Class 5 Bangla Chapter 12
ঝড় মৈত্রেয়ী দেবী
Very Short Question Answer
1. হাটবার, মাঠের ধার, দুপুরবেলা, ঝড়, কালি।
উত্তর: হাটবার, মাঠের ধার, দুপুরবেলা, ঝড়, কালি।
2. কালো আকাশ, বকুলতলা, চাঁপার বন, কালো জল, হাটবার।
উত্তর: কালো আকাশ, বকুলতলা, চাঁপার বন, কালো জল, হাটবার।
3. ছেলে, কালির দোয়াত, মেঝে, ফেলে দেওয়া কালি, মাঠের ধার।
উত্তর: ছেলে, কালির দোয়াত, মেঝে, ফেলে দেওয়া কালি, মাঠের ধার।
4. আকাশ, বিদ্যুৎ, ঝড়, সাতসমুদ্র, কালির দোয়াত।
উত্তর: আকাশ, বিদ্যুৎ, ঝড়, সাতসমুদ্র, কালির দোয়াত।
5. বাতাস, মাঝি, ঝড়, জল, ঘর।
উত্তর: বাতাস, মাঝি, ঝড়, জল, ঘর।
6. ‘অন্ধকার’ শব্দটির মতো ‘ন্ধ’-এর প্রয়োগ আছে, এমন পাঁচটি শব্দ তৈরি করো:
উত্তরঃ ‘অন্ধকার’ শব্দটির মতো ‘ন্ধ’-এর প্রয়োগ আছে, এমন পাঁচটি শব্দ :
7. শিশুটি কখন খেলা করতে গিয়েছিল?
উত্তর: শিশুটি দুপুরবেলা খেলা করতে গিয়েছিল।
8. “আকাশ বারে বারে”-আকাশ বারে বারে কী করছিল?
উত্তরঃ আকাশ বারে বারে কোমল ঠোঁট মেলে আগুন জ্বেলে হেসেছিল।
9. “আমি তোমার মেঝের উপর ঢালি।”-বক্তা কী ঢালে?
উত্তর: বক্তা মেঝের ওপর কালি ঢালে।
10. ঝড় আবার কোথায় পালিয়ে গিয়েছিল? (হাওড়া জেলা স্কুল)
উত্তরঃ ঝড় দূরের সাতসাগরের পারে পালিয়ে গিয়েছিল।
11. যখন ঝড় ওঠে তখন আকাশের রং কী রকম হয়? (রায়গঞ্জ গার্লস হাইস্কুল)
উত্তর: যখন ঝড় ওঠে তখন আকাশের রং হয় কালো।
12. চেয়ে দেখি-আকাশখানা এক্কেবারে কালো।
উত্তর: বিবৃতিসূচক বাক্য।
12. পালিয়ে গেল অনেক দূরে।
উত্তর: সাত সাগরের পার।
13. মৈত্রেয়ী দেবীর লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তর: মৈত্রেয়ী দেবীর লেখা দুটি বইয়ের নাম ‘স্বর্গের কাছাকাছি’, ‘ন হন্যতে’।
14. তিনি কত খ্রিস্টাব্দে ‘পদ্মশ্রী’ উপাধি পান?
উত্তর: তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দে ‘পদ্মশ্রী’ উপাধি পান।
Short Question Answer
1. কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? (মহেশ হাইস্কুল)
উত্তর: ‘ঝড়’ কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করেই এলোমেলো ঝড় আসে। সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমেষে।
2. দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন?
উত্তর: দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে যাওয়ার কারণ হঠাৎ করে ঝড় ওঠে।
3. “পালিয়ে গেল অনেক দূরে” কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল?
উত্তর: “পালিয়ে গেল অনেক দূরে’- এখানে ‘ঝড়’ পালিয়ে গেল। আকাশে ঘুরপাক খেয়ে, সাতসমুদ্র পারে সেই ঝড় গেল পালিয়ে।
4. ঝড়ের সঙ্গে শিশুর মনে কীসের তুলনা কবিতায় ধরা পড়েছে?
উত্তর: ঝড় এলে যেমন সমস্ত কিছু কালো অন্ধকারে ছেয়ে যায়, তেমনই তার সঙ্গে মিল রেখে কল্পনা করা হয়েছে একটি। শিশু যেন হঠাৎ করেই মেঝের উপর কালির দোয়াত উল্টে দিল। ঝড়ের আসা আর শিশুর খেলতে খেলতে মেঝেতে কালির দোয়াত ফেলা-এ দুইই আকস্মিক।
5. ‘ঝড়’-এর বর্ণনা দিতে ‘মেঘ করে আসা’ আর ‘বিদ্যুৎ চমকানোর’ কথা কবিতায় কোন্ কোন্ পঙ্ক্তিতে ফুটে উঠেছে?
উত্তরঃ ‘ঝড়’-এর বর্ণনা দিতে ‘মেঘ করে আসা’ আর ‘বিদ্যুৎ চমকানোর’ কথা কবিতায় তৃতীয় ও পঞ্চম অর্থাৎ শেষ পঙ্ক্তিতে ফুটে উঠেছে।
6. ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কী ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়?
উত্তরঃ ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে নদীতে বা সমুদ্রে নৌকাডুবি হতে পারে অর্থাৎ নৌকা উল্টে যেতে পারে। সম্পত্তিহানি হতে পারে। সর্বোপরি, প্রাণহানিও হতে পারে।
7. সাতটি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে নিয়ে খাতায় লেখো।
উত্তর: পুরাণ উল্লিখিত সাত সাগর হল-লবণ সাগর, ইক্ষু সাগর, সুয়াসাগর, ঘৃতসাগর, দধিসাগর, স্বাদূদক সাগর।
Fill In The Blanks
1. আকাশখানা ——————– কালো।
উত্তর: আকাশখানা এক্কেবারে কালো।
2. আসলো মাঝি————————।
উত্তর: আসলো মাঝি তাড়াতাড়ি।
3. আমার যেন লাগল ———————— ভালো।
উত্তর: আমার যেন লাগল ভারী ভালো।
4. হাসল—————————– ঠোঁট মেলে।
উত্তর: হাসল কোমল ঠোঁট মেলে।
5. কালির দোয়াত কেমন করে—————————।
উত্তর: কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে।