Class 12 Philosophy Solution
সত্যাপেক্ষ
1. MCQs Question Answer
1. সাংকেতিক যুক্তিবিজ্ঞানের অন্যতম বৈশিষ্ট্য হল
(a) ভাষার ব্যবহার
(b) শব্দের ব্যবহার
(c) অর্থের ব্যবহার
(d) সংকেতের ব্যবহার ✔
2. সংকেত বা প্রতীকের প্রথম ব্যবহার কে করেন?
(a) প্লেটো
(b) অ্যারিস্টটল ✔
(c) জর্জ বুল
(d) ক্ষ্রেগে
3. বচন হল-
(a) যে বিবৃতি সত্য
(b) যে বিবৃতি মিথ্যা
(c) যে বিবৃতি সত্য এবং মিথ্যা উভয়ই
(d) যে বিবৃতি সত্য অথবা মিথ্যা ✔
4. ধ্রুবক (constant) হল-
(a) যে সংকেতের পরিবর্তন আছে
(b) যে সংকেতের পরিবর্তন নেই ✔
(c) বিভিন্ন অর্থ আছে যে সংকেতের নির্দিষ্ট কোনো অর্থ
(d) নেই যে সংকেতের
5. অস্থায়ী ধ্রুবক বা চলক (variable) হল-
(a) যার নির্দিষ্ট অর্থ আছে
(b) যার নির্দিষ্ট প্রয়োগ আছে
(c) যার নির্দিষ্ট কোনো অর্থ নেই ✔
(d) যার নির্দিষ্ট রীতি আছে
6. যৌগিক বচন হল-
(a) যার অঙ্গবাক্য আছে ✔
(b) যার অঙ্গবাক্য নেই
(c) যার আলাদা অর্থ আছে
(d) যার আলাদা অর্থ নেই
7. “যদি পড়াশোনা কর তাহলে ভালো ফল হবে”-এর সাংকেতিক রূপ হল-
(a) p v q
(b) p . q
(c) p q ✔
(d) p q
৪. “হয় ভালো ফল করবে অথবা ব্যর্থ হবে”-এর সাংকেতিক রূপ হল-
(a) p v q ✔
(b) p . q
(c) p q
(d) p q
9. “পড়াশোনা করো এবং ভালো ফল করবে”-সাংকেতিক আকার হল-
(a) p v q
(b) p . q ✔
(c) p q
(d) p q
10. “ভালো ফল করবে যদি এবং কেবলমাত্র যদি পড়াশোনা করো”-এর সাংকেতিক আকার হল-
(a) p v q
(b) p . q
(c) p q
(d) p q ✔
11. তর্কবিদদের শ্রেণিকরণের ক্ষেত্রে বলা যায়—
(a) অ্যারিস্টট্ল হলেন একজন ধারাবাহিক যুক্তিবিজ্ঞানী ✔
(b) জর্জ বুল হলেন একজন সাবেকি যুক্তিবিজ্ঞানী
(c) জন ভেন হলেন একজন প্রথাগত যুক্তিবিজ্ঞানী
(b) মিল হলেন একজন সাংকেতিক যুক্তিবিজ্ঞানী
12. সংকেতের ব্যবহার কার যুক্তিবিজ্ঞানে সর্বপ্রথম দেখা যায়?
(a) সক্রেটিসের যুক্তিবিজ্ঞানে সর্বপ্রথম দেখা যায়
(b) অ্যারিস্টটলের যুক্তিবিজ্ঞানে সর্বপ্রথম দেখা যায় ✔
(c) ফ্রেগের যুক্তিবিজ্ঞানে সর্বপ্রথম দেখা যায়
(d) অ্যামব্রোসের যুক্তিবিজ্ঞানে সর্বপ্রথম দেখা যায়
13. সাংকেতিক যুক্তিবিজ্ঞানে সংকেতের অর্থ হল—
(a) ধ্বনি
(b) ইশারা
(c) চিত্র প্রতীক
(d) বর্ণ প্রতীক ✔
14. অ্যারিস্টট্লীয় যুক্তিবিজ্ঞানে ব্যবহৃত সংকেতগুলি হল—–
(a) ABC
(b) PQR
(c) SPM ✔
(d) STU
15. সাংকেতিক যুক্তিবিজ্ঞানের ধারণাটি উঠে এসেছে—–
(a) অঙ্কশাস্ত্র থেকে ✔
(b) চিকিৎসাবিজ্ঞান থেকে
(c) সাহিত্যের আলোচনা থেকে
(d) অধিবিদ্যা থেকে
16. p p এই বচনাকারটির চলক বা অস্থায়ী ধ্রুবক হল—
(a) একটি ✔
(b) দুটি
(c) তিনটি
(d) অসংখ্য
17. p q এই বচনাকারটির চলকের সংখ্যা হল—-
(a) একটি
(b) দুটি ✔
(c) তিনটি
(d) এদের কোনোটিই নয়
18. p ~ q বচনাকারটির চলক সংখ্যা হল—-
(a) একটি
(b) দুটি ✔
(c) তিনটি
(d) চারটি
19. P P বচনাকারটির সমার্থক রূপ হল—–
(a) p p
(b) p p
(c) p p ✔
(d) এদের কোনোটিই নয়
20 . বচনের পরিমাপজ্ঞাপক চিহ্নগুলিকে বলে—-
(a) বচন গ্রাহক
(b) ধ্রুবক
(c) পরিমানক ✔
(d) চলক
21. সংকেতের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় যে, এগুলি রূপে গণ্য।
(a) বাস্তবসম্মত
(b) উদ্ভটগত
(c) ধারণাগত ✔
(d) অর্থহীন
22. সংকেত হল দু-ধরনের—— স্থায়ী ও——সংকেত।
(a) নির্দিষ্ট
(b) অনির্দিষ্ট
(c) অস্থায়ী ✔
(d) কাল্পনিক
23. সংকেতগুলি হল মূলত——- যুক্তিবিজ্ঞানের বিষয়।
(a) ধারাবাহিক
(b) প্রাচীন
(c) সাবেকি
(d) সাংকেতিক ✔
24. কোন্ যুক্তিবিজ্ঞানের ক্ষেত্রে সংকেতের প্রথম ব্যবহার দেখা যায়?
(a) ধারাবাহিক ✔
(b) নব্য
(c) সাংকেতিক
(d) প্রতীকী
25. সংকেত কত প্রকারের?
(a) এক
(b) দুই ✔
(c) তিন
(d) চার
26. স্থায়ী সংকেত হল দু-প্রকারের। যথা———- ও দ্বি-স্থায়ী সংকেত।
(a) একক স্থায়ী ✔
(b) বহুস্থায়ী
(c) অস্থায়ী
(d) এদের কোনোটিই নয়
27. স্থায়ী সংকেতকে বলা হয়—
(a) স্থায়ী প্রতীক
(b) স্থায়ী অর্থ
(c) স্থায়ী
(d) শব্দ ধ্রুবক ✔
28. অস্থায়ী সংকেতকে বলা হয়—
(a) বচন গ্রাহক ✔
(b) বচন সাংকেতিক
(c) বচন অর্থক
(d) বচন সূচক
29. সত্যাপেক্ষ বচন হল——
(a) যা সবসময় সত্য
(b) যা সরল বচন হল সবসময় মিথ্যা
(c) যার কোনো সত্য-মূল্য নেই
(d) যার সত্য-মূল্য অংশের সত্য-মূল্যের ওপর নির্ভরশীল ✔
30. সরল বচল হল——-
(a) যার অল্পবাক্য থাকে
(b) যার অঙ্গবাক্য থাকে না ✔
(c) যার সত্যমূল্য নেই
(d) যায় কোনো অর্থ নেই।
31. বৃষ্টি পড়ে’—— বাক্যটি কীরূপ?
(a) জটিল
(b) সাপেক্ষ
(c) সরল ✔
(d) যৌগিক
32. ‘এমন নয় যে বৃষ্টি পড়ে’—— বাক্যটি কীরূপ?
(a) সদর্থক
(b) নঞর্থক ✔
(b) প্রাকল্পিক
(d) বৈকল্পিক ?
33. বৃষ্টি পড়ে ও পাতা নড়ে’—— বাক্যটি কোন ধরনের?
(a) সরল
(b) যৌগিক ✔
(c) মৌলিক
(d) অমৌলিক
34. যদি বৃষ্টি পড়ে তবে পাতা নড়ে’——- বাক্যটি কীরূপ বাক্য?
(a) বৈকল্পিক
(b) প্রাকল্পিক ✔
(c) সরল
(d) মৌলিক
35. ‘হয় বৃষ্টি পড়ে অথবা পাতা নড়ে’——- বাক্যটি কীরূপ?
(a) বৈকল্পিক ✔
(b) প্রাকল্পিক
(c) মৌলিক
(d) নতার্থক
36. বৃষ্টি পড়ে যদি এবং কেবলমাত্র যদি পাতা নড়ে’——– বাক্যটি কীরূপ বাক্য?
(a) প্রাকল্পিক
(b) বৈকল্পিক
(c) দ্বি-প্রাকল্পিক ✔
(d) সংযৌগিক
37. নঞর্থক বচন কখন সত্য হয়?
(a) সদর্থক অঙ্গবাক্যটি যখন সত্য
(b) সদর্থক অল্পবাক্যটি যখন মিথ্যা ✔
(c) অল্পবাক্যটি যখন সংশয়পূর্ণ
(d) অঙ্গবাক্যটি যখন সত্য এবং মিথ্যা উভয়ই
38. প্রাকল্পিক বচন কাকে বলে?
(a) ‘হয়… অথবা’ দিয়ে যে বচন
(b) ‘যদি…তবে’ দিয়ে যে বচন ✔
(c) ‘এবং’ দিয়ে যে বচন
(d) ‘সমান’ দিয়ে যে বচন
39. বেকল্পিক বচন কাকে বলে?
(a) ‘হয়… অথবা’ দিয়ে গঠিত যে বচন ✔
(b) ‘যদি…তবে’ দিয়ে গঠিত যে বচন
(c) ‘এবং’ দিয়ে গঠিত যে বচন
(d) ‘সম’ শব্দ দ্বারা গঠিত যে বচন
40. সংযৌগিক বচন কাকে বলে?
(a) ‘এবং’ দ্বারা গঠিত বচনকে ✔
(b) ‘হয়… অথবা’ দ্বারা গঠিত বচনকে
(c) ‘না’ দ্বারা গঠিত বচনকে
(d) ‘যদি…তবে’ দ্বারা গঠিত বচনকে
41. দ্বি-প্রাকল্পিক বচন কাকে বলে?
(a) ‘হয়… অথবা’ দিয়ে গঠিত বচনকে
(b) ‘না’ দ্বারা গঠিত বচনকে
(c) সমার্থক শব্দ বা শব্দসমষ্টি দ্বারা গঠিত বচনকে ✔
(d) ‘যদি… তবে’ দ্বারা গঠিত বচনকে
42. দ্বি-প্রাকল্পিক বচন কখন সত্য হয়?
(a) যে-কোনো একটি অংশ যখন সত্য
(b) যে-কোনো একটি অংশ যখন মিথ্যা
(c) একটি অংশ সত্য এবং অপরটি যখন মিথ্যা
(d) উভয় অংশই যখন একসঙ্গে সত্য অথবা একসঙ্গে মিথ্যা ✔
43. প্রাকল্পিক বচন যখন সত্য হয়—–
(a) পূর্বগ সত্য হলে ✔
(b) অনুগ মিথ্যা হলে
(c) অনুগ সত্য হলে
(d) পূর্বগ ও অনুগ মিথ্যা হলে
44. প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়?
(a) পূর্বগ সত্য ও অনুগ মিথ্যা হলে ✔
(b) পূর্বগ সত্য হলে
(c) অনুপ মিথ্যা হলে
(d) পূর্বগ ও অনুগ মিথ্যা হলে
45. বৈকল্পিক বচন কখন সত্য হয়?
(a) একটি বিকল্প মিথ্যা হলে
(b) একটি বিকল্প সংশয়াত্মক হলে
(c) একটি বিকল্প সত্য হলে ✔
(d) উভয় বিকল্প মিথ্যা হলে
46. বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়?
(a) যখন একটি বিকল্প মিথ্যা
(b) যখন একটি বিকল্প সত্য
(c) যখন সব বিকল্পই মিথ্যা ✔
(d) যখন উভয় বিকল্পই সত্য
47. সংযৌগিক বচন কখন মিথ্যা হয়?
(a) যখন একটি সংযোগী মিথ্যা ✔
(b) যখন একটি সংযোগী সত্য
(c) যখন উভয় সংযোগী সত্য
(d) যখন একটি সংযোগী
48. দ্বি-প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়?
(a) যখন একটি অংশ সত্য
(b) যখন একটি অংশ মিথ্যা
(c) যখন উভয় অংশই মিথ্যা
(d) যখন একটি অংশ সত্য এবং অপরটি মিথ্যা ✔
49. সংযৌগিক বচনের অংশগুলিকে কী বলা হয়?
(a) পূর্বপ
(b) অনুগ
(c) সংযোগী ✔
(d) বিকল্প
50. বৈকল্পিক বচনের অংশগুলিকে কী বলা হয়?
(a) পূর্বগ
(b) বিকল্প ✔
(c) অনুগ
(d) সংযোগী
51.একটি বৈকল্পিক বচনে কমপক্ষে কয়টি বিকল্প থাকে?
(a) একটি
(b) দুটি ✔
(c) তিনটি
(d) চারটি
52. বৈকল্পিক বচনের প্রথম অংশকে কী বলা হয়?
(a) পূর্বগ
(b) অনুগ
(c) প্রথম বিকল্প ✔
(d) প্রথম সংযোগী
53. বৈকল্পিক বচনের দ্বিতীয় অংশকে কী বলে?
(a) পূর্বগ
(d) দ্বিতীয় বিকল্প ✔
(c) প্রথম বিকল্প
(d) দ্বিতীয় সংযোগী
54. প্রাকল্পিক বচনের প্রথম অংশকে কী বলা হয়?
(a) পূর্বর্গ ✔
(b) অনুগ
(c) প্রথম বিকল্প
(d) দ্বিতীয় বিকল্প
55. প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশকে কী বলা হয়?
(a) পূর্বগ
(b) অনুগ ✔
(c) প্রথম সংযোগী
(d) দ্বিতীয় বিকল্প
56. যৌগিক বচনের স্বরূপ কী?
(a) যে বচনকে দুটি বচনের যুক্ত রূপ হিসেবে দেখা যায়
(b) যে বচনের বিশ্লেষণে একাধিক সরল বচন অঙ্গবাক্যরূপে পাওয়া যায় ✔
(c) যে বচনের বিশ্লেষণে একাধিক অর্থ পাওয়া যায়
(d) যে বচনের বিশ্লেষণে পরস্পরবিরুদ্ধ অর্থ পাওয়া যায়
57. কোল্টিন্ট যৌগিক বচন?
(a) প্রাকল্পিক বচন ✔
(b) সামান্য সদর্থক
(c) সামান্য নঞর্থক বচন
(d) বিশেষ সদর্থক বচন
58. সংযৌগিক বচনের সত্য দাবি কী?
(a) একটি সংযোগী মিথ্যা হলে সংযৌগিক বচনটি সত্য হবে
(b) একটি সংযোগী সত্য হলে সংযৌগিক বচন সত্য হবে
(c) সব সংযোগী সত্য হলে সংযৌগিক বচন সত্য হবে ✔
(d) দুটি সংযোগী মিথ্যা হলে সংযৌগিক বচন সত্য হবে
2. Very Short Question Answer
1. যৌগিক বচন কাকে বলে?
উওরঃ যে বচনে একাধিক অঙ্গবাক্য থাকে, তাকেই বলে যৌগিক বচন।
2. সরল বচন কাকে বলে?
উওরঃ যে বচনের কোনো অঙ্গবাক্য নেই, তাকেই বলে সরল বচন।
3. সংকেত কী?
উওরঃ সংকেত হল একটি প্রতিনিধিত্বমূলক চিহ্ন যার দ্বারা কোনো বাক্য বা বচন বা তার কোনো অংশকে নির্দেশ করা হয়।
4. সংকেত কয়প্রকার ও কী কী?
উওরঃ সংকেত দু-প্রকার-চলক বা গ্রাহক প্রতীক (variable) এবং ধ্রুবক (constant)।
5. চলক বা গ্রাহক প্রতীক কী?
উওরঃ যে বর্ণ-প্রতীকের স্থানে অস্থায়ীভাবে কোনো কিছুকে প্রতিস্থাপন করা যায়, তা-ই হল চলক।
6. ধ্রুবক কাকে বলে?
উওরঃ ধ্রুবক হল সেই চিহ্ন যার একটি স্থায়ী ও নির্দিষ্ট অর্থ আছে এবং যেগুলি পরিবর্তিত নয়।
7. সাংকেতিক যুক্তিবিজ্ঞানে সংকেতের মাধ্যমে কোন্ ধরনের প্রতীককে নির্দেশ করা হয়?
উওরঃ সাংকেতিক যুক্তিবিজ্ঞানে সংকেতের মাধ্যমে বর্ণ প্রতীককে নির্দেশ করা হয়।
৪. অ্যারিস্টট্লীয় যুক্তিবিজ্ঞানে সংকেতের কি কোনো ব্যবহার দেখা যায়?
উওরঃ হ্যাঁ দেখা যায়।
9. অ্যারিস্টট্লীয় যুক্তিবিজ্ঞানে ব্যবহৃত সংকেতগুলি কী রূপ?
উওরঃ অ্যারিস্টট্লীয় যুক্তিবিজ্ঞানে ব্যবহৃত সংকেতগুলি হল P, S, M ইত্যাদি।
10. সাংকেতিক যুক্তিবিজ্ঞানের ধারণাটি কোন্ শাস্ত্র থেকে নিঃসৃত হয়েছে?
উওরঃ সাংকেতিক যুক্তিবিজ্ঞানের ধারণাটি অঙ্কশাস্ত্র থেকে নিঃসৃত হয়েছে।
11. সাংকেতিক যুক্তিবিজ্ঞানে যৌগিক বচন কয়প্রকার?
উওরঃ সাংকেতিক যুক্তিবিজ্ঞানে যৌগিক বচন পাঁচ প্রকারের।
12. প্রাকল্পিক বচনের ক্ষেত্রে ব্যবহৃত ধ্রুবকটি কী?
উওরঃ প্রাকল্পিক বচনের ব্যবহৃত ধ্রুবকটি হল ‘১’ (Horse-Shoe)।
13. বৈকল্পিক বচনের ক্ষেত্রে ব্যবহৃত ধ্রুবকটি কী?
উওরঃ বৈকল্পিক বচনের ব্যবহৃত ধ্রুবকটি হল ‘v’ (vel)।
14. সংযৌগিক বচনের ক্ষেত্রে ব্যবহৃত ধ্রুবকটি কী?
উওরঃ সংযৌগিক বচনের ব্যবহৃত ধ্রুবকটি হল ‘.’ (dot)।
15. দ্বি-প্রাকল্পিক বচনের ক্ষেত্রে ব্যবহৃত ধ্রুবকটি কী?
উওরঃ দ্বি-প্রাকল্পিক বচনের ক্ষেত্রে ব্যবহৃত ধ্রুবকটি হল ‘ ‘ (triple bar) |
16. p supset p বচনাকারটির চলক বা বচন গ্রাহক কোন্টি?
উওরঃ p p বচনাকারটির p হল চলক বা বচন গ্রাহক।
17. p p বচনাকারটির ধ্রুবক কোন্টি?
উওরঃ p p বচনাকারটির ধ্রুবক হল ”।
18. p p বচনাকারটিতে চলকের সংখ্যা কয়টি?
উওরঃ p p বচনাকারটিতে চলকের সংখ্যা হল একটি।
19. p p বচনাকারটির চলক কয়টি?
উওরঃ p + p বচনাকারটির চলক হল একটি।
20. p q বচনাকারটির চলক কয়টি?
উওরঃ p q বচনাকারটির চলক হল দুটি।
21. (p q) (p . q) বচনাকারটির চলকের বা বচন গ্রাহকের সংখ্যা কয়টি?
উওরঃ (p q) (p . q) বচনাকারটির চলকের বা বচন গ্রাহকের সংখ্যা হল দুটি।
22. ( p p) . ( p p) -এর চলক বা বচন গ্রাহক কয়টি?
উওরঃ ( p p) . ( p p) -এর চলক বা বচন গ্রাহক হল একটি।
23. ধ্রুবক ক-টি ও কী কী?
উওরঃ ধ্রুবক হল মোট পাঁচটি ‘~’ (curl), ‘ ‘ (horse-shoe), ‘v’ (vel), ” (dot) এবং ” (triple-bar)।
24. ধ্রুবক কয়ভাগে বিভক্ত ও কী কী?
উওরঃ ধ্রুবককে দু-ভাগে ভাগ করা হয়েছে—[i] একক ধ্রুবক [ii] দ্বি-ধ্রুবক। এবং
25. একক ধ্রুবক কী?
উওরঃ যে ধ্রুবক একটি মাত্র চলকের সাহায্যে বচনের অর্থকে প্রকাশ করতে সক্ষম, তাকেই বলা হয় একক ধ্রুবক। যেমন ‘~’।
26. দ্বি-ধ্রুবক কী?
উওরঃ যে ধ্রুবক একটিমাত্র চলকের সাহায্যে কোনো বাচনিক অর্থকে প্রকাশ করতে পারে না, কিন্তু দুটি চলকের সাহায্যে বাচনিক অর্থকে প্রকাশ করতে পারে, সেই ধ্রুবককেই বলা হয় দ্বি-ধ্রুবক। যেমন- ”, ‘v’, ‘’।
27. চলক বা বচন গ্রাহক কী? অথবা, গ্রাহক কাকে বলে?
উওরঃ যে সমস্ত সংকেতের নির্দিষ্ট কোনো অর্থ নেই, সেই সমস্ত সংকেতগুলোকেই বলা হয় চলক বা বচন গ্রাহক (variable)। চলকগুলি স্থান, কাল এবং ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে।
উওরঃ যে বচনের সামগ্রিক সত্য-মূল্য তার অঙ্গবচনের সত্য- মূল্যের ওপর নির্ভর করে, তাকেই বলে সত্যাপেক্ষক বচন।
2. নিষেধক বচন কী?
উওরঃ যে বচনে একটি নঞর্থক বা না-বাচক শব্দ থাকে, তাকেই বলে নঞর্থক বচন।
3. সত্যাপেক্ষক বচন কী?
উওরঃ কোনো বচনের সামগ্রিক সত্য-মূল্য যখন তার অংশ বচনের সত্য-মূল্যের ওপর নির্ভর করে, তখন তাকে বলা হয় সত্যাপেক্ষক বচন (truth functional proposition)।
4. প্রাকল্পিক বচন কাকে বলে?
উওরঃ “যদি… তবে” দিয়ে গঠিত বচন-ই হল প্রাকল্পিক বচন।
5. প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়?
উওরঃ পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে, প্রাকল্পিক বচন মিথ্যা হয়।
6. বৈকল্পিক বচন কাকে বলে?
উওরঃ “হয়… অথবা” দিয়ে গঠিত বচন-ই হল বৈকল্পিক বচন।
7. বৈকল্পিক বচনের এক-একটি অংশকে কী বলে?
উওরঃ বৈকল্পিক বচনের এক-একটি অংশকে “বিকল্প” বলে।
৪. সংযৌগিক বচন কাকে বলে?
উওরঃ যে বচন একটি সংযৌগিক শব্দ যেমন- এবং, কিন্তু, ও, ইত্যাদি দ্বারা গঠিত, তাকেই বলে সংযৌগিক বচন।
9. সংযৌণিক বচনের এক-একটি অংশকে কী বলে?
উওরঃ সংযৌগিক বচনের এক-একটি অংশকে ‘সংযোগী’ বলে।
10. সমমান বা দ্বি-প্রাকল্লিক বচন কাকে বলে?
উওরঃ যে বচনে একটি সমানার্থক শব্দ যেমন-যদি এবং কেবলমাত্র যদি, সমান, সম, একই ইত্যাদি থাকে, তাকে বলে সমমান দ্বি- প্রাকল্পিক বচন।
11. “যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে”-এর সাংকেতিক রূপ কী?
উওরঃ এর সাংকেতিক রূপ হল “p q”।
12. “হয় তুমি কলকাতা যাবে অথবা তুমি দিল্লি যাবে”-এর সাংকেতিক রূপ কী?
উওরঃ এর সাংকেতিক রূপ হল “p q”।
13. “সবিতা স্কুল যাবে এবং ক্লাস করবে”-এর সাংকেতিক রূপ কী?
উওরঃ এর সাংকেতিক রূপ হল “p . q”।
14. “রাম আসবে যদি এবং কেবলমাত্র যদি শ্যাম আসে”-এর সাংকেতিক রূপ কী?
উওরঃ এর সাংকেতিক রূপ হল “p q”।
15. “এমন নয় যে সূর্য উঠেছে”-এর সাংকেতিক রূপ কী?
উওরঃ এর সাংকেতিক রূপ হল “~p”।
16. বৈকল্পিক বচনের ক-টি অর্থ ও কী কী?
উওরঃ বৈকল্পিক বচনের দুটি অর্থ-বিসংবাদী বা সবল অর্থ ও অবিসংবাদী বা দুর্বল অর্থ।
17. একটি বৈকল্পিক বচনে সর্বাধিক কয়টি বিকল্প থাকতে পারে?
উওরঃ একটি বৈকল্পিক বচনে সর্বাধিক দুটি বিকল্প থাকতে পারে।
18. একটি দ্বি-প্রাকল্পিক বচনের বাস্তব দৃষ্টান্ত দাও।
উওরঃ “রাম আসবে যদি এবং কেবলমাত্র যদি শ্যাম আসে।”
19. সত্যাপেক্ষর ধারণাটি কোন্ ধরনের বচনের সঙ্গে সম্পৃক্ত?
উওরঃ যৌগিক বচনের ধারণার সঙ্গে সম্পৃক্ত।
20. যৌগিক বচনের ক্ষেত্রে কোনো অংশ থাকে কি?
উওরঃ হ্যাঁ, অংশ থাকে।
21. আণবিক বচন কাকে বলা হয়?
উওরঃ আণবিক বচন বলতে যে-কোনো মৌলিক বা সরল বচনকেই বলা হয়।
22. আণবিক বচনের কি কোনো অংশ থাকে?
উওরঃ না, আণবিক বচনের কোনো অংশ থাকে না।
23. নিষেধক বচনের সত্য-মূল্য কীভাবে স্থির করা হয়?
উওরঃ তার সদর্থক রূপের সত্য-মূল্যের সাহায্যে স্থির করা হয়।
24. p -এর নিষেধক রূপটি কী?
উওরঃ p নিষেধক রূপটি হল “~p”।
25. ~p-এর নিষেধক রূপটি কী?
উওরঃ ~p নিষেধক রূপটি হল “~ ~ p”।
26. নিষেধক বচনের ক্ষেত্রে আমরা যে ধ্রুবকটি ব্যবহার করি, তা কী?
উওরঃ ধ্রুবকটির চিহ্ন হল’~’ (curl)।
27. ( p supset p) -এর সমার্থক রূপ কী?
উওরঃ ( p supset p) -এর সমার্থক রূপ হল ” sim( p supset p)”|
28. p -এর সমার্থক রূপটি কী হবে?
উওরঃ p-এর সমার্থক রূপটি হল “~ ~ p”।
29. “সূর্য উঠলে পৃথিবী আলোকিত হবে”-এটিকে কোন্ ধরনের বচন বলা হয়?
উওরঃ এটি হল প্রাকল্পিক বচন।
30. “বৃষ্টি না পড়লে মাটি ভিজবে”-এর প্রতীকী রূপটি কী?
উওরঃ প্রতীকী রূপটি হল “~p q”।
31. p p বচনাকারটির সমার্থক রূপ কী?
উওরঃ p p বচনাকারটির সমার্থক রূপ হল p pI
32. “তুমি আসলে আমি যাব না”-এর প্রতীকী রূপটি কী?
উওরঃ প্রতীকী রূপ হল mathfrak p > sim q’ ।
33. p q -এর সমার্থক আকারটি কী?
উওরঃ p q এর সমার্থক আকারটি হল ~ ~ q ~ pl
34. ‘সরল বচন সমান যৌগিক বচন’-এটি কোন্ ধরনের যৌগিক বচন?
উওরঃ এটি হল সমানার্থক বা দ্বি-প্রাকল্পিক যৌগিক বচন।
35. (pq) বচনাকারের বিপরীত বচনাকার কী?
উওরঃ বিপরীত বচনাকার হল (p . q) l
36. p equiv q -এর বিপরীত বচনাকার কি “~p ~q”?
উওরঃ না, এটি বিপরীত বচনাকার নয়।
37. সাপেক্ষ বচনের ক্ষেত্রে কি কোনো পরিমাপক থাকে?
উওরঃ না, কোনো পরিমাপক থাকে না।
38. পরিমাপক থাকে কোন্ বচনে?
উওরঃ পরিমাপক থাকে নিরপেক্ষ বচনে।
39. সাপেক্ষ বচনকে কি ঘোষক বচন বলা যায়?
উওরঃ না, বলা যায় না।
40. ঘোষকবাচক বাক্যে একটি শর্তযুক্ত হয়-সত্য না মিথ্যা?
উওরঃ এটি হল মিথ্যা।
41. একটি বিকল্প সত্য হলে অপরটি মিথ্যা হবেই——-এটি বৈকল্পিক বচনের কীরূপ অর্থকে সূচিত করে?
উওরঃ বিসংবাদী অর্থকে সূচিত করে।
42. বিসংবাদী বচনের অন্য নাম কী?
উওরঃ বিসংবাদী বচনের অন্য নাম হল সবল বৈকল্পিক বচন।
43. অবিসংবাদী অর্থের অপর নাম কী?
উওরঃ অবিসংবাদী অর্থের অপর নাম হল ‘দুর্বল অর্থ’।
44. “কুহুতান নাচবে অথবা গাইবে”-এর প্রতীকী আকার কী?
উওরঃ প্রতীকী আকার হল “pvq”।
45. “কুহুতান পরীক্ষায় ভালো ফল করেছে”——-এর প্রতীকী আকার দাও।
উওরঃ প্রতীকী আকার হল K।
46. “দেবমুক্তাকে অতিমুক্তার পছন্দ নয়”-এর প্রতীকী আকার কী?
উওরঃ প্রতীকী আকার হল “~D”।
47. “বিদ্যাই বিবেকের সূচক”-এর প্রতীকী রূপ কী?
উওরঃ প্রতীকী রূপ হল ” p q”|
48. “বিদ্যাই বিবেকের সূচক”-এর বাচনিক রূপটি কী?
উওরঃ বাচনিক রূপ হল “যদি বিদ্যা থাকে তবে বিবেক থাকে”।
49. “বিদ্যা আছে এবং বিবেকও আছে”——-কোন্ ধরনের বচন?
উওরঃ সংযৌগিক বচন।
50. “জন্মিলেই মরিতে হবে”——–এর বাচনিক আকার কী হবে?
উওরঃ বাচনিক আকার হবে “যদি জন্ম হয় তবে মরণ হয়”।
51. “জন্মালেই মরতে হয়”——–এর প্রতীকী রূপ কী?
উওরঃ প্রতীকী রূপ হল ‘’ p q”।
52. “সাদা বাঘ আছে”-এর প্রতীকী রূপ কী?
উওরঃ প্রতীকী রূপ হল ” p “।
53. “সাদা বাঘ নেই”-এর প্রতীকী রূপ কী?
উওরঃ প্রতীকী রূপ হল “~ p”।
54. “তুমি দেশে থাকবে অথবা বিদেশে যাবে”-এর প্রতীকায়িত রূপ কী?
উওরঃ প্রতীকায়িত রূপ হল ” p v q”।
55. “তুমি দেশে থাকবে না কিন্তু বিদেশে যাবে”——-এর প্রতীকায়িত রূপ কী?
উওরঃ প্রতীকায়িত রূপ হল sim p * q^ prime prime
56. “যদি তুমি বিদেশে না যাও তাহলে তুমি দেশেই থাকবে”-এর প্রতীকায়িত রূপটি কী?
উওরঃ প্রতীকায়িত রূপটি ‘’ p q ‘’।
57. “যদি তুমি জেলে থাকো তাহলে তুমি রাজপ্রসাদে থাকবে না”-এর প্রতীকায়িত রূপটি কী?
উওরঃ প্রতীকায়িত রূপটি হল ” p q ‘’
58. “তোমার জেলে থাকা আর রাজপ্রাসাদে থাকা একই ব্যাপার” বচনটির প্রতীকায়িত রূপ কী?
উওরঃ বচনটির প্রতীকায়িত রূপ হল ” p q”|
59. “শহরে মিছিল হওয়া সত্ত্বেও কিন্তু যানজট হয়নি”-বাক্যটির আকার কী?
উওরঃ বাক্যটির আকার হল ” p . q”|
60. “খেলা চলতে পারে না যদি না বৃষ্টি পড়ে বন্ধ হয়”-এর প্রতীকী রূপটি কী।
উওরঃ প্রতীকী রূপটি হল ” ~ r ~ p”।
61. “জর্জ বুশ একজন আমেরিকান এবং তিনি ইরাক বিদ্বেষী”-এর সাংকেতিক আকার কী?
উওরঃ সাংকেতিক আকার হল ” B . I”।
62. “ইন্দিরা গান্ধি আততায়ী কর্তৃক নিহত হন, রাজীব গান্ধি আততায়ী কর্তৃক নিহত হন”-এর প্রতীকী রূপ কী?
উওরঃ প্রতীকী রূপ হল ” I . R”।
63. “চার্বাকরা বলেন বেদ হল গ্রন্থ কিন্তু তা মানুষের রচনা নয়”-বচনটির প্রতীকী আকার নির্ণয় কর।
উওরঃ প্রতীকী আকার হল ” V. ~ W”।
64. “শংকরের মতে ব্রহ্ম হলেন নির্গুণ, রামানুজের মতে ব্রহ্ম হলেন সগুণ”——এর প্রতীকী রূপটি কী?
উওরঃ প্রতীকী রূপটি হল “S-R”।
65. প্রতীকরের বরা যদি নির্গুণ তবে, রামানুজের ব্রহ্ম নির্গুণ নয়”-এর কী?
উওরঃ প্রতীকী রূপ হল “S ~ R”।
66. শংকরের ব্রহ্মা নির্গুণ হবে যদি এবং কেবল যদি ব্রহ্মা নির্গুণই হন-এর প্রতীকী রূপটি উল্লেখ করো।
উওরঃ প্রতীকী রূপটি হল S B।
67. যার কোনো অঙ্গবাক্য থাকে না, তাকে কী বলে?
উওরঃ যার কোনো অঙ্গবাক্য থাকে না, তাকে বলে সরল বা মৌলিক বচন।
68. যার অঙ্গবাক্য আছে তাকে কী বলে?
উওরঃ যার অঙ্গবাক্য আছে, তাকে বলে যৌগিক বচন।
69. “কোনো কিছু সাদা হলে কালো হতে পারে না”——-এর সাংকেতিক রূপ কী?
উওরঃ সাংকেতিক রূপ হল “W ~ B”।
70. a,b,c প্রভৃতি দিয়ে প্রকাশিত বচনের আকারকে কী বলা হয়?
উওরঃ বচনের সাধারণ প্রতীকী আকার।
71. P, Q, R প্রভৃতি দিয়ে গঠিত বচনের আকারকে কী বলা হয়?
উওরঃ বচনের বিশেষ প্রতীকী আকার।
72. “W ~ B”-এর বিশেষ আকারটি কী?
উওরঃ বিশেষ আকারটি হল “p>~q”।
73. প্রাকল্পিক বচনের অংশগুলি কী?
উওরঃ প্রাকল্পিক বচনের অংশ হল দুটি। একটি হল পূর্বগ (antecedent) এবং
অপরটি হল অনুগ (consequent)।
74. প্রাকল্পিক বচনের আকারটি কী তা উল্লেখ করো।
উওরঃ প্রাকল্পিক বচনের আকারটি হল “যদি p তবে q”।
75. বৈকল্পিক বচনের অংশগুলি কী?
উওরঃ বৈকল্পিক বচনের দুটি অংশ। প্রথম অংশটিকে প্রথম বিকল্প এবং পরের অংশটিকে দ্বিতীয় বিকল্প বলা হয়।
76. বৈকল্পিক বচনের আকারটি কীরূপ?
উওরঃ বৈকল্পিক বচনের আকারটিকে “হয় p অথবা “।
77. বৈকল্পিক বচনের দুটি অর্থ কী?
উওরঃ বৈকল্পিক বচনের দুটি অর্থ হল বিসংবাদী অর্থ (exclusive meaning) ও অবিসংবাদী অর্থ (inclusive meaning)
78. বৈকল্পিক বচনের বিসংবাদী অর্থটি কী?
উওরঃ বেকল্পিক বচনের বিসংবাদী অর্থের পরিপ্রেক্ষিতে এ কথা স্পষ্টভাবে স্বীকার করে নেওয়া হয়েছে যে, দুটি বিকল্পের মধ্যে একটি বিকল্পকে অবশ্যই মিথ্যা (F) হতে হবে এবং একটি বিকল্প মিথ্যা হলে অপরটি সত্য হবে। যেমন মিথ্যা চৈত্য জীবিত অথবা মৃত।
79. বৈকল্পিক বচনের সাংকেতিক আকারটি কী?
উওরঃ বৈকল্পিক বচনের সাংকেতিক আকার হল “p v q”।
৪০. সংযৌগিক বচনের কয়টি অংশও কী কী?
উওরঃ সংযৌগিক বচনের ক্ষেত্রে কমপক্ষে দুটি অংশ থাকে। এই দুটি অংশের এক-একটিকে বলা হয় সংযোগী। প্রথম অংশটিকে বলা হয় প্রথম সংযোগী, আর দ্বিতীয় অংশটিকে বলা হয় দ্বিতীয় সংযোগী।
81. সংযৌগিক বচনের আকারটি কীরূপ?
উওরঃ সংযৌগিক বচনের আকারটিকে যেভাবে উল্লেখ করা যায়, তা হল (p এবং q)।
82. সমমান বচনের অংশগুলি কী?
উওরঃ যে-কোনো সমমান বচনের দুটি অংশ থাকে। এক-একটি অংশ হল বচনটির অপর অংশের সমমানক অংশ।
83. সমমান বচনের আকার কীরূপ তা উল্লেখ করো।
উওরঃ সমমান বচনের আকারটি হল “p সমান q”।
84. না-বাচক বচনের আকার কীরূপ?
উওরঃ না-বাচক বচনের আকারটি হল “এমন নয় যে p”।
85. সত্যাপেক্ষক বচনের একটি উদাহরণ দাও।
উওরঃ একটি সত্যাপেক্ষক বচনের উদাহরণ হল “যদি সূর্য ওঠে তবে পৃথিবী আলোকিত হয়”।
86. সত্যাপেক্ষক বচনরূপে বৈকল্পিক বচনের বিষয়টি উল্লেখ করা হয় কেন?
উওরঃ সত্যাপেক্ষক বচনরূপে বৈকল্পিক বচনকে উল্লেখ করা হয়েছে, কারণ বৈকল্পিক বচনের দুটি অংশ থাকে এবং এই দুটি অংশকে বলা হয় বিকল্প। এই বিকল্প দুটির সত্য-মূল্যের ওপর নির্ভর করেই সামগ্রিকভাবে বৈকল্পিক বচনটির সত্য-মূল্য নির্ণয় করা হয়।
87. সত্যাপেক্ষক বচনরূপে সংযৌগিক বচনের বিষয়টি উল্লেখ করা হয় কেন?
উওরঃ সত্যাপেক্ষক বচনরূপে সংযৌগিক বচনেরও উল্লেখ করা হয়েছে, কারণ সংযৌগিক বচনেরও কমপক্ষে দুটি অংশ থাকে। সংযৌগিক বচনের এক-একটি অংশকে বলা হয় সংযোগী। এই সংযোগীগুলির সত্য-মূল্যের ওপর সংযৌগিক বচনের সামগ্রিক সত্য-মূল্য নির্ভর করে।
৪৪. সত্যাপেক্ষক বচনরূপে সমমান বচনের বিষয়টি উল্লেখ করা হয়েছে কেন?
উওরঃ সত্যাপেক্ষক বচনরূপে সমমান বচনকেও স্বীকার করে নেওয়া হয়েছে। কারণ, সমমান বচনের দুটি অংশ থাকে। এই দুটি অংশের সত্য-মূল্যের ওপরই সমমান বচনের সামগ্রিক সত্য-মূল্য নির্ভর করে।
89. “যদি ভালো পড়াশোনা করো তবে ভালো ফল পাবে।”
উওরঃ বাক্যটির বচনাকার হল “p>q”।
90. “যদি তেলের দাম না বাড়ে তাহলে মানুষের দুর্ভোগ কমে।”
উওরঃ বাক্যটির বচনাকার হল ” sim p supset q”|
91. “যদি তেলের দাম বাড়ে তাহলে মানুষের দুর্ভোগ কমে না।”
উওরঃ বাক্যটির বচনাকার হল ” p supset sim q^ prime prime |
92. “যদি তেলের দাম বাড়ে এবং মানুষের দুর্ভোগ বাড়ে, তাহলে মানুষের দুর্ভোগই বাড়ে এবং তেলের দামই বাড়ে।”
উওরঃ বাক্যটির বচনাকার হল ” (p q) (q . p)”|
93. “এমন নয় যে, যদি তেলের দাম বাড়ে এবং মানুষের দুর্ভোগ বাড়ে, তাহলে তেলের দাম বাড়ে অথবা মানুষের দুর্ভোগ বাড়ে।”
উওরঃ বাক্যটির বচনাকার হল ” [ (p . q) (p v q)]”|
94. “কাল সকালে রোদ উঠবে না অথবা বৃষ্টি পড়বে না”-বাক্যটির রচনাকার কী?
