WBCHSE Class 12 Political Science Chapter 10 Solution | Bengali Medium

Class 12 Political Science Solution

স্থানীয় স্বায়ত্তশাসন

1. MCQs Question Answer

1. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা হল-

A) ২টি

B) ৩টি ✔

C) ৪টি

D) কোনো স্তর নেই

2. পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলা হয়-

A) গ্রামপ্রধান ✔

B) সরপঞ্চ

C) সভাপতি

D)চেয়ারম্যান

3. গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোট আসনের-

A) ১২ অংশ ✔

B) ১৪অংশ

C) ২৩অংশ

D) ২৫অংশ

4. গ্রাম পঞ্চায়েতের সভা বসে মাসে-

A) দুইবার

B) অন্তত একবার ✔

C) তিনবার

D) চারবার

5. পঞ্চায়েতের সভায় ‘কোরাম’ হয় মোট সদস্যের-

A) ১২অংশের উপস্থিতিতে

B) ১৩অংশের উপস্থিতিতে ✔

C) ১৪অংশের উপস্থিতিতে

D)২৫অংশের উপস্থিতিতে

6. গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজে সহায়তা করেন-

A) প্রধান

B) উপপ্রধান

C) কর্মসচিব ✔

D) বিডিও

7. গ্রাম পঞ্চায়েতের কার্যকাল হল-

A) ৩ বছর

B) ৪ বছর

C) ৫ বছর ✔

D) ৬ বছর

৪. পঞ্চায়েত সমিতির প্রধান হলেন-

A) সভাপতি ✔

B) সভাধিপতি

C) প্রধান

D) এসডিও

9. পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক হলেন-

A) এসডিও

B) বিডিও ✔

C) সভাপতি

D) ডিএম

10. পূর্বে পঞ্চায়েত সমিতির নাম ছিল-

A) আঞ্চলিক পরিষদ ✔

B) ব্লক পরিষদ

C) মহকুমা পরিষদ

D) সরপঞ্চ

11. ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল-

A) গ্রাম পঞ্চায়েত

B) পঞ্চায়েত সমিতি

C) মহকুমা পরিষদ

D) জেলাপরিষদ ✔

12. জেলাপরিষদের প্রধান হলেন-

A) সভাপতি

B) সভাধিপতি ✔

C) প্রধান

D) বিডিও

13. জেলাপরিষদের প্রশাসনিক কর্মকর্তা হলেন-

A) বিডিও

B) এসডিও

C) ডিএম ✔

D) কর্মসচিব

14. পঞ্চায়েতের কতগুলি সভায় পরপর হাজির না থাকলে সদস্যপদ বাতিল হয়-

A) ২টি

B) ৩টি ✔

C) ৪টি

D) ৫টি

15. স্বায়ত্তশাসনের ইতিহাস পাওয়া যায় প্রাচীন গ্রন্থ-

A)  রাজতরঙ্গিণীতে

B) মৃচ্ছকটিকমে

C) অর্থশাস্ত্রে ✔

D) ইন্ডিকাতে

16. স্বায়ত্তশাসনের উল্লেখ আছে আবুল ফজলের লেখা-

A) বাবরনামা গ্রন্থে

B) আকবরনামা গ্রন্থে

C) আইন-ই-আকবরি গ্রন্থে ✔

D) হুমায়ুননামা গ্রন্থে

17. গ্রাম পঞ্চায়েত গঠিত হয়-

A) ৫-৩০ জন সদস্য নিয়ে ✔

B) ৫-৩৫ জন সদস্য নিয়ে

C) ৩-৩০ জন সদস্য নিয়ে

D) ৫-৪০ জন সদস্য নিয়ে

18. গ্রাম পঞ্চায়েতের এক-একটি কেন্দ্র থেকে সর্বাধিক যতজন প্রতিনিধি নির্বাচিত হতে পারেন-

A) ২ জন

B) ৩ জন ✔

C) ৪ জন

D) ৫জন

19. জেলাপরিষদের কার্যকাল বাড়ানো যায়-

২ মাস

৩ মাস

৬ মাস ✔

১২ মাস

20. ন্যায় পঞ্চায়েতের সদস্যসংখ্যা হল-

A) ৩ জন

B) ৫ জন ✔

C) ৭ জন

D) ১০ জন

21. পশ্চিমবঙ্গে ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়-

A) ১৯৭৩ সালের আইন অনুযায়ী ✔

B) ১৯৭৫ সালের আইন অনুযায়ী

C) ১৯৭৭ সালের আইন অনুযায়ী

D) ১৯৯৩ সালের আইন অনুযায়ী

22. গ্রামসভার বার্ষিক অধিবেশন বসে-

A) অক্টোবর মাসে

B) নভেম্বর মাসে

C)  ডিসেম্বর মাসে ✔

D) জানুয়ারি মাসে

23. গ্রাম পঞ্চায়েতের কার্যাবলি-

A)  ৩ ভাগে বিভক্ত ✔

B)  ৪ ভাগে বিভক্ত

C)  ৫ ভাগে বিভক্ত

D) ৬ ভাগে বিভক্ত

24. পঞ্চায়েত সমিতির অধিবেশন ডাকা হয়-

A) ৩ মাস অন্তর ✔

B) ৫ মাস অন্তর

C) ৬ মাস অন্তর

D) ৯ মাস অন্তর

25. পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়-

A) ১৯৭৭ খ্রিস্টাব্দে ✔

B) ১৯৭৮ খ্রিস্টাব্দে

C) ১৯৮০ খ্রিস্টাব্দে

D) ১৯৮২ খ্রিস্টাব্দে

26. প্রাচীন ভারতে কোন্টি রাষ্ট্রের ক্ষুদ্রতম রাজনৈতিক সংস্থা ছিল?

A) গ্রাম ✔

B) শহর

C) নগর

D) গঞ্জ

27. মধ্যযুগের মোগল শাসনাধীন ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের পূর্ণাঙ্গ চিত্র কার রচনা থেকে জানা যায়?

A) কৌটিল্য

B) মেগাস্থিনিস

C) অবুল ফজল ✔

D) মনু

28. ভারতীয় সংবিধানের কত নং ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে?

A) ৩৬ নং ধারা

B) ৩৮ নং ধারা

C) ৩৯ নং ধারা

D) ৪০ নং ধারা ✔

29.ভারতে কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের সময় স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রবর্তনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়?

A) প্রথম ✔

B) দ্বিতীয়

C) তৃতীয়

D) চতুর্থ

30. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়?

A) ১৯৪৮ সাল

B) ১৯৪৯ সাল

C) ১৯৫০ সাল

D) ১৯৫১ সাল ✔

31. পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে কোন্ কমিটি বেশকিছু মূল্যবান সুপারিশ করে?

A) সংসদীয় কমিটি

B) বলবন্ত রাই মেহতা কমিটি ✔

C) রামানুজম কমিটি

D) যৌথকমিটি

32. বলবন্ত রাই কমিটি গঠিত হয়-

A) ১৯৫৪ সালে

B) ১৯৫৫ সালে

C) ১৯৫৬ সালে ✔

D) ১৯৫৭ সালে

33. বলবন্ত রাই কমিটি কত সালে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে করে?

A)  ১৯৫৫ সালে

 B) ১৯৫৭ সালে ✔

C)  ১৯৫৮ সালে

 D) ১৯৫৯ সালে

34. বলবন্ত রাই মেহতা কমিটি কত জনসংখ্যা পিছু একটিপঞ্চায়েত সমিতি গঠনের কথা বলেন?

A) ৬০ হাজার

B) ৬৫ হাজার

C) ৭০ হাজার

D) ৮০ হাজার ✔

35. বলবন্ত রাই মেহতা কমিটির সুপারিশ কবে গৃহীত হয়?

A)  ১৯৫৬ সালে

B) ১৯৫৭ সালে

 C) ১৯৫৮ সালে ✔

D) ১৯৫৯ সালে

36. ভারতীয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়?

A) ৭২ তম

B) ৭৩ তম ✔

C) ৭৪ তম

D) ৭৫ তম

37. ভারতীয় সংবিধানের ৭৩তম সংশোধন কবে হয়?

A) ১৯৯০ সালে

B) ১৯৯১ সালে

C) ১৯৯২ সালে ✔

D) ১৯৯৩ সালে

38. সংবিধানের ৭৩তম সংশোধনী আইন কবে থেকে কার্যকর হয়?

A) ১৯৯০ সালে 

B) ১৯৯১ সালে

C)  ১৯৯২ সালে

D)  ১৯৯৩ সালে ✔

39. কোনো পঞ্চায়েতকে ভেঙে দেওয়া হলে ভেঙে দেওয়ার কত দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে?

A) ৪ মাস

B) ৬মাস ✔

C) ৮ মাস

D) ১ বছর

40. গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হয়?

A) ১৮ বছর

B) ২০ বছর

C) ২১ বছর ✔

D) ২৫ বছর

41. পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার যাত্রা কবে শুরু হয়?

A) ১৯৫৬ সালে 

B) ১৯৫৭ সালে  ✔

C) ১৯৫৮ সালে

D) ১৯৫৯ সালে

42. পশ্চিমবঙ্গে দ্বিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কবে শুরু হয়?

A) ১৯৫৮ সালে ✔

B) ১৯৫৯ সালে

C) ১৯৬০ সালে

D) ১৯৬১ সালে

43. পশ্চিমবঙ্গে চার স্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কবে শুরু হয়?

A) ১৯৬০ সালে

B) ১৯৬১ সালে

C) ১৯৬২ সালে

D) ১৯৬৩ সালে ✔

44 . পশ্চিমবঙ্গে কত সালের পঞ্চায়েত আইন অনুযায়ী পরিবর্তে ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়?

A) ১৯৭২ সালে

B) ১৯৭৩ সালে ✔

C) ১৯৭৪ সালে

D) ১৯৭৫ সালে

45. পশ্চিমবঙ্গে কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্যসংখ্যা সর্বাপেক্ষা কত কম হতে পারে?

A) ৫জন ✔

B) ৬ জন

C) ৭ জন

D) ৮ জন

46. পশ্চিমবঙ্গের কোনো গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সংখ্যা কত হতে পারে?

A) ২০ জন

B) ২৫ জন

C) ২৮ জন

D)৩০ জন ✔

47.পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) আইন কবে গৃহীত হয়?

A) ২০০৯ সালে

B) ২০১০ সালে ✔

 C) ২০১১ সালে

D) ২০১২ সালে

48. পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) আইন কবে থেকে চালু হয়?

A) ২৮.০৫.২০১০ থেকে

B) ১০.০৬.২০১০ থেকে

C) ২০.০৬.২০১০ থেকে

D) ০১.০৭.২০১০ থেকে ✔

49. প্রতি মাসে কমপক্ষে কতবার গ্রাম পঞ্চায়েতের সভা আহ্বান করতে হয়?

A)একবার ✔

B) দু-বার

C)তিনবার

D) চারবার

50. কত সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (সংশোধনী) আইনে গ্রাম সংসদ ও গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে?

A) ১৯৯২ সাল

B) ১৯৯৩ সাল

C) ১৯৯৪ সাল ✔

D) ১৯৯৫ সাল

51. গ্রাম সংসদের সভায় কোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন?

A) এক-তৃতীয়াংশ

B) এক-চতুর্থাংশ

C) এক-পঞ্চমাংশ

D)এক-দশমাংশ ✔

52. গ্রাম সভার সভায় কোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন?

A) এক-তৃতীয়াংশ

B) এক-পঞ্চমাংশ

C) এক-দশমাংশ

D) একের কুড়ি অংশ ✔

53. গ্রাম উন্নয়ন সমিতির মোট সদস্যসংখ্যার কমপক্ষে কত অংশ মহিলাদের জন্য সংরক্ষিত?

A) অর্ধেক

B) এক-তৃতীয়াংশ ✔

C) এক-চতুর্থাংশ

D) এক-পঞ্চমাংশ

54. ন্যায় পঞ্চায়েতের বিচারকদের কার্যকালের মেয়াদ কত বছর?

A) ৫বছর ✔

B) ৬ বছর 

C) ৭ বছর

D) ৮ বছর

55. ন্যায় পঞ্চায়েতের কার্যপরিচালনার জন্য কমপক্ষে কতজন বিচারকের উপস্থিতি প্রয়োজন?

A) ১ জন

B) ২ জন

C) ৩জন ✔

D) ৪ জন

56. ন্যায় পঞ্চায়েত কত টাকা মূল্যের দেওয়ানি মামলার বিচার করতে পারে?

A) ২৫০ টাকা ✔

B) ৫০০ টাকা

C) ১০০০ টাকা

D) ২০০০ টাকা

57. ন্যায় পঞ্চায়েত ফৌজদারি মামলায় সর্বাধিক কত টাকার জরিমানা করতে পারে?

A) ৫০ টাকা ✔

B) ৫০০ টাকা

C) ১০০০ টাকা

D) ২০০০ টাকা

58. পঞ্চায়েত সমিতির সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?

A) ২ বছর

B) ৩ বছর

C) ৪ বছর

D) ৫ বছর ✔

59. পঞ্চায়েত সমিতির সভাপতি বা সহসভাপতির বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব বাতিল হয়ে গেলে বা কোরামের অভাবে বাতিল হয়ে গেলে কতদিনের মধ্যে পুনরায় অনাস্থা প্রস্তাব আনা যাবে না?

A) ৪ মাস

B)৬ মাস

C) ১ বছর ✔

D) ২ বছর

60. পশ্চিমবঙ্গের কোন্ জেলাতে জেলাপরিষদ নেই?

A) জলপাইগুড়ি

B) হুগলি

C) বর্ধমান

D) দার্জিলিং ✔

61. জেলাপরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?

A)  ৪ বছর

B)  ৫ বছর ✔

C)  ৬ বছর

D) ৭ বছর

62. জেলাপরিষদের স্থায়ী সমিতির সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?

A) ১ বছর

B) ২ বছর

C) ৪ বছর

D) ৫বছর ✔

63. পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী অফিসার হলেন-

A) বিডিও ✔

B) এসডিও

C) ডিএম

D) এমপি

64. গ্রামের রাস্তায় আলোর ব্যবস্থা করা গ্রাম পঞ্চায়েতের-

A) আবশ্যিক কর্তব্য

B) স্বেচ্ছাধীন কর্তব্য ✔

C) অন্যান্য কর্তব্য

D) কোনোটিই নয়

65. নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন-

A) বিডিও ✔

B) এসডিও

C) প্রধান

D) ডিএম

66. ব্লক সংসদ গঠিত হয়-

A) গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে

B) পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে ✔

C) জেলাপরিষদের সদস্যদের নিয়ে 

D) কোনোটিই নয়

67.রাজ্য প্রশাসনের প্রশাসনিক কাজকর্মের একক হল-

A) গ্রাম পঞ্চায়েত

B) পঞ্চায়েত সমিতি

C)জেলাপরিষদ

D) জেলা ✔

68. গ্রাম পঞ্চায়েতের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করেন-

A)  প্রধান

B) উপপ্রধান

C) পঞ্চায়েতের সদস্যবৃন্দ

D) কর্মসচিব ✔

69. গ্রাম সংসদের সভা বসে-

A) নভেম্বর ও মে মাসে ✔

B) মার্চ ও জুন মাসে

C) জুলাই ও সেপ্টেম্বর মাসে

D) এপ্রিল ও অক্টোবর মাসে

70. গ্রামীণ বিচার সম্পর্কিত পঞ্চায়েতটি হল-

A) জেলাপরিষদ

B) পঞ্চায়েত সমিতি

C) ন্যায় পঞ্চায়েত ✔

D) গ্রামসভা

71. স্বায়ত্তশাসনের অর্থ হল-

A) অন্যের শাসন

B) অন্যের দ্বারা শাসিত হওয়া

C) নিজেদের সরকার বা নিজেদের শাসন ✔

D) বিশেষ অনুমোদিত সরকার

72. “ভারতে প্রকৃত গণতন্ত্রের ভিত্তি হবে স্থানীয় স্বায়ত্তশাসন”- বলেছেন-

A) নেহরু ✔

B) লালবাহাদুর শাস্ত্রী

C) ইন্দিরা গান্ধি

D) নরসিমা রাও

73. গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন-

A) বিডিও

B) এসডিও

C) সভাপতি

D) প্রধান ✔

74. জেলাপরিষদের অবস্থান পঞ্চায়েত ব্যবস্থার-

A) প্রথম স্তরে

B) দ্বিতীয় স্তরে

C) তৃতীয় স্তরে ✔

D) চতুর্থ স্তরে

75. পশ্চিমবঙ্গের বর্তমানে জেলার সংখ্যা-

A) ১৫

B) ১৮

C) ১৬

D) ১৯ ✔

76. জেলাপরিষদের প্রধান কর্মকর্তা হলেন-

A) জেলাশাসক

B) সহকারি জেলাশাসক

C) মহকুমা শাসক

D) সভাধিপতি ✔

77. জেলাপরিষদের মুখ্য পদাধিকারী হলেন-

A) সভাপতি

B) সভাধিপতি ✔

C) প্রধান

D) কেউই নন

78. ব্লক পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান হল-

A) গ্রাম পঞ্চায়েত

B) ন্যায় পঞ্চায়েত

C) পঞ্চায়েত সমিতি ✔

D) জেলাপরিষদ

79. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতিতে ব্লকের অন্তর্গত প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হন কমপক্ষে-

A) ২ জন

B) ৩জন ✔

C) ৪ জন

D) ৫ জন

৪০. ‘পঞ্চায়েতিরাজ’ ধারণার স্রষ্টা হলেন-

A) নেহরু

B) গান্ধিজি ✔

C) সুভাষচন্দ্র

D) জয়প্রকাশ নারায়ণ

81. পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন-

A) রাজ্য সরকারের দ্বারা

B) জেলাশাসকের দ্বারা

C) ভোটদাতাদের দ্বারা

D) সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দ্বারা ✔

82. পঞ্চায়েত সমিতির একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস হল-

A) পথকর, অভিকর, ফি ইত্যাদি ✔

B) জেলাপরিষদ কর্তৃক প্রদত্ত অনুদান

C) রাজ্যসরকার কর্তৃক প্রদত্ত আয়করের অংশ

D) এগুলির কোনোটিই নয়

83. জেলাপরিষদের সদস্যদের মধ্যে থাকেন প্রতিটি ব্লক থেকে ভোটদাতাদের দ্বারা নির্বাচিত-

A) ২ জন প্রতিনিধি

B) ৩ জন প্রতিনিধি ✔

C) ৪ জন প্রতিনিধি

D) ৫ জন প্রতিনিধি

84. জেলাপরিষদের সভাধিপতি নির্বাচিত হন-

A) জেলাপরিষদের সদস্যদের দ্বারা ✔

B) জেলার নির্বাচকমন্ডলীর দ্বারা

C) ম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদের নির্বাচিত

D) কোনোটিই নয়

85. জেলা সংসদের সভায় কোরাম হয়-

A) ১৩অংশ সদস্য উপস্থিত থাকলে

B) ২৩অংশ সদস্য উপস্থিত থাকলে

C) ১৫অংশ সদস্য উপস্থিত থাকলে

D) ১১০ অংশ সদস্য উপস্থিত থাকলে ✔

86. “জাতীয় রাষ্ট্রের গণতন্ত্রের একটি শ্রেষ্ঠ মাধ্যম হল স্থানীয় স্বায়ত্তশাসন” বলেছেন-

A) ড. কে কে পিল্লাই ✔

B) দুর্গাদাস বসু

C) জোহারি

D) পাইলি

87. “গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ একটি রাজনৈতিক আদর্শ, এর প্রতিষ্ঠানিক ৰূপ হল স্থানীয় স্বায়ত্তশাসন”-উক্তিটি করেছেন-

A) ইকবাল নারায়ণ ✔

B) ড. কে কে পিল্লাই

C) ড. আম্বেদকর

D) অধ্যাপক জোহারি

৪৪. গ্রামীণ ভারতে পঞ্চায়েতের স্বপ্ন প্রথম দেখেছিলেন-

A) নেহরু

B) গান্ধিজি ✔

C) রবীন্দ্রনাথ

D) প্যাটেল

৪9. মূলত যে প্রধানমন্ত্রীর উদ্যোগে ৭৩তম এবং ৭৮তম সংবিধান সংশোধনী আইন সারা দেশে চালু হয়, তিনি হলেন-

A) ইন্দিরা গান্ধি

B) অটলবিহারী বাজপেয়ী

C) মোরারজি দেশাই

D) রাজীব গান্ধি ✔

90. গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ-

A) ৪ বছর

B) ৫ বছর ✔

C) ৬ বছর

D) ৭ বছর

91. পঞ্চায়েত সমিতি হল পঞ্চয়েত রাজ ব্যবস্থার______স্তর।

A) প্রথম

B) দ্বিতীয় ✔

C) তৃতীয়

D) চতুর্থ

92. ______ তম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে-

A)৭০

B) ৭১

C) ৭২

D) ৭৩ ✔

93. গ্রাম পঞ্চায়েতের প্রধান তাঁর পদত্যাগপত্র পেশ করেন-

A) বিডিও-র কাছে ✔

B) জেলাশাসকের কাছে

C) মুখ্যমন্ত্রীর কাছে

D) রাজ্যপালের কাছে

94. গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্যসংখ্যা-

A) ১০ জন

B) ১৫ জন

C) ২০ জন

D) ৩০ জন ✔

95. জেলাপরিষদের মুখ্য পদাধিকারী হলেন-

A) প্রধান

B) সভাপতি

C) সভাধিপতি ✔

D) কেউই নন

96. পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন-

A) চেয়ারম্যান

B)  BDO (বিডিও) ✔

C)  SDO (এসডিও)

D)  সভাধিপতি

97. পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল-

A) পঞ্চায়েত সমিতি

B) গ্রাম পঞ্চায়েত

C) জেলাপরিষদ ✔

D) গ্রাম সংসদ

98. পঞ্চায়েত সংস্থায় সদস্যদের কার্যকালের মেয়াদ হল-

A)  ৪ বছর

B) ৫ বছর ✔

C) ৬ বছর

D) কোনোটিই নয়

99. পশ্চিমবঙ্গের জেলাপরিষদগুলিতে প্রতিটি ব্লক থেকে কতজন সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হন?

A) ২ ✔

B) ৩

C) 8

D) ৫

100. ন্যায় পঞ্চায়েত গঠিত হয়______জন সদস্য নিয়ে।

A) 8

B) ৬

C) ৫ ✔

D) ১০

101. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়-

 A) ১৯৪৭ সালে

 B) ১৯৭৩ সালে ✔

 C) ১৯৭৭ সালে

 D) এর কোনোটিই নয়

102. পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়-

A) সভাপতি

B) মন্ত্রী

C) ম্যাজিস্ট্রেট ✔

D) কাউন্সিলর

103. পৌরসভার প্রধান কার্যনির্বাহী হলেন-

A) চেয়ারম্যান ✔

B) মেয়র

C) কাউন্সিলর

D) কমিশনার

104. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন-

A)  স-পরিষদ মেয়র

B) ডেপুটি মেয়র

C) মেয়র ✔

D) মন্ত্রী

105. মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক হলেন-

A) কমিশনার ✔

B) মেয়র

C) কাউন্সিলর

D) চেয়ারম্যান

106. পৌরসভায় মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোট আসনের-

A) ১৩অংশ ✔

B) ২৩অংশ 

C) ১২অংশ

D) ১৪অংশ

107. পুর কমিশনারের কার্যকাল হল-

A) ৪ বছর

B) ৫ বছর

C) ৬ বছর ✔

D) ৭ বছর

108. কলকাতা কর্পোরেশনে ওয়ার্ড সংখ্যা হল-

A) ১৪০

B) ১88 ✔

C) ১৫০

D) ১৫১

109. মেয়রের ভূমিকার সঙ্গে তুলনা করা যায়-

 A) রাষ্ট্রপতির ভূমিকার

B) প্রধানমন্ত্রীর ভূমিকার

C)  মুখ্যমন্ত্রীর ভূমিকার ✔

D)  মুখ্যসচিবের ভূমিকার

110. বর্তমানে পশ্চিমবঙ্গের মোট পৌরসভার সংখ্যা হল-

A) ১০০

B) ১১০

C) ১১১ ✔

D) ১১৫

111. পশ্চিমবঙ্গ পৌর বিল পাস হয়- অথবা, পশ্চিমবঙ্গ পৌর আইন প্রণীত হয়-

A) ১৯৯২ সালে

B) ৯৯৩ সালে  ✔

C) ১৯৯৪ সালে

D) ১৯৯৫ সালে

112. পৌরসভার অধীনে কমিটির সংখ্যা হল-

A) 8

B) ৫

C) ৬ ✔

D) ৭

113. কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা হল-

A) ওয়ার্ড কমিটি

B) কাউন্সিলর পরিষদ ✔

C) বরো কমিটি

D) স-পরিষদ মেয়র

114. কলকাতা কর্পোরেশনের স-পরিষদ মেয়রের সদস্যসংখ্যা হল-

A) ১২ ✔

B) ১৪

C)১৫

D) ২০

115. পৌরসভার সদস্যসংখ্যা হল-

A) ৫-৩০ জন

B) ৫-৪০ জন

C) ৯-৩০ জন ✔

D) ১০-৪০ জন

116. পশ্চিমবঙ্গে বিভাগের সংখ্যা হল-

A) ৩টি ✔

B) ২টি

C) ৪টি

D) ৫টি

117. পশ্চিমবঙ্গে প্রতিটি বিভাগের দায়িত্বে আছেন-

A) মিশনারেট

B) মন্ত্রী

C) একজন বিভাগীয় কমিশনার ✔

D) একজন সচিব

118. পশ্চিমবঙ্গে পৌরসভা পরিচালিত হয়-

A) ১৯৯০ সালের আইন অনুযায়ী

B) ১৯৯১ সালের আইন অনুযায়ী

C) ১৯৯২ সালের আইন অনুযায়ী

D) ১৯৯৩ সালের আইন অনুযায়ী ✔

119. বিভাগীয় কমিশনারদের নিয়োগ করেন-

A) মুখ্যসচিব ✔

B) মুখ্যমন্ত্রী

C) রাজ্যপাল

D) স্পিকার

120. কাউন্সিলর পদপ্রার্থীর বয়স কমপক্ষে হতে হবে-

A) ১৮ বছর

B) ২১ বছর ✔

C) ২৫ বছর

D) ৩০  বছর

121. পশ্চিমবঙেঙ্গ মোট পৌর কর্পোরেশনের সংখ্যা হল-

A) ৪টি

B) ৫টি

C) ৬টি ✔

D) ৭টি

122. পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্যসংখ্যা হল-

A) অনধিক ২

B) অনধিক ৩

C) অনধিক ৪

D) অনধিক ৫ ✔

123. পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সাধারণ কার্যকালের মেয়াদ হল-

A) ১ বছর ✔

B) ২ বছর

C) ৩ বছর

D) ৫ বছর

124. পশ্চিমবঙ্গের পৌরসভার তিনটি কর্তৃপক্ষ হল-

 A) পৌরসভা, স-পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

 B) পৌরসভা, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

 C)  পৌরসভা, স-পরিষদ চেয়ারম্যান ও চেয়ারম্যান ✔

 D)  পৌরসভা, চেয়ারম্যান ও নির্বাহী আধিকারিক

125. পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির চেয়ারম্যানরা নির্বাচিত হন-

A)  সংশ্লিষ্ট পৌরসভার নির্বাচিত কাউন্সিলারদের দ্বারা ✔

B)  সংশ্লিষ্ট পৌরসভার নির্বাচিত পুরুষ সদস্যদের দ্বারা

 C) জেলাশাসকের দ্বারা

 D) জেলার মধ্যে অবিস্থত অন্যান্য পৌরসভার চেয়ারম্যানের দ্বারা

126. পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির কাজকে যে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, তা হল-

A) আবশ্যিক, স্বেচ্ছাধীন ও উন্নয়নমূলক কার্যাবলি

B) পূর্তবিষয়ক, জনস্বাস্থ্য ও অন্যান্য কার্যাবলি

C) পূর্তবিষয়ক কার্যাবলি, প্রশাসন ও উন্নয়নমূলক কার্যাবলি

D) আবশ্যিক কার্যাবলি, স্বেচ্ছাধীন কার্যাবলি এবং রাজ্য সরকার কর্তৃক হস্তান্তরিত  কার্যাবলি ✔

127. কলকাতা পৌরনিগমের আয়ের একটি প্রধান উৎস হল-

A) সংবাদপত্রে দেওয়া বিজ্ঞাপন

B) বেতারে দেওয়া বিজ্ঞাপন

C) দূরদর্শনে দেওয়া বিজ্ঞাপন

D) জমি, বাড়ি, দেয়াল, হোর্ডিং প্রভৃতি প্রকাশ্য স্থানে দেওয়া বিজ্ঞাপন ✔

128. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন-

A) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ✔

B) নেতাজি সুভাষচন্দ্র বসু

C) হরিশঙ্কর পাল

D) হেমচন্দ্র নস্কর

129. পশ্চিমবঙ্গের মোট পৌরসভার সংখ্যা হল-

A) ৭৮

B) ১২৮ ✔

C) ১৫৫

D) ১৬৪

2. Very Short Question Answer

1. গ্রামসভা কাকে বলে?

গ্রাম পঞ্চায়েতের নির্বাচনি কেন্দ্রের সব ভোটারকে নিয়ে যে সভা গঠিত হয় তাকে গ্রামসভা বলে।

2. গ্রাম পঞ্চায়েতের বিচারবিভাগীয় সংস্থা কোন্টি?

গ্রাম পঞ্চায়েতের বিচারবিভাগীয় সংস্থা হল ন্যায় পঞ্চায়েত।

3. প্রাচীন ভারতের গ্রামীণ স্বায়ত্তশাসনের ব্যবস্থা সম্পর্কে কাদের রচনা থেকে জানা যায়?

মনু, কৌটিল্য, শুক্রাচার্য প্রমুখের রচনা থেকে প্রাচীন ভারতের গ্রামীণ স্বায়ত্তশাসনের ব্যবস্থা সম্পর্কে জানা যায়।

4. বলবস্ত রাই মেহতা কমিটি কীরূপ পঞ্চায়েত ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে?

বলবন্ত রাই মেহতা কমিটি ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে।

5. প্রাচীন ভারতের গ্রামীণ স্বায়ত্তশাসনের ব্যবস্থা সম্পর্কে কাদের রচনা থেকে জানা যায়?

মনু, কৌটিল্য, শুক্রাচার্য প্রমুখের রচনা থেকে প্রাচীন ভারতের গ্রামীণ স্বায়ত্তশাসনের ব্যবস্থা সম্পর্কে জানা যায়।

6. বলবস্ত রাই মেহতা কমিটি কীরূপ পঞ্চায়েত ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে?

বলবন্ত রাই মেহতা কমিটি ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে।

7. মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী জেলাপরিষদের দায়িত্ব কী হবে?

মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী জেলাপরিষদের দায়িত্ব হবে জেলার অন্তর্গত পঞ্চায়েত সমিতিগুলির কার্যাবলির মধ্যে সমন্বয়সাধন করা।

8. পঞ্চায়েত ব্যবস্থা ভারতীয় সংবিধানের কোন্ অংশে অন্তর্ভুক্ত হয়েছে?

পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের নবম অংশে অন্তর্ভুক্ত হয়েছে।

9. ভারতীয় সংবিধানের ৭৩তম সংশোধনে কটি স্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে?

ভারতীয় সংবিধানের ৭৩তম সংশোধনে ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে।

10. সংবিধানের ৭৩তম সংশোধন অনুযায়ী কোন্ রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর থাকবে না?

সংবিধানের ৭৩তম সংশোধন অনুযায়ী যেসব রাজ্যের জনসংখ্যা ২০ লক্ষের বেশি নয়, সেখানে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর থাকবে না।

11. ৭৩তম সংবিধান সংশোধন অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য ক-টি আসন সংরক্ষিত থাকবে?

৭৩ তম সংবিধান সংশোধন অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য মোট আসনের এক-তৃতীয়াংশ সংরক্ষিত থাকবে।

12. ৭৩তম সংবিধান সংশোধন অনুযায়ী পঞ্চায়েতের নির্বাচন পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে?

৭৩তম সংবিধান সংশোধন অনুযায়ী পঞ্চায়েতের নির্বাচন পরিচালনার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের হাতে থাকবে।

13. নগর পঞ্চায়েত কোথায় প্রতিষ্ঠিত হবে?

যেসব অঞ্চল গ্রাম থেকে শহরে রূপান্তরিত হচ্ছে, সেখানে নগর পঞ্চায়েত গঠিত হবে।

14. পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিকে ক-টি ভাগে ভাগ করা যায়?

পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা-গ্রামীণ ও পৌর।

15. গ্রামীণ স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কী?

গ্রামীণ স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান হল পঞ্চায়েত ব্যবস্থা।

 16. গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে?

গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন ব্লক উন্নয়ন আধিকারিক।

17. গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?

গ্রাম পঞ্চায়েতের সভায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সভাপতিত্ব করেন।

18. গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান কীভাবে নির্বাচিত হন?

গ্রাম পঞ্চায়েতের প্রথম নবনির্বাচিত সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে প্রধান ও অন্য একজনকে উপপ্রধান হিসেবে নির্বাচিত করেন।

19. গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানকে অপসারণের প্রস্তাব উত্থাপিত হলে কত দিনের মধ্যে তা দ্বিতীয়বার উত্থাপন করা যায় না?

গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানকে অপসারণের প্রস্তাব প্রথমবার উত্থাপনের পর ১ বছরের মধ্যে দ্বিতীয়বার তা উত্থাপন করা যায় না।

20. কীরূপ পরিস্থিতিতে প্রধান গ্রাম পঞ্চায়েতের সভা আহ্বান করতে বাধ্য থাকেন?

কমপক্ষে ৩ জন সদস্য-সহ এক-তৃতীয়াংশ সদস্য লিখিতভাবে দাবি জানালে প্রধান গ্রাম পণ্যায়েতের সভা আহ্বান করতে বাধ্য থাকেন।

21. গ্রাম পঞ্চায়েতের কোরাম হওয়ার জন্য কতজন সদস্যের উপস্থিতির প্রয়োজন হয়?

গ্রাম পঞ্চায়েতের কোরাম হওয়ার জন্য ৩ জন সদস্যসাপেক্ষে মোট সদস্যসংখ্যার এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি প্রয়োজন হয়।

22. গ্রাম পঞ্চায়েতে নির্ণায়ক ভোট কী?

গ্রাম পঞ্চায়েতের কোনো সভায় কোনো প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক ভোট হলে সভাপতি যে ভোট দিয়ে প্রস্তাবটির ফয়সালা করেন, সেই ভোটকেই নির্ণায়ক ভোট বলা হয়।

23. গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়?

গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনি এলাকার সমস্ত ভোটদাতাদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়।

24. গ্রাম সংসদের সভা কখন আহ্বান করা যায়?

গ্রাম সংসদের ষাণ্মাসিক সভা নভেম্বর মাসে ও বার্ষিক সভা মে মাসে আহ্বান করা হয়।

25. গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয়?

প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সকল ভোটদাতাদের নিয়ে গ্রামসভা গঠিত হয়।

26. গ্রামসভার বার্ষিক সভা কখন অনুষ্ঠিত হয়?

প্রতি বছর ডিসেম্বর মাসে গ্রামসভার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

27. গ্রামসভার গুরুত্বপূর্ণ কাজ কী?

গ্রাম পঞ্চায়েতের বার্ষিক বাজেট চূড়ান্তভাবে গ্রহণ ও অনুমোদন করা গ্রামসভার একটি গুরুত্বপূর্ণ কাজ।

28. ন্যায় পঞ্চায়েতের সদস্যদের কী বলে?

ন্যায় পঞ্চায়েতের সদস্যদের বিচারক বলে।

29. ন্যায় পঞ্চায়েতের সদস্যগণ কাদের দ্বারা নির্বাচিত হন?

ন্যায় পঞ্চায়েতর সদস্যগণ গ্রাম পঞ্চায়েত কর্তৃক নিযুক্ত হন।

30. ন্যায় পঞ্চায়েত কী কী করতে পারে?

ন্যায় পঞ্চায়েত ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার করতে পারে।

31. পঞ্চায়েত সমিতি কোন্ স্তরে গঠিত হয়?

পঞ্চায়েত সমিতি ব্লক স্তরে গঠিত হয়।

32. পঞ্চায়েত সমিতিতে কত ধরনের সদস্য থাকেন?

পঞ্চায়েত সমিতিতে দুই ধরনের সদস্য থাকেন-নির্বাচিত সদস্য ও পদাধিকারবলে সদস্য।

33. পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা কে?

পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন পঞ্চায়েত সমিতির সভাপতি।

34. কতদিন অন্তর পঞ্চায়েত সমিতির সভা অনুষ্ঠিত হয়?

প্রতি তিন মাস অন্তর পঞ্চায়েত সমিতির সভা অনুষ্ঠিত হয়।

35. জেলাপরিষদ কোথায় গঠিত হয়?

প্রতিটি জেলায় জেলাপরিষদ গঠিত হয়।

36. জেলাপরিষদের প্রধান কে?

▶ জেলাপরিষদের প্রধান হলেন সভাধিপতি।

37. ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কী? অথবা, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কী?

ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল জেলাপরিষদ।

38. জেলাপরিষদের সভাধিপতি কীভাবে নির্বাচিত হন?

জেলাপরিষদের নির্বাচিত সদস্যগণ প্রথম সভায় নিজেদের মধ্যে থেকে একজনকে সভাধিপতি হিসেবে নির্বাচন করেন।

39. জেলাপরিষদের কার্যনির্বাহী আধিকারিক কে?

জেলাপরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন জেলাশাসক।

40. জেলাপরিষদের স্থায়ী কমিটির কর্মাধ্যক্ষ কাকে বলে?

জেলাপরিষদের স্থায়ী কমিটির সভাপতিকে কর্মাধ্যক্ষ বলা হয়।

41. ২০০৩ সালের পঞ্চায়েত (সংশোধনী) আইন অনুসারে জেলা সংসদ কোথায় গঠিত হবে?

২০০৩ সালের পঞ্চায়েত (সংশোধনী) আইন অনুসারে প্রতিটি জেলাপরিষদ স্তরে জেলা সংসদ গঠিত হবে।

42. জেলা সংসদে বছরে কমপক্ষে ক-টি অধিবেশন আহ্বান করতে হয়? 

জেলা সংসদে বছরে কমপক্ষে দুটি অধিবেশন আহ্বান করতে হয়।

43. জেলা সংসদের সভায় কমপক্ষে কতজন সদস্য উপস্থিত থাকলে কোরাম হয়?

জেলা সংসদের সভায় কমপক্ষে মোট সদস্যের এক-দশমাংশ উপস্থিত থাকলে কোরাম হয়।

44. কত সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনে অর্থ কমিশন গঠন করার কথা বলা হয়েছে?

১৯৯৪ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (সংশোধনী) আইনে অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে।

45. ১৯৯৪ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে অর্থ কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হবে?

১৯৯৪ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে অনধিক ৫ জন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হবে।

46. পঞ্চায়েত ব্যবস্থায় সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্তর কী?

পঞ্চায়েত ব্যবস্থায় সর্বনিম্ন স্তর হল গ্রাম পঞ্চায়েত এবং সর্বোচ্চ স্তর হল জেলাপরিষদ।

47. জেলাপরিষদের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন পদাধিকারী কে?

জেলাপরিষদের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন পদাধিকারী হলেন সভাধিপতি।

48. কোন্ আইন দ্বারা পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে?

৭৩তম সংবিধান সংশোধনী আইন দ্বারা পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে।

49. বর্তমানে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের সদস্যসংখ্যা কত?

বর্তমানে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের সদস্যসংখ্যা কমপক্ষে ৫ এবং অনধিক ৩০।

50. সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে কত খ্রিস্টাব্দে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়?

সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে ১৯৭৮ খ্রিস্টাব্দে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়।

51. জেলাপরিষদের কার্যনির্বাহী আধিকারিককে কে নিযুক্ত করেন?

রাজ্য সরকার জেলাপরিষদের কার্যনির্বাহী আধিকারিককে নিযুক্ত করেন।

52. জেলাপরিষদের সভাধিপতির পদমর্যাদা কী?

জেলাপরিষদের সভাধিপতির পদমর্যাদা রাজ্য মন্ত্রীসভার মন্ত্রীর পদমর্যাদার অনুরূপ।

53. ভারতীয় সংবিধানের কোন্ অংশে কত নম্বর ধারায় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে?

ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে নির্দেশমূলক নীতির ৪০নং ধারায় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে।

54. কোন্ আইনে পশ্চিমবঙ্গের গ্রাম সংসদ ও গ্রামসভা গঠনের কথা বলা হয়েছে?

১৯৯৪ খ্রিস্টাব্দের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সংশোধনী আইনে গ্রাম সংসদ ও গ্রামসভা গঠনের কথা বলা হয়েছে।

55. কোন্ আইনে পঞ্চায়েত নির্বাচন প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলক করা হয়েছে?

১৯৯২ খ্রিস্টাব্দের ৭৩ তম সংবিধান সংশোধনী আইনে পঞ্চায়েত নির্বাচন প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলক করা হয়েছে।

56. রাজ্য সরকারের অনুমতিক্রমে কোন্ আইন অনুসারে কোনো গ্রাম পঞ্চায়েত ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে?

১৯৭৩ খ্রিস্টাব্দের পঞ্চায়েত আইন অনুসারে কোনো গ্রাম পঞ্চায়েত ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে।

57. পশ্চিমবঙ্গে কোনো ন্যায় পঞ্চায়েত গঠিত হয়েছে কি?

না, পশ্চিমবঙ্গে কোনো ন্যায় পঞ্চায়েত গঠিত হয়নি।

58. পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে?

পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলেন বিডিও।

59. পঞ্চায়েত সমিতির বাজেট অনুমোদন করে কে?

জেলাপরিষদ পঞ্চায়েত সমিতির বাজেট অনুমোদন করে।

60 . জেলাপরিষদের বাজেট অনুমোদন করে কে?

জেলাপরিষদের বাজেট অনুমোদন করে রাজ্য সরকার।

61. পঞ্চায়েতিরাজ ব্যবস্থা কীসের প্রতীক?

পঞ্চায়েতিরাজ ব্যবস্থা ক্ষমতা বিকেন্দ্রীকরণের প্রতীক।

62. ব্লক পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কোন্টি?

ব্লক পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান হল পঞ্চায়েত সমিতি।

63. জেলা পর্যায়ের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কোন্টি?

জেলা পর্যায়ের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান হল জেলাপরিষদ।

64. গ্রাম পঞ্চায়েতের যিনি সর্বেসর্বা তাঁকে কী বলা হয়?

গ্রাম পঞ্চায়েতের যিনি সর্বেসর্বা তাঁকে প্রধান বলা হয়।

65. জেলাপরিষদের কার্যকালের মেয়াদ কি বাড়ানো যায়?

জেলাপরিষদের কার্যকালের মেয়াদ ৫ বছর। বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকার এই মেয়াদ আরও ৬ মাস বাড়াতে পারেন।

66. গ্রামীণ ভারতে পঞ্চায়েতের স্বপ্ন প্রথম কে দেখেছিলেন?

▶ গ্রামীণ ভারতে পঞ্চায়েতের স্বপ্ন প্রথম দেখেছিলেন গান্ধিজি।

67. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার ক-টি স্তর?

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার ৩টি স্তর আছে।

68. গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?

গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান।

69. পৌরসভার দুটি কমিটির নাম লেখো।

পৌরসভার দুটি কমিটির নাম হল- ① বরো কমিটি এবং ওয়ার্ড কমিটি।

70. পৌরসভা কাদের নিয়ে গঠিত হয়?

পৌরসভা হল পৌর অঞ্চলে পৌর শাসনের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলার পরিষদ।① ওয়ার্ডগুলি থেকে নির্বাচিত সদস্য এবং ② রাজ্য সরকার কর্তৃক মনোনীত পৌরপ্রশাসন সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে এই পরিষদ গঠিত হয়।

71. পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের দুটি উৎস কী কী?

অথবা, পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের একটি উৎস উল্লেখ করো।

পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের দুটি উৎস হল-① জমি ও বাড়ির ওপর আরোপিত সম্পত্তি কর এবং ② যে-কোনো ভাড়ার গাড়ি বা মালবাহী ভাড়া গাড়ির ওপর কর থেকে প্রাপ্ত অর্থ।

72. পশ্চিমবঙ্গের পৌর অঞ্চলে তিনটি কর্তৃপক্ষ কী কী?

পশ্চিমবঙ্গের পৌর অঞ্চলের তিনটি কর্তৃপক্ষ হল-① পৌরসভা, ② স-পরিষদ চেয়ারম্যান এবং ও চেয়ারম্যান।

73. পৌরসভার প্রধান ক্ষমতাগুলি কী?

পৌরসভার প্রধান ক্ষমতাগুলি হল-① বাধ্যতামূলক ক্ষমতা, ② স্বেচ্ছাধীন ক্ষমতা এবং অর্পিত ক্ষমতা।

74. পৌরসভার দুটি আবশ্যিক কাজ উল্লেখ করো। অথবা, মিউনিসিপ্যালিটির দুটি অবশ্যকরণীয় কাজ উল্লেখ করো।

পৌরসভার দুটি আবশ্যিক কাজ হল-① জল সরবরাহ ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা এবং② রাস্তাঘাট নির্মাণ।

75. পৌরসভার দুটি স্বেচ্ছাধীন কাজের উল্লেখ করো।

পৌরসভার দুটি স্বেচ্ছাধীন কাজ হল- ① পানীয় জল সরবরাহ ও ② পাঠাগার নির্মাণ।

76. কলকাতা পৌরনিগমের ‘স-পরিষদ মেয়র’ কীভাবে গঠিত হয়?

কলকাতা পৌরনিগমের মেয়র, ডেপুটি মেয়র ও অনধিক ১০ জন মেয়র পারিষদ-সহ মোট ১২ জনকে নিয়ে কলকাতা পৌরনিগমের ‘স- পরিষদ মেয়র’ গঠিত হয়।

77. স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কী বোঝায়?

স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে এমন এক ক্ষুদ্র শাসন ব্যবস্থাকে বোঝায় যা গ্রাম ও জেলা শহরে কেন্দ্রীভূত এবং যার শাসনভার স্থানীয় অধিবাসীদের ওপরে ন্যস্ত।

78. স্থানীয় স্বায়ত্তশাসনের দুটি গুরুত্ব লেখো।

স্থানীয় স্বায়ত্তশাসনের দুটি গুরুত্ব হল-① স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ তত্ত্ব কার্যকর হয় এবং② সাধারণ মানুষ শাসনকাজে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়।

79. পৌরনিগমের মেয়র কীভাবে নির্বাচিত হন?

পৌরনিগমের নবনির্বাচিত কাউন্সিলাররা নিজেদের মধ্যে থেকে একজনকে মেয়র হিসেবে নির্বাচন করেন।

80.জেলা প্রশাসনের দুটি অবশ্যকরণীয় কাজ কী?

জেলা প্রশাসনের দুটি অবশ্যকরণীয় কাজ হল-① জল সরবরাহের ব্যবস্থা করা এবং② আবর্জনা নিষ্কাশনের ব্যবস্থা করা।

81. জেলা প্রশাসনের দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখো।

জেলা প্রশাসনের দুটি গুরুত্বপূর্ণ কাজ হল-① আইনশৃঙ্খলা রক্ষা করা এবং② রাজস্ব ও শুল্ক আদায়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করা।

82. কলকাতা কর্পোরেশনের তিনটি কর্তৃপক্ষ কী কী?

কলকাতা কর্পোরেশনের তিনটি কর্তৃপক্ষ হল- কর্পোরেশন, ② স-পরিষদ মেয়র এবং মেয়র।

83.স-পরিষদ মেয়র কীভাবে গঠিত হয়?

স-পরিষদ মেয়র সর্বাধিক ১২ জন সদস্য নিয়ে গঠিত হয়। মেয়র, ডেপুটি মেয়র এবং ১০ জন মেয়র পারিষদ স-পরিষদ মেয়রের সদস্যপদ লাভ করেন। মেয়র স্বাধীনভাবে এই ১০ জন সদস্যকে মনোনীত করেন।

84.পশ্চিমবঙ্গ ক-টি বিভাগে বিভক্ত এবং কী কী?

পশ্চিমবঙ্গ তিনটি বিভাগে বিভক্ত। যথা-① প্রেসিডেন্সি বিভাগ, ② বর্ধমান বিভাগ এবং জলপাইগুড়ি বিভাগ।

85.পশ্চিমবঙ্গে বর্তমানে ক-টি পৌরনিগম আছে এবং কী কী?

পশ্চিমবঙ্গে বর্তমানে ৬টি পৌরনিগম রয়েছে। যথা- কলকাতা, ② হাওড়া, চন্দননগর, ④ শিলিগুড়ি, দুর্গাপুর ও আসানসোল।

86. পশ্চিমবঙ্গের একটি নগর জেলা এবং একটি মিশ্র জেলার উদাহরণ দাও।

পশ্চিমবঙ্গের একটি নগর জেলা হল কলকাতা এবং মিশ্র জেলা হল দক্ষিণ ২৪ পরগনা।

87. স্বায়ত্তশাসনের মূল লক্ষ্য কী?

ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের ব্যাপক কল্যাণসাধন করা এবং গণতন্ত্রকে বিকশিত করে সর্বস্তরে মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করাই স্বায়ত্তশাসনের মূল লক্ষ্য।

88. পশ্চিমবঙ্গের একটি শিল্পোন্নত জেলা এবং একটি বিশেষ জেলার উদাহরণ দাও।

পশ্চিমবঙ্গের একটি শিল্পোন্নত জেলা হল হাওড়া এবং বিশেষ জেলা হল দার্জিলিং।

89.পৌরসভার কমিশনার কীভাবে নির্বাচিত হন?

সংশ্লিষ্ট ওয়ার্ডের বিধানসভা ও লোকসভা নির্বাচনের ভোটদাতাদের ভোটের ভিত্তিতে পৌরসভার কমিশনার নির্বাচিত হন।

90. কলকাতা কর্পোরেশনের ঐতিহ্য সংরক্ষণ কমিটি কীভাবে গঠিত হয়?

কলকাতা কর্পোরেশনের ঐতিহ্য সংরক্ষণ কমিটি মোট ৯ জন সদস্যকে নিয়ে গঠিত হয়। স-পরিষদ মেয়র এই কমিটি গঠন করে থাকে।

91. ঐতিহ্য সংরক্ষণ কমিটির প্রধান কাজ কী?

কর্পোরেশন এলাকার মধ্যে ঐতিহ্যমন্ডিত গৃহসংরক্ষণ, কোনো ঐতিহ্যমণ্ডিত গৃহনির্মাণ বা পুনর্নির্মাণ প্রভৃতি ঐতিহ্য সংরক্ষণ কমিটির প্রধান কাজ।

92. কলকাতা কর্পোরেশনের আয়ের প্রধান উৎস কী?

কর্পোরেশন এলাকায় জমি ও বাড়ির ওপর কর বা সম্পত্তি করই হল কলকাতা কর্পোরেশনের আয়ের প্রধান উৎস।

93. বরো কমিটির প্রধান কাজ কী?

বরো কমিটির প্রধান কাজ হল স-পরিষদ মেয়রের অধীনে থেকে কর্পোরেশনের কাজকর্মের দেখাশোনা ও বিভিন্ন কাজের সমন্বয়সাধন করা।

94. আবুল ফজল রচিত কোন্ পুস্তকে মধ্যযুগের মোগল শাসনাধীন ভারতের স্বায়ত্তশাসনের চিত্র পাওয়া যায়?

আবুল ফজল রচিত আইন-ই-আকবরি-তে মধ্যযুগের মোগল শাসনাধীন ভারতের স্বায়ত্তশাসনের চিত্র পাওয়া যায়।

95. পৌরব্যবস্থা ভারতীয় সংবিধানের কোন্ অংশের অন্তর্ভুক্ত হয়েছে?

পৌরব্যবস্থা ভারতীয় সংবিধানের নবম (ক) অংশে অন্তর্ভুক্ত হয়েছে।

96. রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হবেন?

রাজ্য নির্বাচন কমিশনার রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন।

97. ৭৪তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী শহরাঞ্চলে কত ধরনের স্থানীয় শাসনের কথা বলা হয়েছে?

৭৪তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী শহরাঞ্চলে তিন ধরনের স্থানীয় শাসনের কথা বলা হয়েছে-নগর পঞ্চায়েত, পৌর পরিষদ ও পৌরনিগম।

98. পৌর পরিষদ কোথায় গঠিত হবে?

▶ ক্ষুদ্রতর শহরাঞ্চলে পৌর পরিষদ গঠিত হবে।

99. পৌরনিগম কোথায় প্রতিষ্ঠিত হবে?

বৃহত্তর শহরাঞ্চলে পৌরনিগম প্রতিষ্ঠিত হবে।

100. ৭৪তম সংবিধান সংশোধন অনুযায়ী পৌর প্রতিষ্ঠানে মহিলাদের জন্য ক-টি আসন সংরক্ষিত থাকবে?

৭৪তম সংবিধান সংশোধন অনুযায়ী পৌর প্রতিষ্ঠানে মহিলাদের জন্য মোট আসনের এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত থাকবে।

101. পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীর কমপক্ষে কত বছর বয়স হতে হয়?

পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীকে কমপক্ষে ২১ বছর বয়স্ক হতে হবে।

102. ৭৪তম সংবিধান সংশোধন অনুযায়ী পৌরসভার নির্বাচন পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে?

৭৪তম সংবিধান সংশোধন অনুযায়ী পৌরসভার নির্বাচন পরিচালনার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের হাতে থাকবে।

103. প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় অবস্থিত পঞ্চায়েত ও পৌরসভাগুলির খসড়া উন্নয়ন পরিকল্পনা রচনার দায়িত্ব কার হাতে থাকবে?

প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় অবস্থিত পঞ্চায়েত ও পৌরসভাগুলির খসড়া উন্নয়ন পরিকল্পনা রচনার দায়িত্ব জেলা পরিকল্পনা কমিটির হাতে থাকবে।

104. পৌর স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কী?

পৌর ব্যবস্থা হল পৌর স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান।

105. ১৯৯৩ সালের আগে পর্যন্ত কোন্ আইন দ্বারা পশ্চিমবঙ্গের পৌরসভাগুলি প্রতিক্ষিত ও পরিচালিত হত?

১৯৯৩ সালের আগে পর্যন্ত ১৯৩২ সালে প্রণীত বঙ্গীয় পৌর আইন দ্বারা প্রতিক্ষিত ও পরিচালিত হত।

106. ১৯৯৩ সালের বঙ্গীয় পৌর আইন কীসের সাথে সামঞ্জস্য বিধান করে প্রণীত হয়?

১৯৯৩ সালের বঙ্গীয় পৌর আইন ৭৪তম সংবিধান সংশোধনী আইনের সাথে সামঞ্জস্য বিধান করে প্রণীত হয়।

107. কত জনসংখ্যাবিশিষ্ট পৌরসভাগুলি ‘খ’-শ্রেণির অন্তর্ভুক্ত হবে?

১,৭০,০০০ থেকে ২,১৫,০০০ জনসংখ্যাবিশিষ্ট পৌরসভাগুলি ‘খ’- শ্রেণির অন্তর্ভুক্ত হবে।

108. কত জনসংখ্যাবিশিষ্ট পৌরসভাগুলি ‘গ’-শ্রেণির অন্তর্ভুক্ত হবে?

৮৫,০০০ থেকে ১,৭০,০০০ জনসংখ্যাবিশিষ্ট পৌরসভাগুলি ‘গ’- শ্রেণির অন্তর্ভুক্ত হবে।

109. কত জনসংখ্যাবিশিষ্ট পৌরসভাগুলি ‘ঘ’-শ্রেণির অন্তর্ভুক্ত হবে?

৩৫,০০০ থেকে ৮৫,০০০ জনসংখ্যাবিশিষ্ট পৌরসভাগুলি ‘ঘ’-শ্রেণির অন্তর্ভুক্ত হবে।

110. পৌরসভার সদস্যদের কী বলা হয়?

পৌরসভার সদস্যদের কাউন্সিলার।

111. কত জনসংখ্যাবিশিষ্ট পৌরসভাগুলি ‘ঙ’-শ্রেণির অন্তর্ভুক্ত হবে?

অনধিক ৩৫,০০০ জনসংখ্যাবিশিষ্ট পৌরসভাগুলি ‘ঙ’- শ্রেণির অন্তর্ভুক্ত হবে।

112. পৌরসভা কাকে বলে?

নির্বাচিত কাউন্সিলারবৃন্দ ও রাজ্য সরকার কর্তৃক মনোনীত ব্যক্তিদের নিয়ে গঠিত কাউন্সিলার পরিষদকে পৌরসভা বলা হয়।

113. কত জনসংখ্যাবিশিষ্ট পৌরসভাগুলি ‘ক’-শ্রেণির অন্তর্ভুক্ত হবে?

২,১৫,০০০-এর বেশি জনসংখ্যাবিশিষ্ট পৌরসভা ‘ক’-শ্রেণির অন্তর্ভুক্ত হবে।

114.চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার কতদিনের মধ্যে স-পরিষদ চেয়ারম্যান গঠন করতে হয়?

চেয়ারম্যানকে দায়িত্ব নেওয়ার ৩০ দিনের মধ্যে স-পরিষদ চেয়ারম্যান গঠন করতে হয়।

115. ওয়ার্ড কমিটি কোথায় গঠিত হওয়ার কথা বলা হয়েছে? 

ওয়ার্ড কমিটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গঠিত হওয়ার কথা বলা হয়েছে। 

116. পৌরসভাগুলির অঞ্চলসভা কীভাবে গঠিত হয়?

পৌরসভার অন্তর্গত এক বা একাধিক ভোটদান কেন্দ্রকে নিয়ে পৌরসভাগুলির অঞ্চলসভা গঠিত হয়।

117. পৌরসভাগুলির অঞ্চলসভার সদস্য কারা হন?

পৌরসভার যেসব অঞ্চল নিয়ে অঞ্চলসভা গঠিত হয়, সেই অঞ্চলের ভোটদাতারা হলেন অঞ্চলসভার সদস্য।

118. বরো কমিটি কীভাবে গঠিত হয়?

পৌরসভা নির্বাচনের পর নির্বাচিত কাউন্সিলারদের প্রথম সভায় পাশাপাশি ৬ টি ওয়ার্ড নিয়ে বরো কমিটি গঠিত হয়।

119. বরো কমিটির সদস্য কারা হন?

ওয়ার্ডের কাউন্সিলার বরো কমিটির সদস্য হন।

120. পশ্চিমবঙ্গের পৌরসভাগুলিতে ওয়ার্ড কমিটি গঠনের কথা কোন্ আইনে বলা হয়েছে?

১৯৯৩ সালের ‘পশ্চিমবঙ্গ পৌর আইন’ পশ্চিমবঙ্গের পৌরসভাগুলিতে ওয়ার্ড কমিটি গঠনের কথা বলা হয়েছে।

121. ওয়ার্ড কমিটি কাদের নিয়ে গঠিত হয়?

প্রতিটি ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলার ও অন্য কয়েকজন সদস্যকে নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয়।

122. ওয়ার্ড কমিটির সভাপতি কে হন?

সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলার ওয়ার্ড কমিটির সভাপতি হন।

123. ওয়ার্ড কমিটির সভা কতদিনের মধ্যে আহ্বান করতে হয়?

ওয়ার্ড কমিটি গঠিত হওয়ার ১৫ দিনের মধ্যে সভাপতিকে প্রথম সভা আহ্বান করতে হয়।

124. ‘পৌর হিসাব-পরীক্ষা কমিটি’ গঠনের কথা কোন্ আইনে বলা হয়েছে?

২০০৬ সালের পশ্চিমবঙ্গ পৌর আইনে পৌর হিসাব-পরীক্ষা কমিটি গঠনের কথা বলা হয়েছে।

125. পৌর হিসাব-পরীক্ষা কমিটির সদস্যসংখ্যা কত হয়?

কমপক্ষে ৩ জন এবং সর্বাধিক ৭ জন সদস্য নিয়ে পৌর হিসাব- পরীক্ষা কমিটি গঠিত হয়।

126. পৌর হিসাব-পরীক্ষা কমিটির সদস্য কীভাবে নির্বাচিত হয়?

পৌরসভার নির্বাচিত কাউন্সিলারগণ নিজেদের মধ্যে থেকেই পৌর হিসাব-পরীক্ষা কমিটির সদস্যদের নিয়োগ করেন।

127. পশ্চিমবঙ্গে পৌরসভার ঐতিহ্য সংরক্ষণ কমিটির সভাপতি কে হন?

সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যানগণ ঐতিহ্য সংরক্ষণ কমিটির সভাপতি হন।

128. পৌর হিসাব-পরীক্ষা কমিটির সহযোগী সদস্যের সর্বাধিক সংখ্যা কত হতে পারে?

পৌর হিসাব-পরীক্ষা কমিটির সহযোগী সদস্যের সংখ্যা কাউন্সিলার- সদস্যসংখ্যার অর্ধেকের বেশি হবে না।

129. পৌরসভার কর্মচারীদের কীভাবে নিয়োগ করা হয়?

পৌরসভার কর্মচারীদের নিয়োগ পৌরসভা কৃত্যক কমিশনের মাধ্যমে হয়।

130. কলকাতা কর্পোরেশনের সভার কাজ কে পরিচালনা করেন?

কলকাতা কর্পোরেশনের সভার কাজ পরিচালনা করেন সভাপতি।

131. কলকাতা কর্পোরেশনের সভাপতি কীভাবে নিযুক্ত হন?

কলকাতা কর্পোরেশনের নবনির্বাচিত সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে সভাপতি নির্বাচিত করেন।

132. কলকাতা কর্পোরেশনের মেয়র কীভাবে নিযুক্ত হন?

কলকাতা কর্পোরেশনের নবনির্বাচিত সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে মেয়র নির্বাচিত করেন।

133. কলকাতা কর্পোরেশনের শাসন-বিষয়ক ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?

কলকাতা কর্পোরেশনের শাসন-বিষয়ক ক্ষমতা স-পরিষদ মেয়রের হাতে ন্যস্ত থাকে।

134. কলকাতা কর্পোরেশনের স-পরিষদ মেয়র কাদের নিয়ে গঠিত হয়?

কলকাতা কর্পোরেশনের স-পরিষদ মেয়র, মেয়র, ডেপুটি মেয়র ও অনধিক ১০ জন সদস্য নিয়ে গঠিত হয়।

135. সর্বাধিক কতজন সদস্য নিয়ে কলকাতা কর্পোরেশনের স-পরিষদ মেয়র গঠিত হয়?

সর্বাধিক ১২ জন সদস্য নিয়ে কলকাতা কর্পোরেশনের স-পরিষদ মেয়র গঠিত হয়।

136. কলকাতা কর্পোরেশনের অঞ্চলসভা কাদের নিয়ে গঠিত হয়?

কলকাতা কর্পোরেশনের অঞ্চলসভা সংশ্লিষ্ট অঞ্চলের ভোটদাতাদের নিয়ে গঠিত হয়।

137. পৌরসভার প্রধানকে কী বলা হয়?

পৌরসভার প্রধানকে চেয়ারম্যান বলা হয়।

138. মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধানকে কী বলা হয়?

মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধানকে মেয়র বলা হয়।

139. পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের কার্যকরী ইউনিট কী?

পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের কার্যকরী ইউনিট হল জেলা প্রশাসন।

140. কলকাতা কর্পোরেশনের প্রধান শাসনবিভাগীয় সংস্থা কোন্টি?

কলকাতা কর্পোরেশনের প্রধান শাসনবিভাগীয় সংস্থা হল স-পরিষদ মেয়র।

3. Short Question Answer

1. ৭৩তম সংবিধান সংশোধন আইনের দুটি বৈশিষ্ট্য লেখো।

৭৩তম সংবিধান সংশোধন আইনের দুটি বৈশিষ্ট্য হল- ① ভারতবর্ষের প্রতিটি রাজ্যে ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, ② প্রত্যেক রাজ্যের পঞ্চায়েত সেই রাজ্য প্রণীত আইনের অধীন হবে।

2. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার জেলাপরিষদ কাদের নিয়ে গঠিত?

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায়① জেলার অন্তর্ভুক্ত সমিতির সভাপতি, ② জেলা থেকে নির্বাচিত লোকসভা এবং বিধানসভার সদস্য, ও জেলায় বসবাসকারী রাজ্যসভার সদস্যবৃন্দ, ④ প্রতিটি ব্লক থেকে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত দুজন সদস্যদের নিয়ে জেলাপরিষদ গঠিত হয়। এ ছাড়া জেলাশাসক পদাধিকারবলে জেলাপরিষদের সহযোগী সদস্য হিসেবে গণ্য হন।

3. জেলাপরিষদের দুটি প্রধান আয়ের উৎস উল্লেখ করো।

পশ্চিমবঙ্গে জেলাপরিষদের আয়ের দুটি প্রধান উৎস হল- ① যানবাহন, খেয়াঘাট, সেচ প্রভৃতি থেকে সংগৃহীত কর এবং ② সরকারের দেওয়া ঋণ ও আর্থিক সাহায্য।

4. জেলাপরিষদে রাজ্য সরকার কতজন মহিলাকে কখন মনোনীত করতে পারে?

নির্বাচনের মাধ্যমে জেলাপরিষদে কোনো মহিলা প্রতিনিধি প্রেরণ করা সম্ভব না হলে, রাজ্য সরকার অনধিক দুজনকে মনোনীত করতে পারে।

5. জেলাপরিষদের দুটি স্থায়ী কমিটির নাম লেখো। অথবা, জেলাপরিষদের একটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করো।

জেলাপরিষদের দুটি স্থায়ী কমিটির নাম হল-① উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি, ② পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি।

6. পঞ্চায়েত সমিতি কাদের নিয়ে গঠিত হয়?

① গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ (পদাধিকারবলে), ② বিধানসভা ও লোকসভার সদস্যবৃন্দ, ③ ব্লক এলাকায় বসবাসকারী রাজ্যসভার সদস্য, ④ ব্লক এলাকায় নির্বাচিত জেলাপরিষদের সদস্যবৃন্দ (সভাধিপতি এবং সহসভাধিপতি বাদে), ⑤ প্রতিটি গ্রাম থেকে অনধিক তিনজন নির্বাচিত সদস্যকে নিয়ে পঞ্চায়েত সমিতি গঠিত হয়।

7. জেলাপরিষদের দুটি কাজ লেখো। অথবা, জেলাপরিষদের একটি কাজ উল্লেখ করো।

জেলাপরিষদের দুটি কাজ হল-① মহামারি প্রতিরোধ ও আর্তদের জন্য ত্রাণের ব্যবস্থা করা এবং ② রাজ্য সরকারের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন রাস্তাঘাট, খাল, সেতু, খেয়াঘাট ইত্যাদি পরিচালনা ও নিয়ন্ত্রণ করা।

৪. গ্রাম পঞ্চায়েতের আয়ের যে-কোনো দুটি উৎস উল্লেখ করো।

অথবা, গ্রাম পঞ্চায়েতের একটি আয়ের উৎস লেখো।

গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস হল-① কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সাহায্য, অনুদান ও ঋণ এবং ② জমি ও ঘরবাড়ির ওপর কর থেকে প্রাপ্ত অর্থ।

9. পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস লেখো।

পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস হল- ① রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমিরাজস্বের অংশ, ② কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেওয়া ঋণ ইত্যাদি।

10. ব্লক প্রশাসনের দুটি কাজ লেখো।

ব্লক প্রশাসনের দুটি কাজ হল-① ব্লক স্তরে উন্নয়ন প্রকল্পগুলির তত্ত্বাবধান করা এবং② প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি সংযোগ রক্ষার মাধ্যম হিসেবে কাজ করা।

11. গ্রাম পঞ্চায়েতের দুটি প্রধান কাজ উল্লেখ করো।

গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ হল-① পানীয় জল সরবরাহ করা ও জলাধার পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখা, ② কূপ, পুষ্করিণী ও দিঘি খনন করা।

12. পঞ্চায়েত সমিতির দুটি প্রধান কাজ উল্লেখ করো।

পঞ্চায়েত সমিতির দুটি কাজ হল- ① কৃষি, মৎস্যচাষ, কুটিরশিল্প, খাদিশিল্প, পশুপালন, সমবায় আন্দোলনকে উৎসাহিত করা এবং ② প্রাথমিক, মাধ্যমিক ও বয়স্কশিক্ষাকে উৎসাহিত করা।

13. ন্যায় পঞ্চায়েত কী?

ন্যায় পঞ্চায়েত হল গ্রাম স্তরে ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি নিষ্পত্তির জন্য গঠিত একটি স্বায়ত্তশাসিত সংস্থা। গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত পাঁচজন সদস্যকে নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়।

14. গ্রাম সংসদের কাজ কী?

গ্রাম পঞ্চায়েতের নির্বাচনি এলাকার সব ভোটদাতাকে নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। এর কাজ হল-① নিজ নিজ এলাকার উন্নয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ ও উপদেশ দেওয়া। ② গ্রাম পঞ্চায়েতের বাজেট, বিগত ও পরবর্তী বছরের কাজকর্মের রিপোর্ট প্রভৃতি সম্পর্কে আলোচনা করে প্রস্তাব দেওয়া ইত্যাদি।

15. সংবিধানের ৭৩তম সংশোধনে গৃহীত পঞ্চায়েত ব্যবস্থার দুটি প্রধান পরিবর্তনের উল্লেখ করো।

সংবিধানের ৭৩তম সংশোধনে গৃহীত পঞ্চায়েত ব্যবস্থার দুটি প্রধান পরিবর্তন হল-① পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে গ্রামসভা গঠন, ② ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিটি স্তরে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষণ ও সংরক্ষিত আসনের এক- তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষণ করা।

16. গ্রাম পঞ্চায়েতের গঠনপদ্ধতি কীরূপ?

পঞ্চায়েত আইন অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের অনুমতিসাপেক্ষে কোনো গ্রাম পঞ্চায়েত নিজের এলাকার মধ্যে ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারবে। ন্যায় পঞ্চায়েত ৫ জন সদস্য নিয়ে গঠিত হতে পারে।

17. পঞ্চায়েত সমিতি তার কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে সব স্থায়ী কমিটি গঠন করে তার মধ্যে ৪টি স্থায়ী কমিটির নাম উল্লেখ করো।

▶ পঞ্চায়েত সমিতির গঠিত ৪টি স্থায়ী কমিটি হল-① অর্থ ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি, ② জনস্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি, ও পূর্ত ও পরিবহণ সংক্রান্ত স্থায়ী কমিটি এবং কৃষি, সেচ ও সমবায় সংক্রান্ত স্থায়ী কমিটি।

18. গ্রাম সংসদ পঞ্চায়েতের কোন্ স্তরে কীভাবে গঠিত হবে?

প্রতিটি গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটি গ্রাম সংসদ থাকবে এবং গ্রাম পঞ্চায়েতের এলাকায় সব পঞ্চায়েত ভোটারদের নিয়ে (যাদের বিধানসভার ভোটার তালিকায় নাম আছে) এই গ্রাম সংসদ গঠিত হবে।

19. ব্লক সংসদের গঠনপদ্ধতি আলোচনা করো। 

প্রত্যেক পঞ্চায়েত সমিতির একটি ব্লক সংসদ থাকবে। ব্লকের অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং ব্লকের পঞ্চায়েত সমিতির সব সদস্যদের নিয়ে এই ব্লক সংসদ গঠিত হবে।

20.স্বায়ত্তশাসনের মূল লক্ষ্য কী?

ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের ব্যাপক কল্যাণসাধন করা এবং গণতন্ত্রকে বিকশিত করে সর্বস্তরে মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করাই স্বায়ত্তশাসনের মূল লক্ষ্য।

21. পঞ্চায়েতের অর্থ কমিশনের সদস্য কারা হতে পারেন?

নতুন পঞ্চায়েত আইন অনুসারে আইনবিদ, অর্থনীতিবিদ, প্রশাসক ও বিশিষ্ট সমাজকর্মী বা রাজনৈতিক কর্মীরা পঞ্চায়েতের অর্থ কমিশনের সদস্য হতে পারেন।

22. পঞ্চায়েত সমিতির ‘স্থায়ী সমিতি’ কাদের নিয়ে গঠিত হয়?

① পঞ্চায়েত সমিতির সভাপতি, ② পঞ্চায়েত সমিতির ৩-৫ জন সদস্য এবং রাজ্য সরকারের মনোনীত ৩ জন সরকারি কর্মচারী নিয়ে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠিত হয়।

23. গ্রাম পঞ্চায়েত কীভাবে গঠিত হয়?

কোনো একটি মৌজা বা সেটির কোনো অংশ বা পরস্পর সংলগ্ন কয়েকটি মৌজার সমষ্টি বা সেগুলির অংশ নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। এর সদস্যসংখ্যা রাজ্য সরকারের ভারপ্রাপ্ত আধিকারিক ঠিক করেন।

118. পঞ্চায়েতের গ্রামীণ সরকার সম্বন্ধে গান্ধিজির ভাবনা কী ছিল?

গান্ধিজির ভাবনা ছিল, গ্রামীণ সরকার চালাবে পাঁচজন লোকের পঞ্চায়েত। ন্যূনতম নির্ধারিত গুণমানের ভিত্তিতে এরা গ্রামের সাবালক নারী ও পুরুষ দ্বারা প্রতি বছর নির্বাচিত হবে। এদের সকল কর্তৃত্ব ও প্রয়োজনীয় শাসনাধিকার থাকবে।

124. গ্রাম সংসদের প্রধান কাজ কী?

গ্রাম সংসদের প্রধান কাজ হল-① বিভিন্ন প্রকল্প ও সামাজিক ন্যায়ের প্রশ্নে তার নিজ এলাকায় প্রয়োজনমতো নির্দেশ ও উপদেশ দান। ② সমাজ কল্যাণ, পরিবার কল্যাণ, শিশু কল্যাণ প্রভৃতি কর্মসূচি রূপায়ণের উদ্যোগ গ্রহণ করা।

45. ১৯৭৩ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনে গ্রাম গঠন সম্পর্কে কী বলা হয়েছে?

১৯৭৩ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনে বলা হয় যে, কোনো একটি মৌজা বা তার কোনো অংশ বা পরস্পরসংলগ্ন কয়েকটি মৌজার সমষ্টি বা তাদের অংশসমূহকে নিয়ে একটি গ্রাম গঠিত হবে।

46. ৭৩তম সংবিধান সংশোধন অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য ক-টি আসন সংরক্ষণের কথা বলা হয়েছে?

মহিলাদের জন্য মোট সংরক্ষিত আসনের এক-তৃতীয়াংশ তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে।

47. পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১০-এ গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? অথবা, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? 

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১০-এ গ্রাম পঞ্চায়েতের মোট আসনের ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

48. পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) আইন ২০১০-এ গ্রাম পঞ্চায়েতে তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে?

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) আইন ২০১০-এ গ্রাম পঞ্চায়েতের মহিলাদের জন্য মোট সংরক্ষিত আসনের ৫০ শতাংশ তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

49. ৭৩তম সংবিধান সংশোধন আইন অনুসারে পঞ্চায়েত সমিতিতে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলাদের জন্য ক-টি আসন সংরক্ষিত থাকবে?

পঞ্চায়েত সমিতিতে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের এক- তৃতীয়াংশ আসন তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

50. পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১০-এ পঞ্চায়েত সমিতিতে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে?

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১০-এ পঞ্চায়েত সমিতিতে মহিলাদের জন্য পঞ্চায়েত সমিতির মোট আসনের ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে। 

51. জেলাপরিষদের সভাধিপতির বিরুদ্ধে আনীত অপসারণের প্রস্তাব কোনো কারণে বাতিল হয়ে গেলে কতদিনের মধ্যে পুনরায় অপসারণের প্রস্তাব আনা যাবে না?

জেলাপরিষদের সভাধিপতির বিরুদ্ধে আনীত অপসারণের প্রস্তাব কোনো কারণে বাতিল হয়ে গেলে এক বছরের মধ্যে পুনরায় অপসারণের প্রস্তাব আনা যাবে না।

52. জেলাপরিষদের সভাধিপতি বা সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করতে হলে কমপক্ষে কতজন সদস্যের স্বাক্ষর ওই প্রস্তাবে থাকা দরকার?

জেলাপরিষদের সভাধিপতি বা সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করতে হলে কমপক্ষে মোট সদস্যের এক-তৃতীয়াংশ সদস্যের ওই প্রস্তাবে স্বাক্ষর থাকা দরকার।

53. জেলা সংসদ কাদের নিয়ে গঠিত হয়?

সংশ্লিষ্ট জেলার সব গ্রাম পঞ্চায়েতের প্রধান, সব পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতিবৃন্দ, পঞ্চায়েত সমিতিগুলির কর্মাধ্যক্ষগণ ও জেলাপরিষদের সব সদস্যদের নিয়ে জেলা সংসদ গঠিত হয়।

54. ৭৩তম সংবিধান সংশোধনী আইনে পঞ্চায়েতের আয়ের যেসব উৎসের কথা বলা হয়েছে, এগুলির মধ্যে যে কোনো দুটির উল্লেখ করো।

৭৩তম সংবিধান সংশোধনী আইন অনুসারে পঞ্চায়েতগুলির আয়ের উৎস হল- রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত আইন অনুসারে আরোপিত ও সংগৃহীত নানা ধরনের কর, অভিকর, শুল্ক ইত্যাদি ② রাজ্যের সক্রিয় তহবিল থেকে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান।

56. গ্রাম উন্নয়ন সমিতির কাজগুলি কী কী?

গ্রাম সংসদ কর্তৃক নির্বাচিত প্রকল্পগুলির রূপায়ণ, রক্ষণাবেক্ষণ ও সমবণ্টনে জনগণের সক্রিয় অংশগ্রহণ সুনিশ্চিত করা গ্রাম উন্নয়ন সমিতির প্রধান কাজ। এ ছাড়া বার্ষিক পরিকল্পনা ও বাজেট তৈরির কাজে গ্রাম সংসদকে সাহায্য করা, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে উৎসাহ দেওয়া, কুটিরশিল্পের সম্প্রসারণে উৎসাহ দেওয়া, শিশুশিক্ষা কেন্দ্রের দুপুরের রান্নার তদারকি করা ইত্যাদি কাজও গ্রাম উন্নয়ন সমিতি করে থাকে।

57. গণতন্ত্রে স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব কোথায়?

গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় স্থানীয় স্বায়ত্তশাসনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতন্ত্রে ক্ষমতা বিকেন্দ্রীকরণের তত্ত্বটি এর মাধ্যমে বাস্তবায়িত হয়।

58. ৭৪তম সংবিধান সংশোধন আইনের দুটি মূল বৈশিষ্ট্য লেখো।

৭৪তম সংবিধান সংশোধন আইনের দুটি মূল বৈশিষ্ট্য হল- ① শহরাঞ্চলে তিন ধরনের স্বায়ত্তশাসন ব্যবস্থার সংস্থান (নগর পঞ্চায়েত, পৌরসভা ও পৌরনিগম) এবং ② পুর এলাকায় পুরসভার মোট আসনের এক-তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষণের বাধ্যবাধকতা।

59. কীসের ভিত্তিতে একটি এলাকাকে পৌর অঞ্চল বলে ঘোষণা করা যায়?

একটি এলাকাকে পৌর অঞ্চল বলে ঘোষণা করার শর্ত হল- ① একটি শহরের জনসংখ্যা কুড়ি হাজারের বেশি হতে হবে, ② ওই শহরের প্রতি বর্গকিমিতে অন্ততপক্ষে ৭৫০ জন লোকের বাস হতে হবে, ③ এই অঞ্চলে অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের জীবিকা কৃষিকাজ হওয়া চলবে না।

60. পশ্চিমবঙ্গে কত প্রকারের পৌরসভা আছে?

পশ্চিমবঙ্গের পৌরসভাগুলি মূলত পাঁচ প্রকারের, যেমন-‘ক’-শ্রেণি (দু-লক্ষ বা ততোধিক অধিবাসী নিয়ে গঠিত), ‘খ’-শ্রেণি (দেড় লক্ষ থেকে অনধিক দু-লক্ষ অধিবাসী নিয়ে গঠিত), ‘গ’-শ্রেণি (পঁচিশ থেকে অনধিক পঁচাত্তর হাজার অধিবাসী নিয়ে গঠিত), ‘ঘ’-শ্রেণি (পঁচাত্তর হাজার থেকে অনধিক দেড় লক্ষ অধিবাসী নিয়ে গঠিত) ও ঙ-শ্রেণির (অনধিক পঁচিশ হাজার অধিবাসী নিয়ে গঠিত) পৌরসভা।

61. পশ্চিমবঙ্গ বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ পৌর বিল’ সর্বশেষ কবে পাস হয় এবং কত সাল থেকে তা কার্যকরী হয়?

১৯৯৩ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গ বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ পৌর বিল’ (১৯৯৩ খ্রি.) পাস হয়। ১৯৯৪ সালের মে মাসে তা রাষ্ট্রপতির সম্মতি লাভ করে আইনে পরিণত হয় এবং ১৯৯৪ সালের জুন মাসের প্রথম থেকেই তা কার্যকরী হয়।

62. পৌরসভার চেয়ারম্যান কীভাবে নিযুক্ত হন?

নির্বাচনের পর কাউন্সিলার পরিষদের প্রথম সভায় চেয়ারম্যান নির্বাচন করা হয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চেয়ারম্যান নির্বাচিত হন, অর্থাৎ চেয়ারম্যান নির্বাচনে যে সদস্য সর্বাধিক ভোট লাভ করেন তিনি সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।

63. বরো কমিটি কীভাবে গঠিত হয়?

৩ লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায় বরো কমিটি গঠন করা যায়। পৌরসভার নির্বাচনের পর ওয়ার্ডগুলিকে ৫টি বরোতে ভাগ করা হয়। প্রতিটি বরো কমিটিতে ওয়ার্ডের কাউন্সিলাররা থাকেন। কাউন্সিলারদের মধ্যে থেকে একজন বরো কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

64. ওয়ার্ড কমিটি কীভাবে গঠিত হয়?

পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি করে ওয়ার্ড কমিটি গঠন করা হয়। ওয়ার্ডের কাউন্সিলার এবং অন্য কয়েকজন সদস্য নিয়ে এই কমিটি গঠিত হয়। ওয়ার্ড কমিটিতে কাউন্সিলার ছাড়া সর্বাধিক ১৪ জন সদস্য থাকতে পারেন।

65. ৭৪তম সংবিধান সংশোধনের দুটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো।,

৭৪তম সংবিধান সংশোধনের দুটি মূল বৈশিষ্ট্য হল- ① পৌরসভাগুলির দৈনন্দিন কাজকর্ম রাজ্য আইনের দ্বারা নিয়ন্ত্রিত হলেও তাদের ক্ষমতার মূল উৎস ভারতীয় সংবিধান, ② পৌরসভায় তপশিলি জাতি ও উপজাতিদের আসন সংরক্ষণের যে ব্যবস্থা রয়েছে তার এক-তৃতীয়াংশ এই দুই সম্প্রদায়ের মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

66. স্বায়ত্তশাসনের মূল লক্ষ্য কী?

ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের ব্যাপক কল্যাণসাধন করা এবং গণতন্ত্রকে বিকশিত করে সর্বস্তরে মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করাই স্বায়ত্তশাসনের মূল লক্ষ্য।

67. কলকাতা কর্পোরেশনের ঐতিহ্য সংরক্ষণ কমিটি কীভাবে গঠিত হয়?

কলকাতা কর্পোরেশনের ঐতিহ্য সংরক্ষণ কমিটি মোট ৯ জন সদস্যকে নিয়ে গঠিত হয়। স-পরিষদ মেয়র এই কমিটি গঠন করে থাকে।

68. ঐতিহ্য সংরক্ষণ কমিটির প্রধান কাজ কী?

কর্পোরেশন এলাকার মধ্যে ঐতিহ্যমন্ডিত গৃহসংরক্ষণ, কোনো ঐতিহ্যমণ্ডিত গৃহনির্মাণ বা পুনর্নির্মাণ প্রভৃতি ঐতিহ্য সংরক্ষণ কমিটির প্রধান কাজ।

69. বরো কমিটির প্রধান কাজ কী?

বরো কমিটির প্রধান কাজ হল স-পরিষদ মেয়রের অধীনে থেকে কর্পোরেশনের কাজকর্মের দেখাশোনা ও বিভিন্ন কাজের সমন্বয়সাধন করা।

70. ৭৪তম সংবিধান সংশোধনী আইনে জেলা পরিকল্পনা কমিটি গঠনের সময় রাজ্য আইনসভাকে কোন্ কোন্ বিষয়ের ওপর নজরে রাখার কথা বলা হয়েছে?

রাজ্য আইনসভাকে লক্ষ রাখতে হবে, যাতে এই কমিটির মোট সদস্যের চার-পঞ্চমাংশ নির্বাচিত হন এবং সংশ্লিষ্ট জেলার গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে জনসংখ্যার আনুপাতিক হারে পঞ্চায়েত ও পৌরসভাগুলিকে সদস্য নির্বাচনের সুযোগ দেওয়া হয়।

71. স্থানীয় স্বায়ত্তশাসন গণতন্ত্রকে কীভাবে সমৃদ্ধ করে?

স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির মাধ্যমে প্রশাসনিক পরিকল্পনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ গণতন্ত্রকে এক নতুন মাত্রা এনে দেয়।

72. পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের একটি উৎস উল্লেখ করো। অথবা, জেলা সংসদের প্রধান কাজ কী উল্লেখ করো।

পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের উৎস হল-① নিজস্ব সূত্র থেকে সংগৃহীত অর্থ, যেমন, নানা ধরনের কর, ② কেন্দ্র ও রাজ্য সরকার প্রদত্ত আর্থিক সাহায্য, ও ঋণগ্রহণ।

অথবা, জেলা সংসদের প্রধান কাজ হল-① পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কাজ তদারকি করা, ② জেলার উন্নয়নের জন্য পরিকল্পনা রচনা করা।

73. বরো কমিটি কী?

বর্তমান পৌর আইনে বরো কমিটি গঠনের সংস্থান রয়েছে। রাজ্য- সরকার এই কমিটির ক্ষমতা ও কার্যাবলি স্থির করে থাকে। কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডকে ১৫টি বরো-তে ভাগ করা হয়েছে।