WBBSE Class 3 Patabahar Chapter 6 Solution| Bengali Medium

Class 3 Chapter 6 Solution

ফুল

Very Short Question Answer

১. কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখিকা আমাদের জানিয়েছেন?

উত্তরঃ অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি, তখন পৃথিবীতে ফুল ছিল না বলে লেখিকা আমাদের জানিয়েছেন।

২. যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না, তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল?

উত্তরঃ যখন পৃথিবীতে ফুলেরা ছিল না তখন পৃথিবীর মাটির ওপর ছিল কেবল বড়ো বড়ো ঘাস আর পাতা গাছ।

৩. ফুলপরিরা কেমন পোশাক পরে? তারা কী খায়? 

উত্তর: ফুলপরিরা ফুলের পোশাক পরে, আর তারা ফুলের মধু খায়।

৪. ফুলপরিদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল, তাতে কী কী রঙের ফুল ফুটেছিল?

উত্তর:  ফুলপরিদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল, তাতে সাদা, নীল, হলদে, লাল, বেগুনি রঙের ফুল হয়েছিল।

৫. গভীর জঙ্গলে সারা রাত ফুলপরিরা কী করে?

উত্তরঃ রাতের বেলায় গভীর জঙ্গলে ফুলপরিরা পৃথিবীতে নামে। সেখানে ফুলবনে তারা হাত ধরাধরি করে নাচে।

৬. গভীর জঙ্গলেই বা তারা কেন নেমে আসে?

উত্তর: ফুলপরিরা গভীর জঙ্গলে নেমে আসে। কারণ সেখানে কোনো মানুষজন থাকে না।

৭. এই গল্পে বলা হয়েছে পরিরা কীভাবে পৃথিবীতে ফুল ফোটাল। তুমি তোমার নিজের ভাষায় সেই ঘটনাটি লেখো: [OEQ]

উত্তর: পৃথিবীতে আগে কোনো ফুল ছিল না। মানুষও ছিল না। মাটির ওপর ছিল শুধুমাত্র বড়োবড়ো ঘাস আর পাতাগাছ। একদিন রাত্রে ফুল পরিরা পৃথিবীতে নেমে

এল পৃথিবীপাতায়ভরা। পরিদের দেশে অনেক ফুল।। তারা এই পৃথিবীতে ফুল দেখতে না পেয়ে এখানে ফুল ফোটাবার ব্যবস্থা করল।

পরিরা নিজের দেশ থেকে ফুলের বীজ নিয়ে এসে পৃথিবীর মাঠে মাঠে, বনে বনে সেগুলো ছড়িয়ে । দিল। তারপর ক মশ বীজ থেকে গাছ, গাছে এল কুঁড়ি, কুঁড়ি থেকে হয়ে গেল ফুল। সাদা, নীল, হলুদ, লাল, বেগুনি রঙের ফুল। ফুলে ফুলে পৃথিবীর মাটি । ভরে গেল।

৮. পরিরা দুঃখে চলে যেত।

উত্তরঃ পৃথিবীতে ফুল ছিল না, তাই পরিরা দুঃখে চলে যেত। 

৯. ‘চলো, আমরা ফুল নিয়ে আসি’।

উত্তরঃ সুন্দর পৃথিবীতে ফুল ফোটাবার জন্য পরিরা বলল, চলো, আমরা ফুল নিয়ে আসি।

১০.ঘাস শুয়ে পড়েছে।
উত্তরঃ পরিরা পৃথিবীর ফুলবনে এসে সারারাত হাতধরাধরি করে নাচে। তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে।

১১. প্রতিশব্দ লেখো:

ভোর, ফুল, বাগান, বাতাস, মৌমাছি, রাত

উত্তরঃ ভোর-প্রত্যুষ, উষা, প্রভাত।

ফুল- পুষ্প, কুসুম, ফুল্ল. প্রসূন।

বাগান- কানন, উদ্যান।

মৌমাছি – অলি, মধুপ, সমীর, সমীরণ।

রাত- রাত্রি, নিশি, নিশা।

১২. সাজিয়ে লেখো:

নিন্মায়জ, রা মৌ ছি মা, য়জায়গা, ৎমকাচর, নে বাবা

উত্তরঃ নিন্মায়জ-জন্মায়নি। রা মৌছি মা- মৌমাছিরা। য় জায় গা – জায়গায়। ৎমকা চর – চমৎকার।

নে বা গা – বাগানে।

১৩.বাক্য রচনা করো।

ফুল, পরি, ঘাস, বীজ, মধু

উত্তরঃ ফুল : আমি পদ্মফুল খুব ভালোবাসি।

পরি : আমি মায়ের কাছে পরির গল্প শুনেছি।

ঘাস : আমাদের উঠোনে অনেক ঘাস গজিয়েছে।

বীজ: হাওয়া গাছের বীজ অনেক দূরে ছড়িয়ে পড়ে।

মধু : মৌমাছি ফুলে ফুলে মধু খায়।

১২. বর্ণবিশ্লেষণ করো:

উত্তরঃ পৃথিবী = প্ + ঋ++ই+ব্‌+ঈ।

চমৎকার = চ্ + অ +ম্+ৎ+ক্+আ+র্+অ। 

মৌমাছি = ম্ + ঔ + ম্+আ+ছ+ই। 

মানুষ = ম্ + আ + ন্+উ+স্।

জঙ্গল = জ্ + অ ++গ্‌+অ+ল্+অ।

True and False

২.১ মানুষ জন্মানোর আগে পৃথিবীতে ফুল ছিল। (x)

২.২ ফুলপরিদের দেশে অনেক ফল। (√)

২.৩ ফুলপরিরা পৃথিবী থেকে ফুল নিয়ে চলে গেল। (x)

২.৪ ফুলপরিদের বীজ থেকে একটি গাছ জন্মাল। (x)

২.৫ যেখানে মানুষ থাকে সেখানে ফুলপরিরা নেমে আসে। (x)

Fil in the blanks

২.১ কাঁচা আম খেতে ———— পাকা আম মিষ্টি হয়। 

উত্তরঃ কাঁচা আম খেতে টক, পাকা আম মিষ্টি হয়।

২.২ নাগরদোলা বারবার————– ওঠে, আবার —————-নামে।।

উত্তরঃ  নাগরদোলা বারবার ওপরে ওঠে, আবার নীচে নামে।

২.৩ সকালবেলা সূর্য উঠলে চারিদিকে————- বেলা সব হয়ে যায়। আর রাতের

উত্তর: সকালবেলা সূর্য উঠলে চারিদিকে আলো, আর রাতের বেলা সব অন্ধকার হয়ে যায়।

২.৪ আমি যদি দুষ্টুমি করি, সবাই আমাকে.——————– কিন্তু যদি কথা শুনি সবাই বলবে——————–। 

উত্তরঃ আমি যদি দুষ্টুমি করি, সবাই আমাকে খারাপ বলবে, কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ভালো।

২.৫ ——————–দিকে সূর্য উঠলেও দিকে অস্ত যায়।

উত্তর: পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিম দিকে অস্ত যায়।

৩.১ নানা রঙের কুঁড়ি থেকে হয় নানা রঙের,———————– (ফল/পাতা/ফুল)।

উত্তরঃ নানা রঙের কুঁড়ি থেকে হয় নানা রঙের ফুল।

৩.২ পৃথিবীর পাতাভরা বাগানে নেমে এল (জলপরিরা/ফুলপরিরা/বনপরিরা)।

উত্তর: পৃথিবীর পাতাভরা বাগানে নেমে এল ফুলপরিরা।

৩.৩ (রোদ/বৃষ্টি/আলো)——————– হাত বুলিয়ে দিত। এসে তাদের পায়ে

উত্তর: আলো এসে তাদের পায়ে হাত বুলিয়ে দিত।

৩.৪ বাতাস পাতা ————–ঝরিয়ে) দিয়ে চলে গেল। (শুঁকে শুঁকে/উড়িয়ে/

উত্তর: বাতাস পাতা শুঁকে শুঁকে চলে যেত।

৩.৫ এখনও নাকি ফুল পরিরা নেমে আসে———————-(চাঁদে/পৃথিবীতে/আকাশে)।

উত্তর: এখনও নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *