Class 6 Chapter 4 Solution
পৃথিবীর আবর্তন
MCQs
1. “পৃথিবী নয়, সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে”-এই সত্যটি প্রমাণ করেন-
(i) কোপারনিকাস
(ii) গ্যালিলিয়ো
(iii)নিউটন
উত্তর: (i) কোপারনিকাস
2. পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে যে নির্দিষ্ট কোণে হেলে থাকে, সেটি হল-
(i) 90° কোণে
(ii) 66½° কোণে
(iii) 23° কোণে
উত্তর: (ii) 66½° কোণে
3. পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের কথা প্রথম বলেন-
(i) টলেমি
(ii) নিউটন
(iii) কোপারনিকাস
উত্তর: (ii) নিউটন
4. পৃথিবী আবর্তন করছে-
(i) পশ্চিম থেকে পূর্ব
(ii) পূর্ব থেকে পশ্চিমে
(iii) উত্তর: থেকে দক্ষিণে
উত্তর: (i) পশ্চিম থেকে পূর্ব
5. পৃথিবীর পশ্চিম থেকে পূর্বদিকে নিজের চারিদিকে ঘোরাকে বলে-
(i) পরিক্রমণ গতি
(ii) আপাত গতি
(iii) আবর্তন গতি
উত্তর: (iii) আবর্তন গতি
6. পৃথিবীর সম্পূর্ণ একবার আবর্তন করতে সময় লাগে-
(i) প্রায় 26 ঘণ্টা
(ii) প্রায় 24 ঘণ্টা
(iii) প্রায় 22 ঘণ্টা
উত্তর: (ii) প্রায় 24 ঘণ্টা
7. পৃথিবীর কক্ষপথ সম্পর্কে যেটি ঠিক নয়, সেটি হল-
(i) পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার
(ii) কক্ষপথটির মোট দৈর্ঘ্য 96 কোটি কিমি
(iii) কক্ষতলটি নিরক্ষীয় তলের সঙ্গে উল্লম্বভাবে অবস্থিত
উত্তর: (iii) কক্ষতলটি নিরক্ষীয় তলের সঙ্গে উল্লম্বভাবে অবস্থিত
৪. আন্তর্জাতিক তারিখরেখা অনুসরণ করে-
(i) 170° দ্রাঘিমারেখাকে
(ii) 180° দ্রাঘিমারেখাকে
(iii) 90° দ্রাঘিমারেখাকে
উত্তর: (ii) 180° দ্রাঘিমারেখাকে
9. প্রথম পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন-
(i) ফার্দিনান্দ ম্যাগেলান
(ii) কোপারনিকাস
(iii) গ্যালিলিয়ো
উত্তর: (i) ফার্দিনান্দ ম্যাগেলান
10. সূর্যোদয়ের আগের সময়কে বলা হয়-
(i) মধ্যাহ্ন
(ii) গোধূলি
(iii) উষা
উত্তর: (iii) উষা
11. নিকোলাস কোপারনিকাস জ্যোতির্বিজ্ঞানী হলেন-
(i) পোল্যান্ডের
(ii) হল্যান্ডের
(iii) গ্রিসের
উত্তর: (i) পোল্যান্ডের
12. পৃথিবীর আবর্তন বেগ বেশি হয়-
(i) সুমেরু বৃত্তে
(ii) সুমেরু বিন্দুতে
(iii) নিরক্ষরেখায়
উত্তর: (iii) নিরক্ষরেখায়
13. আলো আর অন্ধকার সীমানা বরাবর বৃত্তরেখাকে বলে-
(i) আকাশগঙ্গা
(ii) ছায়াবৃত্ত
(iii) ধূমকেতু
উত্তর: (ii) ছায়াবৃত্ত
14. ‘Meridian’ একটি লাতিন শব্দ, যার অর্থ-
(i) Mid day
(ii) Middle day
(iii) Mid night
উত্তর: (i) Mid day
15. এলাহাবাদ শহরের ওপর দিয়ে বিস্তৃত রেখাটি ভারতের প্রমাণ দ্রাঘিমা নামে পরিচিত। এর মান হল-
(i) 82°30′ পূর্ব
(ii) 72°30′ পূর্ব
(iii) 62°30′ পূর্ব
উত্তর: (i) 82°30′ পূর্ব
16. কোনো দ্রাঘিমারেখার মাথার ওপর যখন সূর্য আসে, তখন ওই দ্রাঘিমারেখায় হয়-
(i) মধ্যাহ্ন
(ii) গোধূলি
(iii) উষা
উত্তর: (i) মধ্যাহ্ন
17. আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করে পূর্ব গোলার্ধে এলে, দিন বেড়ে যায়-
(i) 2 দিন
(ii) 4 দিন
(iii) 1 দিন
উত্তর: (ii) 4 দিন
18. am-এর পুরো অর্থ-
(i) Anti Middle
(ii) Accross Meridiem
(iii) Ante meridiem
উত্তর: (ii) Across Meridiem
19. রেলস্টেশন বা এয়ারপোর্টে ঘড়ি ব্যবহার করা হয়-
(i) 48 ঘণ্টার
(ii) 24 ঘণ্টার
(iii) 12 ঘণ্টার
উত্তর: (iii) 12 ঘণ্টার
20. স্টেশনের ঘড়ির 21.00 hrs.’ মানে সাধারণ ঘড়ির নিদের্শক সময়-
(i) সকাল ৪টা
(ii) রাত্রি ৭টা
(iii) সকাল 10টাউত্তর: (ii) রাত্রি ৭টা
Very Short Question Answer
1. কোপারনিকাস, নিউটন, নিল আর্মস্ট্রং।
উত্তর: নীল আর্মস্ট্রং
2. দৈনিক আপাত গতি, আবর্তন গতি, পরিক্রমণ গতি।
উত্তর: দৈনিক আপাত গতি
3. ছায়াবৃত্ত, গোধূলি, উষা।
উত্তর: ছায়াবৃত্ত
4. গ্রিনউইচ, সূর্যোদয়, উষা, গোধূলি।
উত্তর: গ্রিনউইচ
5. মূলমধ্যরেখা, দ্রাঘিমারেখা, আন্তর্জাতিক তারিখরেখা, অক্ষরেখা।
উত্তর: অক্ষরেখা
6. দিন ও রাত্রির সৃষ্টি, দিনরাত্রির হ্রাসবৃদ্ধি, জোয়ারভাটা সৃষ্টি।
উত্তর: দিনরাত্রির হ্রাসবৃদ্ধি
7. Meridian, মধ্যাহ্ন, স্থানীয় সময়।
উত্তর: স্থানীয় সময়
8. 15:00 hrs, 20:00 hrs, 13:00 hrs, 30:00 hrs
উত্তর: 30:00 hrs..’
9. স্থানীয় সময়, প্রমাণ সময়, নিরক্ষরেখা।
উত্তর: নিরক্ষরেখা
10. Ante meridiem, Post Meridiem, দ্রাঘিমা।
উত্তর: দ্রাঘিমা
1. 1473 খ্রিস্টাব্দে কে প্রথম বলেন পৃথিবী নয়, সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে?
উত্তর: নিকোলাস কোপারনিকাস।
2. আপাতদৃষ্টিতে দেখা যায় সূর্য পূর্বদিকে ওঠে এবং পশ্চিমদিকে অস্ত যায়। সূর্যের এই চলাচলকে কী বলে?
উত্তর: সূর্যের দৈনিক আপাত গতি।
3. পৃথিবীর আবর্তনের গতিবেগ নিরক্ষরেখায় কত কিমি?
উত্তর: 1,650 কিমি/ঘন্টা।
4. A স্থান B স্থানের পশ্চিমে থাকলে A স্থানের সময় B স্থানের তুলনায় কেমন হবে?
উত্তর: পিছিয়ে থাকবে।
5. পৃথিবীর একবার নিজ অক্ষের চারিদিকে পাক খেতে কত সময় লাগে?
উত্তর: 23 ঘণ্টা 56 মিনিট 4 সেকেন্ড।
6. ছায়াবৃত্তের অপর নাম কী?
উত্তর: আলোকবৃত্ত।
7. সন্ধ্যার আগের সময়কে কী বলা হয়?
উত্তর: গোধূলি।
৪. পৃথিবীর কোন শক্তির জন্য আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না?
উত্তর: মাধ্যাকর্ষণ শক্তির।
9. গ্রিনউইচের সময় দেখায় কোন ঘড়ি?
উত্তর: ক্রোনোমিটার।
10. 1 ঘণ্টা সময়কে সমান কত ভাগে ভাগ করতে 1 মিনিট পাওয়া যায়?
উত্তর: 60 ভাগ।
11. ফার্দিনান্দ ম্যাগেলানের সঙ্গীরা কত বছর পর অভিযান শেষ করে দেশে ফেরেন?
উত্তর: তিন বছর পর।
12. পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে থাকলে সময়ের কি পরিবর্তন হবে?
উত্তর: হ্যাঁ, সময় ক্রমশ পিছিয়ে যাবে।
13. আলো আর অন্ধকারের মাঝের সীমারেখাকে কী বলে?
উত্তর: ছায়াবৃত্ত।
14. পৃথিবীর কোন্ গতি থেমে গেলে দিনরাত্রি হবে না?
উত্তর: আবর্তন গতি।
15. আন্তর্জাতিক তারিখরেখা কোন দ্রাঘিমারেখাকে অনুসরণ করে কল্পনা করা হয়েছে?
উত্তর: 180° দ্রাঘিমারেখাকে।
16. কোনো দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে সারা দেশের কী বলা হয়?
উত্তর: প্রমাণ সময়।
17. কোন্ দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়?
উত্তর: 82°30′ পূর্ব দ্রাঘিমা।
18. রাত 12টা থেকে দুপুর 12টা এবং দুপুর 12 টা থেকে রাত 12 টার আগে সময়কে কী বলে?
উত্তর: am (Ante meridiem) এবং pm (post meridiem)।
19. দ্রাঘিমা বদলে গেলে কোন সময় বদলে যায়?
উত্তর: স্থানীয় সময়।
20. পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে?
উত্তর: 66½।
21.কোথায় পৃথিবীর আবর্তন-এর বেগ সবচেয়ে কম?
উত্তর: মেরু অঞ্চলে পৃথিবীর আবর্তন-এর বেগ সবচেয়ে কম।
22.দিনের কোন সময়ে তোমার ছায়া সবচেয়ে বড়ো আর কোন সময়ে সবচেয়ে ছোটো হয় দেখে, লিখে রাখো।
উত্তর: মধ্যাহ্নে ছায়া সবচেয়ে বড়ো আর অপরাহ্ণে ছায়া সবচেয়ে ছোটো হয়।
23.আম তুমি রাতে কতক্ষণ ঘুমোও?
উত্তর: নিজে সময় দেখে উত্তর: দাও।
24.স্কুলের পোশাক পরে তৈরি হতে তোমার কতক্ষণ সময় লাগে?
উত্তর: স্কুলের পোশাক পরার সময় লক্ষ করে উত্তর:টি নিজে দাও।
25.স্কুলে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম বিজয়ী কতক্ষণে তার দৌড় শেষ করেছে?
উত্তর: স্কুলে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম বিজয়ী প্রায় 20 সেকেন্ডে তার দৌড় শেষ করেছে। খেয়াল করো দৌড়ের সময়ে সেকেন্ড ব্যবহার করা হয়েছে।
26.গ্লোব দেখে বলো তো-আন্তর্জাতিক তারিখরেখার কোন্ দিকে পূর্ব গোলার্ধ আর কোন্ দিকে পশ্চিম গোলার্ধ?
উত্তর: যদি ডানদিক পূর্বদিক ও বামদিক পশ্চিমদিক হয়, তাহলে আন্তর্জাতিক তারিখরেখার ডানদিক হল পশ্চিম দিক বা পশ্চিম গোলার্ধ এবং বামদিক হল পূর্বদিক বা পূর্ব গোলার্ধ।
27.আদা স্টেশনের ঘড়িতে 20:00 hrs মানে সাধারণ ঘড়িতে তখন কটা বাজবে?
উত্তর: স্টেশনের ঘড়িতে 20:00 hrs. মানে সাধারণ ঘড়িতে তখন রাত ৪টা বাজবে। (12:00 + 8:00 = 20:00)।
28.আর কোথায় এরকম ধরনের ঘড়ি দেখেছ?
উত্তর: রেলস্টেশন ছাড়া বিমানবন্দর ও জাহাজ বন্দরে এমন ধরনের ঘড়ি দেখা যায়।
Short Question Answer
1. সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে?
উত্তর: সূর্য স্থির। পৃথিবী নিজ অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে বলে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় যে, প্রতিদিন সূর্য পূর্বদিকে উদিত হচ্ছে এবং পশ্চিমদিকে অস্ত যাচ্ছে। পৃথিবীর সাপেক্ষে প্রতিদিন সূর্যের এই আপাত চলাচলকে সূর্যের দৈনিক আপাত গতি বলে।
2. আবর্তন গতি কাকে বলে?
উত্তর: সূর্যকে সামনে রেখে যে নির্দিষ্ট গতিতে পৃথিবী নিজ অক্ষ বা মেরুদণ্ডের ওপর পশ্চিম থেকে পূর্বদিকে অবিরামভাবে ঘুরে চলেছে, একেই পৃথিবীর আবর্তন গতি বলে। পৃথিবী একবার নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে 23 ঘণ্টা 56 মিনিট 4 সেকেন্ডে আবর্তন করে।
3. রবিমার্গ কাকে বলে?
উত্তর: সূর্যের বার্ষিক আপাত গতির ফলে সূর্যকে বিভিন্ন সময় পৃথিবীর কর্কটক্রান্তিরেখা থেকে মরকক্রান্তিরেখার মধ্যবর্তী স্থানে পর্যায়ক্রমে লম্বভাবে কিরণ দিতে দেখা যায়। সূর্যের এই বার্ষিক আপাত সঞ্চরণ পথকে ‘রবিমার্গ’ বলে।
4. আবর্তন গতির ফলাফলগুলি কী কী?
উত্তর: আবর্তন গতির ফলে-① দিনরাত্রি হয়। নদীতে জোয়ারভাটা হয়। বায়ুপ্রবাহের ও সমুদ্রস্রোতের গতির দিক পরিবর্তন হয়। ④ সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। ⑤ জীবজগতের সৃষ্টি হয়।
5. ছায়াবৃত্ত কী?
উত্তর: যে বৃত্তাকার সীমারেখা পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশকে ভাগ করে, তাকে বলে ছায়াবৃত্ত। এই ছায়াবৃত্তের একদিকে থাকে দিন ও একদিকে থাকে রাত্রি।
6. উষা কাকে বলে?
উত্তর: ভোরবেলায় সূর্যোদয়ের আগে সূর্যালোক বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্ব আকাশে যে ক্ষীণ আলোর সৃষ্টি করে, তাকে উষা বলে।
7. গোধূলি কাকে বলে?
উত্তর: সূর্যাস্তের পর সন্ধ্যা শুরু হওয়ার আগে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলো দেখা যায়, তাকে গোধূলি বলে।
৪. মাধ্যাকর্ষণ শক্তি কী?
উত্তর: যে শক্তি বা বলের সাহায্যে পৃথিবী তার মধ্যে অবস্থিত সবকিছুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে রাখে। তাকে মাধ্যাকর্ষণ শক্তি বলে।
9. আন্তর্জাতিক তারিখরেখার কোন্ দিক পূর্ব দিক ও কোন্ দিক পশ্চিম দিক?
উত্তর: আন্তর্জাতিক তারিখরেখার ডানদিক হল পশ্চিম দিক বা পশ্চিম গোলার্ধ এবং বামদিক হল পূর্ব দিক বা পূর্ব গোলার্ধ। পশ্চিম গোলার্ধে গেলে ঘড়ির সময় একদিন কমিয়ে দিতে হয় এবং পূর্ব গোলার্ধে গেলে ঘড়ির সময় একদিন বাড়িয়ে নিতে হয়।
10. মধ্যাহ্ন কাকে বলা হয়?
উত্তর: পৃথিবীর আলোকিত অংশে অর্থাৎ, যেদিকে দিন হয়, সেই অংশে সূর্য যখন কোনো স্থানের ঠিক মাথার ওপরে অবস্থান করে, তখন তাকে মধ্যাহ্ন বলে। ঠিক দুপুর 12 টাকে মধ্যাহ্ন বলা হয়।
11. স্থানীয় সময় বলতে কী বোঝো?
উত্তর: দ্রাঘিমা অনুযায়ী কোনো স্থানের সময় নির্ণয় করাকে সেই স্থানের স্থানীয় সময় বলে। কোনো দ্রাঘিমায় সূর্য যখন ঠিক মাথার ওপর আসে, তখন সেখানে হয় দুপুর 12টা। এইভাবে স্থানীয় সময় নির্ণয় করা হয়।
12. আন্তর্জাতিক তারিখরেখা কাকে বলে?
উত্তর: আন্তর্জাতিক তারিখরেখা বলতে এমন এক কাল্পনিক রেখাকে বোঝায়, যে রেখা মোটামুটিভাবে 180° দ্রাঘিমারেখাকে অনুসরণ করে উত্তর:মেরু থেকে দক্ষিণমেরু পর্যন্ত বিস্তৃত। এবং এই রেখা থেকে পৃথিবীতে একটি নতুন তারিখ শুরু হয় বা একটি তারিখ শেষ হয়।
13. প্রমাণ সময় বলতে কী বোঝো?
উত্তর: কোনো দেশের মধ্যভাগের একটি নির্দিষ্ট দ্রাঘিমার স্থানীয় সময় অনুসারে সেই দেশের প্রশাসনিক কাজকর্ম চালানো হয়। ওই নির্দিষ্ট দ্রাঘিমার স্থানীয় সময়কে ওই দেশের প্রমাণ সময় বলে। ভারতের প্রমাণ সময় 82°30′ পূর্ব দ্রাঘিমা অনুসারে নির্ণয় করা হয়।
14. AM ও PM কাকে বলে?
উত্তর: কোনো স্থানে রাত্রি 12টার পর থেকে পরের দিন বেলা 12টার আগে পর্যন্ত সময়কে am (Ante meridiem) বলা হয় এবং বেলা 12 টার পর রাত্রি 12 টার আগে পর্যন্ত সময়কে pm (Post meridiem) বলা হয়।
Long Question Answer
1. পৃথিবী আবর্তন করছে। তথাপি আমরা আবর্তন অনুভব করি না কেন?
উত্তর: আমরা ভূপৃষ্ঠে বাস করেও পৃথিবীর আবর্তন অনুভব করতে পারি না। কারণ হল-
① আমাদের চারিপাশের গাছপালা, বাড়িঘর ইত্যাদি সব কিছুই আমাদের সঙ্গে আবর্তন বা ঘুরে চলেছে। অর্থাৎ, আমাদের সামনে কোনো স্থির বস্তু বা ভিন্ন গতিতে চলমান বস্তুকে দেখতে পাই না।
② বৃহৎ পৃথিবীর তুলনায় আমরা এতই ছোটো যে, আমাদের পক্ষে পৃথিবীর আবর্তন বেগ অনুভব করা সম্ভব নয়। এই সকল কারণেই পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন আমরা অনুভব করতে পারি না।
2. পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে। কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন?
উত্তর: পৃথিবী তার আপন নিয়মে আবর্তন করে চলেছে। আমরা পৃথিবীপৃষ্ঠে বসবাসকারী অতিক্ষুদ্র প্রাণী। যে কারণে, তার গতি অনুভব করি না তথাপি আমরা এর পৃষ্ঠ থেকে ছিটকেও বেরিয়ে যাই না। কারণ, এই বিশ্বের প্রতিটি বস্তু পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। পৃথিবী একটি বড়ো গ্রহ। এর আকর্ষণ শক্তিও প্রবল। এই শক্তির জন্য পৃথিবীর ওপর থাকা সকল বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। একে বলে অভিকর্ষ। এই অভিকর্ষজ বলের জন্য পৃথিবীর ওপরে থাকা আমরা-সহ কোনো বস্তু মহাবিশ্ব থেকে ছিটকে বেরিয়ে যায় না। সকল বস্তুই পৃথিবী পৃষ্ঠে থাকে।
3. 180° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসেবে ধরা হয় কেন?
উত্তর: 180° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসেবে ধরা হয় কারণ-
① 180° দ্রাঘিমারেখা হল পূর্ব ও পশ্চিম গোলার্ধের বিভাজন রেখা।
② এই রেখাটির বেশিরভাগ অংশই জলভাগের ওপর দিয়ে প্রসারিত।
③ রেখাটি ০° দ্রাঘিমা বা মূলমধ্যরেখার বিপরীতে অবস্থিত বলে সময় যেখানে শুরু হয় ঠিক তার বিপরীতে শেষ হয়।
④ রেখাটির পূর্ব ও পশ্চিমে চারটি জনবহুল মহাদেশ থাকায় বিভিন্ন মহাদেশের মধ্যে তারিখ বিভাজন অনেক বেশি গ্রহণযোগ্য ও সুবিধাজনক। এই সমস্ত কারণেই
180° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসেবে ধরা হয়।
4. আড়া পৃথিবী ঘোরার সাথে সাথে তুমি যদি জাহাজে বা প্লেনে করে একই দিকে বা উলটো দিকে যেতে থাকো, তাহলে কী হবে?
উত্তর: পৃথিবী ঘোরার সাথে সাথে অর্থাৎ, পশ্চিম থেকে পূর্ব দিকে জাহাজ বা প্লেনে করে যাওয়া যায়, তাহলে সময় ক্রমশ এগিয়ে যাবে এবং উলটো দিকে অর্থাৎ, পূর্ব দিক থেকে পশ্চিমে যাওয়া যায়, তাহলে সময় পিছিয়ে যাবে। পৃথিবী ঘোরার উলটো দিকে অর্থাৎ, পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে যেতে যদি আন্তর্জাতিক তারিখরেখা পার হয়ে পূর্ব গোলার্ধে প্রবেশ করা হয়, তাহলে একদিন বাড়িয়ে নিতে হবে।
আবার জাহাজ বা প্লেনে করে পৃথিবী যে দিকে ঘুরছে সে দিকে যেতে যেতে যদি আন্তর্জাতিক তারিখরেখা পার হয়ে পশ্চিম গোলার্ধে প্রবেশ করা হয়, তাহলে একদিন কমিয়ে নিতে হবে।
5. পৃথিবীর আবর্তন যদি থেমে যায় কী হবে?
উত্তর: পৃথিবীর আবর্তন থেমে গেলে-
① পৃথিবীর অর্ধেক অংশে শুধুই দিন আর অর্ধেক অংশে শুধুই রাত হবে।
② জোয়ারভাটা, বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোতের দিক পরিবর্তন সব কিছুই বন্ধ হয়ে যাবে।
③ সূর্যের প্রবল আকর্ষণে তখন স্থির পৃথিবী সূর্যের গায়ে গিয়ে পড়বে। ফলে পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে অর্থাৎ, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিলুপ্ত হবে।
6. ফার্দিনান্দ ম্যাগেলান ও তার সঙ্গীরা অভিযানের শেষে পুরো একদিনের হিসাব মেলে না কেন বা কোথায় গেল?
উত্তর: ফার্দিনান্দ ম্যাগেলান ও তাঁর সঙ্গীরা 1519 খ্রিস্টাব্দে পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন। অভিযান শেষে প্রায় তিন বছর পর তাঁরা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ করলেন তাঁদের হিসাবের সঙ্গে দেশের ক্যালেন্ডার মিলছে না। তাঁদের হিসাবে সেদিন সোমবার কিন্তু দেশে তখন মঙ্গলবার চলছে। এর কারণ, তাঁরা পৃথিবী প্রদক্ষিণ করতে করতে আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করে পূর্ব গোলার্ধে এগিয়ে গিয়েছিলেন। তখন তাঁদের ক্যালেন্ডারে একটি দিন যোগ করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি বা তাঁরা এই ব্যাপারটা বুঝতে পারেননি। তাই তাঁদের হিসাবে একদিন কম হয়েছিল।
7. এখন ক-টা বাজে? এই সময়টা কোন জায়গার? -তোমার শহরের, তোমার দেশের না গোটা পৃথিবীর? এখন তোমাদের ঘড়িতে যা সময়, জাপানের টোকিও বা আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগোর ঘড়ি কি একই সময় দেখাবে?
উত্তর: ধরা যাক, এখন সকাল 10টা বাজে। এই সময়টা কলকাতার তথা আমাদের দেশ ভারতবর্ষের। কিন্তু জাপানের টোকিও শহরের ঘড়িতে এখন সকাল 10 টার পরিবর্তে অনেকটা সময় এগিয়ে থাকবে, কারণ জাপান আমাদের দেশ ভারতের পূর্ব দিকে অবস্থিত। আবার, আমেরিকার শিকাগো শহরের সময় আমাদের সকাল 10টার চেয়ে অনেক পিছিয়ে থাকবে কারণ শিকাগো শহর আমাদের দেশ থেকে অনেক বেশি পশ্চিমে অবস্থিত।
8.আজকের তারিখ কত? তারিখটা কোথাকার-তোমার দেশের, তোমার শহরের না গোটা পৃথিবীর? তারিখটা শুরু হল কোথা থেকে? অর্থাৎ, পৃথিবীর ঠিক কোন জায়গা থেকে শুরু হয় নতুন দিন?
উত্তর: ধরা যাক, আজকের তারিখ 21.9.2023 অর্থাৎ 21 সেপ্টেম্বর, 2023। এই তারিখটা আমাদের শহর কলকাতার, তথা সমগ্র ভারতের, পৃথিবীর নয়। নতুন তারিখ শুরু হয় আন্তর্জাতিক তারিখরেখা থেকে। আন্তর্জাতিক তারিখরেখার ডান দিকে তারিখ হবে 20.9.2023 এবং বাম দিকে তারিখ হবে পরের দিনের 21.9.2023। সুতরাং, দেখা যাচ্ছে আন্তর্জাতিক তারিখরেখার পশ্চিম দিকে অর্থাৎ পৃথিবীর পূর্ব গোলার্ধে নতুন তারিখ বা দিন শুরু হয়।
9. আমা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জোরে কে দৌড়োতে পারে? A, B ও C তিনটে বিন্দু থেকে বৃত্তরেখাগুলো ধরে তিনজনকে দৌড় শেষ করতে হবে একই সময়ের মধ্যে। বলোতো কাকে সবচেয়ে বেশি জোরে দৌড়োতে হবে আর কাকে কম?
উত্তর: কে জোরে দৌড়োয় তার উত্তর: তোমাদের নিজেদের দিতে হবে। A বিন্দুর বৃত্তরেখাটি সবচেয়ে ছোটো ও C বিন্দুর বৃত্তরেখাটি সবচেয়ে বড়ো। যেহেতু তিনজনকে একই সময়ে দৌড় শেষ করতে হবে, সেহেতু C বিন্দুর বৃত্তরেখাটিতে যে দৌড়োবে তাকে অনেকটা পথ দৌড়নোর জন্য সবচেয়ে জোরে দৌড়তে হবে এবং A বিন্দুর বৃত্তরেখার পথ ছোটো বলে এই পথে যে দৌড়োবে তাকে সবচেয়ে কম জোরে দৌড়োলে চলবে।
Fill in the blanks
1. সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রথম দেন ——————।
উত্তর: কোপারনিকাস
2. আপাতদৃষ্টিতে সূর্যের চলাচলকে সূর্যের ——————– দৈনিক বলে।
উত্তর: আপাতগতি
3. পৃথিবীর পশ্চিম থেকে পূর্বদিকে অবিরামভাবে পাক খাওয়াকে বলে ——————– ।
উত্তর: আবর্তনগতি
4. প্রায় 40,000 কিমি হল পৃথিবীর —————— ।
উত্তর: পরিধি
5. দিনরাত্রি সংঘটিত হয় ————————— গতির জন্য।
উত্তর: আবর্তন
6. ভূপৃষ্ঠের আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশ যে সীমারেখায় মিলিত হয়, তাকে বলে ———— ।
উত্তর: ছায়াবৃত্ত
7. পৃথিবীর ——————– শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না।
উত্তর: মাধ্যাকর্ষণ
৪. মাধ্যাকর্ষণ টানের কথা প্রথম বলেন বিজ্ঞানী ———————-।
উত্তর: নিউটন
9. পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন —————————– ।
উত্তর: ফার্দিনান্দ ম্যাগেলান\
10. ‘Meridian’ কথার অর্থ ————————– ।
উত্তর: মধ্যাহ্ন
11. 180° দ্রাঘিমারেখার অপর নাম ——————— তারিখরেখা।
উত্তর: আন্তর্জাতিক
12. দ্রাঘিমা বদলে গেলে ———————– সময় বদলে যায়।
উত্তর: স্থানীয়
13. দেশের মাঝখানের কোনো দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে সারা দেশের ———————– ধরা হয়।
উত্তর: প্রমাণ সময়
14. অক্ষরেখার পরিবর্তনে আবর্তন বেগ ——————- হয়।
উত্তর: পরিবর্তিত
15. পৃথিবীর ———— গতির সাহায্যে সময় গণনা করা হয়।
উত্তর: আবর্তন
16. রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত সময়কে বলে ———————-।
উত্তর: am
17. দুপুর 12টা থেকে রাত 12টার আগে পর্যন্ত সময়কে বলে ————————।
উত্তর: pm
18. সূর্যাস্তের পর সন্ধ্যার আগের সময় হল —————————–।
উত্তর: গোধূলি
19. সূর্যোদয়ের আগের সময় হল ————————।
উত্তর: উষা
20. মূলমধ্যরেখার পূর্বের দেশগুলির সময় ———————- থাকে।
উত্তর: এগিয়ে
21. ভারতের 82°30′ পূর্ব দ্রাঘিমার ————– প্রমাণ সময়। হল ভারতের
উত্তর: স্থানীয় সময়
True and False
1. নিকোলাস কোপারনিকাস ইংল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী।
উত্তর: অশুদ্ধ
2. সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত।
উত্তর: শুদ্ধ
3. সূর্যের উলটো দিকে সরে যাওয়ার দেখাকে সূর্যের বার্ষিক আপাতগতি বলে।
উত্তর: অশুদ্ধ
4. পৃথিবী কক্ষতলের সঙ্গে 37½° কোণে হেলে থাকে।
উত্তর: অশুদ্ধ
5. পৃথিবী স্থির, সূর্য পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে।
উত্তর: অশুদ্ধ
6. পৃথিবী নিজ অক্ষের চারিদিকে ঘুরছে।
উত্তর: শুদ্ধ
7. পৃথিবীর নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বদিকে পাক খাওয়াকে পরিক্রমণ গতি বলে।
উত্তর: অশুদ্ধ
৪. পৃথিবীর একবার নিজের অক্ষে ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড।
উত্তর: শুদ্ধ
9. পৃথিবীর অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিক ছোটো হতে থাকে।
উত্তর: শুদ্ধ
10. পৃথিবী পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরছে।
উত্তর: শুদ্ধ
11. দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোটো হয়।
উত্তর: শুদ্ধ
12. নিরক্ষরেখার কাছে পৃথিবীর আবর্তনবেগ সবচেয়ে কম হয়।
উত্তর: অশুদ্ধ
13. গোলাকার পৃথিবীর যেদিকটা সূর্যের দিকে থাকে, সেদিকে দিন হয়।
উত্তর: শুদ্ধ
14. পৃথিবীর আলো ও অন্ধকারের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।
উত্তর: শুদ্ধ
15. সূর্যোদয়ের আগের সময়কে মধ্যাহ্ন বলা হয়।
উত্তর: অশুদ্ধ