WBBSE Class 6 Bangla Chapter 14 Solution | Sahityamela “সাহিত্যমেলা” Bengali Medium

Class 6 Chapter 14 Solution

চিত্রগ্রীব

MCQs

1.1 গল্পটিতে ডিমে বসে তা দেয় (মা-পাখি / বাবা-পাখি। বাবা-মা দুই পাখি)।

উত্তরঃ বাবা-মা দুই পাখি

1.2 হপ্তা তিনেক বয়সে চিত্রগ্রীব মেরেছিল একটি (ফড়িং প্রজাপতি / পিঁপড়ে)।

উত্তরঃ  পিঁপড়ে

1.3 চিত্রগ্রীবকে আকাশে উড়তে শেখানোর ভার নিয়েছি (চিত্রগ্রীবের বন্ধু / চিত্রগ্রীবের বাবা / চিত্রগ্রীবের মা)।

উত্তরঃ চিত্রগ্রীবের বাবা 

1.4 চিত্রগ্রীব জলের মালসা থেকে জল খেতে শুরু করে (হপ্তা তিনেক/ হপ্তা চারেক/ হপ্তা পাঁচেক) বয়সে।

উত্তরঃ হপ্তা পাঁচেক

1.5 সেদিন শহরের ওপরকার আকাশ তপ্ত হতে পারেনি (উত্তুরে বাতাসে / দখিনা বাতাসে / নির্মল বাতাসে)।

উত্তরঃ দখিনা বাতাসে

1.6 “চিত্রগ্রীবের পা ফসকে গেল” কোথা থেকে? (গাছের ডাল থেকে / বাড়ির ছাদ থেকে / ছাদের পাঁচিল থেকে)।

উত্তরঃ ছাদের পাঁচিল থেকে

1.7 “বকুনির মাত্রাও বেড়ে গেল।” -কার বকুনির কথা বলা হয়েছে? (চিত্রগ্রীবের বাবার / চিত্রগ্রীবের মায়ের / চিত্রগ্রীবের মা-বাবার)।

উত্তরঃ চিত্রগ্রীবের বাবার

1.8 চিত্রগ্রীব কীসের অবতার? (গাম্ভীর্যের / শান্তির / রাগের)।

উত্তরঃ গাম্ভীর্যের

1.9 “বলি কুঁড়ের সর্দার” কে ‘কুঁড়ের সর্দার’? (চিত্ররথ/ চিত্রগুপ্ত / চিত্রগ্রীব)।

উত্তরঃ চিত্রগ্রীব

1.10 “উজ্জ্বল নীলকান্তমণির মতো।” কোন্টা? (চোখ / আকাশ / নদী)।

উত্তরঃ আকাশ

1.11 কথক চিত্রগ্রীবকে ওড়ার শিক্ষা দেওয়ার জন্য তাকে কোথায় বসাতেন? (হাতের ওপর / কনুইয়ের ওপর / কবজির ওপর)

উত্তরঃ কবজির ওপর

1.12 “ঘুড়ির কাগজের মতো ফিনফিনে”- কীসের কথা বলা হয়েছে? (ছবি আঁকার কাগজ / এক ধরনের কাপড় / চিত্রগ্রীবের চোখের ওপরের পাতলা পর্দা)।

উত্তরঃ চিত্রগ্রীবের চোখের ওপরের পাতলা পর্দা

1.13 “কৃতকর্মের জন্য সে লজ্জিত হল।” -কৃতকর্মটি কী? (পরীক্ষায় ফেল করা / ছেলেকে শাস্তি দেওয়া / চিত্রগ্রীবের ঠোঁটে পিঁপড়ের মৃত্যু / চুরি করা)।
উত্তরঃ চিত্রগ্রীবের ঠোঁটে পিঁপড়ের মৃত্যু

Very Short Question Answer

1. চিত্রগ্রীব কাকে বলে?

উত্তরঃ যার গ্রীবা চিত্রিত বা রঙিন গলা (গ্রীবা) হয়, তাকে চিত্রগ্রীব বলে।

2. চিত্রগ্রীবের বাবা কে?

উত্তরঃ চিত্রগ্রীবের বাবা হল এক গেরোবাজ পায়রা।

3. গল্পকথকের আর-এক বন্ধুর নাম কী?

উত্তরঃ গল্পকথকের আর-এক বন্ধুর নাম ছিল ‘করী’, সে ছিল একটি হাতি।

4. চিত্রগ্রীবের মা কোন্ বংশের পায়রা?

উত্তরঃ চিত্রগ্রীবের মা ‘হরকরা’ বংশের পায়রা।

5. ‘চিত্রগ্রীব’ নামক গল্পের ছবিগুলি কে এঁকেছেন?

উত্তরঃ ‘চিত্রগ্রীব’ নামক গল্পের ছবিগুলি এঁকেছেন চিত্রশিল্পী যুধাজিৎ সেনগুপ্ত।

6. জন্মের পর চিত্রগ্রীবের দেহের রং কেমন ছিল?

উত্তরঃ জন্মের পর চিত্রগ্রীবের দেহের রং ছিল লাল টুকটুকে।

7. “তার বাপ ছিল এক গেরোবাজ।” হয়েছে? কার কথা বলা

উত্তরঃ এখানে চিত্রগ্রীব পায়রার বাবার কথা বলা হয়েছে।

8. “তার বাপ ছিল এক গেরোবাজ।”- ‘গেরোবাজ’ কী?

উত্তরঃ ‘গেরোবাজ’ হল পায়রার একটি বিশেষ ধরনের প্রজাতি।

9. হাতিকে ‘করী’ বলা হয় কেন?

উত্তরঃ ‘কর’ কথার একটি অর্থ হল হাতির ‘শুঁড়’। তাই শুঁড় বা কর থাকার জন্য তাকে ‘করী’ বলা হয়।

10. “সে কথা তার মায়ের অজানা নয়।’ কার মায়ের, কোন্ কথাটি অজানা নয় বলা হয়েছে?

উত্তরঃ এখানে চিত্রগ্রীবের মায়ের কথা বলা হয়েছে।

চিত্রগ্রীবকে পৃথিবীতে আনার জন্য কবে, কখন ঠোঁট দিয়ে ডিমের খোলা ভেঙে ফেলতে হবে-এই কথাটি চিত্রগ্রীবের মায়ের অজানা নয়।

11. হপ্তা পাঁচেক বয়সে চিত্রগ্রীব কী করেছিল?

উত্তরঃ হপ্তা পাঁচেক বয়সে চিত্রগ্রীব খোপ থেকে লাফিয়ে বার হয়ে খোপের সামনে জলের মালসা থেকে জল খেতে আরম্ভ করেছিল।

12. “প্রথম শিক্ষা দেবে তার বাপ-মা-“বাবা-মা কাকে কী শিক্ষা দেবে?

উত্তরঃ চিত্রগ্রীবকে তার বাবা-মা ওড়ার শিক্ষা দেবে।