Class 6 Chapter 3 Solution
পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি
Very Short Question Answer
১.১ কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায়?
উত্তর: কবি হাইনরিখ হাইনের জন্মস্থান হল জার্মানির রাইন নদীর তীরবর্তী গ্রাম ড্যুসেলডর্ফ-এ।
১.২ কবি হাইনে-র লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।
উত্তর: হাইনের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম কবিতা’, ‘জার্মানি: এক শীতের রূপকথা’। হল ‘নতুন
১.৩ কবি হাইনে-র লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখো।
উত্তর: কবি হাইনের লেখা দুটি গদ্যগ্রন্থের নাম হল- ‘রোমান্টিক কাব্যধারা’, ‘ধর্মের ইতিহাস’।
১.৪ পাইন গাছ সাধারণত কোন্ অঞ্চলে দেখতে পাওয়া যায়?
উত্তর: পাইন গাছ সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়।
১.৫ তাত পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে?
উত্তর: কবির মনে হয়েছে, পাইন গাছ বরফের রুপালি কাপড় পরে আছে।
১.৬ পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে?
উত্তর: পাম গাছ মরুতটে অর্থাৎ, মরুভূমির পাশে দাঁড়িয়ে আছে।
১.৭ পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে?
উত্তর: পাইন গাছ রূপালি কাপড় পরে, আকাশের দিকে তাকিয়ে দুলে দুলে স্বপ্ন দেখে।
Short Question Answer
১.১ পাম গাছের বুক বেদনায় ভরা কেন?
উত্তর: আদিগন্ত মরুভূমির রুক্ষ-তপ্ত-ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে কালযাপন করতে হয়। এদিকে মরুভূমির বালি অত্যন্ত গরম। তার হাওয়া পামগাছের বুকে লাগে। মরুর তপ্ত হাওয়ায় পাম গাছের ভীষণ কষ্ট হয়। এ কারণেই তার বুক বেদনায় ভরা।
১.২ পাইন গাছ কী স্বপ্ন দেখে?
উত্তর: পাইন গাছ বরফ-ঢাকা শীতের দেশে জন্মায়। গরমের তীব্র দহন-জ্বালা তার নেই। তাই দূরে দাঁড়িয়ে থেকে সে স্বপ্ন দ্যাখে, মরুভূমির ওপর সকালের সূর্য উঠেছে। তাতেও মরুর বুকে ভয়াবহ তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। সেই তপ্ত ঢেউয়ের যন্ত্রণা বুকে নিয়েই মরুতটে পাম গাছ দাঁড়িয়ে আছে।
১.৩ বরফের দেশের পাইন গাছ, মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন?
উত্তর: বরফ-ঢাকা পাহাড়ি অঞ্চলে পাইন গাছ জন্মায়। সেখানে সূর্যের প্রচন্ড দাবদাহ নেই। সে শীতে কষ্ট পায় ঠিকই কিন্তু গরমের দহন-যন্ত্রণা তাকে ভোগ করতে হয় না। অন্যদিকে, পাম গাছ মরুভূমির পাশে জন্মায়। সেখান থেকে ভেসে আসা তাপে সে অসহনীয় দহনজ্বালা সহ্য করে। তার এমন অবস্থার কথা ভেবেই পাইন তাই এই স্বপ্নই দ্যাখে যে, তারা উভয়েই সঙ্গীহীন আর প্রকৃতির নিয়মে পরস্পর ভিন্ন স্থানে অবস্থিত।
Long Question Answer
১) তোমার দেখা একটি মরুভূমি অঞ্চলের অভিজ্ঞতা সংক্ষেপে লিপিবদ্ধ করো।
উত্তর: গতবছর পুজোর ছুটিতে আমি রাজস্থান বেড়াতে গিয়েছিলাম। অন্যান্য দর্শনীয় স্থানের পাশাপাশি আমি থর মরুভূমিতেও গিয়েছিলাম। যেদিকে তাকানো যায়, কেবল বালুকারাশি, যেন বিশাল বড়ো বালির সমুদ্র! আমরা যখন মরুভূমিতে পৌঁছোলাম, তখন বেলা তিনটে। সূর্যের তাপ থাকলেও রোদের তেজ ততটা প্রবল ছিল না। তবে, গরম হাওয়া বইছিল। আর ছিল ‘মরুভূমির জাহাজ’-একাধিক উট। বাবার সাহায্যে আমি একটি উটের পিঠে চড়লাম। মাটি থেকে উঠে দাঁড়ানোর সময় উটগুলো এমনভাবে তাদের শরীর নাড়াচড়া করে, তাতে অনভ্যস্ত যাত্রীর দেহের ভারসাম্য বজায় রাখতে যথেষ্ট সমস্যা হয়। তবে, উটের যিনি চালক, তিনি আমায় এ-ব্যাপারে যথেষ্ট সাহায্য করেছিলেন। উটের পিঠে চড়ে খানিকদূর অবধি গিয়েছিলাম। তারপর, সন্ধে নেমে এল। মরুভূমির সূর্যাস্তের রূপ একেবারেই আলাদা। মরুভূমির বুকে উটের পিঠে চড়ার এই অভিজ্ঞতা অবিস্মরণীয়।
২) পার্বত্য অঞ্চল ও মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নীচের মানস মানচিত্রে কী কী শব্দ ব্যবহার করবে? তুমি এর মধ্যে যে-কোনো একটিতে মানস অভিযানে গেলে কী কী জিনিস সঙ্গে নেবে? সেই অভিযানের কাল্পনিক বিবরণ কয়েকটি বাক্যে লেখো।
পার্বত্য অঞ্চল —-> জলপ্রপাত ,চড়াই উতরাই,বরফ,পর্বতমালা,কাঠের বাড়ি, উইলোফার,গিরিখাত ,পাকদন্ডী,
মরু অঞ্চল —> প্রখর রৌদ্রতাপ,মরুদ্যান,ক্যাকটাস,মরীচিকা,উট,বালিয়াড়ি,
উয় বায়ুপ্রবাহ,মরুঝড়
উত্তর: অভিযান হল উত্তেজনাপূর্ণ দুঃসাহসিক যাত্রা। আমিও মনে মনে অভিযানে বের হই। আপাতত আমি চলেছি মরুভূমি পেরিয়ে। আমার সঙ্গে আছে অনেকটা জল, প্রয়োজনীয় খাদ্য, বিশেষ করে আধ-শুকনো খাবার। যেমন- খেজুর, কিশমিশ আর গরম হাওয়া থেকে বাঁচার জন্য মোটা পোশাক। এই পোশাক এমনই যে, বাইরের গরম হাওয়া পোশাক ভেদ করে চামড়া পর্যন্ত যায় না। ফলে দেহকে শুকনো রসকষহীন করে দিতে পারে না। আর মুখ ঢাকার জন্য আলাদা পোশাক-ও রয়েছে।
আমি উটের পিঠে চলেছি। চারটি উটের সারি। একটি উট আমার জল বয়ে নিয়ে চলেছে। সঙ্গের গাইড বলেছিল, এত জল লাগবে না। কিন্তু আমি শুনিনি। বালির পাহাড় ডিঙিয়ে আমাদের উট অজানা লক্ষ্যে চলেছে। হঠাৎ মরুঝড় উঠল। গাইড বলল, মুখে ঢাকনা লাগিয়ে নাও। সঙ্গে সঙ্গে লাগালাম। উট বসে পড়ল-বালিতে মুখ গুঁজে। আমিও তার আড়ালে চুপ করে বসে আছি। ঝড় বেশিক্ষণ স্থায়ী হল না। তিন মিনিটেই শেষ। কিন্তু এইটুকু সময়েই আমার অবস্থা কাহিল হয়ে পড়েছিল। একদিকে সূর্যের তেজ, অন্যদিকে সেই তেজের প্রত্যুত্তরে মরুর বুক থেকে ওঠা তাপপ্রবাহ। সব মিলিয়ে যন্ত্রণার শেষ নেই। আমি তখন হাঁপাচ্ছি। হঠাৎ কানে এল, মায়ের ডাক। চোখ মেলে তাকালাম। কোথায় মরুঝড়! কোথায় উট! দেখি মা চা হাতে দাঁড়িয়ে ডাকছে “ওঠ বাবা। সকাল হয়ে গিয়েছে, চা খেয়ে নে”।
True and False
২.১ (উত্তরে/দক্ষিণে/পশ্চিমে) বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে।
উত্তর: উত্তরে।
২.২ যেন বরফের (সোনালি/রূপালি/সন্জে) কাপড় পরে…।
উত্তর: রূপালি।
২.৩ মরুতটে দাঁড়িয়ে রয়েছে (পাইন/পাম/খেজুর) গাছ।
উত্তর: পাম গাছ।
২.৪ জার্মান ভাষায় কবিতা লেখেননি (গোয়টে/রিলকে/ শেক্সপিয়র)।
উত্তর: শেক্সপিয়র।
১) বিপরীত শব্দ লিখে বাক্যরচনা করো:
২.১ উত্তর, ২.২ দূরে, ২.৩ তপ্ত, ২.৪ প্রভাতে, ২.৫ বেদনা।
উত্তর: উত্তর-দক্ষিণ : আমাদের বাড়ির দক্ষিণ দিকে একটি নারকেল গাছ আছে।
দূরে-কাছে: শ্যামাপদ আমাদের বাড়ির কাছে থাকে।
তপ্ত-শীতল: ঝরনার শীতল জলে তৃষ্ণা মিটল।
প্রভাতে-সন্ধ্যায়: সন্ধ্যায় তাদের বাড়িতে গানের আসর বসে।