WBBSE Class 6 Geography Chapter 2 Solution | Bengali Medium

Class 6 Chapter 2 Solution

পৃথিবী কি গোল ?

Very Short Question Answer

1. কে প্রথম লক্ষ করেছিলেন পৃথিবী গোলাকার?

 উত্তর: এরাটোসথেনিস।

2. তীর থেকে আগত জাহাজের প্রথমে কোন্ অংশটি দেখা যায়?

উত্তর: প্রথমে মাতুলটা দেখা যায়।

3. দিনির্ণয়কারী যন্ত্রটির নাম কী?

 উত্তর: কম্পাস।

4. পৃথিবীর আকৃতি গোল প্রথম কোন্ ভারতীয় বিজ্ঞানী বলেন?

 উত্তর: কর আর্যভট্ট।

5. ম্যাগেলান ক-টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন?

 উত্তর: বর 5টি।

6. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?

 উত্তর: প্রায় 6,400 কিমি।

7. চন্দ্রগ্রহণের সময় কার ছায়া চাঁদের ওপর পড়ে?

 উত্তর: কর পৃথিবীর।

৪. দিগন্তরেখা দেখতে কেমন লাগে?

 উত্তর: গোলাকার।

9. চাঁদের ওপর পৃথিবীর ছায়া দেখে কে বলেন পৃথিবী গোলাকার?

 উত্তর: অ্যারিস্টট্ল।

10. কোন্ ফলের সঙ্গে পৃথিবীর আকৃতিকে তুলনা করা যায়?

 উত্তর: কমলালেবু ও নাসপাতি।

11. ‘জিয়ড’ কী?

 উত্তর: পৃথিবীর প্রকৃত আকৃতি।

12. উপর-নীচ বরাবর পৃথিবীর ব্যাস কত?

 উত্তর: কন 12,714 কিমি।

13. পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য কত?

 উত্তর: 12,756 কিমি।

14. পৃথিবীর মাঝবরাবর স্ফীতি কত?

 উত্তর: 42 কিমি।

15. পৃথিবীর সর্বোচ্চ স্থানটির নাম কী?

 উত্তর: মাউন্ট এভারেস্ট (8,848 মি)।

16. মারিয়ানা খাত কোথায় অবস্থিত?

 উত্তর: চিত্তর প্রশান্ত মহাসাগরে।

17. মহাকাশ থেকে পৃথিবীকে কীরূপ দেখায়?

 উত্তর: উজ্জ্বল নীল গোলকের মতো।

18. কোন শক্তির জন্য আমরা পৃথিবী থেকে পড়ে যাই না?
 উত্তর: মাধ্যাকর্ষণ শক্তির।

(i) প্রাচীনকালে দিনির্ণয় করার একটি তারা।

উত্তর: ধ্রুবতারা

(ii) প্রাচীনকালে মানুষ পৃথিবীকে ভাবত।

 উত্তর: সমতল

সূত্র: উপর-নীচ-

(i) পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন।

উত্তর: এরাটোস্থেনিস

(ii) পৃথিবীর সর্বাধিক নীচু স্থান।
উত্তর: মারিয়ানা খাত

1. সমুদ্রের তীরের দিকে আগত কোনো জাহাজের যে অংশ দূর থেকে প্রথমে দেখা যায়, তা হল-

(i) মাস্তুল

(ii)  ছাদ

(iii) নীচের অংশ

উত্তর: (i) মাস্তুল

2. কোনো সমুদ্র বা হ্রদের ধারে দাঁড়ালে পৃথিবী গোলাকার বলে মান হবে। প্রথম মনে করেন-

(i) ম্যাগেলান

(ii) এরাটোস্থেনিস

(iii) আর্যভট্ট

উত্তর: (ii) এরাটোস্থেনিস

3. চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পড়ে-

(i) সূর্যের ছায়া

(ii) নক্ষত্রের ছায়া

(iii) পৃথিবীর ছায়া

উত্তর: (iii) পৃথিবীর ছায়া

4. পৃথিবীর গড় ব্যাসার্ধ হল-

(i) 6,400 কিমি

(ii) 6,300 কিমি

(iii) 6,500 কিমি

উত্তর: (i) 6,400 কিমি

5. পৃথিবীর আকৃতি হল-

(i) গোলকাকার

(ii) সমতল

(iii) জিয়ড

উত্তর: (iii) জিয়ড

6. চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া দেখেছিলেন-

(i) আর্যভট্ট

(ii) এরাটোসথেনিস

(iii) অ্যারিস্টট্ল

উত্তর: (iii) অ্যারিস্টট্ল

7. পৃথিবীর মেরু ব্যাস হল-

(i) 12,714 কিমি

(ii) 12,756 কিমি

(iii) 40,000 কিমি

উত্তর: (i) 12,714 কিমি

৪. পৃথিবীর পরিধি প্রায়-

(i) 20,000 কিমি

(ii) 30,000 কিমি

(iii) 40,000 কিমি

উত্তর: (iii) 40,000 কিমি

9. মাউন্ট এভারেস্টের উচ্চতা হল-

(i)  8,546 কিমি

(ii) 8,848 মিটার

(iii) 8,000 মিটার

উত্তর: (ii) 8,848 মিটার

10. পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের-

(i) কাঞ্চনজঙ্ঘা

(ii) মাউন্ট এভারেস্ট

উত্তর:

11. পৃথিবীর সবথেকে নীচু স্থানটি হল-

(i) সুণ্ডা খাত

(ii) মারিয়ানা খাত

(iii) পুয়োর্তোরিকা খাত

উত্তর: (ii) মারিয়ানা খাত

12. পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন অংশের মধ্যে উচ্চতার পার্থক্য প্রায়-

(i) 10 কিমি

(ii) 15 কিমি

(iii) 20 কিমি

উত্তর: (iii) 20 কিমি

13. ভূপৃষ্ঠ ও আকাশ যে সীমারেখায় মিলিত হয়, তাকে বলে-

(i) প্রান্তরেখা

(ii) দিগন্তরেখা

(iii) সীমান্তরেখা

উত্তর:(ii) দিগন্তরেখা

14. পৃথিবীতে কোনো বস্তুর ওজন 36 কিগ্রা হলে চাঁদে এর ওজন হবে-

(i) 5 কিগ্রা

(ii) 6 কিগ্রা

(iii) ৪ কিগ্রা

উত্তর: (ii) 6 কিগ্রা

15. নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন হয়-

(i) বেশি

(ii) কম

(iii) একই

উত্তর: (i) বেশি

16. প্রাচীনকালে মানুষ দিনির্ণয় করত–

(i) সূর্যের দ্বারা

(ii) পৃথিবীর দ্বারা

(iii) ধ্রুবতারার দ্বারা

উত্তর: (iii) ধ্রুবতারার দ্বারা

17. মহাকাশচারীরা মহাশূন্য থেকে পৃথিবীকে দেখেছেন-

(i) উজ্জ্বল নীল

(ii) উজ্জ্বল লাল

(iii) উজ্জ্বল সবুজ

উত্তর: (i) উজ্জ্বল নীল

18. পৃথিবী মাঝবরাবর স্ফীত-

(i) 11 কিমি

(ii)  50 কিমি

(iii) 42 কিমি

উত্তর: (iii) 42 কিমি

19. ম্যাগেলান ভূ-পর্যটনে বেরিয়েছিলেন-

(i) 1519 খ্রিস্টাব্দে

(ii) 1520 খ্রিস্টাব্দে

(iii) 1521 খ্রিস্টাব্দে

উত্তর: (i) 1519 খ্রিস্টাব্দে

20. বর্তমানে যে যন্ত্রের সাহায্যে দিকনির্ণয় করা হয়-

(i) কম্পাস

(ii) মানচিত্র

(iii)  থিয়োডোলাইট
উত্তর: (i) কম্পাস

Short Question Answer

1. পৃথিবীর আকৃতি গোলাকার-এই ধারণা প্রথম কারা দেন?

 উত্তর: পৃথিবীর গোলাকার আকৃতির প্রথম ধারণা: পৃথিবীর আকৃতি গোলাকার-এই ধারণা প্রথমে গ্রিক দার্শনিক অ্যারিস্টট্ল, গ্রিক ভূগোলবিদ এরাটোস্ট্রস্থেনিস ও ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট প্রমুখ দেন।

2. মহাকাশ থেকে দেখা পৃথিবীর আকৃতি কেমন?

 উত্তর: মহাকাশ থেকে দেখা পৃথিবীর আকৃতি: মহাকাশে মহাকাশচারীরা বিভিন্ন সময়ে পৃথিবীর যে ছবি তুলেছেন তা দেখতে গোলাকার। মহাকাশে আকাশের রং কালো হয়। এই কালো আকাশে সূর্যের আলোয় উজ্জ্বল পৃথিবীর অর্ধেক অংশ নীল, সাদা, বাদামি ও সবুজ রঙের একটি গোলাকার রূপ দেখায়। এ ছাড়া পৃথিবীর বাকি অর্ধেক অংশ রাতের জন্য অন্ধকার থাকে।

3. ‘জিয়ড’ কাকে বলে?

 উত্তর: ‘Geo’-এর অর্থ ‘পৃথিবী’ ও ‘eiods’-এর অর্থ ‘দর্শন’। পৃথিবীর আকৃতির অন্য কারো আকৃতির সঙ্গে মিল নেই, পৃথিবীর প্রকৃত আকৃতি ‘পৃথিবীর মতো’, যাকে ইংরেজিতে ‘জিয়ড’ বলে।

4. অভিগত গোলক কাকে বলে?

 উত্তর: যে গোলকের  উত্তর: ও দক্ষিণ দিক কিছুটা চাপা এবং পূর্ব ও পশ্চিম দিক কিছুটা স্ফীত সেই গোলককে অভিগত গোলক বলে। অনেক বিজ্ঞানী পৃথিবীকে অভিগত গোলকের সঙ্গে তুলনা করেছেন।

5. পৃথিবীর ওপরের উঁচু-নীচু জায়গাগুলির জন্য কি আকৃতির কোনোরূপ পরিবর্তন হয়?

 উত্তর: পৃথিবীর ওপরে পাহাড়, মালভূমি, নদী, সমুদ্র থাকার জন্য পৃথিবীর আকৃতি এবড়ো-খেবড়ো হওয়ার কথা যেহেতু পৃথিবী বিশাল গোলক তাই সর্বত্র কয়েক হাজার ফিট উঁচু-নীচু পাহাড়, পর্বত, মালভূমি, নদী, হ্রদ থাকা সত্ত্বেও পৃথিবীর উপরিভাগ মসৃণ।

6. প্রাচীনকালে পৃথিবীর আকৃতি সম্পর্কে মানুষের কী ধারণা ছিল?

 উত্তর: মানুষ বিশ্বাস করত যে, পৃথিবী হল চ্যাপটা রুটির মতো তার উপরে আকাশ একটি উপুড় করা বিশাল পেয়ালা। তবে বর্তমান পৃথিবীর আকৃতিকে কমলালেবু বা নাসপাতির সঙ্গে তুলনা করা হয়। এ কথা ঠিক পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই।

7. পৃথিবী আমাদের কাছে সমতল মনে হয়, ব্যাখ্যা করো।

 উত্তর: চিত্ত আপাতদৃষ্টিতে পৃথিবীর সমতল রূপ  আপাতদৃষ্টিতে আমাদের কাছে পৃথিবীকে সমতল মনে হয়, কারণ- একটি বিশাল আকৃতির বৃত্তের পরিধিকে যদি ছোটো ছোটো ভাগে বিভক্ত করা হয়, তাহলে প্রত্যেক বিভক্ত অংশগুলিকে সমতল বলে মনে হবে।

অর্থাৎ, আমরা বৃহৎ পৃথিবীর এক ক্ষুদ্র অংশে বাস করি। যেখানে পৃথিবীর আয়তন প্রায় 51 কোটি 54 লক্ষ বর্গকিমি। এই বিশাল পৃথিবীর অতি ক্ষুদ্র অংশে বাস করি বলে আমাদের কাছে পৃথিবীকে সমতল বলে মনে হয়।

