 9. বন্যার সমস্যা বেশি হাওড়ার-

(A) পূর্বদিকে    

(B) দক্ষিণদিকে

(C) উত্তরদিকে

(D) পশ্চিমদিকে

10. ধাপ চাষ হয়-

(A) বীরভূমে

(B) দার্জিলিং-এ    

(C) নদিয়ায়

(D) হুগলিতে

11. একটি খাদ্যফসল হল-

(A) চা

(B) কফি

(C) তামাক

(D) যব    

12. আগে শীতকালে চাষ হত-

(A) কপি

(B) ডাল

(C) আলু

(D) সবগুলিই    

13. একটু উঁচু জমিতে চাষ হয়-

(A) পাট

(B) আমন ধান

(C) আউশ ধান    

(D) সবগুলিই

14. ধান জমাবার জন্য তৈরি হয়-

(A) গোলা   

(B) মাঠ

(C) বাক্স

(D) খাম

15. আউস ধান আগে চাষ হত-

(A) পচা মাটিতে

(B) বেলেমাটিতে

(C) কাঁকুরে মাটিতে    

(D) কোনোটিই নয়।

16. আউস গাছের ধান –

(A) একটু ছোটো    

(B) একটু বড়ো

(C) একটু মাঝারি

(D) একটু মোটা হয়।

17. দামোদরের কাছের অঞ্চল-

(A) সমতল    

(B) খুব খাড়া

(C) খুব ঢালু

(D) পাহাড়ি

18. দামোদরের পাশে কম চাষ হয়-

(A) আলু

(B) সরষে

(C) তিল

(D) আমন ধান    

19. মাটির নীচে চাষ হয়-

(A) আলু    

(B) ধান

(C) পাট

(D) চা

20. আলুর সাথি ফসল-

(A) গাজর

(B) বিট

(C) সরষে    

(D) মুলো

2. Very Short Question Answer

1. কোন্ ধরনের মাছ ধরা উচিত নয়?

উত্তর: লুপ্তপ্রায় মাছ ধরা উচিত নয়।

2. মাছ ধরতে ব্যবহার করা হয় এমন একটি জিনিসের নাম করো ।

উত্তর: মাছ ধরতে জাল ব্যবহার করা হয়।

3. ঘুনি কী কাজে লাগে? [পর্ষদ নমুনা]

উত্তর: স্রোতের মধ্যে থেকে মাছ ধরতে ঘুনি কাজে লাগে।

4. ফাঁদি মানে কী?

উত্তর: ফাঁদি হল জালের সুতো দিয়ে তৈরি একটা খোপ।

5. সমাজে পুরুষেরা আগে কী কী কাজ করত?

উত্তর: সমাজে পুরুষরা আগে শিকার করত, ফল পাতা সংগ্রহ করত।

6. চাষের কাজে কোন্ গাড়ি ব্যবহার করা হয়?

উত্তর: চাষের কাজে ট্রাক্টর ব্যবহার করা হয়।

7. ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম লেখো [আরামবাগ হাই স্কুল (উ. মা.)]

উত্তর: ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র হল হারভেস্টার।

8. ধান চাষে ধান হওয়ার পরে কী করতে হয়?

উত্তর: ধান চাষে ধান হওয়ার পরে ফসল কাটা ঝাড়া করতে হয়।

9. হারভেস্টিং কাকে বলে?  [ মালদা জেলা স্কুল ]।

উত্তর: ধান কেটে খড়কে আলাদা করে এক জায়গায় জড়ো করারে বলে হারভেস্টিং।

10. কী দিয়ে তাড়াতাড়ি জমি চষা হয়?

উত্তর: পাওয়ার টিলার দিয়ে তাড়াতাড়ি জমি চষা হয়।

11. 1966 সাল নাগাদ কোন্ ফসল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছিল না?

উত্তর: চাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছিল না।

12. জমির একটি বন্ধু পোকার নাম করো।

উত্তর: জমির একটি বন্ধু পোকা হল কেঁচো।

13. সবুজ বিপ্লবের একটি কুফল উল্লেখ করো।

উত্তর: সবুজ বিপ্লবের একটি কুফল হল জমির উর্বরতা কমে যাওয়া।

14. 1966 সাল নাগাদ চালের দাম কীরকম বেড়েছিল?

উত্তর: 1966 সাল নাগাদ চালের দাম এক টাকা চার আনা থেকে বেড়ে পাঁচ টাকা হল।

15. সবুজ বিপ্লবের সময় জমিতে কী বসানো শুরু হয়েছিল?

উত্তর: সবুজ বিপ্লবের সময় জমিতে ডিপ টিউবওয়েল বসানো শুরু হয়েছিল।

16. কী থেকে গাছ হয়?

উত্তর: বীজ থেকে গাছ হয়।

17. চাষে লাঙল টানার কাজ কোন্ পশুদের দিকে করানো হত?

উত্তর: চাষে লাঙল টানার কাজে গোরু, মহিষ, ঘোড়াদের দিয়ে করানো হত।

18. চাষের কাজ কাদের বুদ্ধিতে শুরু হয়েছিল?  [বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল (উঃ মাঃ)]

উত্তর: চাষের কাজ মেয়েদের বুদ্ধিতে শুরু হয়েছিল।

3. Short Question Answer

1. হারভেস্টার যন্ত্র কী কী কাজ করে? [ রামপুরহাট জে. এল. বিদ্যাভবন]

উত্তর: হারভেস্টার দিয়ে ধান গাছ কেটে খড় থেকে ধান আলাদা করা হয়। এরপর ধান আলাদা করে এক জায়গায় জড়ো করা হয়।

2. জমি চষার কাজটি মানুষ সোজা কীভাবে করল?

উত্তর: প্রথমে মানুষেরা নিজেরাই নিজে জমি চাষ করত। পরে গোরু, মহিষদের চাষ করা ফসলের খড় খাইয়ে পুষতে শুরু করল। এই পশুগুলোর সাহায্যে তারা জমিতে লাঙল দিতে শুরু করল। এর ফলে তাদের শ্রম বাঁচল ও অনেকটা জমি একবারে চষাও সম্ভব হল।

3. আধুনিক চাষে কী কী পরিবর্তন ঘটেছে? [পর্ষদ নমুনা, বাঁকুড়া জেলা প্রাইমারি স্কুল]

উত্তর: আধুনিক চাষে নতুন বীজ ও রাসায়নিক সারের প্রয়োগ বেশি করা হয়। ডোঙার বদলে ডিপ টিউবওয়েলের মাধ্যমে জল তুলে খেতে দেওয়া হয়। অনেক ক্ষেত্রেই লাঙলের বদলে পাওয়ার টিলার, হারভেস্টার ইত্যাদি যন্ত্র চাষের কাজে লাগানো হয়।

4. সবুজ বিপ্লব বলতে কী বোঝো?  [রামনগর রাও হাই স্কুল] 

উত্তর: ষাটের দশকে ভারতে চাষ করে বেশি ফসল ফলানোর জন্য নতুন বীজ, সার, কীটনাশক জমিতে ডিপটিউবওয়েল বসানো ইত্যাদির ব্যবস্থা করা হল। এর ফলে আমাদের দেশে চাল, গম ইত্যাদির উৎপাদন ভীষণ বেড়ে গেল। এই ঘটনাই সবুজ বিপ্লব নামে পরিচিত।

5. চাষের কাজ কীভাবে শুরু হয়েছিল? [পর্ষদ নমুনা]

উত্তর: ঘর সামলানোর মধ্যেই মেয়েরা লক্ষ করেছিল যে মাটিতে বীজ পুঁতলেই গাছ হয়। আর সেই গাছকে বড়ো করলে খাওয়ার শস্য পাওয়া যায়। ঠিক এই নিয়ম মেনে গাছের যত্ন নিতেই শস্য চাষ শুরু করা গিয়েছিল।

6. ধান ঝাড়ন বলতে কী বোঝো?

উত্তর: চেরা বাঁশ দিয়ে আগে ফাঁকা ফাঁকা মতো একটা এমন জিনিস তৈরি করা হতো, যার উপর ধান সমেত খড় ঝাড়লেই ধান ও খড় আলাদা হয়ে যেত। এই জিনিসটার নাম ধান ঝাড়ন।

7. কীভাবে মানুষের সমাজে চাষবাস শুরু হল-তা লেখো।

উত্তর: আগেকার মানবসমাজে পুরুষরা শিকার করতে বা ফলমূল আনতে বাইরে যেত আর মেয়েরা ঘর সামলাত। তারা নজর করেছিল যে বীজ মাটিতে পুঁতলে তার থেকে গাছ হয়। এই নিয়ম মেনে বীজ বপন করে গাছ থেকে খাওয়ার শস্য পাওয়া গেল। তারপর মানুষ আরও দেখল যে মাটি খুঁড়ে চাষ করলে বেশি শস্য পাওয়া যায়। এভাবে মানুষের সমাজে চাষবাস শুরু হল।

8. দক্ষিণের নোনা জমিতে কী কী চাষ হয়?

উত্তর: দক্ষিণ ২৪ পরগনার নোনা জমিতে নারকেল, সবেদা, তরমুজ, পান, লঙ্কা, সুপারি ইত্যাদি চাষ হয়। বারুইপুর পেয়ারা চাষের জন্য বিখ্যাত। দিঘায় খুব কাজুবাদাম চাষ হয়।

9. চিংড়িকে কোন্ কোন্ বৈশিষ্ট্য দিয়ে মাছ থেকে আলাদা করা যায়? [দমদম কিশোর ভারতী হাইস্কুল (উঃমাঃ)]

উত্তর: অন্যান্য মাছের মতো চিংড়ির কাঁটা নেই। তাছাড়া মাছের মতো চিংড়ির রক্তের রং লাল নয়, নীল। তাই এটি মাছ নয়।

10. আগে বিভিন্ন ঋতুতে কী কী ফসল চাষ হত?

উত্তর: আগে–(i) বর্ষাকালে ধান চাষ হত। (ii) গ্রীষ্মকালে ঢ্যাঁড়শ, পটল, ঝিঙে ইত্যাদি সবজি হত। (iii) শীতকালে ডাল, কপি, আলু, পেঁয়াজ ইত্যাদি চাষ হত।

11. মালদা ও দঃ দিনাজপুরে কী কী চাষ হয়?

উত্তর: মালদা ও দঃ দিনাজপুরে ধান, পাট, আখ এবং বিভিন্ন শাকসবজি চাষ করা হয়। ফল হিসেবে আম, লিচুর চাষ হয়। আর রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ হয়।

12. চা চাষ হওয়ার দুটি শর্ত উল্লেখ করো।

উত্তর: চা চাষ হওয়ার দুটি শর্ত হল-

(i) ঢালু জমি হতে হবে, যাতে জল না দাঁড়ায়।

(ii) খুব গরম বা খুব ঠান্ডা আবহাওয়া চলবে না।

13. ডিভিসি সম্পর্কে যা জানো লেখো।   [ উত্তরপাড়া গভ: হাইস্কুল (উঃমা:)]

উত্তর: ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন হল সেই সংস্থা, যা দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণের জন্য তৈরি হয়েছে। এর অন্তর্গত বাঁধগুলির সাহায্যে বর্ষার জল ধরে বন্যা নিয়ন্ত্রণ করা হয়। তবে জলাধারের স্বল্পতার জন্য ডিভিসি সবসময় বন্যা আটকাতে পারে না।

14. ডিভিসি করার ফলে কী সুবিধা ও সমস্যার সৃষ্টি হলো?  [পর্ষদ নমুনা]

উত্তর: ডিভিসি করার ফলে দামোদর থেকে বর্ষার জল ধরে জমিয়ে রাখা গেল। আর চাষের জন্য জল ছাড়ার সুবিধাও এল। কিন্তু জলাধারের সংখ্যা কম হওয়ার জন্য বর্ষাকালে বেশি জল ছাড়তে হয় ও এর কারণে বন্যা হয়।

15. ধান ঝাড়ন বলতে কী বোঝ?

উত্তর: চেরা বাঁশ দিয়ে আগে ফাঁকা ফাঁকা মতো একটা এমন জিনিস তৈরি করা হতো, যার উপর ধান সমেত খড় ঝাড়লেই ধান ও খড় আলাদা হয়ে যেত। এই জিনিসটার নাম ধান ঝাড়ন।

16. স্কোয়াশ কী?  [শান্তাময়ী গার্লস হাই স্কুল (উঃ মাঃ), পুরুলিয়া]

উত্তর: স্কোয়াশ দার্জিলিং-এর পাহাড়ি অঞ্চলে চাষ হয় একরকম লতানো গাছ। এটি ঝিঙে গাছের মতো দেখতে। খেতে অনেকটা পেঁপের মতো হয়।

17. দার্জিলিং-এর পাহাড়ি অঞ্চলে কী কী চাষ হয়?

উত্তর: দার্জিলিং-এ মূলত চা ও কমলালেবুর চাষ বেশি হয়। ফসল হিসেবে অল্প পরিমাণে ধান, গম, ভুট্টা চাষ হয়। সবজি হিসেবে আলু, আদা, ফুলকপি, বাঁধাকপি, মুলো, পালং ইত্যাদি চাষ হয়।

18. গরমকালেও কেন দার্জিলিং-এ শীতের সবজি চাষ করা হয়?

উত্তর: পাহাড়ি অঞ্চল হওয়ায় দার্জিলিং-এ সারাবছর ঠান্ডা থাকে। তাই গরমের সময়ও এখানে ফুলকপি, পালংশাক ইত্যাদি শীতের সবজি চাষ করা হয়।

19. আগে এক এক জায়গায় এক এক রকম চাষবাস হয়েছিল কেন?

উত্তর: আগেকার দিনে এক অঞ্চলের মানুষের সঙ্গে অন্য অঞ্চলের মানুষের যোগাযোগ ছিল না। তাই এক জায়গায় যেরকম চাষবাস হত, অন্য জায়গায় সেরকম হত না। তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কৃষিকাজ হত।

20. মানুষ কীভাবে গোবরকে সার হিসেবে ব্যবহার করার কথা বুঝেছিল? অথবা, মানুষ কীভাবে বুঝতে পারল যে গোবর দিলে ফসল বাড়বে? [উত্তরপাড়া গভ: হাইস্কুল (উঃমাঃ)]

উত্তর: যেখানে গোরু বিশ্রাম নিত, সেখানে গোবর পাওয়া যেত। ওই গোবর মাটিতে মিশত এবং সেখানে চাষ ভালো হত। এর থেকেই মানুষ সার হিসেবে গোবর ব্যবহার করার কথা। বুঝেছিল।

4. Long Question Answer

 1. রাসায়নিক সার ও কীটনাশক জমিতে বেশি ব্যবহার করা উচিত নয় কেন? অথবা, বেশি রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হয় কল্যাণগড় বিদ্যামন্দির (উ.মা.)]

উত্তর: রাসায়নিক সার জমিতে বেশি দিলে প্রথমে ফসল উৎপাদন বাড়লেও পরে জমির উর্বরতা কমে গিয়ে চাষের ক্ষতি হয়। আর কীটনাশক বেশি ব্যবহার করলে মৌমাছি, প্রজাপতির মতো জমির বন্ধু পোকারা মারা পড়ে। এছাড়া ফসলে মেশা বিষ খাদ্যের মাধ্যমে শরীরে গিয়ে শরীরের ক্ষতি করে।

শরীরে গিয়ে শরীরের ক্ষাত করে। গিয়েছিল। এই পরিস্থিতি থেকে বাঁচবার জন্য নতুন বীজ, সার, কীটনাশক এল। জমি গুলোয় ডিপটিউবওয়েল বসল। বছরে দু-তিন বার করে ধান ও অন্যান্য ফসল চাষ সম্ভব হল। নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারার মাধ্যমে ভারতে সবুজ বিপ্লব এল। পশ্চিমবঙ্গল পাঞ্জাব, হরিয়ানা প্রভৃতি রাজ্য সবুজ বিপ্লবের ফলে বিশেষভাবে উপকৃত হয়।

2. ব্যাখ্যা করো: চাষের নানা যন্ত্রপাতি। [পর্ষদ নমুনা]

উত্তর: চাষের জন্য এখন নানারকম যন্ত্রপাতি ব্যবহার করা হয়।

যেমন-

i) জমি চষে ফেলার জন্য লাঙল বা পাওয়ার টিলার ব্যবহার করা হয়।

ii) ধান থেকে খড় আলাদা করার জন্য হারভেস্টার ব্যবহার করা হয়।

iii) লনমোয়ার দিয়ে বা হাতে করে জমি থেকে আগাছা তুলে ফেলা হয়।

iv) ঢেঁকি বা মেশিনে করে ধান ছেঁটে চাল বার করা হয়।

সংক্ষিপ্তসার : পৃথিবীতে চাষের কাজ শুর হয় মেয়েদের বুদ্ধিতে, পুরুষরা শিকার, ফল সংগ্রহ করতে যেত আর মেয়েরা ঘর সামলাতে গিয়ে দেখল কীভাবে বীজ থেকে গাছ হবে। এ থেকেই শস্য উৎপাদনের ধারণা এল।

    আরও পরে দেখা গেল লাঙল দিয়ে মাটি চষলে বেশি ফসল পাওয়া যায়। ফসল থেকে পাওয়া খড় খাইয়ে পশুকে করার ধারণাও এর থেকেই এল।

3. ব্যাখ্যা করো: পশ্চিমবঙ্গের আঞ্চলিক ফসল। [পর্ষদ নমুনা]

উত্তর: পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ফসল চাষ করা হয় যেমন-

i) দার্জিলিং পার্বত্য অঞ্চলে চা, কমলালেবু, স্কোয়াশ, সয়াবিন, বাঁধাকপি, পালং ইত্যাদি চাষ করা হয়।

ii) তরাই অঞ্চলে পাট, গম, বাদামের পাশাপাশি কলা ও আনারস চাষ হয়।

iii) মালদা ও দক্ষিণ দিনাজপুরে ধান, পাট, আখ, লিচু, আমের পাশাপাশি রেশম উৎপাদনের জন্য তুঁতগাছের চাষ হয়।

iv) গাঙ্গেয় বদ্বীপ ও রাঢ় অঞ্চলে ধান, আলু, সরষে, পান বিভিন্ন রকমের ফল ও সবজি চাষ হয়।

v) পশ্চিমের পাহাড়ি লালমাটি অঞ্চলে মটর, অড়হর ইত্যাদি ডাল, মুসাম্বি লেবু ইত্যাদি চাষ হয়।

নীচের বিষয়গুলো সম্পর্কে পাঁচ ছয়টি বাক্য লেখো বা বিষয়গুলো ব্যাখ্যা করো: 

4. তরাই অঞ্চলের কৃষি সম্বন্ধে যা জানো লেখো।

[অনুরূপ প্রশ্ন: তরাই অঞ্চলের কয়েকটি ফসলের নাম লেখো। (সংস্কৃত কলেজিয়েট স্কুল)]

উত্তর: তরাই অঞ্চলে-

(i) পর্বতের পাদদেশের ঢালে প্রচুর পরিমাণে চা চাষ হয়।

(ii) সমভূমি অঞ্চলে পাট, গম, বাদাম ইত্যাদি চাষ হয়।

(iii) কিছু কিছু এলাকায় শাকসবজিও চাষ হয়।

(iv) আনারস ও কলা প্রচুর পরিমাণে চাষ হয়।

5. Fil in The Blanks

1. আগে কীটনাশক হিসেবে —————— ব্যবহার করা হত। 

Ans : নিমপাতা,

2. চাষের কাজে প্রথম দিকে—————— এর ব্যবহার হত না। 

Ans : সার, 

3. চাষের কাজে লাগে এমন একটি পশু হল———————।

Ans :  গোরু

4. গোরুর ———————  থেকে গোবর পাওয়া যেত।

Ans :  বিশ্রামস্থান

5. খেতে ফসলের ———————-  মারার বিষও দিতে হয়।

Ans : পোকা,

6. গোরুর ————————-  সার হিসেবে ব্যবহৃত হয়।

Ans : গোবর।

7. ধানকাটা মেশিন হল আসলে———————–।

Ans : হারভেস্টার

8. ধান উৎপাদনের প্রথম ধাপ হল———————।

Ans : জমি চষা

9. ইংরেজিতে——————— মানে যে চাষ করে।

Ans টিলার,

10. হারভেস্টার দিয়ে———————— থেকে ধান আলাদা হয় না।

Ans খড়,

11. পাওয়ার মানে————————–।

Ans ক্ষমতা।

12. আগে ঘর সামলাত——————–।

Ans :  মেয়েরা

13. ভালো করে মাটি বেশি খুঁড়লে বেশি——————— চাষ কর যাবে। 

Ans  শস্য, 

14. গবাদি পশুর মূল খাদ্য হল———————–।

Ans খড়

15.  ———————– থেকে টাকা ধার করে অনেক সময় আমরা জিনিস কিনি।

Ans ব্যাঙ্ক

16. ————————– এর কাজ মেয়েদের বুদ্ধিতেই শুরু হয়েছিল।

Ans  চাষ।

17. চাষের কাজে, রাসায়নিক সারের পরিবর্তে———————  ব্যবহার করা হয়। 

Ans : জৈব সার

18. কেঁচো হল —————— বন্ধু পোকা।

Ans : জমির

19. যব-মাইলো আগে———————– -এ পাওয়া যেত।

Ans : র‍্যশন,

20. রেশম পোকা একটি——————— পোকা।

Ans : অর্থকরী,

6. True And False

1. রেশনে আগে মাইলো পাওয়া যেত    (√) । 

2. 20-25 বছর আগে এদেশে চাষে রাসায়নিক সার ব্যবহার খুব বেড়েছিল   (√)  ।

3. মৌমাছি, প্রজাপতি, রেশম পোকার মতো অর্থকরী পোকার রাসায়নিক কীটনাশকে উপকৃত হয়    (x) 

4. 1942 সালে চালের দাম খুব বেড়েছিল  (x) ।

5. কীটনাশক আসলে বিষ   (√)   । 

6. চাষবাসে উন্নতিকে হলুদ বিপ্লব বলে   (×) । 

7. দার্জিলিং কমলালেবু চাষের জন্য বিখ্যাত   (√)  । 

8. সমভূমি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে ধানচাষ করা হয় (x)  

9. শাঁকালু সারাবছর হয়  (×)   ।   

10. নদিয়াতে বন কেটে চা বাগান তৈরি করা হয়েছে   (x)  ।

11. স্কোয়াশ গাছ দেখতে ঝিঙে গাছের মতো   (✔)  

12. কাঁকুরে লালমাটি অঞ্চলে বৃষ্টি কম হয়   (√)  । 

13. সিম চাষে জল বেশি লাগে    (×)  

14. এখন ধানের চাষ বেড়েছে    (✔)   । 

15. লালমাটিতে বেল চাষ ভালো হয়    (√)   । 

16. উত্তরের পর্বতে বড়ো বড়ো জমিতে ধান চাষ হয়   (✔)    

17. সমুদ্রের কাছের মাটি কৃষির পক্ষে ভালো নয়  (√)   ।

18. দক্ষিণবঙ্গে সবেদা চাষ ভালো হয়  (√)    ।

19. কাতলা মাছ পুকুরে চাষ করা হয়    (√)।
20. বাগদা এক প্রকারের হাঙর  (x)   ।