উওরঃ বাক্যটির বচনাকার হল ” ( p v q)”|
95. “এমন নয় যে, মেঘের কোলে রোদ উঠেছে আর বৃষ্টি পড়ে ঝরে।”
উওরঃ বাক্যটির বচনাকার হল “~ (p . q) “।
96. “যদি যৌগিক বচন সত্য হয়, তাহলে সরল বচনও সত্য হবে এবং যদি সরল বচন মিথ্যা হয়, তবে যৌগিক বচনও মিথ্যা হবে।”
উওরঃ বাক্যটির বচনাকার হল ” ( p q) . ( q p) ‘’।
97. “সরল বাক্য মানেই হল যৌগিক বাক্য, আর যৌগিক বাক্য মানেই হল সরল বাক্য।”
উওরঃ বাক্যটির বচনাকার হল ” ( p q) . (q p) ‘’।
98. “সূর্য ওঠে যদি এবং কেবলমাত্র যদি সূর্য ওঠে অথবা আঁধার নামে।”
উওরঃ বাক্যটির বচনাকার হল ” p equiv(p vee q)”|
99. “নতুন বইটিতে শিক্ষকরা আনন্দ পেলে ছাত্ররাও আনন্দ পাবে, যদি এবং কেবলমাত্র যদি ছাত্ররা আনন্দ না পায় তাহলে শিক্ষকরাও আনন্দ পাবেন না।”
উওরঃ বাক্যটির বচনাকার হল “ ( p q) ( q p) “।
100. “যদি p সমান q হয়, তাহলে q সমান p হবে”-বাক্যটির রচনাকার কী?
উওরঃ বাক্যটির বচনাকার হল “ ( p q) (q p)”|
101. p q বচনাকারটি কখন মিথ্যা হবে?
উওরঃ p q বচনাকারটি মিথ্যা হবে যদি p সত্য হয় এবং q সত্য হয়।
102. নিবেশন দৃষ্টান্ত কাকে বলে?
উওরঃ বচনাকারের অন্তর্গত বচনগ্রাহকের পরিবর্তে যা প্রতিস্থাপন বা নিবেশন করা হয়, তাকে বলে নিবেশন দৃষ্টান্ত।
103. বৈকল্পিক বচন কখন সত্য হয়?
উওরঃ যখন বৈকল্পিক বচনের কমপক্ষে একটি বিকল্প যখন সত্য হয়।
104. বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়?
উওরঃ যখন বৈকল্পিক বচনের সমস্ত বিকল্পগুলি মিথ্যা হয়।
105. সংযৌগিক বচন কখন সত্য হয়?
উওরঃ যখন সমস্ত সংযোগীগুলি সত্য হয়।
106. সংযৌগিক বচন কখন মিথ্যা হয়?
উওরঃ যখন কমপক্ষে একটি সংযোগী মিথ্যা হয়, তখন সংযৌগিক বচনটি মিথ্যা হয়।
107. সমমান বচন কখন সত্য হয়?
উওরঃ দুটি অংশই একসঙ্গে সত্য অথবা একসঙ্গে মিথ্যা হলে সমমান বচন সত্য হয়।
108. সমমান বচন কখন মিথ্যা হয়?
উওরঃ একটি অংশ সত্য এবং অপর অংশ মিথ্যা হলে, সমমান বচন মিথ্যা হয়।
109. একটি বচনের সত্য-মূল্য কটি ও কী কী?
উওরঃ একটি বচনের সত্য-মূল্য দুটি-সত্য এবং মিথ্যা।
110. p যদি মিথ্যা হয়, তাহলে p . q -এর সত্য-মূল্য কী?
উওরঃ p . q-এর সত্য-মূল্য মিথ্যা।
111. p যদি সত্য হয়, তাহলে ‘p v q’-এর সত্য-মূল্য কী? V
উওরঃ p v q-এর সত্য-মূল্য সত্য।
112. p যদি সত্য হয় এবং q যদি মিথ্যা হয়, তাহলে p q -এর সত্য-মূল্য কী?
উওরঃ p q-এর সত্য-মূল্য মিথ্যা।
113. p যদি সত্য হয়, তাহলে ~ p -এর সত্য-মূল্য কী?
উওরঃ ~ p-এর সত্য-মূল্য মিথ্যা।
114. p এবং q উভয়েই যদি মিথ্যা হয়, তাহলে p q -এর সত্য-মূল্য কী?
উওরঃ p q-এর সত্য-মূল্য সত্য।
115. স্বতঃসত্য বচন কাকে বলে?
উওরঃ যে বচন সবসময়ই সত্য (T) হয়, তাকেই বলে স্বতঃসত্য বচন। যেমন p p।
116. স্বতঃমিথ্যা বচন কাকে বলে?
উওরঃ যে বচন সবসময়ই মিথ্যা (F) হয়, তাকেই বলে স্বতঃমিথ্যা বচন। যেমন p . p।
117. আপতিক বচন কাকে বলে?
উওরঃ যে বচন কোনো কোনো সময় সত্য আবার কোনো সময় মিথ্যা, তাকেই বলে আপতিক বচন। যেমন—রাম আসবে এবং শ্যাম যাবে (P. Q)।
118. একটি স্বতঃসত্য বচনাকারের উদাহরণ দাও।
উওরঃ p p হল একটি স্বতঃসত্য বচনাকার।
119. একটি স্বতঃমিথ্যা বচনাকারের উদাহরণ দাও।
উওরঃ p . p হল একটি স্বতঃমিথ্যা বচনাকার।
120. একটি আপতিক বচনাকারের উদাহরণ দাও।
উওরঃ p q হল একটি আপতিক বচনাকার।
121. একটি দ্বি-প্রাকল্পিক বচন কখন সত্য হয়?
উওরঃ দ্বিপ্রাকল্পিক বচনের উভয় অংশই যদি একসঙ্গে সত্য অথবা একসঙ্গে মিথ্যা হয় তাহলে বচনটি সত্য হয়।
122. কখন একটি দ্বি-প্রাকল্পিক বচন মিথ্যা হয়?
উওরঃ একটি দ্বি-প্রাকল্পিক বচনের এক অংশ সত্য এবং অপর অংশ মিথ্যা হলে দ্বি-প্রাকল্পিক বচন মিথ্যা হয়।
123. ‘ p p’ বচনটি কখন মিথ্যা হয়?
উওরঃ ‘p’ যদি সত্য অথবা মিথ্যা হয় তবে p p’ বচনটি মিথ্যা হবে।
124. একটি স্বতঃমিথ্যা বাক্যাকারের দৃষ্টান্ত দাও।
উওরঃ p . p হল একটি স্বতঃমিথ্যা বাক্যাকার বা বচনাকারের দৃষ্টান্ত।
125. p-এর সত্য-মূল্য যদি সত্য হয়, তাহলে তার নিষেধকরূপের সত্য-মূল্য কী হবে?
উওরঃ নিষেধকরূপে সত্য-মূল্যটি সেক্ষেত্রে মিথ্যা হবে।
126. p-এর সত্য-মূল্য মিথ্যা হলে তার নিষেধকরূপের সত্য-মূল্য কী হবে?
উওরঃ নিষেধকরূপে সত্য-মূল্যটি সেক্ষেত্রে সত্য হবে।
127. p q বচনাকারটি সত্য হতে গেলে p -এর সত্য-মূল্য কী হবে?
উওরঃ p-এর সত্য-মূল্য হতে হবে সত্য।
128. p = F, q = F, তাহলে p q এর সত্য-মূল্য কী হবে?
উওরঃ সত্য-মূল্য মিথ্যা হবে।
129. p = F , q = T হলে p q এর সত্য-মূল্য কী হয়?
উওরঃ p q এর সত্য-মূল্য সত্য হয়।
130. ~ p সত্য হলে p . q এর সত্য-মূল্য কী হবে?
উওরঃ p . q এর সত্য-মূল্য মিথ্যা হবে।
131. p = T , q = F ,.. ( p q) = F -এটি কি সঠিক?
উওরঃ না, এটি সঠিক নয়।
132. p = T, q = F, … (p . q) = F—-এরূপ সত্য-মূল্যটি কি যথার্থ?
উওরঃ হ্যাঁ, এটি যথার্থ।
133. p = T , তাহলে (p . q) -এর সত্য-মূল্য কী হবে?
উওরঃ (p . q) -এর সত্য-মূল্য মিথ্যা হবে।
134. p = T, q = F, তাহলে (p q) -এর সত্য-মূল্য কী হবে?
উওরঃ (p q) -এর সত্য-মূল্য সত্য হবে।
135. p = T, q = F, তাহলে (p q) -এর সত্য-মূল্য কী হবে?
উওরঃ (p q) -এর সত্য-মূল্য মিথ্যা হবে।
136. (p . q) -এর সত্য-মূল্য সত্য হলে (p . q) -এর সত্য-মূল্য কী হবে?
উওরঃ (p . q) -এর সত্য-মূল্য সত্য হবে।
137. ( p . q) -এর সত্য-মূল্য সত্য হলে p-এর সত্য-মূল্য কী হবে?
উওরঃ p-এর সত্য-মূল্য মিথ্যা হবে।
138. p = F, q = F হলে (p q) -এর সত্য-মূল্য কী?
উওরঃ (p q) -এর সত্য-মূল্য সত্য হবে।
139. (p . q) = T, হলে ~ p-এর সত্য-মূল্য কী?
উওরঃ ~ p-এর সত্য-মূল্য হল মিথ্যা।
140. p = F, হলে (p q) -এর সত্য-মূল্য কী হবে?
উওরঃ (p q) -এর সত্য-মূল্য সত্য অথবা মিথ্যা হবে।
141. p = F, হলে p q -এর সত্য-মূল্য কী?
উওরঃ p q এর সত্য-মূল্য সত্য।
142. p = T , q = F হলে p q এর সত্য-মূল্য কী হবে?
উওরঃ p q এর সত্য-মূল্য মিথ্যা হবে।
143. ‘সরল বচনে অঙ্গবাক্য থাকে’——– এটি সত্য না মিথ্যা?
উওরঃ এটি হল মিথ্যা।
144. ‘যৌগিক বচনে অঙ্গবাক্য থাকে না’——-এটি সত্য না মিথ্যা?
উওরঃ এটি হল মিথ্যা।
145. স্বতঃসত্য বচনাকারের বিপরীত বচনাকারকে কী বলা হয়?
উওরঃ স্বতঃসত্য বচনাকারের বিপরীত বচনাকারকে বলা হয় স্বতঃমিথ্যা বচনাকার।
146. কোনো বচন সংশয়াত্মক বলতে কী বোঝায়?
উওরঃ সংশয়াত্মক বলতে বোঝায় কোনো বচন সত্যও হতে পারে আবার তা মিথ্যাও হতে পারে।
147. p = T, q = T হলে p q এর সত্য-মূল্য কী?
উওরঃ p q সত্য-মূল্য সত্য।
148. উভয় অংশ সত্য হলে সমানার্থক বচনের সত্য-মূল্য কী হবে?
উওরঃ সত্য-মূল্য সত্য হবে।
149. উভয় অংশ মিথ্যা হলে সমানার্থক বচনের সত্য-মূল্য কী হয়?
উওরঃ সত্য-মূল্য সত্য হয়।
150. বৈকল্লিক বচনের একটি বিকল্প যদি মিথ্যা হয় তাহলে সমগ্র বচনটি কী হবে?
উওরঃ সমগ্র বচনটি সংশয়াত্মক হবে।
151. বৈকল্পিক বচনের একটি বিকল্প সত্য হলে, অপরটিও সত্য হতে পারে——এটি বৈকল্পিক বচনের কীরূপ অর্থ?
উওরঃ এটি হল বৈকল্পিক বচনের অবিসংবাদী অর্থ।
152. একটি আপতিক বচনাকারের উদাহরণ দাও।
উওরঃ p q হল একটি আপতিক বচনাকার।
153. p . p কোন্ ধরনের বচনাকার?
উওরঃ p . p হল স্বতঃ মিথ্যা বচনাকার।
154. p p কোন ধরনের বচনাকার?
উওরঃ p p হল স্বতঃসত্য বচনাকার।
155. (p . p) (p p) কোন্ ধরনের বচনাকার?
উওরঃ (p . p) (p p) বৈকল্পিক ও স্বতঃসত্য বচনাকার।
156. (p . p) . (p p) -এটি কোন্ ধরনের বচনাকার?
উওরঃ (p . p) . (p p) হল সংযৌগিক ও স্বতঃমিথ্যা বচনাকার।
157. স্বতঃসত্য বচনাকারের একটি ছাড়া সব নিবেশন দৃষ্টান্তই সত্য হয়-এটি কি সত্য?
উওরঃ না, এটি সত্য নয়।
158. ~ ~ p সংশয়াত্মক হলে p কী হবে?
উওরঃ p হবে সংশয়াত্মক।
159. বচনের সত্য-দাবির অর্থ কী?
উওরঃ বচনের সত্য-দাবির অর্থ হল তা কখন সত্য এবং কখন মিথ্যা হয় তা উল্লেখ করা।
160. q যদি মিথ্যা হয় তাহলে p ~ q-এর সত্য-মূল্য কী হতে পারে?
উওরঃ p q এর সত্য-মূল্যটি সত্য হয়।
161. p = T, q = F হলে p q -এর সত্য-মূল্য কী?
উওরঃ p q এর সত্য-মূল্য সত্য হবে।
162. p = T, q = F হলে p q -এর সত্য-মূল্য কী?
উওরঃ p q -এর সত্য-মূল্য মিথ্যা হবে।
163. P . ~ q হল একটি স্বতঃসত্য বচন———এটা কি ঠিক?
উওরঃ না, এটা ঠিক নয়।
164. p . q বচনাকারটির প্রকৃতি কী?
উওরঃ এটি হল একটি আপতিক বচনাকার।
165. P . q সত্য হলে p q কী হয়?
উওরঃ p q সত্য হবে।
166. (p q) সত্য হলে (p . q) কি সত্য হবেই?
উওরঃ না, তা মিথ্যাও হতে পারে।
167. ~ I সত্য হলে B . I বচনটির সত্য-মূল্য কী হয়?
উওরঃ বচনটির সত্য-মূল্য হয় মিথ্যা।
168. কোনো সংযৌগিক বচনের একটি সংযোগী মিথ্যা হলে সমগ্র বচনটি হয়?
উওরঃ সমগ্র বচনটি সেক্ষেত্রে মিথ্যা হয়।
169. পূর্বণ মিথ্যা কিন্তু অনুগ সত্য হলে প্রাকল্পিক বচনের মান কী হয়?
উওরঃ প্রাকল্পিক বচনের মান সত্য হয়।
170. পূর্বগ ও অনুগ দুটোই যদি মিথ্যা হয় তাহলে প্রাকল্লিক বচনের মানটি কী হয়?
উওরঃ প্রাকল্পিক বচনের মান সত্য হয়।
171. একটি বিকল্প মিথ্যা হলে বৈকল্পিক বচনের সামগ্রিক মান কী হবে?
উওরঃ সামগ্রিক মান অনির্দিষ্ট হবে।
172. একটি বিকল্প সত্য হলে বৈকল্লিক বচনের সামগ্রিক মান সত্য হয়- এটা কি ঠিক?
উওরঃ হ্যাঁ, এটা ঠিক।
173. কোন্ বচনাকারের অংশগুলি সত্য বা মিথ্যা যাই হোক না কেন, তা সত্যরূপে গণ্য হয়?
উওরঃ সমমান তথা দ্বি-প্রাকল্পিক বচনাকারের।
174. p p কোন্ ধরনের বচনাকার?
উওরঃ p p একটি স্বতঃসত্য বচনাকার।
175. p q সত্য হলে p q কী হবে?
উওরঃ p q মিথ্যা হবে।
176. (p q) -এর সত্যতা কি (p . q) -এর সত্য হবার অনিবার্য শর্ত?
উওরঃ না, অনিবার্য শর্ত নয়।
177. (p . q) = T , এটা কি ( p q) -এর সত্য হওয়ার অনিবার্য শর্ত হতে পারে?
উওরঃ হ্যাঁ, অনিবার্য শর্ত হতে পারে।
178. (p . q) = সত্য হলে, তা থেকে কি ( p q) -এর সত্যতা অনিবার্যভাবে নিঃসৃত হয়?
উওরঃ হ্যাঁ, অনিবার্যভাবে নিঃসৃত হয়।
179. ~ ~ p সত্য হলে p q এর সত্য-মূল্য কী হয়?
উওরঃ p q এর সত্য-মূল্য সত্য হয়।
180. p = T, q = T, … (p . q) = T এটা কি ঠিক?
উওরঃ হ্যাঁ, এটি ঠিক।
181. p = F , q = F, … (p . q) = F এটা কি ঠিক?
উওরঃ না, এটা ঠিক নয়।
182. বচনের সত্য-মূল্য বলতে কী বোঝায়?
উওরঃ সাংকেতিক যুক্তিবিজ্ঞানে বচনের সত্য-মূল্য বলতে বোঝায় বচনটি সত্য (T) অথবা মিথ্যা (F)।
183. সত্য-মূল্যের পরিপ্রেক্ষিতে বচন কয় প্রকার ও কী কী?
উওরঃ সত্য-মূল্যের পরিপ্রেক্ষিতে বচন কয় প্রকারের——[1] স্বতঃসত্য (tautology)
[2] স্বতঃমিথ্যা (contradiction) এবং [3] আপতিক contingent) /
184. প্রাকল্লিক বচনের সত্য-দাবি কী?
উওরঃ প্রাকল্পিক বচনের সত্য দাবি হল পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক জনটি মিথ্যা হবে। এ ছাড়া আর অন্যান্য সম্ভাব্য সত্য শর্তের ক্ষেত্রে প্রাকল্পিক বচন সত্য হবে।
185. পূর্বগ সত্য এবং অনুগ সত্য হলে প্রাকল্পিক বচন কী হয়?
উওরঃ পূর্বগ সত্য এবং অনুগ সত্য হলে প্রাকল্পিক বচন সত্য হবে।
186. পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন কী হয়?
উওরঃ পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন মিথ্যা হবে।
186. পূর্বগ মিথ্যা ও অনুগ সত্য হলে প্রাকল্পিক বচন কী হয়?
উওরঃ পূর্বর্ণ মিথ্যা ও অনুগ সত্য হলে প্রাকল্পিক বচন সত্য হবে।
187. পূর্বণ মিথ্যা এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন কী হয়?
উওরঃ পূর্বগ মিথ্যা এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন সত্য হবে।
188. বৈকল্পিক বচনের সত্য-ন্দাবিটি কীরূপ?
উওরঃ বৈকল্পিক বচনের সত্য-দাবি হল বচনটি সত্য হবে যদি দুটি বিকল্পের মধ্যে কমপক্ষে একটি বিকল্প সত্য হয়। বৈকল্পিক বচন একমাত্র সেই ক্ষেত্রেই মিথ্যা হবে যখন বচনটির উভয় বিকল্পই মিথ্যা।
189. প্রথম বিকল্প সত্য এবং দ্বিতীয় বিকল্প সত্য হলে বৈকল্পিক বচন কী হয়?
উওরঃ প্রথম বিকল্প সত্য এবং দ্বিতীয় বিকল্প সত্য হলে বৈকল্পিক বচন সত্য হবে।
190. প্রথম বিকল্প সত্য এবং দ্বিতীয় বিকল্প মিথ্যা হলে বৈকল্পিক বচন কী হয়?
উওরঃ প্রথম বিকল্প সত্য এবং দ্বিতীয় বিকল্প মিথ্যা হলে বৈকল্পিক বচন সত্য হবে।
191. প্রথম বিকল্প মিথ্যা এবং দ্বিতীয় বিকল্প সত্য হলে বৈকল্পিক বচন কী হয়?
উওরঃ প্রথম বিকল্প মিথ্যা এবং দ্বিতীয় বিকল্প সত্য হলে বৈকল্পিক বচন সত্য হবে।
192. প্রথম বিকল্প মিথ্যা এবং দ্বিতীয় বিকল্প মিথ্যা হলে বৈকল্পিক বচন কী হয়?
উওরঃ প্রথম বিকল্প মিথ্যা এবং দ্বিতীয় বিকল্প মিথ্যা হলে বৈকল্পিক বচন মিথ্যা হবে।
193. বিসংবাদী অর্থে বৈকল্পিক বচনের সত্য-দাবি কী?
উওরঃ বিসংবাদী অর্থে বৈকল্পিক বচনের সত্য-দাবি (truth- claim)-তে বলা যায় যে, দুটি বিকল্প কখনোই যেমন একসঙ্গে সত্য হতে পারে না, তেমনি দুটি বিকল্প কখনোই একসঙ্গে মিথ্যাও হতে পারে না।
194. অবিসংবাদী অর্থে বৈকল্পিক বচনের অর্থটি কীরূপ?.
উওরঃ বৈকল্পিক বচনের অবিসংবাদী অর্থে বলা হয়েছে যে, একটি বিকল্প কমপক্ষে সত্য (T) হলে বচনটি সত্য (T) হবে। আবার দুটি বিকল্প একসঙ্গে সত্যও হতে পারে।
195. অবিসংবাদী অর্থে বৈকল্পিক বচনের সত্য-ন্দাবি কী?
উওরঃ অবিসংবাদী অর্থে বৈকল্পিক বচনের সত্য-দাবি হল দুটি বিকল্পের একটিকে অন্ততপক্ষে সত্য হতেই হবে। আবার দুটি বিকল্প একসঙ্গে সত্য হলেও হতে
196. সংযৌগিক বচনের সত্য-দাবি কী?
উওরঃ সংযৌগিক বচনের সত্য-দাবি হল যে, বচন একমাত্র তখনই সত্য (T) হতে পারে যখন বচনটির উভয় সংযোগীই সত্য (T) হয়।
197. প্রথম সংযোগী সত্য এবং দ্বিতীয় সংযোগী সত্য হলে সংযৌগিক বচন কী হয়?
উওরঃ প্রথম সংযোগী সত্য এবং দ্বিতীয় সংযোগী সত্য হলে সংযৌগিক বচন সত্য হবে।
198. প্রথম সংযোগী সত্য এবং দ্বিতীয় সংযোগী মিথ্যা হলে সংযৌগিক বচন কী হয়?
উওরঃ প্রথম সংযোগী সত্য এবং দ্বিতীয় সংযোগী মিথ্যা হলে সংযৌগিক বচন মিথ্যা হবে।
199. প্রথম সংযোগী মিথ্যা এবং দ্বিতীয় সংযোগী সত্য হলে সংযৌগিক বচন কী হয়?
ওরঃ প্রথম সংযোগী মিথ্যা এবং দ্বিতীয় সংযোগী সত্য হলে সংযৌগিক বচন মিথ্যা হবে।
200. প্রথম সংযোগী মিথ্যা এবং দ্বিতীয় সংযোগী মিথ্যা হলে সংযৌগিক বচন কী হয়?
উওরঃ প্রথম সংযোগী মিথ্যা এবং দ্বিতীয় সংযোগী মিথ্যা হলে সংযৌগিক বচন ও মিথ্যা হবে।
201. সমমান বচনের সত্য-দাবি কী?
উওরঃ সমমান বচনের সত্য-দাবি এই যে, বচনটি সত্য হয় তখনই যখনই বচনটির উভয় অংশ একসঙ্গে সত্য (T) অথবা একসঙ্গে মিথ্যা (F) হয়।
202. প্রথম অংশ সত্য এবং দ্বিতীয় অংশ সত্য হলে সমমান বচন কী হবে?
উওরঃ প্রথম অংশ সত্য এবং দ্বিতীয় অংশ সত্য হলে সমমান বচন সত্য হবে।
203. প্রথম অংশ সত্য এবং দ্বিতীয় অংশ মিথ্যা হলে সমমান বচন কী হবে?
উওরঃ প্রথম অংশ সত্য এবং দ্বিতীয় অংশ মিথ্যা হলে সমমান বচন মিথ্যা হবে।
204. প্রথম অংশ মিথ্যা এবং দ্বিতীয় অংশ সত্য হলে সমমান বচন কী হবে?
উওরঃ প্রথম অংশ মিথ্যা এবং দ্বিতীয় অংশ সত্য হলে সমমান বচন মিথ্যা হবে।
205. প্রথম অংশ মিথ্যা এবং দ্বিতীয় অংশ মিথ্যা হলে সমমান বচন কী হবে?
উওরঃ প্রথম অংশ মিথ্যা এবং দ্বিতীয় অংশ মিথ্যা হলে সমমান বচন সত্য হবে।
206. নঞর্থক বচনের সত্য-ন্দাবি কী?
উওরঃ নঞর্থক বচনের সত্য-দাবি হল যে, তা সদর্থক বচনের ঠিক উলটো বা বিপরীত অর্থাৎ, সদর্থক বচনটি যদি সত্য (T) হয়, তাহলে তার নঞর্থক রূপটি হবে মিথ্যা (F)। আবার সদর্থক বচনটি যদি মিথ্যা (F) হয়, তাহলে তার সদর্থক রূপটি হবে সত্য (T)।
207. সদর্থক বা হ্যাঁ-বাচক বচন সত্য (T) হলে নঞর্থক বচন কী হবে?
উওরঃ সদর্থক বা হ্যাঁ-বাচক বচন সত্য (T) হলে নঞর্থক বা না-বাচক বচন মিথ্যা (F) হবে।
208. সদর্থক বা হ্যাঁ-বাচক বচন মিথ্যা (T) হলে নঞর্থক বচন কী হবে?
উওরঃ সদর্থক বা হ্যাঁ-বাচক বচন মিথ্যা (T) হলে নঞর্থক বা না-বাচক বচন সত্য (T) হবে।
2. True And False
1. বস্তুগত সংশ্লেষক বচন বা প্রাকল্পিক বচনের পূর্বণ সত্য হলে, অনুগ কী হবে?
(a) মিথ্যা
(b) সত্য ✔
(c) সত্য অথবা মিথ্যা
(d) অনির্দিষ্টমান
2. প্রাকল্পিক বচনের অনুগ সত্য হলে, বচনটির সত্য-মূল্য কী হয়?
(a) অনির্দিষ্টমান
(b) মিথ্যা
(c) সত্য ✔
(d) সত্য অথবা মিথ্যা
3. p সত্য এবং ৭ মিথ্যা হলে ‘p v q’কী হবে?
(a) সত্য ✔
(c) মিথ্যা
(c) অনির্দিষ্টমান
(d) সত্য এবং মিথ্যা
4. p সত্য এবং ৭ মিথ্যা হলে ‘ p q’ কী হবে?
(a) সত্য ✔
(b) মিথ্যা
(c) অনির্দিষ্টমান
(d) সত্য এবং মিথ্যা
5. p সত্য এবং q মিথ্যা হলে ‘p . q’ কী হবে?
(a) অনির্দিষ্টমান
(b) সত্য
(c) মিথ্যা ✔
(d) সত্য-মিথ্যা কোনোটিই নয়
6. p সত্য এবং ৭ মিথ্যা হলে ‘ p q’ এর সত্য-মূল্য কী?
(a) সত্য
(b) মিথ্যা ✔
(c) আপতিক
(d) অনির্দিষ্ট মান
7. যে বচন সবসময় সত্য, তাকে কী বলা হয়?
(a) স্বতঃসত্য ✔
(b) স্বতঃমিথ্যা
(c) অনির্দিষ্টমান
(d) আপতিক
৪. যে বচন সবসময় মিথ্যা তাকে কী বলে?
(a) স্বতঃসত্য
(b) স্বতঃমিথ্যা ✔
(c) অনির্দিষ্টমান
(d) আপতিক
9. যে বচন কোনো কোনো সময় সত্য, কোনো কোনো সময় মিথ্যা তাকে কী বলে?
(a) স্বতঃসত্য
(b) স্বতঃমিথ্যা
(c) আপতিক ✔
(d) এদের কোনোটিই নয়
10. স্বতঃসত্য বচনাকার কোন্টি?
(a) p . ~ p
(b) p q
(c) p v p ✔
(d) p q
11. স্বতঃমিথ্যা বচনাকার কোন্টি?
(a) p . p ✔
(b) p q
(c) p . q
(d) p q
12. আপতিক বচনাকার কোনটি?
(a) p . p
(b) p v p
(c) p q ✔
(d) (p v ~ p)
13. সাংকেতিক যুক্তিবিজ্ঞানে একটি বচনের সত্য-মূল্য ক-টি?
(a) একটি
(b) দুটি ✔
(c) তিনটি
(d) চারটি
14. স্বতঃসত্য বচনাকারের সংজ্ঞায় কী বলা যায়?
(a) যে বচন মূল স্তম্ভে সর্বদা মিথ্যা সত্য ✔
(b) যে বচন মূল স্তম্ভে সর্বদা মিথ্যা
(c) যে বচন মূল স্তম্ভে সংশয়াত্মক
(d) যে বচন মূল স্তম্ভে সত্য অথবা মিথ্যা
15. স্বতঃমিথ্যা বচনের সংজ্ঞায় কী বলা যায়?
(a) যে বচন সবসময় সংশয়াত্মকরূপে গণ্য
(b) যে বচন সবসময় সত্যরূপে গণ্য
(c) যে বচন সবসময় মিথ্যারূপে গণ্য ✔
(d) যে বচন সবসময় আপতিকরূপে গণ্য
16. আপতিক বচনের সংজ্ঞায় কী বলা যায়?
(a) যে বচন সবসময় সংশয়াত্মকরূপে গণ্য
(b) যে বচন সবসময় সত্যরূপে গণ্য
(c) যে বচন সবসময় মিথ্যারূপে গণ্য
(d) যে বচন সবসময় আপতিকরূপে গণ্য ✔
17. আপতিক বচনের সাংকেতিক উদাহরণ কী?
(a) p q হল একটি আপতিক বচন
(b) p p হল একটি আপতিক বচন
(c) p . p হল একটি আপতিক বচন
(d) p p হল একটি আপতিক বচন ✔
18. সাংকেতিক উদাহরণগুলির কোনটি স্বতঃসত্য?
(a) p p ✔
(b) p . p
(c) p p
(d) p q
19. সাংকেতিক উদাহরণগুলির কোনটি স্বতঃমিথ্যা?
(a) p q
(b) q p
(c) q . p ✔
(d) p p
20. সত্যসারণির সাহায্যে কোন্ বিষয়টি প্রমাণ করা যায়?
(a) শুধুমাত্র বচনের স্বতঃসত্যতা প্রমাণ করা যায়
(b) শুধুমাত্র বচনের স্বতঃমিথ্যাত্ব প্রমাণ করা যায়
(c) শুধুমাত্র বচনের আপতিকতা প্রমাণ করা যায়
(d) বচনের স্বতঃসত্যতা, স্বতঃমিথ্যাত্ব ও আপতিকতা—- সবই প্রমাণ করা যায় ✔
21. যে যৌগিক বচনের সত্যসারণিতে সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয়, তাকে বলে—–
(a) স্বতঃসত্য বচন ✔
(b) স্বতঃমিথ্যা বচন
(c) আপতিক বচন
(d) বিশ্লেষক বচন
22. p q এই যৌগিক বাক্যটি মিথ্যা হবে যদি——–
(a) p সত্য এবং q সত্য হয়
(b) p মিথ্যা এবং ৭ মিথ্যা হয় ✔
(c) p মিথ্যা এবং q সত্য হয়
(d) p সত্য এবং q মিথ্যা হয়
23. p (p p) এই যৌগিক বাক্যটি সর্বদাই——–
(a) স্বতঃসত্য ✔
(b) স্বতঃমিথ্যা
(c) বৈধ
(d) অনিয়ত
24. কোনটি সঠিক নয়?
(a) p = T … p = F
(b) p = T, q = T… (p . q) = T
(c) p = F, q = F… (p q) = T
(d) p = T, q = F ( p q) = F
25. কোনটি সঠিক?
(a) p = T, q = T :. ( p q) =T ✔
(b) p = T , q = F … (p q) = T
(c) p = F, q = T…( p q ) = T
(d) p = F, q = F … P q) = T
26. কোন্টি সঠিক
(a) p = T , p = T … (q = q) =[F
(b) p = T , q = T… (P . q) = T
(c) p= T, q = T …(p . q) = T ✔
(d) p = T, q = T… ( p. q) = T
27. p = T, q = F হলে, (p . q)-এর সত্য-মূল্য হবে—–
(a) সত্য
(b) মিথ্যা ✔
(c) সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে
(d) এদের কোনোটিই নয়
28. p = F হলে, ( p q) -এর সত্য-মূল্য হবে——
(a) সত্য ✔
(b) মিথ্যা
(c) আপতিক
(d) এদের কোনোটিই নয়
29. ধরো p = T, q = F তাহলে (p . q) = কী হবে?
(a) সত্য ✔
(b) মিথ্যা
(c) সত্য় অথবা মিথ্য়া
(d) এদের কোনোটিই হবে না
30. p = F, q = F হলে, ( p q)= কী হবে?
(a) মিথ্যা
(b) সত্য ✔
(c) সংশয়াত্মক
(d) সত্য সত্য ও মিথ্যা উভয়ই
সত্য অথবা মিথ্যা এদের কোনোটিই হবে না
31. p . q = T হলে, ~P-এর সত্য-মূল্য কী হবে?
(a) সত্য
(b) মিথ্যা ✔
(c) আপতিক
(d) সংশয়াত্মক
32. (p . q) = F হলে, (p . q) কী হবে?
(a) সত্য ✔
(b) মিথ্যা
(c) আপতিক
(d) সংশয়াত্মক
33. P মিথ্যা হলে, ~ ~ p হবে——
(a) সত্য
(b) মিথ্যা ✔
(c) আপতিক
(d) এদের কোনোটিই নয়
34. p মিথ্যা এবং q সত্য হলে, ( p q) -এর সত্য-মূল্য হবে -——–
(a) সত্য
(b) মিথ্যা ✔
(c) স্বতঃসত্য
(d) স্বতঃমিথ্যা
35. (p . p) p বচনটির সত্য-মূল্য হল———
(a) মিথ্যা
(b) স্বতঃসত্য ✔
(c) স্বতঃমিথ্যা
(d) অনির্দিষ্ট মান
36. P = T , Q = T হলে, (p . q) q বচনটির সত্য-মূল্য হল——-
(a) স্বতঃমিথ্যা
(b) অনির্দিষ্ট মান
(c) স্বতঃসত্য ✔
(d) এদের কোনোটিই নয়
37. যে যৌগিক বচনের সত্যসারণিতে সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয়, তাকে বলে——-
(a) স্বতঃসত্য বচন
(b) স্বতঃমিথ্যা বচন ✔
(c) আপতিক বচন
(d) সংশ্লেষক বচন
38. p মিথ্যা হলে, p . q-এর মান কী?
(a) সত্য
(b) মিথ্যা ✔
(c) অনিশ্চিত
(d) এদের কোনোটিই নয়
39. p q বচনাকারটি হল——–
(a) স্বতঃসত্য
(b) স্বতঃমিথ্যা
(c) আপতিক ✔
(d) এদের কোনোটিই নয়
40. যদি p q মিথ্যা হয়, তাহলে q-এর সত্য-মূল্য হবে———-
(a) মিথ্যা ✔
(b) সত্য
(c) আপতিক
(d) সত্য এবং মিথ্যা উভয়ই
41. যদি p q সত্য হয়, তাহলে q-এর সত্য-মূল্য কী হবে?
(a) সত্য হবে
(b) মিথ্যা হবে
(c) নয় সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে ✔
(d) এদের কোনোটিই নয়
42. একটি আপতিক বচনাকারের দৃষ্টান্ত হল———–
(a) p p
(b) p q ✔
(c) p (p . p) p
(d) p (p p)
43. p . q সত্য হলে, p এবং q-এর সত্য-মূল্য হবে যথাক্রমে——–
(a) সত্য ও সত্য
(b) সত্য এবং মিথ্যা ✔
(c) মিথ্যা ও সত্য
(d) মিথ্যা ও মিথ্যা
44. p (p p) -বচনাকারটি সর্বদাই হল———
(a) স্বতঃসত্য ✔
(b) স্বতঃমিথ্যা
(c) বৈধ
(d) অনিয়ত
45. একটি স্বতঃমিথ্যা বচনাকার হল——–
(a) p p
(b) p . p ✔
(c) p p
(d) p p
46. যদি p মিথ্যা হয়, তাহলে p q -এর সত্য-মূল্য হবে———-
(a) সত্য ✔
(b) মিথ্যা
(c) আপতিক
(d) এদের কোনোটিই নয়
47. ইন্দিরা গান্ধি আততায়ী কর্তৃক নিহত হন, রাজীব গান্ধি আততায়ী কর্তৃক নিহত হন’—- (F. T) বচনটি-
(a) সত্য
(b) মিথ্যা ✔
(c) স্বতঃসত্য
(d) সমমান
48. যদি ( p . q) বচনাকারটি সত্য হয়, তবে (p q)-এর সত্য-মূল্য হবে——–
(a) মিথ্যা
(b) সত্য ✔
(c) আপতিক
(d) স্বতঃসত্য
49. যদি (p . q) বচনাকারটি সত্য হয়, তবে (p . q) (q . p) বচনাকারটি কী হবে?
(a) সত্য ✔
(b) মিথ্যা
(c) আপতিক
(d) স্বতঃমিথ্যা
50. যদি (p . q) বচনাকারটি সত্য হয়, তাহলে ( p p) বচনাকারটির সত্য-মূল্য হবে——–
(a) মিথ্যা
(b) সত্য ✔
(c) অনির্দিষ্টমান
(d) স্বতঃমিথ্যা
51. ( p . q) সত্য হলে, ( p q) -এর সত্য-মূল্য হবে———–
(a) সত্য
(b) মিথ্যা ✔
(c) সংশয়াত্মক
(d) আপতিক
52. ( p . q) সত্য হলে, (p q) এর সত্য-মূল্য কী হয়?
(a) সত্য ✔
(b) মিথ্যা
(c) আপতিক
(d) এদের কোনোটিই নয়
53. (p q) সত্য হলে, p-এর সত্য-মূল্য কী হয়?
(a) সত্য হয়
(b) মিথ্যা হয়
(c) আপতিক হয় ✔
(d) স্বতঃমিথ্যা হয়
54. (p q) -এর সত্য-মূল্য সত্য হলে, (p q) -এর সত্য-মূল্য কী হবে?
(a) সত্য হবে
(b) মিথ্যা হবে ✔
(c) আপতিক হবে
(d) সংশয়াত্মক হবে
55. (p . q) -এর সত্য-মূল্য সত্য হলে, ~p -এর সত্য-মূল্য কী হয়?
(a) সত্য হয়
(b) মিথ্যা হয় ✔
(c) সংশয়াত্মক হয়
(d) এদের কোনোটিই নয়
56. ~p সত্য হলে, বলা যায় কি যে (p . q) সত্য?
(a) বলা যায়
(b) বলা যায় না ✔
(c) সত্যও বলা যায় আবার মিথ্যাও বলা যায়
(d) এদের কোনোটিই নয়
57. ~p মিথ্যা হলে, (p q) -এর সত্য-মূল্য কী হয়?
(a) সত্য হয় ✔
(b) মিথ্যা হয়
(c) অনির্দিষ্টমান হয়
(d) এদের কোনোটিই হয় না
58. ধরে নাও ( p q) সত্য, সেক্ষেত্রে p যদি মিথ্যা হয়, তাহলে q -এর সত্য-মূল্য কী হবে?
(a) সত্য ✔
(b) মিথ্যা
(c) আপতিক
(d) সংশয়াত্মক
59. যদি p q হল মিথ্যা হয়, তাহলে p q -এর সত্য-মূল্য হবে———
(a) সত্য
(b) মিথ্যা
(c) অনির্দিষ্টমান ✔
(d) স্ব-বিরোধিতা
60. (p . q) সত্য হলে, (p q) -এর সত্য-মূল্য কী হবে?
(a) সত্য ✔
(b) মিথ্যা
(c) সংশয়াত্মক
(d) আপতিক
61. (p q ) সত্য হলে, (p=q) -এর সত্য-মূল্য কী হয়?
(a) সত্য ✔
(b) মিথ্যা
(c) আপতিক
(d) এদের কোনোটিই নয়
62. (p . q) সত্য হলে, (p q) -এর সত্য-মূল্য কী হবে?
(a) সত্য
(b) মিথ্যা ✔
(c) আপতিক
(d) সংশয়াত্মক
63. (p . q) সত্য হলে, (~p q)-এর সত্য-মূল্য হবে——–
(a) সত্য ✔
(b) মিথ্যা
(c) আপতিক
(d) এদের কোনোটিই নয়
64. p সত্য হলে p q-এর সত্য-মূল্য হবে———–
(a) সত্য ✔
(b) সংশয়াত্মক
(c) মিথ্যা
(d) স্বতঃমিথ্যা
65. যদি p মিথ্যা হয় তাহলে p. q-এর সত্য-মূল্য হবে——–
(a) সত্য
(b) মিথ্যা ✔
(c) সংশয়াত্মক
(d) স্বতঃসত্য
66. (p q)-এর সত্য-মূল্য———– হবে যদি p এবং ৭ দুটিই মিথ্যা হয়।
(a) সত্য ✔
(b) মিথ্যা
(c) আপতিক
(d) সংশয়াত্মক
67. (p . q) -এর সত্য-মূল্য——– হবে যদি p এবং ৭ দুটিই সত্য হয়।
(a) সত্য
(b) মিথ্যা ✔
(c) অনির্দিষ্টমান
(d) সংশয়াত্মক
68. ‘যদি p তাহলে q’ মিথ্যা হবে য়দি———-
(a) p ও q উভয়েই সত্য হয়
(b) p ও q উভয়েই মিথ্যা হয়
(c) p সত্য কিন্তু q মিথ্যা হয় ✔
(d) p মিথ্যা কিন্তু q সত্য হয়
69. P . P এই বচনাকারটি———- ।
(a) স্বতঃসত্য
(b) স্বতঃমিথ্যা
(c) আপতিক ✔
(d) এদের কোনোটিই নয়
70. p p-এই যৌগিক বচনটি সর্বদা————
(a) স্বতঃমিথ্যা
(b) স্বতঃসত্য ✔
(c) অনিশ্চিত
(d) বৈধ
71. P সত্য হলে p q-এর সত্যমূল্য হবে———
(a) সত্য ✔
(b) মিথ্যা
(c) সংশয়াত্মক
(d) স্ববিরোধী
72. কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে——–
(a) শুধুমাত্র অঙ্গবচনের ওপর
(b) শুধুমাত্র যোজকের ওপর ✔
(c) অঙ্গ বচন ও যোজকের ওপর
(d) এদের কোনোটির ওপর নয়
73. যে যৌগিক বচনের সত্যসারণির কতকগুলি নিবেশন সত্য এবং কতকগুলি মিথ্যা হয় তাহলে বচনটি হল——–
(a) স্বতঃসত্য
(b) স্বতঃমিথ্যা
(c) আপতিক ✔
(d) বিশ্লেষক