WBBSE Class 5 Bangla Chapter 17 বৃষ্টি পড়ে টাপুর টুপুর Solution | Bengali Medium

Class 5 Bangla Chapter 17

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

1. Very Short Question Answer

1. কোন্ কোন্ বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়?

উত্তরঃ সাধারণত বাংলায় আষাঢ়-শ্রাবণ মাসে বৃষ্টি হয়।

2. ‘বিষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতাটি তাঁর কোন্ কবিতার বই থেকে নেওয়া হয়েছে?

উত্তর: ‘বিষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতাটি তাঁর ‘শিশু’ নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে।

3. বৃষ্টির দিনে কবির মনে কোন্ গান ভেসে আসে?

উত্তরঃ বৃষ্টির দিনে কবির মনে ‘বিষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান’- এই গান ভেসে আসে।

 4. আকাশ ঘিরে মেঘে জুটেছে কেন?

উত্তরঃ আকাশ ঘিরে চাঁদের লোভে মেঘ জুটেছে।

5. বাদল হাওয়ায় কী মনে পড়ে?

উত্তরঃ বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান।

6. কোথায় মেঘের খেলা চলে?

উত্তরঃ আকাশ জুড়ে মেঘের খেলা চলে।

7. কবিতায় কোন্ দুই রানির কথা আছে?

উত্তরঃ কবিতায় সুয়োরানি ও দুয়োরানির কথা আছে।

8. কবিতায় ছেলেবেলার কোন্ গানটির উল্লেখ আছে?

উত্তরঃ কবিতায় উল্লিখিত ছেলেবেলার গানটি হল- ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান।’

9. কে একেবারে চুপ করে গল্প শোনে। (খাদিমপুর হাইস্কুল)

উত্তর: দস্যি ছেলে একেবারে চুপ করে গল্প শোনে।

10. সৃষ্টি কীসে কেঁপে ওঠে?

উত্তরঃ মেঘের ডাকে সৃষ্টি কেঁপে ওঠে।

11.”সেদিনও কি এমনি তরো মেঘের ঘনঘটা।” দিনের কথা বলা হয়েছে? কোন্

উত্তরঃ এখানে শিবঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে।

12. “তারি সঙ্গে মনে পড়ে” কী মনে পড়ে?

উত্তরঃ তারি সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান।

13. “মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা।”-কঙ্কাবতীর অভিমানের কারণ কী? (পর্ষদ নমুনা)

উত্তরঃ নিজের জীবনের কষ্ট থেকে কঙ্কাবতী অভিনয় করেছিল।

14. “কে গাইছিল গান”- কে, কোথায় গান গেয়েছিল?

উত্তর: কোন্ এক নাম না জানা মা ছেলেকে ঘুম পাড়াতে নদীর ধারে গান গেয়েছিল।

2. Short Question Answer

1. সেদিনও কি এমনিতরো/মেঘের ঘনঘটা”-কোন্ দিনের কথা বলা হয়েছে? কবির এমন সংশয় কেন? (বার্লো গার্লস হাই স্কুল)

 উত্তরঃ শিব ঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে। এটা বহুদিন আগের কথা। তাই কবির এ বিষয়ে সংশয় রয়েছে।

2. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতায় কোন্ কোন্ কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে?

উত্তরঃ ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতায় সুয়োরানি, দুয়োরানি ও কঙ্কাবতী-এই তিনটি কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে।

3. দিনের আলো নিভে আসার সময় কী কী হয়?

উত্তর: দিনের আলো নিভে আসার সময় সূর্য ডুবতে থাকে। আর আকাশ ঘিরে চাঁদের লোভে মেঘ জুটতে থাকে

4. মেঘের খেলা দেখে কবির কী কী মনে পড়ে?

উত্তরঃ মেঘের খেলা দেখে কবির মনে পড়ে ঘরের কোণে বহুদিনের লুকোচুরির কথা আর ছেলেবেলার গান ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর। নদেয় এলো বান’-এটাও মনে পড়ে।

5. ‘টাপুর টুপুর’ বৃষ্টি পড়লে তুমি কী করো?

উত্তরঃ টাপুর টুপুর’ বৃষ্টি পড়লে আমি রাস্তায় গাছের পাতায়, টিনের চালে বৃষ্টির ফোঁটাগুলির পড়া দেখতে থাকি। আর কখনো-কখনো বৃষ্টির জমা জলে কাগজের নৌকা ভাসাই।

6. বৃষ্টির নদীর এপার এবং ওপারে যে বর্ণনা কবি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো।

উত্তরঃ আলোচ্য কবিতায় বাদল দিনে কবি নদীর এপার এবং ওপারের সুন্দর বর্ণনা দিয়েছেন। নদীর এপারে মেঘলা আকাশ বৃষ্টি তখনো শুরু হয়নি। আর নদীর ওপর বৃষ্টি পড়ছে তাতে দূরের গাছপালা ঝাপসা দেখাচ্ছে।

7. “সেদিনও কি এমনিতরো / মেঘের ঘটাখানা”- কোন্ দিনের কথা বলা হয়েছে? সেদিনের প্রকৃতির বর্ণনা দাও।

উত্তরঃ “সেদিনও কি এমনিতরো / মেঘের ঘটাখানা” – লাইন দুটিতে শিবঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে। কবির ভাষায় সেদিনের প্রকৃতি অন্য দিনগুলোর থেকে অনেকটাই আলাদা। যেদিন শিবঠাকুরের বিয়ে হয়েছিল, সেদিনও এমনই মেঘের ঘটা ছিল। বিষ্টি পড়েছিল সেদিন। বানও এসেছিল। বিজলি খেলে যাচ্ছিল আকাশের বুকে। এমনই ছিল সেদিনের প্রকৃতি।

8. মেঘের খেলা কবির মনে কোন্ কোন্ স্মৃতি বয়ে আনে? 

উত্তরঃ মেঘের খেলা কবির মনে ছেলেবেলার গান মনে করায়। মেঘের খেলা কবির মনে লুকোচুরির কথা মনে করায়। মনে আসে সুয়োরানি-দুয়োরানির কথা, অভিমানী কঙ্কাবতীর ব্যথা। বাইরে জলের কাছে দস্যি ছেলের একদম শান্ত হয়ে গল্প শোনা, শিবঠাকুরের বিয়ের কথাও তাঁর মনে পড়ে। দুরু দুরু বুকে ছোট্ট খোকার বিছানার একপাশে শুয়ে থাকার কথা আর পলে পলে নতুন খেলার কথাও তাঁর স্মৃতিতে আসে।

9. সেদিনও কি এমনিতরো/মেঘের ঘনঘটা”-কোন্ দিনের কথা বলা হয়েছে? কবির এমন সংশয় কেন? (বার্লো গার্লস হাই স্কুল)

 উত্তরঃ শিব ঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে। এটা বহুদিন আগের কথা। তাই কবির এ বিষয়ে সংশয় রয়েছে।

10. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতায় কোন্ কোন্ কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে?

উত্তরঃ ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতায় সুয়োরানি, দুয়োরানি ও কঙ্কাবতী-এই তিনটি কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে।

11. দিনের আলো নিভে আসার সময় কী কী হয়?

উত্তর: দিনের আলো নিভে আসার সময় সূর্য ডুবতে থাকে। আর আকাশ ঘিরে চাঁদের লোভে মেঘ জুটতে থাকে

12. মেঘের খেলা দেখে কবির কী কী মনে পড়ে?

উত্তরঃ মেঘের খেলা দেখে কবির মনে পড়ে ঘরের কোণে বহুদিনের লুকোচুরির কথা আর ছেলেবেলার গান ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর। নদেয় এলো বান’-এটাও মনে পড়ে।

13. ‘টাপুর টুপুর’ বৃষ্টি পড়লে তুমি কী করো?

উত্তরঃ টাপুর টুপুর’ বৃষ্টি পড়লে আমি রাস্তায় গাছের পাতায়, টিনের চালে বৃষ্টির ফোঁটাগুলির পড়া দেখতে থাকি। আর কখনো-কখনো বৃষ্টির জমা জলে কাগজের নৌকা ভাসাই।

3. Fill In The Blanks

 1. আকাশ ঘিরে ——————– জুটেছে।

উত্তরঃ আকাশ ঘিরে মেঘ জুটেছে।

2. বাদলা ———————  মনে পড়ে।

উত্তরঃ বাদলা হাওয়ায় মনে পড়ে।

3. মনে পড়ে ————————-  আলো।

উত্তরঃ মনে পড়ে ঘরটি আলো।

4. ঘরেতে ———————  ছেলে।

উত্তরঃ ঘরেতে দুরন্ত ছেলে।

5. বাইরে কেবল ————————-  শব্দ।

উত্তর: বাইরে কেবল জলের শব্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *