WBBSE Class Chapter 4 History Solution | Bengali Medium

দিল্লি সুলতানি তুর্কো-আফগান শাসন

MCQs Question Answer

১.১ মহম্মদ ঘুরি মারা গেলে তাঁর জয় করা অঞ্চলগুলি ভাগ হয়ে যায়-

ক) দুজন অনুচরের মধ্যে

খ তিনজন অনুচরের মধ্যে

গ)  চারজন অনুচরের মধ্যে

 ঘ) পাঁচজন অনুচরের মধ্যে

উত্তর:গ)  চারজন অনুচরের মধ্যে।

১.২ বখতিয়ার খলজি শাসক হন-

ক) মুলতানের

খ) বাংলাদেশের

গ উছ-এর

ঘ) দিল্লির

উত্তর:(খ) বাংলাদেশের।

১.৩ ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল-

ক) সুলতান

খ) আমির

গ) আলিম

(ঘ) খলিফা (পর্যদ নমুনা প্রশ্ন)

উত্তর: (ঘ) খলিফা।

১.৪ ভারতে প্রথম খলিফার অনুমোদন লাভ করেন-

ক) ইলতুৎমিশ

খ মহম্মদ ঘুরি

গ) কুতুবউদ্দিন আইবক

ঘ রাজিয়া

উত্তর: (ক) ইলতুৎমিশ।

১.৫ ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন-

ক) কুতুবউদ্দিন

খ গিয়াস্টদ্দিন

গ) রাজিয়া

(ঘ) আলাউদ্দিন

উত্তর: (গ) রাজিয়া।

১.৬ সুলতান রাজিয়ার মৃত্যু হয়-

ক) ১২৪০ খ্রি.

খ) ১২৪১ খ্রি.

গ ১২৪২ খ্রি.

ঘ) ১২৪৩ খ্রি.

উত্তর:(ক) ১২৪০ খ্রি.।

১.৭ বন্দেগান-ই-চিহলগানির সদস্য ছিলেন-

ক) রাজিয়া

(খ) গিয়াসউদ্দিন বলবন

(গ) মহম্মদ বিন তুঘলক

(ঘ) ইব্রাহিম লোদি

উত্তর: খ) গিয়াসউদ্দিন বলবন।

১.৮ চল্লিশ চক্র তৈরি হয়-

(ক) রাজিয়ার সময়

খ) আরাম শাহর সময়

গ মহম্মদ ঘুরির সময়

ঘ) ইলতুৎমিশের সময়

উত্তর: ঘ) ইলতুৎমিশের সময়।

১.৯ দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান-

(ক) আলাউদ্দিন খলজি

খ) মহম্মদ বিন তুঘলক

গ) জালালউদ্দিন খলজি

ঘ ইলতুৎমিশ

উত্তর: (ক) আলাউদ্দিন খলজি।

১.১০ মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির-

(ক) প্রধানমন্ত্রী

খ) সেনাপতি

(গ) প্রতিরক্ষামন্ত্রী

(ঘ) রাজস্বমন্ত্রী

উত্তর:(খ) সেনাপতি।

১.১১ দরবারে সিজদা ও পাইবস প্রথা চালু করেন-

ক) ইলতুৎমিশ

(খ) আলাউদ্দিন খলজি

গ) গিয়াসউদ্দিন বলবন

ঘ) মহম্মদ বিন তুঘলক

উত্তর: (গ) গিয়াসউদ্দিন বলবন।

১.১২ খলজি বিপ্লব হয়-

(ক) ১২৬০ খ্রিস্টাব্দে

খ) ১২৭০ খ্রিস্টাব্দে

(গ) ১২৮০ খ্রিস্টাব্দে

(ঘ) ১২৯০ খ্রিস্টাব্দে

উত্তর: (ঘ) ১২৯০ খ্রিস্টাব্দে।

১.১৩ ‘কিতাব-অল-রিহলা’ বিবরণটি লিখেছিলেন-

(ক) মিনহাজ-উস-সিরাজখ 

(খ) মালিক কাফুর

(গ) ইবন বতুতা

(ঘ) আব্দুর রজ্জাক

উত্তর: গ) ইবন বতুতা।

১.১৪ তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন-

(ক) গিয়াসউদ্দিন বলবন

খ গিয়াসউদ্দিন তুঘলক

(গ) মহম্মদ বিন তুঘলক

ঘ ফিরোজ শাহ তুঘলক

উত্তর: খ গিয়াসউদ্দিন তুঘলক।

১.১৫ ‘পাগলা রাজা’ বলা হয়-

ক) ইলতুৎমিশকে

(খ) আলাউদ্দিন খলজিকে

(গ) মহম্মদ বিন তুঘলককে

ঘ ফিরোজ শাহ তুঘলককে

উত্তর: (গ) মহম্মদ বিন তুঘলককে।

১.১৬ মহম্মদ বিন তুঘলকের দ্বিতীয় রাজধানী দেবগিরির নতুন নাম হয়-

(ক) দৌলতাবাদ

খ) লখনৌতি

(গ) গোয়ালিয়র

(ঘ) জাজনগর

উত্তর: (ক) দৌলতাবাদ।

১.১৭ শাসক হয়েও সুলতান উপাধি নেননি-

ক) ইলতুৎমিশ

(খ) রাজিয়া

(গ) খিজির খাঁ

(ঘ) বহলোল লোদি

উত্তর: গ)  খিজির খাঁ।

১.১৮ পানিপতের প্রথম যুদ্ধ হয়েছিল-

(ক) ১৫২৬ খ্রিস্টাব্দে

(খ) ১৫৫৬ খ্রিস্টাব্দে

(গ) ১৬০৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৬৭৫ খ্রিস্টাব্দে

উত্তর  (ক) ১৫২৬ খ্রিস্টাব্দে।

১.১৯ পানিপতের প্রথম যুদ্ধের পর ভারতে প্রতিষ্ঠিত হয়-

(ক) হিন্দু শাসনের

খ) সুলতানি শাসনের

(গ) মুঘল শাসনের

(ঘ) ব্রিটিশ শাসনের

উত্তর: (গ) মুঘল শাসনের।

১.২০ সুলতানি যুগের শেষ সুলতান ছিলেন-

(ক) বহলোল লোদি

(খ) ইব্রাহিম লোদি

(গ) সিকান্দর লোদি

(ঘ) খিজির খাঁ

উত্তর: (খ) ইব্রাহিম লোদি।

১.২১ মোঙ্গল আক্রমণের সময় ভারতের সীমান্ত বলে চিহ্নিত করা হয়-

ক) সিন্ধু নদকে

খ ব্রহ্মপুত্র নদকে

(গ) ঝিলম নদীকে

ঘ বিপাশা নদীকে

উত্তর: (ক) সিন্ধু নদকে।

১.২২ আলাউদ্দিন খলজি সৈনিকদের থাকবার জন্য নতুন শহর তৈরি করেন, তার নাম-

(ক) দৌলতাবাদ

খ সিরি

গ কালানৌ

ঘ) পেশোয়ার

উত্তর: খ সিরি।

১.২৩ সুলতানি সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হয়-

ক) সুবা

(খ) আলিম

(গ) ইকতা

(ঘ) মুক্তি

উত্তর: (গ)  ইকতা।

১.২৪ আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে বড়ো বাজার ছিল-

(ক) একটি

খ দুইটি

গ তিনটি

ঘ) চারটি

উত্তর: ঘ) চারটি।

১.২৫ মুসলমান শাসকরা অ-মুসলমান প্রজাদের কাছ থেকে যে কর আদায় করতেন তা হল-

(ক) তীর্থকর

খ) ধর্মকর

(গ) জিজিয়া কর

ঘ) জাকাত কর

উত্তর : গ) জিজিয়া কর।

১.২৬ জিজিয়া কর প্রথম সিন্ধু প্রদেশে চালু করেছিলেন-

ক) মহম্মদ ঘুরি

খ) কুতুবউদ্দিন আইবক

গ) ইলতুৎমিশ

(ঘ) মহম্মদ বিন কাশিম

উত্তর  (ঘ) মহম্মদ বিন কাশিম।

১.২৭ ভারতবর্ষে প্রথম জিজিয়া কর চালু হয়-

(ক) দিল্লিতে

খ) বাংলায়

গ সিন্ধু প্রদেশে

ঘ) মিরাটে

উত্তর: গ)  সিন্ধু প্রদেশে।

১.২৮ দিল্লিতে রেশন ব্যবস্থার প্রবর্তন করেন-

ক) মহম্মদ বিন তুঘলক

খ) আলাউদ্দিন খলজি

গ) ফিরোজ শাহ তুঘলক

ঘ) ইলতুৎমিশ

উত্তর: (খ) আলাউদ্দিন খলজি।

১.২৯ বেকার সমস্যা সমাধানের জন্য একটি দপ্তর খোলেন-

ক) ফিরোজ শাহ তুঘলক

খ মহম্মদ বিন তুঘলক

গ) আলাউদ্দিন খলজি

ঘ) ইলতুৎমিশ

উত্তর (ক) ফিরোজ শাহ তুঘলক।

 ১.৩০ বাংলায় ইলিয়াস শাহি শাসন প্রতিষ্ঠা: 

(ক) গিয়াসউদ্দিন আজম শাহ

(খ) জালালউদ্দিন মহম্মদ শাহ

(গ) শামসউদ্দিন ইলিয়াস শাহ

(ঘ) আলাউদ্দিন হোসেন শাহ

উত্তর: গ) শামসউদ্দিন ইলিয়াস শাহ।

১.৩১ ইলিয়াস শাহের রাজধানী ছিল-

ক) গুলবর্গা

খ) গৌড়

(গ) দৌলতাবাদ

(ঘ) পান্ডুয়া

উত্তর: ঘ)  পান্ডুয়া।

১.৩২ আলাউদ্দিন হোসেন শাহ বাংলায় হোসেন শাহি রাজবংশের প্রতিষ্ঠা করেন-

(ক) ১৩৪৯ খ্রিস্টাব্দে

(খ) ১৪৯৩ খ্রিস্টাব্দে

গ) ১৪৪৯ খ্রিস্টাব্দে

ঘ) ১৫২৬ খ্রিস্টাব্দে

উত্তর: (খ) ১৪৯৩ খ্রিস্টাব্দে।

১.৩৩ ‘চৈতন্য ভাগবত’ রচনা করেন-

(ক) শ্রীচৈতন্য

(খ) কৃষ্ণদাস কবিরাজ

(গ) বৃন্দাবন দাস

ঘ) লোচন দাস

উত্তর: গ) বৃন্দাবন দাস।

১.৩৪ বাংলায় শ্রীচৈতন্যের আবির্ভাব ঘটেছিল-

(ক) ইলিয়াস শাহের আমলে

খ বাহমন শাহের আমলে

(গ) ফিরোজ শাহের আমলে

ঘ) হোসেন শাহের আমলে

উত্তর: ঘ)  হোসেন শাহের আমলে।

১.৩৫ সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন-

(ক) হরিহর

খ বুক্ক

গ) দ্বিতীয় দেবরায়

ঘ বিরূপাক্ষ

উত্তর: (গ) দ্বিতীয় দেবরায়।

১.৩৬ বিজয়নগরে সালুভ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন-

ক) নরসিংহ সালুভ

(খ) বীরসিংহ

(গ) দ্বিতীয় দেবরায়

ঘ) কৃষ্ণদেব রায়

উত্তর: ক) নরসিংহ সালুভ।

১.৩৭ ‘আমুক্তমাল্যদ’ গ্রন্থটি রচনা করেন-

(ক) বীরসিংহ

খ কৃষ্ণদেব রায়

(গ) দ্বিতীয় দেবরায়

(ঘ) নরসিংহ

উত্তর: খ)  কৃষ্ণদেব রায়।

১.৩৮ বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক ছিলেন-

(ক) দ্বিতীয় দেবরায়

(খ) নরসিংহ

গ) কৃষ্ণদেব রায়

(ঘ) হরিহর

উত্তর: (গ) কৃষ্ণদেব রায়।

১.৩৯ ১৩৪৭ খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন-

(ক) জামাল শাহ

খ) বাহমন শাহ

গ) আদিল শাহ

(ঘ) তাজউদ্দিন ফিরোজ শাহ

উত্তর: (খ) বাহমন শাহ।

১.৪০ বাহমন শাহ গুলবর্গায় রাজধানী স্থাপন করে তার নাম দেন-

(ক) আহসনাবাদ

(খ) দৌলতাবাদ

গ) ঔরঙ্গাবাদ

ঘ) গুলবাগ

উত্তর: (ক) আহসনাবাদ।

১.৪১ আরাবিডু বংশের শেষ উল্লেখযোগ্য রাজা ছিলেন-

ক) তিরুমল

খ) হাসান গঙ্গু

(গ) দ্বিতীয় বেঙ্কট

ঘ) নরসিংহ

উত্তর: গ)  দ্বিতীয় বেঙ্কট

। ১.৪২ নিকোলো কন্টি ছিলেন-

(ক) ইতালীয় পর্যটক

খ) পোর্তুগিজ পর্যটক

(গ) চিনা পর্যটক

(ঘ) পারসিক পর্যটক

উত্তর: কইতালীয় পর্যটক।

Very Short Question Answer

২.১ মহম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান?

উত্তর: মহম্মদ ঘুরি ১২০৬ খ্রিস্টাব্দে মারা যান।

২.২ মহম্মদ ঘুরি মারা যাবার পর নাসিরউদ্দিন কুবাচা কোন্ কোন্ অঞ্চলের শাসক হন?

উত্তর: মহম্মদ ঘুরি মারা যাবার পর নাসিরউদ্দিন কুবাচা মুলতান ও উছ-এর শাসক হন।

২.৩ সুলতানি বা সুলতানৎ কাকে বলে?

উত্তর: যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলত, তাকে বলা হয় সুলতানৎ বা সুলতানি।

২.৪ কেন সুলতানি শাসনের নাম হয় দিল্লি সুলতানি বা সুলতানৎ?

উত্তর: দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষে সুলতানদের ক্ষমতা ও কর্তৃত্ব স্থাপিত হয় বলে এই সাম্রাজ্যের নাম দিল্লি সুলতানি বা সুলতানৎ।

২.৫ মহম্মদ ঘুরি মারা যাবার পর তাজউদ্দিন ইয়ালদুজ কোথায় শাসন করার অধিকার পান?

উত্তর: মহম্মদ ঘুরি মারা যাবার পর তাজউদ্দিন ইয়ালদুজ গজনির অধিকার পান।

২.৬ ইসলাম জগতের ধর্মগুরু কে?

উত্তর: খলিফা ইসলাম জগতের ধর্মগুরু।

২.৭ ‘খুতবা’ কী?

উত্তর: ‘খুতবা’ কথাটির আসল মানে হল ভাষণ। শুক্রবারের দুপুরের নামাজের পরে মসজিদের ইমাম সবার সামনে যে ভাষণ পাঠ করেন, তাকে ‘খুতবা’ বলা হয়।

২.৮ দিল্লির কোন্ সুলতান প্রথম খলিফার অনুমোদন প্রার্থনা করেন?

উত্তর: ইলতুৎমিশ প্রথম খলিফার অনুমোদন প্রার্থনা করেন।

২.৯ কোন্ সুলতান দুবার খলিফার অনুমোদন পান?

উত্তর: ফিরোশ শাহ তুঘলক দুবার খলিফার অনুমোদন পান।

২.১০ বাগদাদের খলিফা ইলতুৎমিশকে কী পাঠিয়েছিলেন?

উত্তর: বাগদাদের খলিফা ইলতুৎমিশকে ‘দুরবাশ’ ও ‘খিলাত’ পাঠিয়েছিলেন।

২.১১ খিলাত কী?

উত্তর: বাগদাদের খলিফা ইলতুৎমিশকে যে আনুষ্ঠানিক পোশাক পাঠিয়েছিলেন তার নাম খিলাত।

২.১২ দুরবাশ কী?

উদ্ভব: স্বাধীন শাসনের প্রতীকদন্ডকে বলা হয় দুরবাশা। এটি দিল্লির সুলতানরা খলিফার কাছ থেকে অর্জন করতেন।

২.১৩ আমির কাদের বলা হত?

উত্তর: দিল্লির সুলতানি ইতিহাসে শাসনকাজে নিযুক্ত, বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হত।

২.১৪ ইলতুৎমিশ ও আলাউদ্দিন খলজির শাসনকালের মধ্যে দুজন গুরুত্বপূর্ণ সুলতান কারা ছিলেন?

উত্তর: ইলতুৎমিশ ও আলাউদ্দিন খলজির শাসনকালের মধ্যে দুজন গুরুত্বপূর্ণ সুলতান ছিলেন সুলতান রাজিয়া ও গিয়াসউদ্দিন বলবন।

২.১৫ দিল্লি সুলতানির ইতিহাসে প্রথম এবং শেষ মহিলা সুলতান কে ছিলেন?

উত্তর: দিল্লি সুলতানির ইতিহাসে প্রথম এবং শেষ মহিলা সুলতান ছিলেন রাজিয়া।

২.১৬ ইলতুৎমিশের পর কে দিল্লির সিংহাসনে বসেন?

উত্তর: ইলতুৎমিশের পর তাঁর পুত্র বুকনউদ্দিন ফিরোজ দিল্লির সিংহাসনে বসেন।

২.১৭ কোন্ ঐতিহাসিক রাজিয়াকে সুলতান বলে উল্লেখ করেন?

উদ্ভব: ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজ রাজিয়াকে সুলতান বলে উল্লেখ করেন।

২.১৮ ‘তুর্কান-ই-চিহলগানি’ কথাটির অর্থ কী?

উত্তর: ‘তুর্কান-ই-চিহলগানি’ কথাটির অর্থ হল চল্লিশ জন তুর্কি বা চল্লিশটি তুর্কি পরিবার।

২.১৯ ‘বন্দেগান-ই-চিহলগানি’ কথাটির অর্থ কী?

উত্তর: ‘বন্দেগান-ই-চিহলগানি’ কথাটির অর্থ হল চল্লিশ জন বান্দা। বান্দা

মানে সেবক বা অনুগামী।

২.২০ কে ‘তুর্কান-ই-চিহলগানি’ গড়ে তুলেছিলেন?

উত্তর: ইলতুৎমিশ ‘তুর্কান-ই-চিহলগানি’ গড়ে তুলেছিলেন।

২.২১ কে ‘বন্দেগান-ই-চিহলগানি’ থেকে পরে দিল্লির সুলতান হয়েছিলেন?

উত্তর: গিয়াসউদ্দিন বলবন ‘বন্দেগান-ই-চিহলগানি’ থেকে পরে দিল্লির সুলতান হয়েছিলেন।

২.২২ খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি।

২.২৩ আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানে কে নেতৃত্ব দিয়েছিলেন?

উত্তর: আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানে মালিক কাফুর নেতৃত্ব দিয়েছিলেন।

২.২৪ গিয়াসউদ্দিন বলবনের শাসনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল?

উত্তর: গিয়াসউদ্দিন বলবনের শাসনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ছিল শক্তিশালী কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করা।

২.২৫ ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন?

উত্তর: ইবন বতুতা উত্তর আফ্রিকার মরক্কো দেশের তাঞ্জিয়ার অধিবাসী ছিলেন।

২.২৬ কার শাসনকালে ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন?

উত্তর: মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন।

২.২৭ বাড়তি কর সংগ্রহ করার জন্য মহম্মদ বিন তুঘলক কোন্ অঞ্চলে রাজস্ব বাড়িয়ে দিয়েছিলেন?

উত্তর: বাড়তি কর সংগ্রহ করার জন্য মহম্মদ বিন তুঘলক দোয়াব অঞ্চলে রাজস্ব বাড়িয়ে দিয়েছিলেন।

২.২৮ কোন্ সুলতান দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন?

উত্তর: মহম্মদ বিন তুঘলক দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন।

২.২৯ কোন্ সুলতান তামার মুদ্রা চালু করেছিলেন?

উত্তর: মহম্মদ বিন তুঘলক তামার মুদ্রা চালু করেছিলেন।

২.৩০ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ।

২.৩১ সৈয়দ এবং লোদি সুলতানদের শাসনকালে কোথায় কোথায় স্বাধীন সুলতানি রাজ্য গড়ে উঠেছিল?

উত্তর: সৈয়দ এবং লোদি সুলতানদের শাসনকালে জৌনপুর, গুজরাট, মালওয়া ও বাংলায় স্বাধীন সুলতানি রাজ্য গড়ে উঠেছিল।

২.৩২ লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলোল লোদি।

২.৩৩ সৈয়দ ও লোদি আমলে ভারতের একটি স্বাধীন রাজ্যের নাম লেখো।

উত্তর: সৈয়দ ও লোদি আমলে ভারতের একটি স্বাধীন রাজ্যের নাম বাংলা।

২.৩৪ কোন্ সুলতান আফগানদের সাবেকি রীতি মেনে অন্যান্য আফগান সর্দারদের সঙ্গে আসন ভাগ করেন?

উত্তর: বহলোল লোদি আফগানদের সাবেকি রীতি মেনে অন্যান্য আক্ষ্ম ফগান সর্দারদের সঙ্গে আসন ভাগ করেন।

২.৩৫ কোন্ সুলতান আফগান সর্দার ও সাধারণ জনগণ উভয়ের ওপরেই নিজের সার্বভৌমিকতা প্রতিষ্ঠা করেন?

উত্তর: সিকান্দর লোদি আফগান সর্দার ও সাধারণ জনগণ উভয়ের

ওপরেই নিজের সার্বভৌমিকতা প্রতিষ্ঠা করেন।

২.৩৬ পানিপতের প্রথম যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?

উত্তর: ১৫২৬ খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল।

২.৩৭ পানিপতের প্রথম যুদ্ধের ফলাফল কী ছিল?

উদ্ভব: পানিপতের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন এবং বাবর জয়ী হয়ে দিল্লিতে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন।

২.৩৮ বলবন সুলতান হয়ে কোন্ কোন্ দুর্গ সু

Short Question Answer

(গ) ইকতা কী? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন।

উত্তর: • ইকতা: দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাঁদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যে সব রাজা জয় করতেন সেইসব রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হত। এই প্রদেশগুলিকেই বলা হত ইকতা।

Long Question Answer

খ) দিল্লির সুলতানদের সঙ্গে তাঁদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো।

উত্তর

• ভূমিকা : দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতবর্ষের সর্বত্র সুলতানের ক্ষমতা ও কর্তৃত্ব থাকলেও প্রথম দিকে সুলতানরা অভিজাতদের ওপর নির্ভরশীল ছিলেন।

• অভিজাতদের ক্ষমতাবৃদ্ধি: অভিজাতরা তাদের পছন্দের

সুলতানকে সিংহাসনে বসানোর চেষ্টা করত। তবে সুলতানরা চাইতেন অভিজাতদের তাঁদের অধীনে রাখতে। ইলতুৎমিশ, রুকনউদ্দিন ফিরোজ, রাজিয়া সহ অনেক দিল্লির সুলতানদের সিংহাসন আরোহণের সময় অভিজাতরা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল।

• অভিজাতদের ক্ষমতা হ্রাস: সুলতান রাজিয়ার মৃত্যুর পর

তুর্কি অভিজাতদের সঙ্গে সুলতান ইলতুৎমিশের বংশধরদের ক্ষমতা দখলের লড়াই চলেছিল। এরপর গিয়াসউদ্দিন বলবন সিংহাসনে বসেন। তিনিও প্রথমে অভিজাত ছিলেন, পরে অভিজাতদের কঠোর হাতে দমন করেছিলেন। অভিজাতদের থেকে সুলতানের ক্ষমতা ও মর্যাদা যে বেশি তা বোঝানোর জন্য তিনি সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন।

খলজি বংশের সুলতান আলাউদ্দিন খলজিও কড়া হাতে অভিজাতদের দমন করেছিলেন। তবে সুলতানের শাসন দুর্বল

হয়ে পড়লেই অভিজাতদের ক্ষমতা বেড়ে যেত।

(ক) যদি তুমি সুলতান আলাউদ্দিন খলজির সময়ে দিল্লির একটি বাজারে যেতে তাহলে কেমন অভিজ্ঞতা হত তা লেখো।

ভূমিকা: মনে করলাম যে, আমি সুলতান আলাউদ্দিন খলজির রাজসভায় নবনিযুক্ত একজন রাজকর্মচারী। আমার নাম দৌলত খাঁ। আলাউদ্দিন খলজির বাজার ঘুরে দেখার জন্য বেরিয়েছি।

আমার অভিজ্ঞতা:

• আলাউদ্দিন খলজি জনগণের সুবিধের কথা ভেবে চারটি বিশেষ ধরনের বাজার তৈরি করেছেন।

(i) শস্যবাজার বা মান্ডি এখানে চাল, গম, ডাল প্রভৃতি পাওয়া যায়।

(ii) সেরা-ই-আদল: এখানে বস্ত্র, তেল, চিনি প্রভৃতি পাওয়া যায়।

(iii) পশুর বাজার: এখানে ঘোড়া ও গবাদি পশু পাওয়া যায়।

(iv) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সাধারণ বাজার: এখানে সবজি, মাছ, মাংস প্রভৃতি পাওয়া যায়।

• আমি ঘুরতে ঘুরতে দেখলাম প্রতিটি দোকানের সামনে একটি মূল্য তালিকা দেওয়া আছে। প্রতিটি জিনিসের মান অনুযায়ী দাম নির্দিষ্ট করে ওই মূল্যতালিকায় লেখা আছে।

• হঠাৎ খেয়াল করলাম ঘোড়ায় করে রাজকর্মচারীরা বাজারে ঘুরে বেড়াচ্ছে। একজন দোকানদারকে জিজ্ঞেস করতে বলল-ওইসব রাজকর্মচারীদের নাম ‘শাহানা-ই-মান্ডি’ এবং দেওয়ান-ই-রিয়াসৎ’। কোনো দোকানদার বেশি দাম নিচ্ছে বা ওজনে কম দিচ্ছে তা দেখাশোনা করার জন্য ওরা সারা বাজার ঘুরে বেড়াচ্ছে।

• আমি আরও জিজ্ঞাসা করলাম যদি কেউ ওজনে কম দেয় তাহলে কী হবে? দোকানদার জানালো, আমরা যদি ওজনে কম দিই তাহলে আমাদের শরীর থেকে সমপরিমাণ মাংস কেটে নেওয়া

হবে।

(খ) মনে করো তুমি আলাউদ্দিন হোসেন শাহের দরবারে একজন রাজকর্মচারী। সে যুগের ধর্মীয় অবস্থা সম্বন্ধে যদি তুমি একটি বই লিখতে তাতে কী লিখতে?

উত্তর: ভূমিকা: মনে করলাম, আমি আলাউদ্দিন হোসেন শাহের দরবারের একজন রাজকর্মচারী। আমার নাম নবগোপাল রায়। দীর্ঘদিন ধরে আমি এই দরবারে কাজ করছি। তাই ভাবলাম হোসেন শাহের ধর্মীয় উদারনীতির ওপর একটা বই লিখি।

• বইয়ের বিষয়বস্তু: আলাউদ্দিন হোসেন শাহ বাংলার একজন শ্রেষ্ঠ সুলতান। তিনি ধর্ম নিরপেক্ষভাবে শাসনকার্য পরিচালনা করতেন। তিনি হিন্দু-মুসলিম ভেদাভেদ মানতেন না। তিনি হিন্দুদের অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও নিযুক্ত করতেন। তাঁর উজির প্রধান চিকিৎসক, তাঁর প্রধান দেহরক্ষী, টাঁকশালের অধ্যক্ষ সবাই ছিলেন হিন্দু।

• সুলতান হোসেন শাহ স্বভাবে ছিলেন ভদ্র, বিনয়ী এবং সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল।

• সুলতান হোসেন শাহ ছিলেন শ্রীচৈতন্যের ভক্ত। তাঁর সময়ে বাংলায় শ্রীচৈতন্যের নেতৃত্বে ভক্তিবাদের প্রচার শুরু হয়। সাধারণ মানুষেরা হোসেন শাহকে ‘কৃষ্ণের অবতার’ বলে মনে করত।

• তাঁর সময়ে ধর্মীয় ক্ষেত্রে সুফিবাদেরও গভীর প্রভাব রয়েছে। মুসলমান পির-ফকিররা উদার সুফিবাদের দ্বারা নিম্নবর্গীয় বহু হিন্দুদের ইসলাম-ধর্মের প্রতি বিশ্বাস অর্জন করেছিলেন।

Fil In The Blanks

২.১ মহম্মদ ঘুরি মারা গেলে লাহোর ও দিল্লির অধিকার পান —— (বখতিয়ার খলজি/কুতুবউদ্দিন আইবক/ নাসিরউদ্দিন কুবাচা)।

উত্তর: কুতুবউদ্দিন আইবক।

২.২ ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান। —— (১২২৮ খ্রিস্টাব্দে/১২২৯ খ্রিস্টাব্দে/১২৩০ খ্রিস্টাব্দে)। 

উত্তর: ১২২৯ খ্রিস্টাব্দে।

২.৩ —– (জাহানারা/নুরজাহান/রাজিয়া) ছিলেন দিল্লির প্রথম মহিলা সুলতান।

উত্তর: রাজিয়া।

২.৪ উলেমার আপত্তি থাকা সত্ত্বেও —– (ইলতুৎমিশ/ রাজিয়া/ আলাউদ্দিন খলজি) অ-মুসলিমদের ওপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন।

উত্তর: রাজিয়া।

২.৫ ‘বন্দেগান-ই চিহলগানি’ কথার অর্থ —-(চল্লিশ/ একচল্লিশ/বেয়াল্লিশ) জন বান্দা। 

উত্তর: চল্লিশ।

২.৬ খলজি বিপ্লব ——- ঘটিয়েছিলেন(জালালউদ্দিন খলজি/ আলাউদ্দিন খলজি/জুলফিকার খলজি)। 

উত্তর: জালালউদ্দিন খলজি।

২.৭ ইবনবতুতা —– (গিয়াসউদ্দিন বলবনের/মহম্মদ বিন তুঘলকের/আলাউদ্দিন খলজির) শাসনকালে ভারতে এসেছিলেন।

উত্তর: মহম্মদ বিন তুঘলকের।

২.৮ সুলতান মহম্মদ বিন তুঘলক ——  (নতুন দিল্লি/পুরোনো দিল্লি/আগ্রা) শহরকে সেনা শিবির বানিয়ে তোলেন।

উত্তর: পুরোনো দিল্লি।

২.৯ .  ১২৮৫ খ্রিস্টাব্দে —— (মুঘলদের/পাঠানদের/ মোঙ্গলদের) সঙ্গে লড়াইয়ে বলবনের বড়ো ছেলে যুবরাজ মহম্মদ প্রাণ হারান।

উত্তর: মোঙ্গলদের।

২.১০ হিন্দু রাজারা মুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া করের মতো যে কর নিতেন, তাকে বলা হয় হতব -—–(তুরুষ্ক দণ্ড/ জাকাত/খরাজ)। 

উত্তর: তুরুষ্ক দণ্ড।

২.১১ বাজারদর তদারকির জন্য ‘শাহানা-ই-মান্ডি’ ও দেওয়ান-ই- রিয়াসৎ’ নামে রাজকর্মচারী নিয়োগ ——  করেন (মহম্মদ বিন তুঘলক/ফিরোজ শাহ তুঘলক/ আলাউদ্দিন খলজি)।

উত্তর: আলাউদ্দিন খলজি।

২.১২ বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম সুলতান —– (শামসউদ্দিন ইলিয়াস শাহ/গিয়াসউদ্দিন আজম শাহ/ জালালউদ্দিন মহম্মদ শাহ)।

উত্তর: শামসউদ্দিন ইলিয়াস শাহ।

২.১৩——- (আলাউদ্দিন হোসেন শাহ/জালালউদ্দিন মহম্মদ শাহ/গিয়াসউদ্দিন আজম শাহ)-এর আমলে বাংলার রাজধানী মালদহের হজরত পান্ডুয়া থেকে গৌড়ে চলে আসে।

উত্তর: জালালউদ্দিন মহম্মদ শাহ।

২.১৪ শ্রীচৈতন্যের নেতৃত্বে বাংলায় ——(ভক্তিবাদের/ সুফিবাদের/জৈন ধর্মের) প্রচার শুরু হয়। 

উত্তর: ভক্তিবাদের।

২.১৫-১৩৩৬ খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করে ——–(সঙ্গম/সালুভ/তুলুভ) বংশ।

উত্তর: সঙ্গম।

২.১৬ সঙ্গম রাজবংশ প্রতিষ্ঠা করেন ——- (নরসিংহ/বীরসিংহ / হরিহর ও বুক্ক)। 

উত্তর: হরিহর ও বুক।

২.১৭ ‘আমুক্তমাল্যদ’ গ্রন্থটি লেখা হয় ——-(তেলুগু ভাষায়/সংস্কৃত ভাষায়/তামিল ভাষায়)। 

উত্তর: তেলুগু ভাষায়।

২.১৮ বিজয়নগরে ১৩৩৬-১৬৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ——- (তিনটি/চারটি/পাঁচটি) রাজবংশ শাসন করেছিল।

উত্তর: চারটি।

২.১৯ —–  (১৫২৬ খ্রিস্টাব্দে/১৫৫৬ খ্রিস্টাব্দে/১৫৬৫ খ্রিস্টাব্দে) বানিহাটি বা তালিকোটার যুদ্ধে বিজয়নগর পরাজিত হয়।

উত্তর: ১৫৬৫ খ্রিস্টাব্দে।

২.২০ বিজয়নগর সাম্রাজ্যে আসা আব্দুর রজ্জাক ছিলেন—— (ইতালি/পোর্তুগাল/পারস্যের) দূত।

উত্তর: পারস্যের।

Ture And False

২.১ দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষে সুলতানদের ক্ষমতা ও কর্তৃত্ব বজায় ছিল।

উত্তর: ঠিক।

২.২ মহম্মদ ঘুরি দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন।

উত্তর: ভুল।

সঠিক উত্তর: কুতুবউদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন।

২.৩ বাগদাদের খলিফা ইলতুৎমিশকে দুরবাশ ও খিলাত পাঠিয়ে সুলতান হিসেবে কর্তৃত্বের অনুমোদন দিয়েছিলেন।

উত্তর: ঠিক।

২.৪ তুর্কি সুলতানদের মধ্যে ইলতুৎমিশ ও রাজিয়া ছিলেন ইলবারি তুর্কি।

উত্তর: ঠিক।

২.৫ রাজিয়ার পর দিল্লির সিংহাসনে বসেন গিয়াসউদ্দিন বলবন।

উত্তর: ভুল।

সঠিক উত্তর: নাসিরউদ্দিন মাহমুদ শাহের পর দিল্লির সিংহাসনে বসেন গিয়াসুদ্দিন বলবন।

২.৬ ‘বন্দেগান-ই-চিহলগানি’ গড়ে ওঠে ইলতুৎমিশের রাজত্বকালে।

উত্তর: ঠিক।

২.৭ গিয়াসউদ্দিন তুঘলকের রাজত্বকালে ইবনবতুতা ভারতবর্ষে এসেছিলেন।

উত্তর: ভুল।

সঠিক উত্তর: মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ইবনবতুতা ভারতবর্ষে এসেছিলেন।

২.৮ মহম্মদ বিন তুঘলক কৃষকদের সাহায্য করার জন্য ‘তকাভি’ ঋণদান প্রকল্প চালু করেছিলেন।

উত্তর: ঠিক।

২.৯ সুলতান বহুলোল লোদির শাসনকালে জৌনপুর রাজ্য দিল্লি সুলতানির অন্তর্ভুক্ত হয়।

উত্তর: ঠিক।

২.১০ খিজির খান তুর্কো-মোঙ্গল শাসকদের প্রতি আনুগত্য জানিয়েছিলেন।

উত্তর: ঠিক।

২.১১ পানিপতের প্রথম যুদ্ধে বাবর তুর্কিদের থেকে শেখা ‘রুমি’ কৌশল ব্যবহার করে জয়লাভ করেন।

উত্তর: ঠিক।

২.১২ খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে মোঙ্গল নেতা চেঙ্গিজ খানের আক্রমণের ফলে মধ্য ও পশ্চিম এশিয়ার রাষ্ট্রগুলো দুর্বল হয়ে পড়েছিল।

উত্তর: ঠিক।

২.১৩ বড়ো ইকতার শাসক শুধু সামরিক দায়িত্ব পালন করতেন।

উদ্ভব: ভুল।

সঠিক উত্তর: ছোটো ইকতার শাসক শুধু সামরিক দায়িত্ব পালন করতেন।

২.১৪ ইকতাদাররা সম্পূর্ণভাবে স্বাধীন ছিলেন।

উত্তর: ভুল।

সঠিক উত্তর: ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে ছিলেন। ২.১৫ অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে ‘তিমার’ ব্যবস্থা প্রচলিত ছিল।

উত্তর: ঠিক।

২.১৬ আলাউদ্দিন খলজি দোয়াব অঞ্চলের অধিবাসীদের কাছ থেকে উৎপন্ন ফসলের অর্ধেক অংশ রাজস্ব হিসাবে আদায় করতেন।

.উত্তর: ঠিক।

২.১৭ ১৩৪২ খ্রিস্টাব্দে শামসউদ্দিন ইলিয়াস শাহ বাংলার তিনটি প্রধান রাজ্য যুক্ত করে বাংলায় স্বাধীন ইলিয়াস শাহি শাসন শুরু করেন।

উত্তর: ঠিক।

২.১৮ সুলতান জালালউদ্দিন মহম্মদ শাহ (যদু) জন্মসূত্রে হিন্দু ছিলেন।

উত্তর: ঠিক।

২.১৯ বাংলার হোসেন শাহকে রামের অবতার বলে মনে করত।

উত্তর: ভুল।

সঠিক উত্তর: বাংলার হোসেন শাহকে কৃষ্ণের অবতার বলে মনে করত।

২.২০ বিজয়নগর শহরটি সাতটি প্রাচীর দিয়ে ঘেরা ছিল।

উত্তর: ঠিক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *