Class 3 Chapter 7 Solution
আজ ধানের ক্ষেতে
Very Short Question Answer
১.১ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় কী চলে?
উত্তর: ধানের ক্ষেতের রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা চলে।
১.২ নীল আকাশে কী ভাসানো হয়েছে?
উত্তর: নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসানো হয়েছে।
১.৩ ভ্রমর কী করে?
উত্তর: ভ্রমর সারাদিন ঘুরে ঘুরে ফুলের থেকে মধু সংগ্রহ করে।
১.৪ আজ ভ্রমর কী করে?
উত্তর: আজ ভ্রমর ফুলের থেকে মধু খেতে ভুলে যায়। আজ তারা নবীন সূর্যের আলোয় মত্ত হয়ে উড়ে বেড়ায়।
১.৫ নদীর চড়ায় কীসের মেলা বসেছে?
উত্তর: নদীর চড়ায় আজ চখা-চখীর মেলা বসেছে।
১.৬ কবি আজ কোথায় যাবেন না?
উত্তর: কবি আজ ঘরের মধ্যে যাবেন না।
১.৭ কবি আজ কী লুঠ করবেন?
উত্তর: কবি আজ আকাশ ভেঙে বাহিরকে লুঠ করবেন।
১.৮ ফেনার রাশি কোথায়?
উত্তর: জোয়ারের জলে ফেনার রাশি উঠছে।
১.৯ কবি আজ কীভাবে দিনটা কাটাবেন?
উত্তর: কবি আজ বিনা কাজে বাঁশি বাজিয়ে দিনটা কাটাবেন।
১.১০ কবি কেন ঘরের মধ্যে যাবেন না?
উত্তর: বাইরের প্রকৃতির মনোরম সাজ দেখে কবি ভীষণ। মুগ্ধ তাই তিনি ঘরের মধ্যে যাবেন না।
বিপরীতার্থক শব্দ লেখো:
উত্তর:রৌদ্র- ছায়া। সাদা কালো। আলো অন্ধকার। যাব- আসব। বাহির ভিতর। নেব দেব। জোয়ার ভাটা। ভেঙে গড়ে।
বর্ণবিশ্লেষণ করে দেখাও:
উত্তর: লুকোচুরি ল্ + উ+ক+ও+চু+উ+র+ ই। ভাসালে = ভ্ + আ +স্+আ++এ। আকাশ = আক্+আ+শ্+অ। জোয়ার = জ+ও+স্+আ+র্। ছুটছে = ছ+উ+ট্+অ+ছ+এ। বাজিয়ে = ব + আ + জ্+ই++এ।