Class 5 Chapter 21 Solution
মহাত্মা গান্ধির কথা
1. Very Short Question Answer
1. মোহনের স্বভাবটা ছিল ভারি
উত্তরঃ মোহনের স্বভাবটা ছিল ভারি লাজুক।
2. স্কুলে একদিন এলেন
উত্তর: স্কুলে একদিন এলেন ইনস্পেক্টর।
3. ইনস্পেক্টরের নাম ছিল
উত্তরঃ ইনস্পেক্টরের নাম ছিল মিস্টার গাইল্স।
4. মোহন টি বানান লিখল।
উত্তরঃ মোহন চারটি বানান লিখল।
5. মাস্টারমশায়ের উচিত ছিল বন্ধ করা।
উত্তরঃ মাস্টারমশায়ের উচিত ছিল টোকাটুকি বন্ধ করা।
6. গান্ধিজি দক্ষিণ আফ্রিকার ফিনিক্স-এ একটি আশ্রম স্থাপন করেন।
উত্তরঃ মাস্টারমশায়ের উচিত ছিল টোকাটুকি বন্ধ করা।
7. বাপুজির ভাইবোন ছিল কোটি।
উত্তরঃ বাপুজির ভাইবোন ছিল চল্লিশ কোটি।
8. বুড়ি গান্ধিজিকে একটি দিল।
উত্তরঃ বুড়ি গান্ধিজিকে একটি আধলা পয়সা দিল।
9. গান্ধিজি _-এর জন্য অর্থ সংগ্রহ করছিলেন।
উত্তরঃ গান্ধিজি চরকা সংঘ-এর জন্য অর্থ সংগ্রহ করেছিলেন।
10. চরকা সংঘের হিসাব রাখতেন
উত্তর: চরকা সংঘের হিসাব রাখতেন শেঠ যমুনালাল বাজাজ।
11. আধলাটা — এ জমা করতে চেয়েছিলেন যমুনালাল।
উত্তর: আধলাটা তহবিল-এ জমা করতে চেয়েছিলেন যমুনালাল।
12. বাপুর পরিবার হল সারা
উত্তরঃ বাপুর পরিবার হল সারা দেশ।
2. Short Question Answer
1. বিপরীত শব্দ লেখো: সোজা, নকল, দুঃখ, জ্ঞান, বৃদ্ধি, উন্নত, সম্পূর্ণ, মস্ত, আদর, রাজি, উদার।
উত্তরঃ সোজা-বাঁকা। নকল-আসল। দুঃখ-আনন্দ। জ্ঞান-অজ্ঞান। বৃদ্ধি-হ্রাস। উন্নত-অবনত সম্পূর্ণ-অসম্পূর্ণ। মস্ত-ক্ষুদ্র। আদর-অনাদর। রাজি-অরাজি। উদার-অনুদার।
2. পদ পরিবর্তন করো: অস্থির, আশ্রম, অহংকার, তীক্ষ্ণ মন, মঙ্গল, গরিব, দর্শন, উদার, মহান। প্রশ্নমান-১
উত্তরঃ অস্থির-অস্থিরতা। আশ্রম-আশ্রমিক। অহংকার- অহংকারী। তীক্ষ্ণ-তীক্ষ্ণতা। মন-মানসিক। মঙ্গল- মাঙ্গলিক। গরিব-গরিবি। দর্শন-দর্শিত। উদার-উদারতা মহান-মহতী ।