WBBSE Class 5 Bangla Chapter 24 তালনবমী Solution | Bengali Medium

Class 5 Chapter 24 Solution

তালনবমী

1. Very Short Question Answer

1. কোন মাসে তাল পাকে?

উত্তরঃ ভাদ্র মাসে তাল পাকে।

2. আউশ ধান কোন্ ঋতুতে ঘরে ওঠে?

উত্তরঃ বর্ষায় আউশ ধান ঘরে ওঠে।

3. গ্রাম জীবনে পালিত হয়, এমন দুটি ব্রত, পরব বা অনুষ্ঠানের নাম লেখো।

উত্তরঃ গ্রাম জীবনে পালিত হয় এমন দুটি অনুষ্ঠানের নাম চড়ক মেলা, তালনবমী।

4. তাল থেকে তৈরি কোন্ কোন্ খাবার তোমার প্রিয়?

উত্তরঃ তাল থেকে তৈরি তালের বড়া আমার প্রিয়।

5. কতক্ষণে যে রাত পোহাবে

উত্তরঃ কতক্ষণে যে রাত কাটাবে।

6. কিন্তু সাহসে কুলোয় না তার।

উত্তরঃ কিন্তু তার সাহস হয় না।

7. আমারও পেট চুঁই ছুঁই করচে।

উত্তরঃ আমারও খিদে পেয়েছে।

8. বাঁশঝাড় নুয়ে পড়চে বাদলার হাওয়ায়।

উত্তরঃ বাঁশঝাড় হেলে পড়েছে বর্ষার হাওয়ায়।

9. ‘সদর দোর’ কথাটার মানে জেনে নাও, শব্দটা নিজে কোনো বাক্যে ব্যবহার করো। [OEQ]

উত্তরঃ সামনের দরজা। রাজবাড়ির সদর দোর গতরাত পর্যন্ত বন্ধই ছিল।

 10. পথের পাঁচালী’ বইটির লেখক কে?

উত্তরঃ ‘পথের পাঁচালী’ বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

11. তাঁর লেখা ছোটোদের দুটি বইয়ের নাম লেখো।

উত্তরঃ তাঁর লেখা ছোটোদের দুটি বইয়ের নাম ‘তালনবমী’, ‘চাঁদের পাহাড়’।

12. কত খ্রিস্টাব্দে তাঁকে ‘রবীন্দ্র পুরস্কার’ প্রদান করা হয়?
উত্তরঃ ১৯৫১ খ্রিস্টাব্দে তাঁকে ‘রবীন্দ্র পুরস্কার’ প্রদান করা হয়।

 13. জটি পিসিমার ভালো নামটি কী?

উত্তরঃ জটি পিসিমার ভালো নামটি হরিমতী।

14. গল্পে উল্লিখিত মাসটি হল- শ্রাবণ/ভাদ্র/আশ্বিন/কার্তিক।

উত্তরঃ গল্পে উল্লিখিত মাসটি হল ভাদ্র।

15. ক্ষুদিরাম ভট্টাচার্য ছিল-শিক্ষক/পুরোহিত/উকিল/মোক্তার।

উত্তরঃ ক্ষুদিরাম ভট্টাচার্য ছিল পুরোহিত।

16. সন্ধেবেলা দুই ভাই গিয়েছিল-তাল কুড়াতে/জল আনতে/পাখি ধরতে/মাছ ধরতে

উত্তরঃ সন্ধেবেলা দুই ভাই গিয়েছিল মাছ ধরতে।

17. জটি পিসির স্বামীর নাম- দীনু/ক্ষুদিরাম/নটবর/নবীন।

উত্তরঃ জটিপিসির স্বামীর নাম নটবর।

18. কুড়োরামের বাবার নাম – ক্ষুদিরাম/নটবর/দীনু/নটবর।

উত্তরঃ কুড়োরামের বাবার নাম দীনু।

19. গোপালকে নেমন্তন্ন খেতে যাবার কথা বলেছিল- চুনি/কুড়োরাম/হিতেন/দেবেন।

উত্তর : গোপালকে নেমন্তন্ন খেতে যাবার কথা বলেছিল কুড়োরাম।

20. নেপাল জটি পিসিমাকে এক পয়সায় তাল দিতে চেয়েছিল- এক/দুই/তিন/চারটে।

উত্তরঃ নেপাল জটি পিসিমাকে এক পয়সায় তাল দিতে চেয়েছিল তিনটে।

2. Short Question Answer

1. বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন?

উত্তরঃ বর্ষাকালে অন্ধকারে চলাফেরা না করার কারণ বর্ষায় রাস্তায় এমনিতেই সাপের আনাগোনা থাকে। তাই অন্ধকারে চলাফেরা না করাই ভালো।

2. নীচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো:

হৃদূরবর্তীর, লপিতিলিটু, রপাত্তউড়া, লঙ্গবারম, অমস্কনন্য, কুঠাখোরকা।

উত্তরঃ হুদূরবর্তীর বহুদূরবর্তী।

লপিতিলিটু- তিলপিটুলি।

রপাওউড়া উত্তরপাড়া।

লঙ্গবারম মঙ্গলবার।

অমস্কনন্য অন্যমনস্ক।

কুঠাখোরকা – খোকা ঠাকুর।

 3. গল্পে ‘বাঁড়ুজ্যে, ভাজ’-এগুলি কোন্ কোন্ পদবি থেকে এসেছে? এরকম আরও তিনটি পদবি লেখো।

উত্তরঃ গল্পে বাঁডুজ্যে, ভাজ-এগুলি। বন্দ্যোপাধ্যায়-বাঁড়ুজ্যে। ভট্টাচার্য-ভাজ।

এরকম আরও তিনটি পদবি-বন্দ্যোপাধ্যায় থেকে ব্যানার্জি, মুখোপাধ্যায় থেকে মুখার্জি, গঙ্গোপাধ্যায় থেকে গাঙ্গুলি এসেছে।

4. এই গল্পটা কোন্ ঋতুর, তা বোঝাবার জন্য অনেকগুলো সূত্র গল্পটার মধ্যে আছে। আছে মাসের নাম, ব্রতের নাম ইত্যাদি। এছাড়াও কোন্ কোন্ সূত্র তুমি নিজে খুঁজে পাও লেখো।

উত্তরঃ (১) বেলা আরও বাড়ল, ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েচে।

(২) বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে।

(৩) বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকচে।

(৪) ব্যাঙেরা নতুন জলে ডাকে, এখন পুরোনো জলে তত আমোদ নেই ওদের।

(৫) হাওয়ায় দড়ি ছিঁড়ে সারারাত খট্ শব্দ করে ঝড়বৃষ্টির দিনে।

5. এ গল্পে দাদা এক সময়ে ছোট ভাইকে বলেছে, ‘একটা বোকা!’ তোমার কি সত্যি মনে হচ্ছে ভাইটা বোকামিই করছে? ছোটো ভাই, যার নাম গোপাল, সে যদি তোমার বন্ধু হত, তবে তুমি তাকে কী করতে বলতে?

উত্তরঃ আমার মনে হয়নি যে গোপাল বোকামিই করেছে। গোপাল শিশুমনের সরলতাবশত যা করেছে তা আমার বন্ধু যদি গোপাল হত, তাহলে আমি গোপাল যা করেছে, সেই কাজে সহমত পোষণ করতাম।

6. কী ধরনের বৃষ্টি তোমার পছন্দ এবং কেন তা বুঝিয়ে লেখো। [OEQ]

উত্তরঃ ঝঝম্ করে মুষলধারে বৃষ্টি হবে, এমন বৃষ্টি আমার পছন্দ। তার কারণ মুষলধারে বৃষ্টি হলে, বিদ্যুৎ চমকালে আমাকে স্কুলে যেতে হবে না। ঘরে বসে বন্ধুদের বাড়ি ডেকে অনেক গল্প করা যায়।

7. ভরা বর্ষায় ক্ষুদিরাম ভচার্জের দিন কীভাবে কাটে?

উত্তরঃ ভরা বর্ষায় ক্ষুদিরাম ভচার্জের দিন প্রায় অনাহারে কাটে। সামান্য আয়ের এই গৃহস্থের জমিজমার সামান্য আয়।

দু-চারজন শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে আয় করে কোনোরকমে সংসার চালায়, দু’বেলা পেট পুরে বর্ষায় তাদের খাবারও জোটে না। আধপেটা খেয়ে তাদের দিন কাটে।

8. চুনির মা জটি পিসিমার বাড়ি গিয়েছিল কেন?

উত্তরঃ তালনবমী মঙ্গলবার। জটি পিসিমার বাড়ি ওইদিন লোকজন খাবে। তাই চুনির মা ডাল ভাঙতে জটি পিসিমার বাড়ি গিয়েছিল।

9. জটি পিসিমার বাড়িতে কীবারে, কেন তালের প্রয়োজন হয়েছিল?

উত্তরঃ জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে, তালনবমীর দিনে তালের পিঠের জন্য তালের প্রয়োজন হয়েছিল।

10. কে, কীভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল?

উত্তরঃ গোপাল দিঘির পাড় থেকে, বর্ষাকালে, গ্রামের পাশে তালদিঘির ধার থেকে, সাপের ভয় তুচ্ছ করে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল।

11. বর্ষারাতে গোপালের দেখা স্বপ্ন কীভাবে মিথ্যা হয়ে গেল, তা গল্প অনুসরণে লেখো।

উত্তরঃ বর্ষারাতে গোপাল স্বপ্ন দেখেছিল যে জটি পিসিমা আদর করে কাঁকুড়ের ডালনা, মুগের ডাল খাওয়াচ্ছে। লাবণ্যদি থালায় গরম গরম তিলপিটুলি ভাজা খেতে দিচ্ছে। চমৎকার তরকারির গন্ধ বাতাসে। পায়েসে খেজুর গুড়ের গন্ধ। কিন্তু মার ডাকে সকালে গোপালের ঘুম ভাঙলে সে বুঝতে পারে সারারাত সে হিজিবিজি স্বপ্ন দেখেছে। অর্থাৎ স্বপ্নটা মিথ্যে হয়ে যাওয়ায় হিজিবিজি হয়ে গেছে।

12. “ছেলেপুলেরা দুবেলা পেট পুরে খেতে পাবে।” কখন ছেলেপুলেরা পেটপুরে খেতে পাবে?

উত্তরঃ ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। তখন ছেলেপুলেরা পেট পুরে খেতে পাবে।

13. “দুই ভায়েই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে।”-দুই ভাই কে? সংসারের ওপর তাদের বিরক্তির কারণ কী?

উত্তরঃ এখানে দুই ভাই বলতে ক্ষুদিরামের দুই ছেলে নেপাল ও গোপালের কথা বলা হয়েছে। সামান্য গৃহস্থের ক্ষুদিরামের বাড়িতে অভাব ও অনাহার নিত্যসঙ্গী। কদিন ধরে দুই ভাইয়ের পেট ভরে খাওয়া জোটেনি। তাই তারা সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে।

14. গোপাল কী স্বপ্ন দেখেছিল?

উত্তরঃ গোপাল স্বপ্নে দেখেছিল জটি পিসিমা তাকে আদর করে কাঁকুড়ের ডালনা খাওয়াচ্ছেন। তার মেয়ে তিলপিটুলি ভাজা এনে আদর করে তার থালায় ঢেলে দিচ্ছে। জটি । পিসিমা তাকে দিচ্ছে পায়েস আর তালের বড়া আর বলছে তার দেওয়া তালেই পায়েস হল। গোপাল খুশি মনে শুধু খেয়েই যাচ্ছে। 

15. “তোমার জন্যে তাল এনিচি পিসিমা।”- কার উক্তি? পিসিমা কে? সে কেমন তাল চেয়েছিল?

উত্তরঃ ‘তালনবমী’ গল্পের গোপাল এই উক্তিটি করেছে। পিসিমা হলেন হরিমতী মুখুজ্যে। গ্রামের সকলে তাকে জটি পিসি বলে। জটি পিসিমা কালো হেঁড়ে তাল চেয়েছিল।