WBBSE Class 6 Science Chapter 2 Solution | Bengali Medium

Class 6 Chapter 2 solution

আমাদের চারপাশের ঘটনাসমূহ

MCQ

1. মোমবাতির দহন একটি-

(i) ভৌত পরিবর্তন

(ii) রাসায়নিক পরিবর্তন

(iii) ভৌত ও রাসায়নিক পরিবর্তন

(iv) তেজস্ক্রিয় পরিবর্তন

উত্তর:  ভৌত ও রাসায়নিক পরিবর্তন

2. লিপইয়ার একটি-

(i) পর্যাবৃত্ত ঘটনা

(ii) অপর্যাবৃত্ত ঘটনা

(iii) মনুষ্যসৃষ্ট ঘটনা

(iv) ঐতিহাসিক ঘটনা

উত্তর:  পর্যাবৃত্ত ঘটনা

3. সিমেন্ট তৈরির সময় ব্যবহৃত হয় না-

(i)  জিপসাম

(ii) খনিজ গুঁড়ো

(iii) কার্বন ডাইঅক্সাইড

(iv)  চুনাপাথর

উত্তর:  কার্বন ডাইঅক্সাইড

4. কোন্টি রাসায়নিক পরিবর্তন?

(i)  মরচে পড়া

(ii)  চুম্বকে পরিণত হওয়া

(iii)  প্ল্যাটিনাম তার উত্তপ্ত করা

(iv)  মোমবাতির দহন

উত্তর:  মরচে পড়া

5. কোন্টি ভৌত পরিবর্তনের ধর্ম?

(i)  একমুখী পরিবর্তন

(ii)  ধর্ম ও গঠন অপরিবর্তিত থাকে

(iii) তাপ উৎপন্ন হবেই

(iv) উভমুখী পরিবর্তন

উত্তর:  ধর্ম ও গঠন অপরিবর্তিত থাকে

6. কোন্টি ভৌত এবং রাসায়নিক পরিবর্তন?

(i) ন্যাপথলিনকে তাপ দেওয়া হল

(ii) কপূরকে উত্তপ্ত করা হল

(iii) মোমবাতির দহন

(iv) কোনোটিই নয়

উত্তর:   মোমবাতির দহন

7. কোন্টি রাসায়নিক পরিবর্তন নয়?

(i) মাখনের গলন

(ii)  চাল থেকে মুড়ি হওয়া

(iii)  লোহায় মরচে পড়া

(iv)  কাঠ-জ্বালানো

উত্তর:  মাখনের গলন

৪. কোন্টি পর্যাবৃত্ত ঘটনা?

(i)  সুনামি

(ii)  আকাশে ধূমকেতু দেখতে পাওয়া

(iii) জোয়ারভাটা

(iv)  দেহে রক্তচাপ বৃদ্ধি

উত্তর:  জোয়ারভাটা

9. মাইক বাজানোর শব্দে মাথাধরা একটি-

(i)  অভিপ্রেত ঘটনা

(ii)  অনভিপ্রেত ঘটনা

(iii)  প্রাকৃতিক ঘটনা

(iv)  দুর্ঘটনা

উত্তর:  অভিপ্রেত ঘটনা

10. চুনজলকে ঘোলা করা নিশ্বাসবায়ুতে থাকা গ্যাসটি হল-

(i) অক্সিজেন

(ii)  নাইট্রোজেন

(iii)  কার্বন ডাইঅক্সাইড

(iv)  হাইড্রোজেন

উত্তর:  কার্বন ডাইঅক্সাইড

11. ম্যালাথিয়ন একটি-

(i)  রাসায়নিক কীটনাশক

(ii) ও রাসায়নিক আগাছানাশক

(iii) রাসায়নিক সার

(iv) কোনোটিই নয়

উত্তর:  রাসায়নিক কীটনাশক

12. কোনো কিছু পুড়তে গেলে কী প্রয়োজন হয়?

(i) নাইট্রোজেন

(ii) অক্সিজেন

(iii) বায়ু

(iv) কার্বন ডাইঅক্সাইড

উত্তর:   অক্সিজেন

13. উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে-

(i) ইগল

(ii) কোলা ব্যাং

(iii) টিকটিকি

(iv)   গোরু

উত্তর:  গোরু

14. পানীয় জল জীবাণুমুক্ত করা হয়-

(i)  ফ্লুয়োরিন দিয়ে

(ii) আয়োডিন দিয়ে

(iii) ক্লোরিন দিয়ে

(iv) CO₂ দিয়ে
উত্তর:  ক্লোরিন দিয়ে

Very Short Question Answer


1. ফুল থেকে ফল হওয়া কেমন ঘটনা?

উত্তর: অভিপ্রেত ঘটনা।

2. অতিবৃষ্টি ও অনাবৃষ্টি কেমন ঘটনা?

উত্তর: প্রাকৃতিক ঘটনা।

3. বনের পশুপাখিদের চোরাশিকারিদের হাতে মৃত্যু কেমন ঘটনা?

উত্তর: মনুষ্যসৃষ্ট ঘটনা।

4. ব্যাং ও পাখির ফসলি গাছের পক্ষে ক্ষতিকারক পোকামাকড়দের খাওয়া কেমন ঘটনা?

উত্তর:  প্রাকৃতিক ঘটনা।

5. মোমের গলন কেমন ঘটনা?

উত্তর: উভমুখী ঘটনা।

6.  বরফ কেমন তাপমাত্রায় গলে জল হয়?

উত্তর: সাধারণ তাপমাত্রায়।

7. দেহের কোন্ ক্রিয়া বা ঘটনা একবার হলে, আগের অবস্থায় আর ফিরে আসে না?

উত্তর: খাবার হজমের ক্রিয়া।

8. কী ধরনের ঘটনা উল্লেখ করো-গ্রীষ্মের পর বর্ষা আসা।

উত্তর: পর্যাবৃত্ত ঘটনা।

9. একটি প্রাকৃতিক অনভিপ্রেত ঘটনার উদাহরণ দাও।

উত্তর: ভূমিকম্প বা সুনামি।

10 রাসায়নিক কীটনাশক ও সার কোন্ জলজ প্রাণীর দেহে বিষক্রিয়া ঘটায়?

উত্তর: মাছের।

11. একটি রাসায়নিক সারের উদাহরণ দাও।

উত্তর: ইউরিয়া।

12.  সিমেন্টের প্রধান উপাদান কী?

উত্তর: জিপসাম।

13. একটি মন্থর ঘটনার উদাহরণ দাও।

উত্তর: অঙ্কুরিত আমের বীজ থেকে সৃষ্ট নতুন আমগাছে আমের ফলন।

14. খাদ্যনালীতে খাবার হজম হয়ে দেহে শক্তি পাওয়া কেমন ঘটনা?

উত্তর: মন্থর, একমুখী রাসায়নিক ঘটনা।

15. তরিতরকারি বা সবজি রান্নার সময় ছোটো ছোটো টুকরো করে কাটা হয় কেন?

উত্তর: টুকরোগুলির মোট ক্ষেত্রফলকে বাড়িয়ে দ্রুত রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য।

16. শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া কেমন ঘটনা?

উত্তর: মন্থর, একমুখী ঘটনা।

17.  উভমুখী ভৌত পরিবর্তনের একটি উদাহরণ দাও।

উত্তর: জল থেকে বরফ হওয়া বা জল থেকে বাষ্প হওয়া।

18. উভমুখী ঘটনা বা পরিবর্তন বলতে কী বোঝায়? উদাহরণ দাও।

উত্তর: যেসব ঘটনা বা পরিবর্তন কোনো পদার্থ বা বস্তুতে ঘটলে, তাকে আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায়, সেইসব ঘটনাগুলিকে উভমুখী পরিবর্তন বলে। উদাহরণ: জল জমে বরফ হওয়া।

19. পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: কিছু ঘটনা নির্দিষ্ট সময় অন্তর পুনরায় ঘটে, তাকে বলে পর্যাবৃত্ত ঘটনা। উদাহরণ: জোয়ারভাটা, সাপের খোলস ত্যাগ ইত্যাদি।

20. অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: যে-ঘটনাগুলি কোনো নির্দিষ্ট সময়ের নিয়মে বা সময়ের ব্যবধানে কখনোই ঘটে না, তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে। উদাহরণ: ভূমিকম্প, আকাশে ধূমকেতু দেখতে পাওয়া, সুনামি ইত্যাদি।

21. অনভিপ্রেত ঘটনা কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: যেসব ঘটনা প্রকৃতি, পরিবেশ বা মানুষের পক্ষে ক্ষতিকর, সেগুলিকে অনভিপ্রেত ঘটনা বলে। উদাহরণ: যথেচ্ছ বনচ্ছেদন, জীবাশ্ম জ্বালানির দহন।

22. পদার্থের রং-এর বদল ঘটা কোন্ ধরনের পরিবর্তনে দেখা যায়?

উত্তর: রাসায়নিক পরিবর্তনে দেখা যায়।

23. কালো চুল পেকে যাওয়া কেমন ধরনের পরিবর্তন?

উত্তর: রাসায়নিক, একমুখী পরিবর্তন।

24. আমাদের দেহে কোন্ গ্যাস শক্তি তৈরি করতে সাহায্য করে?

উত্তর: অক্সিজেন।

25. শব্দশক্তির একটি প্রভাব উল্লেখ করো।

উত্তর: বাজ পড়ার প্রচণ্ড শব্দে বাড়ির জানালার কাচ ভেঙে যায়।

26. চোখে ছানি পড়া কেমন ধরনের পরিবর্তন?

উত্তর: একমুখী রাসায়নিক পরিবর্তন।

30. মনুষ্যসৃষ্ট ঘটনা বলতে কী বোঝো? উদাহরণ দাও।

উত্তর: যেসব ঘটনা মানুষের দ্বারা, বা আমাদের নানান ভালোমন্দ কাজের ফলে ঘটে থাকে, তাদের মনুষ্যসৃষ্ট ঘটনা বলে। উদাহরণ: বনের গাছ কাটা, কীটনাশক ছড়িয়ে ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন ইত্যাদি।

31. বন্যা কীভাবে সৃষ্টি হয়?

উত্তর: বন্যা মূলত দুটি উপায়ে সৃষ্টি হয়- 

(i) প্রাকৃতিকভাবে সৃষ্ট বন্যা: জলাশয়ের জলধারণ ক্ষমতা কমে গেলে, হঠাৎ হওয়া অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা হয়।

(ii)  মনুষ্যসৃষ্ট বন্যা: বাঁধের জমা জল ছেড়ে দেওয়ার ফলে বন্যা ঘটে।

32. ক্ষতিকারক পোকামাকড়ের বিনাশ কীভাবে হয়?

উত্তর: ক্ষতিকারক পোকামাকড়ের বিনাশ দু-ভাবে হয়-

(i)প্রাকৃতিক ঘটনা: ব্যাং, পাখি ফসলের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে নেয়।

(ii) মনুষ্যসৃষ্ট ঘটনা: কীটনাশক ছড়িয়ে পোকামাকড় মারা হয়।

33. কীটনাশক ব্যবহার করা হয় কেন?

উত্তর: শস্যের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় নানান শাকসবজি, ফসল ইত্যাদির কচিপাতা, কান্ড, ফল খেয়ে শস্য উৎপাদনকে ব্যাহত করে। কীটনাশক ব্যবহার করে পোকামাকড়দের দমন করে ফসলের উৎপাদন বাড়ানো হয়।

34. রাসায়নিক কীটনাশক ও সার মাছের দেহ থেকে মানুষের শরীরের কোন্ কোন্ অঙ্গে জমা হয়?

উত্তর: রাসায়নিক কীটনাশক ও সার মাছের দেহ থেকে মানুষের শরীরের নানা অঙ্গে জমা হয়। উদাহরণ: যকৃৎ, বৃক্ক, মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড ইত্যাদি।

35. বীজতলা কী? ঢেঁকি কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর: যে ছোটো মাপের জমিতে বীজ থেকে চারাগাছ তৈরি করা হয়, তাকে বীজতলা বলে। পাকা ধান থেকে চাল বের করতে ঢেঁকি কাজে লাগে।

36. কীটনাশক ব্যবহার করা হয় কেন?

উত্তর: শস্যের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় নানান শাকসবজি, ফসল ইত্যাদির কচিপাতা, কান্ড, ফল খেয়ে শস্য উৎপাদনকে ব্যাহত করে। কীটনাশক ব্যবহার করে পোকামাকড়দের দমন করে ফসলের উৎপাদন বাড়ানো হয়।

37. রাসায়নিক কীটনাশক ও সার মাছের দেহ থেকে মানুষের শরীরের কোন্ কোন্ অঙ্গে জমা হয়?

উত্তর: রাসায়নিক কীটনাশক ও সার মাছের দেহ থেকে মানুষের শরীরের নানা অঙ্গে জমা হয়। উদাহরণ: যকৃৎ, বৃক্ক, মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড ইত্যাদি।

38. বীজতলা কী? ঢেঁকি কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর: যে ছোটো মাপের জমিতে বীজ থেকে চারাগাছ তৈরি করা হয়, তাকে বীজতলা বলে। পাকা ধান থেকে চাল বের করতে ঢেঁকি কাজে লাগে।

39. নীচের ছবিটা দেখে বলতে পার এটা কী ধরনের পরিবর্তন? একমুখী না উভমুখী?
উত্তর: একমুখী পরিবর্তন।

40. এই ঘটনার জন্য গাছের কোন্ শক্তির দরকার হয়?

উত্তর:  আলোকশক্তি।

 41. ওই শক্তি প্রকৃতিতে গাছ কোথা থেকে পায়?

উত্তর:   সূর্যালোক থেকে।

42. গাছের তৈরি খাবারে সৌরশক্তি হয়ে আবদ্ধ থাকে। শক্তিতে পরিণত

উত্তর:  রাসায়নিক, পাতায়।

43. এ গাছের এই খাবার তৈরি করাটা কী ধরনের পরিবর্তন?

উত্তর:   রাসায়নিক পরিবর্তন।

44. জল থেকে বাষ্প হতে কোন্ শক্তি লাগে বলোতো? 

উত্তর: তাপশক্তি।

45. একইভাবে তোমাদের বাড়ির পাশের পুকুর বা নদী থেকে জল বাষ্প হতে যে-তাপ লাগে, তার উৎস কী?

উত্তর: সূর্যালোক।

46 বাতাসে উপাদান হিসেবে যে জলীয় বাষ্প থাকে, তার প্রাকৃতিক উৎস তাহলে কী কী?

উত্তর: সমুদ্র, নদী, পুকুর।

47.শীতের সকালে তোমরা সেই জলই ঘাসের বা গাছের পাতার ওপর শিশিররূপে জমে থাকতে দ্যাখো। এই জলটা আসে কীভাবে?

48. বাতাসের ছোটো ছোটো-কণা জড়ো হয়ে-তৈরি করে।
উত্তর:  শীতের রাতে বাতাস ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি করে। সেই জলের ফোঁটা যখন গাছের পাতা, টালি বা টিনের চালে জমা হয়। তখন আমরা বলি শিশির পড়েছে

49. কোনো কোনো গাছের আঠা জমে গঁদ-ধুনো ইত্যাদি তৈরি হয়। এগুলি কীভাবে তৈরি হয়?

উত্তর:   বাতাসের জলীয় বাষ্প ও অক্সিজেনের সংস্পর্শে গাছের আঠার ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে।

50. জামাকাপড়ে কিছুকিছু দাগ লাগলে লেবুর রস দিয়ে সেই দাগ তুলে দেওয়া যায়, এটা তোমরা জানো। বাড়ির বেসিন বা মেঝেতে ছোপ পড়লে কী করতে দ্যাখো?

উত্তর:  অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে দেখি।

51. এইসব ঘটনায় কী ধরনের পরিবর্তন হয়?

উত্তর: রাসায়নিক পরিবর্তন হয়।

52. শীতকালে গা-হাত-পায়ের চামড়া ফাটে, ঠোঁট ফেটে যায় কেন বলো তো?

উত্তর: শীতকালে শুষ্ক বাতাসে জলীয় বাষ্প না থাকায় ত্বকের জলীয় ভাব শুকিয়ে ফেটে যায়।

53. তুমি এই ঠোঁট ফাটা থেকে রক্ষা পাওয়ার জন্য ডাক্তারবাবু বা বাড়ির বড়োদের পরামর্শে কী করো?
উত্তর: কোল্ড ক্রিম বা বোরোলিন ব্যবহার করে এর থেকে রক্ষা পাওয়া যায়।

54. খোলা হাওয়ায় সদ্য কেটে রাখা আপেলে বাদামি ছোপ ধরে কেন?

উত্তর: বাতাসে অক্সিজেনের সংস্পর্শে ওই কেটে রাখা অংশে রাসায়নিক পরিবর্তন ঘটে, ফলে কেটে রাখা আপেলে বাদামি ছোপ ধরে।

55. একটি পর্যাবৃত্ত, চক্রাকার, প্রাকৃতিক ঘটনার চিহ্নিত চিত্র দাও।

উত্তর: জলচক্র হল পর্যাবৃত্ত, চক্রাকার, প্রাকৃতিক ঘটনা। এটি একটি চিত্রের মাধ্যমে বোঝানো হল-

56. একটি মন্থর, অভিপ্রেত, প্রাকৃতিক ঘটনার চিহ্নিত চিত্র দাও।
উত্তর: প্রজাপতির ডিম থেকে প্রজাপতি হওয়া একটি মন্থর, অভিপ্রেত, প্রাকৃতিক ঘটনা।

Short Question Answer

1. মন্থর ঘটনা বলতে কী বোঝো? উদাহরণ দাও।

উত্তর: যেসব ঘটনা ঘটতে যথেষ্ট সময় লাগে, তাড়াতাড়ি ঘটে না, সেগুলিকে মন্থর ঘটনা বলে। 

উদাহরণ: ব্যাঙাচি থেকে ব্যাং হওয়া, নারকেল গাছের চারা থেকে নারকেল তৈরি হওয়া।

2. ভৌত পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: যে-পরিবর্তনে পদার্থ বা বস্তুর মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তনের কারণ সরিয়ে নিলে মূল পদার্থ পুনরায় ফিরে আসে, তাকে ভৌত পরিবর্তন বলে।

উদাহরণ: জলে চিনি গুলে যাওয়া, মোমবাতির গলে যাওয়া ইত্যাদি।

3 রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: যে-পরিবর্তন একমুখী, পদার্থ বা বস্তুর মূল গঠনের পরিবর্তন হয়, রং, গন্ধ, স্বাদের স্থায়ী পরিবর্তন ঘটে, তাপ উৎপাদিত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে।

উদাহরণ: দুধ থেকে দই তৈরি হওয়া, চাল থেকে মুড়ি তৈরি হওয়া ইত্যাদি।

4. মানবদেহে ঘটে এমন দুটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও ।

উত্তর: মানবদেহে ঘটে এমন দুটি রাসায়নিক পরিবর্তন হল-

 (i)বয়সকালে চোখে ছানি পড়া,

(ii) খাদ্যের পরিপাক বা হজম হয়ে শক্তি উৎপন্ন হওয়া।

5. শীতকালে হাত-পা-ঠোঁট ফাটে কেন?

উত্তর: শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে, ফলে দেহের আঢাকা নরম অঙ্গ হাত, পায়ের গোড়ালি ও ঠোঁট থেকে বাতাস জলীয় বাষ্প শোষণ করে, ফলে হাত-পা-ঠোঁট ফেটে যায়। এটি উভমুখী ভৌত পরিবর্তনের ঘটনা।

6. ফোটোগ্রাফিক প্লেটে আলো ফেলা হল-এটি কীরকম পরিবর্তন যুক্তি-সহ ব্যাখ্যা করো।
উত্তর: আলোকরশ্মির প্রভাবে ফোটোগ্রাফিক প্লেটে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে এর মধ্যে কোনো বস্তু বা দেহাংশের স্থায়ী ছবি ফুটে ওঠে। ছবি ফুটে ওঠার পর তাকে আগের অবস্থায় কখনোই ফিরিয়ে আনা যায় না। পরিবর্তনটি একমুখী এবং স্থায়ী। সুতরাং, এটি রাসায়নিক পরিবর্তন।

1. রাসায়নিক কীটনাশক ও সার মাছের দেহে প্রবেশ করলে নানা ধরনের বিষক্রিয়া দেখা যায়। এই ধরনের মাছকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের দেহেও একই ধরনের বা ভিন্ন ধরনের বিষক্রিয়া দেখা যেতে পারে। এই ধরনের কোনো বিষক্রিয়ার কথা তোমার বা স্থানীয় মানুষদের জানা থাকলে তা লেখো।

উত্তর:  মাছের ফলন বাড়ানোর জন্য কীটনাশক ও সার ব্যবহার করা হয়। এই সময়ে কীটনাশক ও সার কিছুটা হলেও মাটির সঙ্গে মিশে জলের গভীরে চলে যায়। মাছ সেই জলে থাকে এবং তা খায়। ফলে মাছের মাধ্যমে কিছু রোগ আমাদের শরীরে আসে। এই সমস্ত রোগের মধ্য দিয়ে আর্সেনিক রোগগ্রস্ত মানুষের দর্শন পাওয়া যায়।

আরও দুটি উৎসের কথা লিখতে পার কি, যেখান থেকে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ জলে মিশে যেতে পারে? 

উত্তর:  (i) কলকারখানার বর্জ্য পদার্থ জলে মিশে জল দূষিত হয়।

(ii) জলে জামাকাপড় কাচলে এবং সাবান দিয়ে স্নান করলে জল দূষিত হয়।

2.  নীচে কয়েকটা ঘটনার ছবি দেওয়া হল। একটু ভেবে বলো তো কোনগুলি প্রকৃতির নিয়মে বা স্বাভাবিকভাবে ঘটছে আর কোনগুলি সে রকম নয় বলে আমাদের ক্ষতি করছে।
উত্তর:  ④ ফুল ফোটা-স্বাভাবিক, খ) বীজ থেকে গাছ-স্বাভাবিক, ⑦ গাছ কাটা-অস্বাভাবিক, ঘ) খালি শিশি, প্লাস্টিক ইত্যাদি ফেলা-অস্বাভাবিক, ও গাড়ির ধোঁয়া-অস্বাভাবিক, ⑤ জোরে মাইক বাজানো (শব্দদূষণ)-অস্বাভাবিক।

3 কেন এমন হয় বলো তো?

উত্তর:   উপযুক্ত আবহাওয়া পেয়ে বিভিন্ন সময়ে জীবাণুদের বাড়বাড়ন্ত হয়। দেহে ঢুকে পড়া জীবাণুদের প্রভাবে আমাদের শরীরেও নানা ধরনের পরিবর্তন ঘটে। তার ফলেই আমাদের শরীরে নানারকম রোগের লক্ষণ দেখা যায়।

4. শিশির কীভাবে সৃষ্টি হয়? গরমকালে শিশির জমে না কেন?

উত্তর: শীতকালে রাতের দিকে বাতাস ঠান্ডা হয়। সেই সময় ঠান্ডা বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি করে। সেই জলের ফোঁটা গাছের পাতা, টিনের চাল বা মাটিতে ঘাসের ওপরে পড়ে জমা হয়, এভাবে শিশির সৃষ্টি হয়। এটি উভমুখী ভৌত পরিবর্তনের একটি ঘটনা।

গ্রীষ্মকালের রাতে বাতাস গরম থাকে, ফলে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় না, আর শিশিরও জমে না।

5. রেললাইনে কিছু দূর অন্তর ফাঁক রাখা হয় কেন?

উত্তর: কঠিন পদার্থের আকার-আয়তনের ভৌত পরিবর্তন উন্নতার • কমা-বাড়ার ওপর নির্ভর করে। রেললাইনের রেলের পাত লোহা দিয়ে তৈরি। গ্রীষ্মকালের গরমে বা রেল চলাচলের ফলে ঘষণে তাপের উৎপত্তির কারণে রেললাইনে লোহার প্রসারণ ঘটে। ফলে রেললাইনের দৈর্ঘ্যও বেড়ে যায়। এই কারণে রেললাইন বেঁকে যেতে পারে ও এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য কিছু দূর অন্তর দুটি রেললাইনের মধ্যে কিছুটা ফাঁক রেখে ফিশপ্লেটের (লোহার পাত) সাহায্যে দুটি রেলকে জোড়া হয়।

Long Question Answer

1. ভৌত পরিবর্তনের ঘটনা একটি পরীক্ষার সাহায্যে বর্ণনা করো।

উত্তর: রফ গলনের পরীক্ষা: এক টুকরো বরফ নেওয়া হল। তাকে একটি টেস্টটিউবে বা বিকারে রেখে সামান্য তাপ দেওয়া হল। বরফের টুকরোটি ধীরে ধীরে গলে জলে পরিণত হল।

            এবার ওই জলকে বিকার ও টেস্টটিউবে রেখে ঠান্ডা করলে বা ফ্রিজে হিমাঙ্কের নীচে রাখলে তা পুনরায় বরফে পরিণত হয়ে যায়। এই পরিবর্তনে নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় না। পরিবর্তনটি অস্থায়ী, শুধু পদার্থের ভৌত বা বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে ।

            এবং পরিবর্তনটি উভমুখী। সুতরাং, বরফের গলন ভৌত পরিবর্তন।

 2. রাসায়নিক পরিবর্তনের ঘটনা একটি পরীক্ষার মাধ্যমে বর্ণনা করো।

উত্তর: পরীক্ষার উপকরণ: একটি লোহার দণ্ড, কাপড়ের টুকরো, জল।

• বিবরণ: এক টুকরো লোহা বা লোহার একটি ছোটো দণ্ড নেওয়া হল। এবার একটি কাপড়ের টুকরোকে জলে ভিজিয়ে লোহার দণ্ডটির গায়ে জড়ানো হল। এভাবে ভিজে কাপড় জড়ানো লোহার টুকরোটিকে মাটিতে খোলা বাতাসে কয়েকদিন রেখে দেওয়া হল।

• পর্যবেক্ষণ: কয়েকদিন পর ভিজে কাপড়টি সরিয়ে দেখা গেল লোহার ওপর বাদামি রঙের আস্তরণ পড়েছে। একমুখী রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে লোহার ওপর অক্সিজেনের বিক্রিয়ায় অক্সাইড তৈরি হয়েছে এবং রঙের পরিবর্তন হয়েছে।

 সিদ্ধান্ত: সুতরাং, এটি রাসায়নিক পরিবর্তন।

3. ভৌত পরিবর্তনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো।

উত্তর: ভৌত পরিবর্তনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:

  (i)  ভৌত পরিবর্তনে পদার্থের ধর্ম ও মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধু বাইরের অবস্থার পরিবর্তন ঘটে।

(ii)ভৌত পরিবর্তন অস্থায়ী প্রকৃতির, পরিবর্তনের কারণটি সরিয়ে নিলে মূল পদার্থটি আবার আগের অবস্থায় ফিরে আসে।

(iii) ভৌত পরিবর্তন সাধারণত উভমুখী ঘটনা, তবে কদাচিৎ একমুখী হতে পারে।

(iv) এই পরিবর্তনে পদার্থের রং, গন্ধের পরিবর্তন, তাপের উৎপত্তি বা শোষণ হতেও পারে, নাও হতে পারে।

4. রাসায়নিক পরিবর্তনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো।

উত্তর: রাসায়নিক পরিবর্তনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:

(i) রাসায়নিক পরিবর্তনে পদার্থের মূল গঠন ও ধর্ম বা বৈশিষ্ট্য পালটে যায়।

iⅱ রাসায়নিক পরিবর্তন স্থায়ী প্রকৃতির। পরিবর্তনের কারণ সরিয়ে নিলেও মূল পদার্থটি আবার আগের অবস্থায় কখনোই ফিরে আসে না।

iii এটি একমুখী ঘটনা।

iv রাসায়নিক পরিবর্তনের সময় রং, স্বাদ, গন্ধ ইত্যাদির পরিবর্তন হয়। এই পরিবর্তনে তাপ উৎপন্ন হয় বা শোষিত হয়।

5. রাসায়নিক কীটনাশক ও সারের ক্ষতিকর প্রভাবগুলি সংক্ষেপে লেখো।

উত্তর: রাসায়নিক কীটনাশক ও সারের ক্ষতিকর প্রভাব:

(i) চাষের জমিতে অত্যধিক কীটনাশক ও সার প্রয়োগ করলে এগুলি নানাভাবে জলাশয়ে মিশে জলদূষণ ঘটায় এবং জলজ প্রাণী ও উদ্ভিদের দেহে বিষক্রিয়া দেখা যায়।

(ii) কীটনাশকগুলি স্প্রে করার সময় নাক ও মুখের মাধ্যমে দেহের নানা অঙ্গে বিষক্রিয়া ঘটায়।

(iii) কীটনাশক ও সার মাছের দেহে প্রবেশ করে। ওই মাছ খাওয়ার পর মানুষের দেহের নানা অঙ্গে (যকৃৎ, মস্তিষ্ক, বৃক্ক, হৃৎপিণ্ড, ফুসফুস) তা জমা হয়ে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে দেহে নানা রোগ সৃষ্টি করে।

(iv) বিভিন্ন শাকসবজি, ফল, শস্যজাতীয় গাছে ফুলে মধু সংগ্রহ করে পরাগমিলনে সাহায্যকারী পতঙ্গগুলিও (মৌমাছি, প্রজাপতি ইত্যাদি) কীটনাশকের প্রভাবে মারা যায়। এভাবে ফসলের শত্রুপোকাদের সঙ্গে বন্ধুপোকাদেরও মৃত্যু ঘটায়, ফসল উৎপাদন ব্যাহত হয়।

• কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার ক্ষতিকর পোকা- মাকড়দের দেহে ধীরে ধীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে, তখন তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

vi অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে মাটির স্বাভাবিক গঠন নষ্ট হয়, জলাশয়ের শ্যাওলাদের দ্রুত বৃদ্ধি ঘটে, জলাশয় দ্রুত মজে যায়, জলজ প্রাণীদের মৃত্যু ঘটে।

6. কাচের শিশি পড়ে ভেঙে গেল। এটি কী ধরনের পরিবর্তন? যুক্তি-সহ লেখো।

উত্তর: কাচের শিশি পড়ে ভেঙে গেলে গোটা কাচ টুকরো টুকরো হয়ে যায়।

(i) এতে নতুন ধরনের বৈশিষ্ট্যযুক্ত কোনো পদার্থ উৎপন্ন হয় না। মূল পদার্থ কাচের ধর্ম বা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে।

(ii) কাচের রং-গন্ধের কোনো পরিবর্তন হয় না।

(iii) ভেঙে যাওয়া কাচের টুকরোগুলি থেকে কোনো তাপ উৎপন্ন বা শোষিত হয় না।

(iv) ভেঙে যাওয়া কাচের টুকরোগুলি থেকে নতুন করে কাচের শিশিটিকেও ফিরে পাওয়া সম্ভব হয় না।

সুতরাং, এটি একমুখী এবং অবশ্যই রাসায়নিক পরিবর্তন।

7.  শিশির কীভাবে তৈরি হয়?

উত্তর: শীতকালে রাতের দিকে বাতাস ঠান্ডা হয়। সেই সময় ঠান্ডা বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং জলের ফোঁটার আকারে গাছের পাতা, টিনের চাল বা মাটিতে ঘাসের ওপরে পড়ে জমা হয়। এভাবে শিশির সৃষ্টি হয়। এটি উভমুখী, ভৌত পরিবর্তনের একটি ঘটনা।

8.  রাসায়নিক বিক্রিয়ায় রঙের পরিবর্তন হচ্ছে এমন একটি উদাহরণ তোমার জানা থাকলে বলো।

উত্তর: রাসায়নিক বিক্রিয়ায় রঙের পরিবর্তন হচ্ছে এমন একটি উদাহরণ হল লোহায় মরচে ধরা।

কালচে রং-এর লোহা বাতাসের অক্সিজেন ও আর্দ্র বায়ু বা জলীয় বাষ্পের প্রভাবে বাদামি বর্ণের স্থায়ী মরচে (সোেদক ফেরিক অক্সাইড) গঠন করে। এই রং-এর পরিবর্তন স্থায়ী, একমুখী এবং অবশ্যই এটি রাসায়নিক পরিবর্তন।

9. কোনো কঠিন জিনিসকে গুঁড়ো করে ফেললে তা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়া করে, এমন একটি উদাহরণ দাও। এর কারণ কী?

উত্তর: বাড়িতে বাথরুম পরিষ্কার করার জন্য যে-অ্যাসিড ব্যবহৃত হয় (লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড) তার জলীয় দ্রবণকে দুটি সমান অংশে ভাগ করে আলাদা আলাদা, দুটি কাচের গ্লাসে ভাগ করে নেওয়া হল। একটি মনে করি A গ্লাস, অন্যটি B গ্লাস। এবার A গ্লাসে কিছু মারবেল পাথরের টুকরো দেওয়া হল। B গ্লাসে মারবেলের গুঁড়ো দেওয়া হল। B গ্লাস থেকে দ্রুত কার্বন ডাইঅক্সাইডের

বুদ্বুদ নির্গত হয়। A গ্লাস থেকে ওই বুদবুদ বেরোতে দেরি হয়। মারবেলের গুঁড়ো দ্রুত অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। মারবেলের টুকরো থেকে ওর গুঁড়োর ক্ষেত্রফল বেশি হওয়ায় তা দ্রুত রাসায়নিক বিক্রিয়া করে।

10. ওপরের প্রথম ছবিতে কীটনাশক স্প্রে করার পর তার প্রভাব পরিবেশের অন্যান্য কোন্ কোন্ জীবের ওপর পড়তে পারে তা অন্য ছবিগুলি দেখে লেখো।

উত্তর:    a) ফসলে কীটনাশক স্প্রে-ফসলের বৃদ্ধি।

b) ধান ও গম গাছ-কীটনাশক ব্যবহারের ফলে সুস্থ ও সবল।

c) ঘাসের ঘাসফড়িং-কীটনাশকের ফলে সংখ্যা কমতে থাকে।

d) এ লার্ভা-লার্ভার মৃত্যু ও সংখ্যা হ্রাস।

e) পানকৌড়ি-খাদ্য হিসেবে গ্রহণ করে গেঁড়িগুগলি, শামুক ও মাছ। এদের সংখ্যাও কমতে থাকে।

f) নেউল-সংখ্যা হ্রাস।

g) গাংচিল-এরাও মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এদের সংখ্যাও লুপ্তপ্রায়।

h) বক ও কচ্ছপ-কীটনাশক দেওয়ায় মাছ খায়।

Fil in the blanks

1. বনচ্ছেদন একটি —————— ঘটনা।

উত্তর: অনভিপ্রেত

2. বনে পশুর মৃত্যু প্রাকৃতিকভাবে ও ————- কারণে হতে পারে।

উত্তর: মনুষ্যসৃষ্ট 

3. ——————– ছড়িয়ে ফসলের ক্ষতিকারক পোকামাকড় মারা হয়।

উত্তর: কীটনাশক

4. রাসায়নিক সার ও কীটনাশক  ————————- দূষণ ঘটায় 

উত্তর: পরিবেশ

5. কার্বারিল একটি —————- ।

উত্তর: রাসায়নিক কীটনাশক 

6. বীজধান থেকে চাল তৈরি হওয়া একটি  ———————— প্রক্রিয়া ।

উত্তর: মন্থর

7. জলে চিনি যোগ করলে ————– পরিবর্তন লক্ষ করা যায়।

উত্তর: ভৌত

৪. ন্যাপথালিনের বাষ্পীভূত হওয়া একটি ————————পরিবর্তন।

উত্তর: ভৌত

9. সিমেন্ট তৈরিতে ———————–ব্যবহৃত হয়।

উত্তর: জিপসাম

10. বিক্রিয়াতলের ———————বেশি হলে রাসায়নিক পরিবর্তন তাড়াতাড়ি হয়।

উত্তর: ক্ষেত্রফল 

 11. মোটর ঘুরিয়ে মাটির নীচ থেকে জল তোলা একটি ———————ঘটনা।

উত্তর: দ্রুত 

12. শরীরের মধ্যে —————-সঙ্গে বিক্রিয়ায় শক্তি তৈরি হয়।

উত্তর:  সৌর

13. গাছের খাবার তৈরির সময় —————- আবদ্ধ হয়। শক্তি রাসায়নিক শক্তিতে

উত্তর: অক্সিজেনের

14. জল ——– ও ————– গ্যাস দিয়ে তৈরি।

উত্তর: হাইড্রোজেন, অক্সিজেন

15. ——————–কালে হাত-পায়ের চামড়া, ঠোঁট ফেটে যায়।
উত্তর: শীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *