Class 6 Chapter 7 Solution
তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি
1. ছুঁচ, পেরেক ইত্যাদি বস্তুর কার্যকারী অংশকে ধারালো করা হয়-
A. কার্যকারী অংশের ক্ষেত্রফল কমাতে
B. কার্যকারী অংশের ক্ষেত্রফল বাড়াতে
C. কার্যকারী অংশের ক্ষেত্রফল একই রাখতে
D. কোনোটিই নয়
উত্তর: A. কার্যকারী অংশের ক্ষেত্রফল কমাতে
2. 1 কিলোপাস্কাল-
A.100 পাস্কাল
B. 1000 পাস্কাল
C.10 পাস্কাল
D.0.1 পাস্কাল
উত্তৰ: B. 1000 পাস্কাল
3. তরলের চাপ নির্ভর করে-
A. তরলের গভীরতার ওপর
B. তরলের পরিমাণের ওপর
C.তরলের আয়তনের ওপর
D. পাত্রের আকারের ওপর
উত্তর: A. তরলের গভীরতার ওপর
4. আমরা সাঁতার কাটতে পারি জলের যে-চাপের জন্য তা হল-
A. নিম্নচাপ
B. পার্শ্বচাপ
C.ঊর্ধ্বচাপ
D.কোনোটিই নয়
উত্তর: C.ঊর্ধ্বচাপ
5. 1 পাস্কাল = ?
নিউটন
A.———————– ।
বর্গমিটার
ডাইন
B.———————— 1
বর্গমিটার
নিউটন
C..—————- ।
বর্গসেমি
D. কোনোটিই নয
6. বায়ুর চাপ বেশি হবে-
A. কলকাতার রাস্তায়
B.সমুদ্রপৃষ্ঠে
C.দার্জিলিং-এ
D. এভারেস্ট-এ
উত্তর: B.সমুদ্রপৃষ্ঠে
7. এরোপ্লেন যে-নীতির ওপর ভিত্তি করে আকাশে ওড়ে।
A.বার্নোলির নীতি
B.পাঙ্কালের নীতি
C.অটোভন গেরিকের নীতি
D.আইনস্টাইন-এর নীতি
উত্তর: A.বার্নোলির নীতি
৪. বাতাসের ওজন আছে, সর্বপ্রথম এই কথাটি ব্যস্ত করেন-
A.অ্যাভোগাড্রো
B.লিন্ডেম্যান
C. অটোভন গেরিক
D.আর্কিমিডিস
উত্তর: C. অটোভন গেরি
9. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান-
A.74 সেমি পারদস্তম্ভ
B.75 সেমি পারদস্তম্ভ
C.76 সেমি পারদস্তম্ভ
উত্তর: C.76 সেমি পারদস্তম্ভ
Very Short Answer Question
1.স্কু-এ কোন্ নীতির প্রয়োগ করা হয়?
উত্তরঃ বলের প্রয়োগক্ষেত্রের ক্ষেত্রফল যত কমবে, চাপও তত বাড়বে- এই নীতির প্রয়োগ করা হয়।
2.পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে ঘটনাটি বিজ্ঞানের কোন্ নীতির উদাহরণ?
উত্তরঃ ঘটনাটি বিজ্ঞানের বার্নৌলির নীতির উদাহরণ।
1.চাপ কাকে বলে?
উত্তরঃএকক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলই হল চাপ।
2.তরলের প্রবাহ কীসের ওপর নির্ভর করে?
উত্তরঃ তরলের প্রবাহ তরলের উচ্চতার ওপর নির্ভর করে।
3. কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম পরীক্ষা করে দেখান যে, বায়ুর ওজন আছে?
উত্তরঃ1650 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী অটোভন গেরিক সর্বপ্রথম পরীক্ষা করে দেখান যে, বায়ুর ওজন আছে।
4. বায়ুর সর্বমুখী চাপের পরীক্ষা করেন কে?
উত্তরঃ1656 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী অটোভন গেরিক ম্যাগডেবার্গ শহরে বায়ুর সর্বমুখী চাপের পরীক্ষা করেন।
5. কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়?
উত্তরঃব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়।
6.কোন্ যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়?
উত্তরঃম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়।
7. চাপ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
উত্তরঃচাপ, প্রযুক্ত বল ও বলের প্রয়োগস্থানের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে।
8. কলকাতা ও দার্জিলিং-এর মধ্যে কোথায় বায়ুর চাপ কম হবে?
উত্তরঃ দার্জিলিং-এ বায়ুর চাপ কম হবে।
9.চাপের একটি বড়ো এককের নাম লেখো।
উত্তরঃ চাপের একটি বড়ো একক হল কিলোপাস্কাল।
10.তরল ও বায়ু কোন্ দিকে চাপ দেয়?
উত্তরঃ তরল ও বায়ু সর্বমুখী চাপ দেয়।
Short Answer Question
1. চাপ কাকে বলে? এর সমীকরণ দাও।
উত্তরঃ একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলই হল চাপ।
বল
চাপ=—————–
ক্ষেত্রফল
2.বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে?
উত্তরঃ কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে বায়ুমন্ডলীয় চাপ বলে। বায়ুর ওজনের জন্যই এই বল প্রযুক্ত হয়।
. :বায়ুমণ্ডলীয় চাপ
= প্রতি একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডল দ্বারা প্রযুক্ত বল
= প্রতি একক ক্ষেত্রফলে বায়ুমন্ডলের ওজন।
3. বার্নৌলির নীতিটি লেখো।
উত্তরঃ তরল বা গ্যাসের প্রবাহের বেগ যেখানে বেশি, সেখানে চাপ কম এবং যেখানে প্রবাহের বেগ কম, সেখানে তরল বা গ্যাসের চাপ বেশি হয়।
4. দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয় কেন?
উত্তরঃ দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয়, কারণ ওই সময় ট্রেনের তীব্রগতির ফলে ট্রেনের আশেপাশের বায়ুতে প্রচণ্ড প্রবাহের সৃষ্টি হয়। ফলে ওই স্থানের বায়ুচাপ দূরের বায়ুচাপ অপেক্ষা কমে যায়। বাইরের বায়ুচাপ বেশি থাকায় উচ্চচাপের বায়ু দর্শককে ট্রেনের দিকে ঠেলে দেয়, ফলে দুর্ঘটনা ঘটতে পারে।
5.একখানি ছুরির ধারালো প্রান্তের দ্বারা সহজে কোনো বস্তু কাটা যায়, কিন্তু ভোঁতা প্রান্ত দ্বারা কাটা যায় না কেন?
উত্তরঃএক্ষেত্রে বলের কার্যকারিতা নির্ভর করে চাপের ওপর অর্থাৎ, একক ক্ষেত্রফলে কত বল কাজ করছে
বল
তার ওপর। আমরা জানি, চাপ =————– ।
ক্ষেত্রফল
সুতরাং, ছুরির ভোঁতা প্রান্তের ক্ষেত্রফল, ধারালো প্রান্ত অপেক্ষা বেশি। ফলে একই পরিমাণ বল প্রয়োগ করলেও ভোঁতা প্রান্তে কম চাপ সৃষ্টি হয়, কিন্তু ধারালো প্রান্তের ক্ষেত্রফল কম হওয়ায় অপেক্ষাকৃত বেশি চাপ সৃষ্টি হয়। তাই ছুরির ধারালো প্রান্ত দিয়ে বস্তুকে সহজে কাটা যায়।
6.আমাদের শরীরে বায়ুচাপ পড়লেও আমরা তা অনুভব করতে পারি না কেন?
উত্তরঃ আমরা প্রতিনিয়ত বায়ুচাপ গ্রহণ করি, কিন্তু আমাদের শরীরের ভিতরে যে-রক্ত ও বায়ু থাকে তা বহির্মুখে বিপরীত চাপ দেয়। এই মিলিত চাপ বায়ুমণ্ডলের চাপের সমান হয়। ফলত এই দুই বিপরীতমুখী চাপ পরস্পরকে প্রশমিত করে দেয়, তাই এই প্রবল চাপ আমরা অনুভব করতে পারি না।
7. প্রবাহী কাকে বলে? দুটি উদাহরণ দাও।উত্তরঃ যেসব পদার্থ (বিশেষত তরল ও গ্যাসীয় পদার্থ), বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে সহজেই প্রবাহিত হয়, তাদের প্রবাহী বলে।
Long Answer Question
(1) তরলের চাপের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। * তরলের চাপের বৈশিষ্ট্য:
(i) তরলের ঊর্ধ্বচাপ, নিম্নচাপ ও পার্শ্বচাপ আছে।
(ii) তরলের চাপ গভীরতার ওপর নির্ভর করে। স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে গভীরতা বাড়লে চাপ বাড়ে এবং গভীরতা কমলে চাপ কমে।
(iii) স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ তরলের ঘনত্বের ওপর নির্ভর করে। ঘনত্ব বেশি হলে চাপ বেশি হয়, ঘনত্ব কম হলে চাপ কম হয়।
(iv) একটি নির্দিষ্ট গভীরতায় স্থির তরলের সবদিকে চাপ সমান হয়।
(2)বায়ুচাপের কয়েকটি ব্যাবহারিক প্রয়োগ উল্লেখ করো।
উত্তরঃবায়ুচাপের ব্যাবহারিক প্রয়োগ:
(i) ডাব, শরবত, কোল্ড ড্রিংক ইত্যাদিকে সরু প্লাস্টিকের নলের সাহায্যে পান করা যায়।
(ii) দোলের সময় পিচকারিতে জল রং ভরা যায়।
(iii)খাড়া দেয়ালে টিকটিকি অনায়াসে চলাফেরা করতে পারে।
(iv) ইনজেকশনের সিরিঞ্জে ওষুধ ভরা যায়।
(3) পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে, বায়ুর ঊর্ধ্বচাপ আছে।
উত্তরঃ উপকরণ: একটি কাচের গ্লাস, একটি পোস্টকার্ড, একটি জলপূর্ণ পাত্র।
• পরীক্ষা: প্রথমে কাচের গ্লাসটিকে কানায় কানায় জলপূর্ণ করা হল। এরপর গ্লাসের খোলামুখ পোস্টকার্ডটি দিয়ে ঢেকে বামহাত দিয়ে চেপে রাখা হল। পরে ডানহাত দিয়ে গ্লাসের নীচের দিকটি ধরে ধীরে ধীরে জলপূর্ণ গ্লাসটি উলটে দেওয়া হল এবং বাম হাতটি আলতো করে পোস্টকার্ডের নীচ থেকে সরিয়ে নেওয়া হল।
• পর্যবেক্ষণ: দেখা গেল হাত সরিয়ে নেওয়া সত্ত্বেও ওলটানো। অবস্থায় পোস্টকার্ড-সহ গ্লাসের জল নীচে পড়ে যাচ্ছে না।
গ্লাসের মধ্যে কোনো বায়ু না থাকায় পোস্টকার্ডের ওপর কেবলমাত্র জলের ওজনজনিত নিম্নাভিমুখী চাপ পড়ছে, কিন্তু সেইসঙ্গে বাইরের বায়ুর ঊর্ধ্বমুখী চাপও ওই পোস্টকার্ডের ওপর পড়ছে। গ্লাসের জলের নিম্নচাপ অপেক্ষা বাইরের বায়ুর ঊর্ধ্বমুখী চাপ অনেক বেশি। তাই পোস্টকার্ডটি গ্লাসের মুখে আটকে আছে। এই পরীক্ষায় প্রমাণিত হয় যে, বায়ুর ঊর্ধ্বমুখী চাপ আছে।
4.একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে, বায়ুর সর্বমুখী চাপ আছে।
• উপকরণ: আংটা লাগানো সমান মাপের দুটি ধাতব ফাঁপা অর্ধগোলক যাদের একটিতে প্যাঁচকল লাগানো থাকে এবং বায়ুনিষ্কাশন যন্ত্র।
• পরীক্ষা: প্রথমে ফাঁপা ধাতব অর্ধগোলক দুটি মুখোমুখি বসিয়ে চেপে আটকে দিলে এটি একটি পূর্ণগোলকে পরিণত হয়। এরপর অর্ধগোলক দুটির সংযোগস্থলে ভেসলিন লাগিয়ে বায়ুনিরুদ্ধ করা হল। এবার গোলকের প্যাঁচকল খুলে বায়ুনিষ্কাশন যন্ত্রের সাহায্যে গোলকের ভিতরের বায়ু বের করে নেওয়া হল। এরপর বায়ুনিষ্কাশন যন্ত্র সরিয়ে প্যাঁচকলটি বায়ুনিরুদ্ধভাবে এঁটে দেওয়া হল। এই অবস্থায় গোলকের দু- পাশের আংটা ধরে বিপরীত মুখে সজোরে টেনে অর্ধগোলক দুটিকে পৃথক করার চেষ্টা করা হল। কিছুক্ষণ পর প্যাঁচকল খুলে গোলকে বায়ু প্রবেশ করিয়ে, তারপর আংটা ধরে টানা হল।
• পর্যবেক্ষণ: প্রথম ক্ষেত্রে গোলক দুটিকে পৃথক করা সম্ভব হবে না, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে সহজেই গোলক দুটিকে পৃথক করা যায়।
• সিদ্ধান্ত: প্রথম ক্ষেত্রে গোলকটি বায়ুশূন্য হওয়ায় বায়ুর বহির্মুখী চাপ প্রায় ছিল না। তাই বাইরের বায়ুর প্রবল সর্বমুখী চাপ গোলক দুটিকে পৃথক হতে দেয়নি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ভিতরের ও বাইরের বায়ুর চাপ সমান থাকায় গোলক দুটি পৃথক হয়ে গেছে। এর থেকে প্রমাণ হয় যে, বায়ুর সর্বমুখী চাপ আছে।
5.স্ট্ৰ-এর সাহায্যে কীভাবে তরল পানীয় পান করা যায় ?
• ঠান্ডা পানীয় পান করার সময় স্ট্র-এর একরপ্রান্ত তরলে ডুবিয়ে অপর প্রান্তে মুখ দিয়ে নলের ভিতরের বায়ু টেনে নিলে নলের ভিতরে অ্যংশিক বায়ুশূন্যতার সৃষ্টি হয়। এই সময় পানীয়ের ওপর প্রবল বায়ুমণ্ডলীয় নিম্নচাপে তরল বায়ুশূন্য নলের মধ্যে উঠে আসে। এভাবে তরল পানীয় স্টু-এর সাহায্যে পান করা যায়।
6.একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে, তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার ওপর নির্ভর করে।
• উপকরণ: একমুখ খোলা টিনের একটি দীর্ঘ চোং, যার পাশের দেয়ালে উল্লম্বরেখায় ও বিভিন্ন উচ্চতায় তিনটি ছিদ্র আছে, কিছু পরিমাণ মোম ও জলপূর্ণ পাত্র।
• পরীক্ষা: প্রথমে মোম দিয়ে চোঙের ছিদ্রগুলি জলনিরুদ্ধভাবে আটকে দেওয়া হল। এবার চোংটিকে জলপূর্ণ করা হল। এরপর জলপূর্ণ চোঙের পার্শ্বীয় ছিদ্র তিনটি থেকে প্রায় একইসঙ্গে মোম অপসারণ করে ছিদ্রের মুখ খুলে দেওয়া হল।
• পর্যবেক্ষণ: এখন দেখা গেল যে, তিনটি ছিদ্র দিয়েই জল বিভিন্ন বেগে বেরিয়ে আসছে। উপরের ছিদ্র দিয়ে জল চোঙের কাছাকাছি পড়ছে। মধ্যবর্তী ছিদ্র দিয়ে জল একটু দূরে পড়ছে এবং সবচেয়ে নীচের ছিদ্র দিয়ে জল সর্বাপেক্ষা দূরে পড়ছে। অর্থাৎ, গভীরতা বৃদ্ধির সঙ্গে জলের নির্গমন বেগ বৃদ্ধি পাচ্ছে।
• সিদ্ধান্ত: জলের পার্শ্বচাপের ফলে ছিদ্রগুলি দিয়ে জল বের হচ্ছে। সবচেয়ে নীচের ছিদ্রের গভীরতা সবথেকে বেশি। তাই নীচের ছিদ্র দিয়ে জল বেশি বেগে বের হচ্ছে। মাঝের ছিদ্রের গভীরতা অপেক্ষাকৃত কম, তাই ওই ছিদ্র দিয়ে জল কম বেগে বের হচ্ছে। আর একদম উপরের ছিদ্রের গভীরতা সবচেয়ে কম, তাই ওই ছিদ্র দিয়ে জল খুব কম বেগে বের হচ্ছে। এর থেকে প্রমাণ হয় যে, তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার ওপর নির্ভর করে।
Fil in the blanks
1. কোনো তলের একক ——————–ওপর প্রযুক্ত লম্ব বলকে চাপ বলে।
2. যেসকল বস্তুর———————— আছে, তারা চাপ প্রয়োগ করতে পারে।
3. নির্দিষ্ট তরল ও গ্যাসস্তন্ত্রের চাপ, জজের উচ্চতার সঙ্গো—————————– হয়।
4. টিকটিকি বায়ুর ——————–এর জন্য দেয়ালে চলাফেরা করতে পারে।
5. কোনো স্থানে লম্বভাবে প্রযুক্ত বলকে ——————-বলে।
6. জলের গভীরতাজনিত চাপের কারণে নদীবাঁধের তলদেশ——————করা হয়।.
7. বায়ুর সর্বমুখী চাপ সংক্রান্ত অর্ধগোলক পরীক্ষাটি বিজ্ঞানী———————— করেন।
উত্তরমালা
1. ক্ষেত্রফলের 2. ওজন 3. সমানানুপাতিক 4. পার্শ্বচাপ
5. ঘাত 6. চওড়া.
True and False
1. SI-তে চাপের একক নিউটন।
2. গভীরতা কমলে জলের চাপও কমে।
3. পর্বতচূড়ায় 76 সেমি উঁচু পারদস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে।
4. দোলের সময় পিচকারিতে তরলের চাপের প্রভাবে রং ভরা যায়।
5. তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার ওপর নির্ভর করে।
6. তরলের ঘনত্ব বাড়লে চাপ বাড়ে।
উত্তব়মালা1.☒ 2.☒ 3.☒ 4.☒ 5.☑ 6.☑