Class 6 Chapter 1 Solution
ইতিহাসের ধারণা
MCQs
1. কোল্টির ব্যবহার আদিম মানুষ আগে শিখেছে-
(i) ধাতুর তৈরি হামানদিস্তা
(ii) পাথরের শিলনোড়া
(iii) মিক্সচার মেশিন
উত্তর: (ii) পাথরের শিলনোড়া
2. আদিমকালে মানুষেরা শস্য পেষাই করত যে যন্ত্র দিয়ে-
(i) হামানদিস্তা
(ii) বর্শা
(iii) তুরপুন
উত্তর: (i) হামানদিস্তা
3. ভারতীয় উপমহাদেশের উত্তর দিকে অবস্থিত ছিল-
(i) মরুভূমি অঞ্চল
(ii) পাহাড়ি অঞ্চল
(iii) মালভূমি অঞ্চল
উত্তর: (ii) পাহাড়ি অঞ্চল
4. ভারতীয় উপমহাদেশকে একসময় বলা হত-
(i) ভারত
(ii) ভারত গোষ্ঠী
(iii) ভারতবর্ষ
উত্তর: (iii) ভারতবর্ষ
5. ‘ভারত’ শব্দের একটি অর্থ হল-
(i) ভরতের বংশধর
(ii) একটি জনগোষ্ঠী
(iii) পুরো ভারতীয় উপমহাদেশ
উত্তর: (i) ভরতের বংশধর
6. উপমহাদেশ মানে-
(i) মহাদেশের একটি ছোটো অংশ
(ii) প্রায় একটি মহাদেশের মতো বড়ো অঞ্চল
(iii) মহাদেশের প্রান্ত অঞ্চল
উত্তর: (ii) প্রায় একটি মহাদেশের মতো বড়ো অঞ্চল
7. দ্রাবিড় জাতি বসবাস করত-
(i) দাক্ষিণাত্যে
(ii) উত্তরাঞ্চলে
(iii) উত্তর ও দক্ষিণ অঞ্চলে
উত্তর: (i) দাক্ষিণাত্যে
৪. ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন যাত্রা শুরু করে-
(i) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(ii) ১৮৫৬ খ্রিস্টাব্দে
(iii) ১৮৫৩ খ্রিস্টাব্দে
উত্তর: (iii) ১৮৫৩ খ্রিস্টাব্দে
9. মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার জানত, তা হল-
(i) তামা
(ii) ব্রোঞ্জ
(iii) লোহা
উত্তর: (i) তামা
10. কনিষ্ক সিংহাসনে বসেন-
(i) ৭৬ খ্রিস্টাব্দে
(ii) ৭৭ খ্রিস্টাব্দে
(iii) ৭৮ খ্রিস্টাব্দে
উত্তর: (iii) ৭৮ খ্রিস্টাব্দে
11. হর্ষাব্দ গণনা চালু হয়-
(i) ৬০৪ খ্রিস্টাব্দ থেকে
(ii) ৬০৫ খ্রিস্টাব্দ থেকে
(iii) ৬০৬ খ্রিস্টাব্দ থেকে
উত্তর: (iii) ৬০৬ খ্রিস্টাব্দ থেকে
12. কনিষ্কাব্দের আর-এক নাম হল-
(i) শকাব্দ
(ii) খ্রিস্টাব্দ
(iii) হর্ষাব্দ
উত্তর: (i) শকাব্দ
13. খ্রিস্টাব্দ শব্দটির সঙ্গে জড়িত-
(i) জিশুখ্রিস্ট
(ii) হজরত মোহম্মদ
(iii) চৈতন্যদেব
উত্তর: (i) জিশুখ্রিস্ট
14. ২০১৪ খ্রিস্টপূর্বাব্দের আগের বছর হবে—
(i)২০১৬
(ii) ২০১৫
(iii) ২০১৩
উত্তর: (ii) ২০১৫
15. একশো বছর বোঝাতে ব্যবহৃত হয়-
(i) সহস্রাব্দ
(ii) দশক
(iii) শতক
উত্তর: (iii) শতক
16. প্রত্ন মানে বোঝায়-
(i) পুরোনো
(ii) রত্ন
(iii) যত্ন
উত্তর: (i) পুরোনো
17. মাটির নীচে চাপা পড়ে যাওয়া উপাদানগুলি খুঁজে বের করেন-
(i) প্রত্নতাত্ত্বিক
(ii) ঐতিহাসিক
(iii) নৃতাত্ত্বিক
উত্তর: (ii) ঐতিহাসিক
18. আজও পাঠোদ্ধার হয়নি যে লিপি, তা হল-
(i) হরপ্পার লিপি
(ii) ও মিশরের লিপি
(iii) সুমেরের লিপি
উত্তর: (i) হরপ্পার লিপি
19. গুপ্তসম্রাট সমুদ্রগুপ্তের গুণগান যে প্রশস্তিতে রয়েছে, তা হল-
(i) আইহোল
(ii) নাসিক
(iii) এলাহাবাদ
উত্তর: (iii) এলাহাবাদ
20. ভীমবেটকা হল একটি-
(i) প্রশস্তি
(ii) গুহা
(iii) চিত্র
উত্তর: (ii) গুহা
21. বাণভট্টের রচিত গ্রন্থের নাম হল-
(i) ইন্ডিকা
(ii) হর্ষচরিত
(iii) গীতগোবিন্দ
উত্তর: (ii) হর্ষচরিত
Fill in The Blanks
1. মানুষ পরে শিখেছে———————এর ব্যবহার।
(i) শিলনোড়া
(ii) মিক্সচার মেশিন
(iii) হামানদিস্তা
উত্তর: (ii) মিক্সচার মেশিন
2. মানুষ প্রথম সভ্যতা গড়ে তুলেছিল——————।
(i) নদীর ধারে
(ii) পাহাড়ের পাদদেশে
(iii) বড়ো রাস্তার ধারে
উত্তর: (i) নদীর ধারে
3. ইতিহাস জানতে গেলে —————- টা ভালোভাবে জানা দরকার।
(i) বিজ্ঞান
(ii) অঙ্ক
(iii) ভূগোল
উত্তর: (iii) ভূগোল
4. আর্যাবর্ত বলা হত ভারতের —————দিক-কে।
(i) পূর্ব
(ii) দক্ষিণ
(iii) উত্তর
উত্তর: (iii) উত্তর
5. ‘লোহার যুগে’ মানুষ————- ব্যবহার করতে শিখেছিল।
(i) লোহা
(ii) তামা
(iii) পাথর
উত্তর: (i) লোহা
6. প্রাক্-ঐতিহাসিক যুগে লিপির ——————-।
(i) আবিষ্কার হয়নি
(ii) পাঠোদ্ধার হয়নি
(iii) পাঠোদ্ধার হয়েছে
উত্তর: (i) আবিষ্কার হয়নি
7. গুপ্তাব্দ চালু করেন——————।
(i) প্রথম চন্দ্রগুপ্ত
(ii) সমুদ্রগুপ্ত
(iii) স্কন্দগুপ্ত
উত্তর: (i) প্রথম চন্দ্রগুপ্ত
৪. এলাহাবাদ প্রশস্তি রচনা করেছেন —————।
(i) কলহন
(ii) হরিষেণ
(iii) রবিকীর্তি
উত্তর: (ii) হরিষেণ
9. আর্যদের ব্যবহৃত মুদ্রার নাম হল—————।
(i) নিষ্ক
(ii) পোতিন
(iii) নারায়ণী
উত্তর: (i) নিষ্ক
Very Short Question Answer
1. সময়ের হিসাব কীভাবে করা যায়?
উত্তর: সাল-তারিখ, বছর-অব্দ প্রভৃতি দিয়ে সময়ের হিসাব করা হয়।
2. খ্রিস্টাব্দ কাকে বলে?
উত্তর: জিশুখ্রিস্টের জন্মকে ধরে যে-অব্দ বা সাল গণনা করা হয় তাকে খ্রিস্টাব্দ (AD = Anno Domini) বলা হয়।
3. শতাব্দ ও সহস্রাব্দ কী?
উত্তর: একশো বছরকে শতাব্দ বা শতাব্দী এবং হাজার বছরকে একসঙ্গে সহস্রাব্দ বলা হয়।
4. প্রত্নক্ষেত্র বলতে কী বোঝো?
উত্তর: প্রত্নতাত্ত্বিকরা প্রত্নবস্তু পাওয়ার জন্য যে অঞ্চলে খননকাজ চালান সেই অঞ্চলকে প্রত্নক্ষেত্র বলে।
5. কোথায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন যত্ন করে রাখা থাকে?
উত্তর: জাদুঘরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন যত্ন করে রাখা থাকে।
6. ভারতের সর্বপ্রাচীন গ্রন্থের নাম কী?
উত্তর: ভারতের সর্বপ্রাচীন গ্রন্থের নাম হল ঋগ্বেদ।
7. প্রাচীন ভারতের একটি ধর্মনিরপেক্ষ সাহিত্যের নাম লেখো।
উত্তর: প্রাচীন ভারতের একটি ধর্মনিরপেক্ষ সাহিত্যের নাম হল অষ্টাধ্যায়ী।
8. শক-কুষাণদের ইতিহাস কোথা থেকে জানা যায়?
উত্তর: শক-কুষাণদের ইতিহাস জানা যায় মুদ্রা থেকে।
9. হর্ষচরিত বইটি কে লেখেন?
উত্তর: হর্ষচরিত বইটি লেখেন বাণভট্ট।
10. বাণভট্টের হর্ষচরিত কী ধরনের গ্রন্থ?উত্তর: বাণভট্টের হর্ষচরিত জীবনীমূলক গ্রন্থ।
11. ইতিহাস বর্ণনা করার সময় কোন বিষয়গুলির ওপর আপাতভাবে জোর দেওয়া হয়?
উত্তর: ইতিহাস বর্ণনা করার সময় স্থান-কাল-পাত্র প্রভৃতি বিষয়ের ওপর আপাতভাবে জোর দেওয়া হয়।
12. একটি নদীমাতৃক সভ্যতার নাম করো।
উত্তর: সিন্ধু সভ্যতা হল একটি নদীমাতৃক সভ্যতা।
13. ভারতবর্ষের নামটি কোন জনগোষ্ঠীর নামানুসারে হয়েছে?
উত্তর: ভারতবর্ষের নামটি ‘ভরত’ জনগোষ্ঠীর নামানুসারে হয়েছে।
14. ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করেছে কোন পর্বত?
উত্তর: বিন্ধ্য পর্বত ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করেছে।
15. দাক্ষিণাত্য অঞ্চলের সীমানা বিন্ধ্য পর্বত থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত?
উত্তর: দাক্ষিণাত্য অঞ্চলের সীমানা বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত।
16. যে-কোনো একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন-এর নাম লেখো।
উত্তর: স্থাপত্য ও ভাস্কর্য হল প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
17. হাজার হাজার বছর ধরে পৃথিবীতে যখন বরফ জমেছিল, তখন তাকে কী বলা হত?
উত্তর: হাজার হাজার বছর ধরে পৃথিবীতে যখন বরফ জমেছিল, তখন তাকে বলা হত তুষার যুগ।
1৪. প্রাক্-ইতিহাস বলতে কী বোঝায়?
উত্তর: প্রাক্-ইতিহাস বলতে বোঝায় ইতিহাসের আগের সময় অর্থাৎ, যখন মানুষ লিখতে জানত না।
19. কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে
উত্তর: কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক।
20. হর্ষাব্দ গণনা কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়?
উত্তর: খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গণনা শুরু হয়।
21. কার জন্মসাল থেকে খ্রিস্টাব্দ গণনা চালু হয়?
উত্তর: জিশুখ্রিস্টের জন্মসাল থেকে খ্রিস্টাব্দ গণনা চালু হয়।
22. কবে থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয়?
উত্তর: ৩১৯-৩২০ খ্রিস্টাব্দ নাগাদ গুপ্তাব্দ গণনা শুরু হয়।
23. খ্রিস্টাব্দ গোনা হয় কীভাবে?
উত্তর: ছোটো থেকে বড়ো হিসাবে খ্রিস্টাব্দ গোনা হয়।
24. ‘প্রশস্তি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘প্রশস্তি’ শব্দের অর্থ হল গুণগান করা।
25. খ্রিস্টপূর্বাব্দ বলতে কী বোঝো?
উত্তর: জিশুখ্রিস্টের জন্মের আগের সময়কালকে খ্রিস্টপূর্বাব্দ বলে।
Short Question Answer
1. ইতিহাস কাকে বলে?
উত্তর: মানুষের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত মানুষের জীবনযাত্রা ও সভ্যতার পরিবর্তন এবং উত্থান-পতনের ধারাবাহিক বিবরণকে ইতিহাস বলে।
2. প্রত্নতাত্ত্বিক কাদের বলে?
উত্তর: দীর্ঘদিন ধরে মাটির নীচে চাপা পড়ে থাকা পুরোনো দিনের উপাদানগুলিকে যাঁরা খননকার্য চালিয়ে খুঁজে বের করেন এবং ইতিহাস রচনার কাজে সেগুলিকে যথাযথভাবে ব্যবহার করেন তাঁদের প্রত্নতাত্ত্বিক বলে।
3 . ইতিহাসের উপাদান কাকে বলে?
উত্তর: প্রাকৃতিক বা অন্য কোনো কারণে মাটির নীচে চাপা পড়ে যাওয়া মানুষের ব্যবহার করা নানা জিনিস, মুদ্রা, গয়না, অস্ত্রশস্ত্র, মূর্তি প্রভৃতি ইতিহাস রচনা করতে সাহায্য করে। এগুলিকেই ইতিহাসের উপাদান বলে।
4. প্রত্নতাত্ত্বিক উপাদান কাকে বলে?
উত্তর: বহুকাল ধরে মাটির নীচে চাপা পড়ে থাকা উপাদান (যেমন-মানুষের দেহাবশেষ, ব্যবহৃত সামগ্রী প্রভৃতি) যেগুলি ইতিহাস রচনার কাজে ব্যবহৃত হয় সেগুলিকে প্রত্নতাত্ত্বিক উপাদান বলে।
5 .শিলালেখ কাকে বলে?
উত্তর: পুরোনো দিনের যে-সকল লেখাগুলি পাথরের গায়ে খোদাই করা আছে, সেই লেখাগুলিকে শিলালেখ বলে। যেমন-অশোকের শিলালেখ।
6 .মুদ্রা কীভাবে আমাদের প্রাচীন ইতিহাস রচনায় সাহায্য করে?
উত্তর: মুদ্রা থেকে রাজার নাম, বংশ পরিচয়, মূর্তি, রাজ্যসীমা, রাজত্বকাল, ধর্মবিশ্বাস, শিল্পের প্রতি গভীর অনুরাগ, রাজ্যের উন্নতি, অর্থনৈতিক পরিকাঠামো প্রভৃতি কথা জানা যায়। এই সকল তথ্য ইতিহাস রচনাকালে আমাদের সাহায্য করে।
7.সমতল অঞ্চলের লোকেরা খাদ্য হিসেবে ভাত গ্রহণ করে কেন?
উত্তর: সমতল অঞ্চলে নানা কারণে ধান চাষ বেশি হয়। এর ফলে এই অঞ্চলের লোকেরা ভাত প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে।
8. আর্যাবর্ত বলতে কী বোঝায়?
উত্তর: আর্যদের বাসস্থান এক জায়গায় স্থির ছিল না, নানা সময়ে পরিবর্তন হয়েছে। এক সময় তারা ভারতে বসবাস করত। ভারতের উত্তর অংশে যেখানে আর্যরা বসবাস করত সেই অঞ্চলকে আর্যাবর্ত বলা হত।
9. কোন অঞ্চলকে দ্রাবিড় দেশ বলা হত?
উত্তর: দ্রাবিড়রা বসবাস করত ভারতের দক্ষিণ দিকে। এই দক্ষিণ 1 দিককে দাক্ষিণাত্য বলা হয়। কাবেরী নদীর দক্ষিণ অংশকে তাই দ্রাবিড় দেশ বলা হত।
10. তামা ও ব্রোঞ্জের যুগ কাকে বলে?
উত্তর: যে-যুগে মানুষ তামা ও বোঞ্জের ব্যাপক ব্যবহার শুরু করে। তামা ও ব্রোঞ্জের তৈরি বিভিন্ন পাত্র, যন্ত্রপাতি, অলংকার ও হাতিয়ার ব্যবহার করত। সেই যুগকে বলা হয় তামা ও ব্রোঞ্জের যুগ।
11.প্রায়-ইতিহাস যুগ কাকে বলে?
উত্তর: যে-সময়ে মানুষ লিখতে শিখেছিল এবং যে-সময়ের অনেক লেখা পাওয়া যায়, কিন্তু সেগুলির পাঠোদ্ধার করা যায়নি। সেই সময়কে প্রায়-ইতিহাস যুগ বলা হয়।
12. প্রত্নতাত্ত্বিকদের কাজ কী?
উত্তর: প্রত্নতাত্ত্বিকদের কাজ হল ইতিহাসের উপাদান সংগ্রহ করার জন্য বিরাট এলাকা জুড়ে খননকাজ চালানো এবং প্রাপ্ত উপাদানের পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান চালিয়ে তথ্যসংগ্রহ করা।
Long Question Answer
1. নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝায়?
উত্তর: প্রাচীনকালে মানুষ নদীর ওপর অধিক মাত্রায় নির্ভরশীল ছিল। তারা নদীর জলকে সেচের কাজে ব্যবহার করে নদী উপত্যকাগুলিতে চাষবাস শুরু করে। সেখানে তারা পশুপালনও শুরু করে। ক্রমে কৃষিকে কেন্দ্র করে ওইসব স্থানে এক একটি মানব সভ্যতা (যেমন-সিন্ধু সভ্যতা) গড়ে ওঠে। যেহেতু সভ্যতাগুলি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেজন্য এই ধরনের সভ্যতাকে বলা হয় নদীমাতৃক সভ্যতা।
True and False
1. ইতিহাস জানতে গেলে সময় সম্পর্কে কোনো ধারণার প্রয়োজন হয় না।
উত্তর: ভুল
2. ভারতের সিন্ধু সভ্যতা একটি নদীমাতৃক সভ্যতা।
উত্তর: ঠিক
3. ভৌগোলিক এলাকার পার্থক্যে মানুষের পোশাক, খাবার- দাবারের ইতিহাস বদলে যায়।
উত্তর: ঠিক
4. ‘ভূগোল’ ‘ইতিহাস’-কে কোনোভাবেই প্রভাবিত করে না।
উত্তর: ভুল
5. ভারতের পূর্ব উপকূলে মালাবার উপকূল অবস্থিত।
উত্তর: ভুল
6. দাক্ষিণাত্য অঞ্চলের ভাষাগুলি দ্রাবিড় ভাষা নামে পরিচিত।
উত্তর: ঠিক
7. তুষার যুগে গোটা পৃথিবী বরফে আবৃত হয়ে গিয়েছিল।
উত্তর: ঠিক
৪. কনিষ্কের আর এক নাম শকাব্দ।
উত্তর: ভুল
9. কুষাণ সম্রাটদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন ধর্মপাল।
উত্তর: ভুল
10. শতাব্দকে শতাব্দী বা শতকও বলা হয়।
উত্তর: ঠিক
11. প্রত্নক্ষেত্রে কাজ করেন প্রত্নতাত্ত্বিকেরা।
উত্তর: ঠিক
12. বৈদিক সাহিত্যগুলি ধর্মনিরপেক্ষ সাহিত্য।
উত্তর: ভুল
13. গ্রিক ও রোমান ঐতিহাসিকদের রচনা থেকে ভারতীয় ইতিহাসের নানা তথ্য জানা যায়।
উত্তর: ঠিক