৪. পৃথিবীর আকৃতি অভিগত গোেলক।-কেন, ব্যাখ্যা করো।

 উত্তর: পৃথিবীকে অভিগত গোলকরূপে বর্ণনা করা হয়, কারণ-

(i) অভিগত গোলক বলতে যে-গোেলকের  উত্তর:-দক্ষিণ দিক চাপা ও পূর্ব-পশ্চিম দিক স্ফীত হয়, তাকে বোঝায়।

(ii) পৃথিবীও অভিগত গোলকের মতো  উত্তর:-দক্ষিণ দিক চাপা ও পূর্ব-পশ্চিম দিক স্ফীত। অর্থাৎ, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হল 12,756 কিমি ও মেরু ব্যাস হল 12,714 কিমি। এই দুটি ব্যাসের মধ্যে পার্থক্য হল 43 কিমি। অর্থাৎ, পৃথিবী যদি সম্পূর্ণ গোেল হত তাহলে পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস উভয়ই সমান হত।

9. কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বেশি হয় কেন?

 উত্তর: পৃথিবীর কেন্দ্র থেকে কোনো স্থান যত কাছে অবস্থিত হবে তার ওপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বেশি হবে। অর্থাৎ, পৃথিবীর মেরুদ্বয় কিছুটা চাপা ও নিরক্ষীয় অঞ্চল স্ফীত বা ফোলা হওয়ায় পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব নিরক্ষীয় অঞ্চলের দূরত্বের থেকে কম হয়।

             এই কারণে, পৃথিবীর কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বেশি হয়।

True and False

1. প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত পৃথিবী ছিল চ্যাপটা রুটির মতো।

উত্তর: শুদ্ধ

2. আকাশ ও ভূপৃষ্ঠ যেখানে একসঙ্গে মেশে তাকে দিগন্তরেখা বলে।

উত্তর: শুদ্ধ

3. 1522 খ্রিস্টাব্দে ম্যাগেলান 4টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন।

উত্তর: অশুদ্ধ

4. দিনির্ণয়কারী যন্ত্রের নাম হল ম্যাপ।

উত্তর: অশুদ্ধ

5. পৃথিবীর মেরুব্যাস 12,714 কিমি।

উত্তর: শুদ্ধ

6. পৃথিবীর গড় ব্যাসার্ধ প্রায় 6,400 কিমি।

উত্তর: শুদ্ধ

7. পৃথিবীর সব জায়গায় একসময়ে সূর্য ওঠে।

উত্তর: অশুদ্ধ

৪. অ্যারিস্টটল ছিলেন গ্রিক দার্শনিক।

উত্তর: শুদ্ধ

9. চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর সূর্যের ছায়া পড়ে।

উত্তর: অশুদ্ধ

10. মহাকাশ থেকে পৃথিবীকে উজ্জ্বল নীল গোলকের মতো দেখায়
   উত্তর: শুদ্ধ

Fil in the blanks

1. পৃথিবীর আকৃতি হল —————— মতো।

   উত্তর: পৃথিবীর

2. খ্রিস্টের জন্মের ———— বছর আগে এরাটোস্থেনিস প্রথম বলেন পৃথিবী গোল।

   উত্তর: দুশো

3. জাহাজে করে ভূ-প্রদক্ষিণ করে ————-  প্রথম প্রমাণ করেন পৃথিবী গোলাকার।

   উত্তর: ম্যাগেলান

4. পৃথিবীর গড় ব্যাসার্ধ—————- কিমি।

   উত্তর: প্রায় 6,400

5. পৃথিবীর প্রকৃত আকৃতিকে বলা হয় ——————–।

   উত্তর: ‘জিয়ড’

6. পৃথিবীর পরিধি প্রায় ————— কিমি।

   উত্তর: 40,000

7. পৃথিবী একটা বিশাল —————। 

   উত্তর: গোলক

৪. পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেছিলেন বিজ্ঞানী —————— ।

   উত্তর: এরাটোসথেনিস

9. পৃথিবীর মেরুব্যাস প্রায় —————— কিমি।

   উত্তর: 12,714

10. পৃথিবীর সর্বোচ্চ স্থানটি হল —————–।
   উত্তর: মাউন্ট এভারেস্ট