WBBSE Class 5 Bangla Chapter 5 পাখির কাছে, ফুলের কাছে আল মাহমুদ Solution | Bengali Medium

Class 5 Bangla Chapter 5

পাখির কাছে, ফুলের কাছে আল মাহমুদ

1. Very Short Question Answer

1. জোনাকি এক ধরনের- (পাখি/মাছ/পোকা/খেলনা)।

উত্তর: জোনাকি এক ধরনের পোকা।

2. মোড়’ বলতে বোঝানো হয়- (গোল/ বাঁক/ যোগ/চওড়া)।

উত্তর: ‘মোড়’ বলতে বোঝানো হয় বাঁক।

3. ‘দরবার’ শব্দটির অর্থ হল (দরজা/সভা/দরগা/দোকান)।

উত্তর: ‘দরবার’ শব্দটির অর্থ হল সভা।

4. ‘দরবার’ শব্দটির অর্থ হল-দরজা/দরগা/সভা/সমিতি (বাঁকুড়া ক্রিশ্চান কলেজিয়েট স্কুল)

উত্তরঃ ‘দরবার’ শব্দটির অর্থ হল-সভা।

5. পকেট থেকে খোলো তোমার-গদ্য/পদ্য/নাটক/কবিতা লেখার ভাঁজ।

উত্তরঃ পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ।

6. পাহাড়টাকে/পাতালটাকে/পথটাকে/আকাশটাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার।

উত্তর: পাহাড়টাকে হাত বুলিয়ে লালদিঘিটার পার।

7.  তিনি কী পুরস্কার পেয়েছেন?

উত্তর: তিনি বাংলা আকাডেমি পুরস্কার পেয়েছেন।

8. মিনার দেখে কবির কী মনে হয়েছিল?

উত্তরঃ মিনার দেখে কবির মনে হয়েছিল কেউ যেন দাঁড়িয়ে আছে।

9. কোন্টাকে কবি ঢেউ বলে মনে করেছিলেন?

উত্তরঃ পাথরঘাটার গির্জেটাকে কবি ঢেউ বলে মনে করেছিলেন।

10. জোনাকিদের দরবার কোথায় বসেছিল?

উত্তরঃ লালদিঘির পাড়ে জোনাকিদের দরবার বসেছিল।

11. কবি কাদের কাছে মনের কথা বললেন?

উত্তরঃ কবি পাখির কাছে, ফুলের কাছে মনের কথা বললেন।

12. ছড়ার বই কোথায় ছিল?

উত্তরঃ কবির পকেটে ছড়ার বই ছিল।

13. দরগাতলা পার হয়ে কবি কোন্ দিকে ফিরেছিলেন?

উত্তরঃ দরগাতলা পার হয়ে কবি বামদিকে ফিরেছিলেন।

2. Short Question Answer

1. কবি চাঁদটাকে কোথায় উঠতে দেখেছিলেন? সেই চাঁদ কেমন দেখতে ছিল ?

উত্তর: কবি পকেট থেকে ছড়ার বই খুলে ফুল পাখির কাছে নিজের মনের ভাব ব্যক্ত করেছিল।

2. কবিকে কে, কোন্ দিক থেকে ডেকেছিল ?

উত্তরঃ কবি চাঁদকে নারকোল গাছের মাথায় উঠতে দেখেছিলেন। চাঁদটা দেখতে ছিল ঠান্ডা ও গোলগাল।

3. কারা, কার কথায় কী বলে হেসে উঠেছিল ?

উত্তর: কবি দরগাতলা পার হয়ে বামদিকে ফিরতেই এক উটকো পাহাড়

4. কবি কাদের কাছে, কীভাবে মনের ভাব ব্যক্ত করেছিল ?

উত্তরঃ দিঘির কালো জলের কথায় ফুল পাখিরা হেসে উঠেছিল। তারা ‘কাব্য হবে কাব্য হবে’ বলে চিৎকার করেছিল।

5. এলোমেলো শব্দগুলিকে সাজাও: কোরনালের, কিটানিছিট, টারঘাথপার, ঘিটারললাদি, বারক্তরজ

উত্তর: কোরনালের-নারকোলের, কিটানিছিট-ছিটকিনিটা, টারঘা থপার-পাথরঘাটার, ঘিটারললাদি লালদিঘিটার, বারক্তরজ -রক্তজবার

 6. রক্তজবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল, সেই পরিবেশটি কেমন, তা নিজের ভাষায় লেখো।

উত্তরঃ রক্তজবার ঝোপের কাছে জোনাকিদের নিয়ে, কল কলানো দিঘির জল নিয়ে না ঘুমিয়ে কবিরা সকলে মিলে কাব্যের আসর বসিয়েছিলেন। দিঘির কথায়, ফুল পাখিরা হেসে উঠেছিল ‘কাব্য হবে’ বলে। কোলাহল জুড়েছিল। কবি পকেট থেকে ছড়া বার করে পাখি-ফুলের কাছে নিজের মনের কথা প্রকাশ করেছিলেন।

 7. চাঁদ’ কে নিয়ে তোমার পড়া বা শোনা একটি ছড়া লেখো।

উত্তরঃ ‘চাঁদ’ কে নিয়ে আমার শোনা একটি ছড়া- চাঁদ উঠেছে ফুল ফুটেছে বাদামতলায় কে হাতি নাচছে, ঘোড়া নাচছে সোনামণির বে। 

8. সেই রাতে থাকার দলে কারা কারা ছিল? তারা কবির কাছে কী আবদার জানিয়েছিল?

উত্তরঃ সেই রাতে জেগে থাকার দলে জোনাকি আর কালো দিঘির জল ছিল। তারা কবির কাছে না ঘুমিয়ে, পদ্য লেখার ভাঁজ খুলে, রক্ত জবার ঝোপের কাছে কাব্য করার আবদার জানিয়েছিল।

3. Fill In the blanks

 1. —————-মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল।

উত্তর: ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল।

2. ঝিমধরা এই মস্ত বাহক————— থরথর।

উত্তর: ঝিমধরা এই মস্ত বাহক কাঁপছিল থরথর।

3. পাথরঘাটার—————- কি লাল পাথরের ঢেউ ?

উত্তরঃ পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ।

4. পাহাড়টাকে হাত বুলিয়ে—————- পার।

উত্তর: পাহাড়টাকে হাত বুলিয়ে লালদিঘিটার পার।

5. আমরা সবাই—————– দল।

উত্তরঃ আমরা সবাই না ঘুমানোর দল।