WBBSE Class 3 Patabahar Chapter 10 Solution | Bengali Medium

Class 3 Chapter 10 Solution

 নদীর তীরে একা

Short Question Answer

১. প্রকৃতি বলতে কী বোঝো?
উত্তর: প্রকৃতি বলতে আমাদের চারপাশে যে গাছপালা, নদীনালা, মাটি, পাহাড়, পশুপাখি আছে, তার সমষ্টিকে বলা হয় প্রকৃতি। আর আমাদের চারপাশের এই প্রকৃতিকে বলি পরিবেশ।

১২. ‘নদীর রং পাল্টে নিল’- কখন নদীর রং পাল্টে নিল?

 উত্তর: শরতের শুরুতে বেশ কয়েকদিন ঝমঝম করে বৃষ্টি হতেই নদী রং পালটে নিল।

১৩. ‘এই ঘাটে যাবার দুটি পথ’। – কোন্ ঘাটের কথা বলা হয়েছে? পথ দুটি কী কী?

উত্তর: এখানে দামোদর নদের খাদিনান ঘাটের কথা বলা হয়েছে। খাদিনান ঘাটে যাবার দুটি পথ আছে- (১) নদীর পাড় ধরে হেঁটে। (২) নদীর উপর নৌকায় চড়ে।

১৪. ‘আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়।’- কোন স্থানের কথা বলা হয়েছে?

 উত্তর: দামোদর নদের ওপর বম্বে রোডের পুলের কাছে মহিষবাথানের কথা বলা হয়েছে।

১৫. ‘দুই নদীতে জল বাড়ে কমে’- কোন্ দুই নদীর কথা বলা হয়েছে?

 উত্তর: এখানে লেখকের অন্যতম প্রিয় দুই নদী-ইছামতী ও রূপনারায়ণের কথা বলা হয়েছে।

১৬. ‘মনুর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি’-কোন্ বিষয়ের কথা বলা হয়েছে?

উত্তর: এখানে লেখক মনু অর্থাৎ ডিঙির মালিক নদী ও নদীতে বিভিন্ন সময়ে আসা পাখিদের বিষয়ে জ্ঞানের কথা বলেছেন।

১৭. অর্থ লেখো: কিনারে, ভরা, গাড়ি, ফুরসত, ডিঙি গেট, হাজির, চড়া, চলাচল, গেট।
উত্তর: কিনারে-ধারে, ভরা-ভর্তি, পাড়ি-রওনা, ফুরসত-অবসর, ডিঙি-ছোটো নৌকা, গেট-দরজা, হাজির-উপস্থিত, চড়া-নদীর মাঝে জেগে ওঠা ভূভাগ, চলাচল-যাতায়াত

১৮. বাক্য রচনা করো: হাজির, চওড়া, নৌকো, রং, প্রজাপতি।

উত্তর: হাজির ঠিক সময়ে হাজির হওয়ার অভ্যাসটা। ছোটোবেলা থেকেই করতে হয়।

চওড়া – সমতল ভূমিতে নদী বেশ চওড়া হয়ে বয়ে চলে।

নৌকো – নদীপ্রধান দেশে নৌকোই যাতায়াতের প্রধান উপায়।

রং বসন্ত কালে নানা রং-এর ফুল সকলের মন কাড়ে।

প্রজাপতি – প্রজাপতি প্রকৃতির এক অভিনব সৃষ্টি।

১৯. বর্ণ বিশ্লেষণ করো: গোরু, সরাল, ইস্টিশন, প্রজাপতি, চৈত্র।

 উত্তর: গোরু = গ+ও+র+উ।

সরাল = স্+অ+র্+আ+ল্+অ।

ইস্টিশন = ই+স্+ট্+ই+শ্+অ+ন্‌+অ।

প্রজাপতি = প্+র্+অ+জ্+আ+প্+অ+ত্+ই।

চৈত্র = চ্ + ঐ+ ত্+র্+অ।