WBBSE Class 5 Bangla Chapter 8 Solution | Bengali Medium

Class 5 Bangla Chapter 8

ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুর

1. Very Short Question Answer

1. পুকুরের পাতিহাঁস, ঘাটে লোকজনের আনাগোনা, অর্ধেক পুকুর জোড়া বটগাছের ছায়া, জুড়িগাড়ির সইস।

উত্তরঃ জুড়িগাড়ির সইস।

2. তেতলা ঘর, সাত সমুদ্দুর, সেকেন্ড ক্লাস, পিল্পেগাড়ি।

উত্তরঃ সাত সমুদ্দুর।

3. চুড়িওয়ালা, ফেরিওয়ালা, সইস, বালক সন্ন্যাসী।

উত্তরঃ সইস।

4. পিল্পেগাড়ি, জুড়িগাড়ি, রিক্শ, গাড়িবারান্দা।

উত্তরঃ গাড়িবারান্দা।

5. চিল, রোদ্দুর, দুপুর, লোকবসতি।

উত্তরঃ চিল।

6. তোমার পাঠ্যাংশে রয়েছে এমন পাঁচটি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো:

উত্তরঃ সেকেন্ড, ওয়েসিস, সোফা, রেলিং, লিভিং স্টোন, ক্লাস।

7. আমার পিতা যখন বাড়ি থাকতেন তাঁর জায়গা ছিল তেতলার ঘরে।

উত্তরঃ আমার পিতা মাঝে মাঝে বাড়িতে থাকতেন। তাঁর জায়গা ছিল তেতলার ঘর।

8. আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায়ই দুপুরবেলায়।

উত্তরঃ আমি দুপুরবেলা প্রায়ই ছাদে উঠতুম। আমি লুকিয়ে ছাদে উঠতুম।

9. হঠাৎ তাঁদের হাঁক পৌঁছত, যেখানে বালিশের উপর খোলাচুল এলিয়ে শুয়ে থাকত বাড়ির বউ।

উত্তরঃ হঠাৎ তাঁদের হাঁক পৌঁছত। বালিশের উপর খোলাচুল এলিয়ে শুয়ে থাকত বাড়ির বউ।

10. বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম।

উত্তরঃ বিছানার একখানা চাদর নিয়ে গা মুছুতুম। তারপর সহজ মানুষ হয়ে বসতুম।

11. গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে।

উত্তর: গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে। ধুলো উড়ছে।

12. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

13. কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কী নামে বিশ্বজুড়ে পরিচিত?

উত্তরঃ কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি নামে বিশ্বজুড়ে পরিচিত।

14. রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম লেখো।

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোদের জন্য লিখেছেন এমন দুটি। বইয়ের নাম ‘ছেলেবেলা’, ‘সহজপাঠ’।

15. ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন্ দুটি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন?

উত্তরঃ ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ‘ভারতী’ ও ‘বালক’ পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন।

16. তাঁর বাড়ির নীচতলার বারান্দায় বসে রেলিঙের ফাঁক দিয়ে কী কী দেখা যেত?

উত্তরঃ তাঁর বাড়ির নীচতলার বারান্দায় বসে রেলিঙের ফাঁক দিয়ে দেখা যেত রাস্তায় লোকের যাতায়াত।

2. Short Question Answer

1. পাঠ্যাংশে ‘ওয়েসিস’-এর প্রসঙ্গ কীভাবে রয়েছে?

উত্তরঃ বালক রবীন্দ্রনাথ দুপুরবেলা হলেই ছাদে পালিয়ে যেত। সেই ছাদের মরুভূমিতে একটা ‘ওয়েসিস’ দেখা গেল। উপরের তলায় কলের জলের নাগাল না থাকলেও, তেতলার ঘরে তার দৌড় ছিল। এইভাবেই পাঠ্যাংশে ‘ওয়েসিস’ প্রসঙ্গ আছে।

2.পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে কী জানতে পারো?

উত্তর: পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে জানা যায় তিনি যখন বাড়ি থাকতেন, তখন তেতলার ঘরে থাকতেন। মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য পাহাড়ে চলে যেতেন। আবার কখনও দেখা যেত, যখন সূর্য উঠত না, তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ বসে আছেন। আর হাতদুটি  কোলে জোড় করা।

3. পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কীভাবে জানা গেল?

উত্তর: উপরের তলায় কলের জলের নাগাল না থাকলেও তেতলার ঘরে থাকত। লুকিয়ে সেই ঘরে ঢুকত রবীন্দ্রনাথ। কল খুলে দিত। জল ধারা পড়ত সমস্ত গায়ে তার। তারপর বিছানার চাদর দিয়ে গা মুছে বসত সে। এইভাবেই পাঠ্যাংশ থেকে পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা জানা গেল।

4. ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হত?

উত্তরঃ ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনে হত রবিবারের বিকেলটা অনেকটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে। আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া। যা তাকে গিলতে শুরু করেছে।

5. পাঠ্যাংশে কাকে, কেন বাংলাদেশের ‘শিশু লিভিংস্টোন বলা হয়েছে?

উত্তরঃ পাঠ্যাংশে রবীন্দ্রনাথকে ‘শিশু লিভিংস্টোন বলা হয়েছে। জাম্বেসি ও কঙ্গো নদীপথ ধরে তাঁর অভিযান যেমন ‘পৃথিবীখ্যাত’ তেমনিই লুকিয়ে ঢুকে নাবার ঘর রবীন্দ্রনাথেরই আবিষ্কার। যা নতুন কিছু খুঁজে পাওয়ারই নামান্তর।

6. তুমি যখন আরও ছোটো ছিলে তখন তোমার দিন কীভাবে কাটত, তোমার চারপাশের প্রকৃতি কেমন ছিল তা লেখো। 

উত্তরঃ আমি যখন আরও ছোটো ছিলাম তখন আমি রোজ সকালে উঠে স্কুল থেকে ফিরে খেলতে যেতাম। তারপর স্নান-খাওয়া সেরে ভূতের বই পড়তে পড়তে ঘুমাতাম। বিকালে মা আমাকে পড়াত। সন্ধ্যাবেলায় কার্টুন দেখতাম। রাতে খেয়ে শুতাম। কারণ পরের দিন আবার স্কুল। আমার চারপাশের প্রকৃতি ভীষণ সুন্দর ছিল। বাড়ির পাশে পুকুর, তিনটি নারকেল গাছ, আমগাছ, সামনে ফুলের বাগান। একটু দূরে একটা পার্ক ছিল। ওখানে যেতাম।  

7. কবি রবীন্দ্রনাথের ‘ছেলেবেলার’ কথা তোমরা পড়েছ। তুমি যদি সেই একই পরিবেশে বড়ো হতে, তাহলে তোমার মনের অবস্থা কেমন হত, তা কল্পনা করো। কয়েকটি বাক্যে লেখো। (পর্ষদ নমুনা)

উত্তরঃ সেই পরিবেশে বড়ো হলে কখনো কখনো আমার একলা | লাগত। তবে পুকুর, গাছ এসব থেকে মনকে ভালো। রাখার রসদ জোগাড় করতাম। লোকজনের চলাফেরা। মনোযোগ দিয়ে দেখতাম, আর ছাদ হত আমার একটা বড়ো মুক্তির জায়গা।

8. ওয়েসিস কী? (বাঁকুড়া ক্রিশ্চান কলেজিয়েট স্কুল)

উত্তরঃ মরুভূমির মাঝে কোথাও কোথাও জলাভূমি দেখা যায়।। যার পাশে খেজুর ও অন্যান্য কিছু গাছ জন্মায়। একে মরূদ্যান বা ওয়েসিস বলে।

9. চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে শিশু রবীন্দ্রনাথ কী দেখেছেন? ( বেথুন কলেজিয়েট স্কুল)

উত্তরঃ চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে শিশু রবীন্দ্রনাথ নিজের | বাবা দেবেন্দ্রনাথকে ভোরবেলা দেখতেন। তাঁর বাবা সাদা পাথরের মূর্তির মতো চুপ করে বসে থাকত। হাতদুটো কোলে জোড় করে রাখতেন। 

3. Fill In The Blanks

1. ——————— রাঙা হয়ে আসত চিল ডেকে যেত———————।

উত্তর: রাঙা হয়ে আসত রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে

3. আমার জীবনে বাইরের——————- ছাদ ছিল প্রধান——————- দেশ।

উত্তর: আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ।

4. ——————- ঘর খুঁজে বের করল।

উত্তর: নাবার ঘর খুঁজে বের করল।

5. এই ছাদের মরুভূমিতে এমন একটা 

উত্তরঃ এই ছাদের মরুভূমিতে এমন একটা ওয়েসিস দেখা দিয়েছিল।

6. নীচের বাজল চারটে।

উত্তরঃ নীচের দেউড়ির ঘণ্টায় বাজল চারটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *