Class 5 chapter 9 Solution
মাঠ মানে ছুট কার্তিক ঘোষ
1. Very Short Question Answer
1. মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায়।
উত্তরঃ মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায়।
2. ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে।
উত্তরঃ ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে।
3. আর কিছু বলব না।
উত্তর : আর কিছু বলব না।
4. ছুটি সাত সমুদ্দুরের ঢেউ ডেকে আনে।
উত্তরঃ ছুটি সাত সমুদ্দুরের ঢেউ ডেকে আনে।
5. জীবনে আমি শুধু এগিয়ে যাব।
উত্তর : জীবনে আমি শুধু এগিয়ে যাব।
6. কী মানে পাখির ছোট্ট ভাঙা আগল খাঁচা ছুট
উত্তর : ছুট মানে কী ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা।
7. আর বলব না কিছু ছুটেই কী দেখো ছুট মানে।
উত্তর : ছুট মানে কী ছুটেই দেখো — আর কিছু বলব না।
8. শাশ্বত দীপ এক তো মাঠ মানে সবুজ প্রাণের
উত্তর : মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দীপ।
9. ঘুম তাড়ানো মন হারানো বাঁশি কী মাঠ মানে
উত্তর : মাঠ মানে কী ঘুম তাড়ানো মন হারানো বাঁশি।
10. ছুটি মানে কী মজা শুধু মাঠ মানে কী
উত্তর : মাঠ মানে কী মজাই শুধু মাঠ মানে কী ছুটি…
11. কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান?
উত্তর : কবি খুশির অগাধ লুটোপুটি মাঠে খুঁজে পান।
12. কোথায় গেলে কবি ‘তা ধিন্ ধিন’ শব্দ শুনতে পান?
উত্তর : মাঠে গেলে কবি ‘তা ধিন্ তা ধিন্’ শব্দ শুনতে পান।
11. নিকেল করা’ বিকেলের আলো কবি কোথায় দেখতে পান?
উত্তর : ‘নিকেল করা’ বিকেলের আলো কবি মাঠে দেখতে পান।
12. পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কী করে?
উত্তর: পাখির খাঁচার আগল ভাঙলে পাখি ছুটে যাবে, মানে উড়ে যাবে।
2. Short Question Answer
1. কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে-কোনো তিনটি ভাবনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো।
উত্তর : কবির কাছে- (১) মাঠ মানে অগাধ খুশিতে লুটোপুটি। (২) মাঠ মানে শুধু হল্লা, প্রচণ্ড হাসি। (৩) মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দীপ।
2. ‘ছুট’ অর্থে কবি যা যা বলেছেন তা (তিন-চারটি বাক্যে) লেখো।
উত্তর: ‘ছুট’ অর্থে কবির ভাষায়, আশা। শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা। কখনও ‘ছুট’ মানে বাঁচা, ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। কখনও আবার ‘ছুট’ মানে সমুদ্রের ঢেউকে ডেকে আনা, ‘ছুট’ মানে জীবন, ‘ছুট’ মানে সোনা। তাই কবি শেষে বলেছেন ‘ছুটেই’ ‘ছুট’ শব্দের প্রকৃত অর্থ বুঝতে হবে।
3. ‘মাঠ’ আর ‘ছুট’ তোমার কাছে কী অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো।
উত্তর: ‘মাঠ’ মানে আমার কাছে অনেক বন্ধুবান্ধব নিয়ে খেলা করা, মজা করা। হেসে লুটোপুটি খাওয়া, কাদায় পড়ে যাওয়া, জামা নোংরা করে মায়ের বকা খাওয়া। ‘ছুট’ অর্থে আমার ভাষায় ছোট্ট পাখিকে যেমন খাঁচা থেকে উড়িয়ে দিলে সে খুব আনন্দে যেমন আকাশে উড়ে যায়, তেমনই মহা আনন্দে বাড়ি থেকে পালিয়ে সাত সমুদ্রে ডাকে ছুটে যাওয়া।
4. ‘মাঠ’ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো।
উত্তর: ‘মাঠ’ বলতে আমার চোখে যেটা প্রথমেই ভেসে ওঠে তা হল এক বিশাল প্রান্তরের ছবি। সে অনেক বড়ো জায়গা। সেখানে প্রাণভরে খেলা করা যায়। ছুটে বেড়ানো যায়। বন্ধুরা মিলে হইচই করা যায়। ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই মাঠের ছবি বদলে যায়। গ্রীষ্মকালে মাঠ শুকনো ও মরা ঘাসে ভর্তি। বর্ষায় সবুজ শ্যামল থাকে।
5. ‘মাঠ’ এবং ‘শৈশব’-এর এক অদ্ভুত যোগ আছে তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো কীভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে, তার বর্ণনা দাও।
উত্তর: মাঠ আর শৈশবের সঙ্গে এক অদ্ভুত যোগ আছে। প্রত্যেক দিন বিকালবেলায় স্কুল থেকে ফিরে আমরা সব বন্ধুরা একসঙ্গে মিলিত যাই। তারপর চলে আমাদের নানান ধরনের খেলা। খেলা শেষে ক্লান্ত হলে আমরা | একসঙ্গে জড়ো হয়ে বসে নিজেদের মধ্যে নানা বিষয় নিয়ে গল্প করি। সন্ধ্যের মুখে আমরা বাড়ি ফিরে যাই।
3. Fill In The Blanks
1. অথই খুশির অগাধ——————- ।
উত্তর : অথই খুশির অগাধ লুটোপুটি ।
2. হল্লা ——————— মাঠ মানে কী হাসি।
উত্তর : হল্লা শুধুই মাঠ মানে কী হাসি।
3. ঘুম তাড়ানো মন———————– বাঁশি!
উত্তরঃ ঘুম তাড়ানো মন হারানো বাঁশি।
4. ——————– করা বিকেল আসা দিন।
উত্তর : নিকেল করা বিকেল আসা দিন।
5. সবুজ প্রাণের———————- এক দীপ।
উত্তর : সবুজ প্রাণের শাশ্বত এক দীপ।
6. শক্ত পায়ের পোক্ত কোনো———————–।
উত্তর : শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা।