WBBSE Class 5 Bangla Chapter 6 ওরে গৃহবাসী রবীন্দ্রনাথ ঠাকুর Solution | Bengali Medium

Class 5 Chapter 6 Solution

ওরে গৃহবাসী রবীন্দ্রনাথ ঠাকুর

1. Very Short Question Answer

1. স্থলে জলে বন তলে লাগল যে দোল।

উত্তরঃ স্থলে জলে বন তলে লাগল যে দোল।

2. নবীন পাতায় লাগে হিল্লোল।

উত্তরঃ নবীন পাতায় লাগে হিল্লোল।

3. পাখায় বাজায় তার ভিখারীর বীণা।

উত্তরঃ পাখায় বাজায় তার ভিখারীর বীণা।

4. মৌমাছি ফিরে যাচি।

উত্তরঃ মৌমাছি ফিরে যাচি

2. Fill In The Blanks

1.  —————— জলে বনতলে লাগল যে দোল।

উত্তর: স্থলে জলে বনতলে লাগল যে দোল।

2. ——————- খোল——————- খোল।

উত্তরঃ দ্বার খোল, দ্বার খোল।

3. —————— পাতায় লাগে রাঙা হিল্লোল।

উত্তর: নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল।

4. ——————– মর্মরে দখিন বাতাসে।

উত্তরঃ বেণুবন মর্মরে দখিন বাতাসে।

5. দোলে ঘাসে ঘাসে।

উত্তরঃ প্রজাপতি দোলে ঘাসে ঘাসে।

6. পাখায় বাজায় তার ———————– বীণা।

উত্তরঃ পাখায় বাজায় তার ভিখারির বীণা।

7. মাধবীবিতানে বায়ু—————————– বিভোল।

উত্তরঃ মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল।