Class 10 Chapter 7 Solution
পরমাণুর নিউক্লিয়াস
1. Very Short Question Answer
1. তেজস্ক্রিয় রশ্মির প্রথমে নাম কী ছিল?
উত্তর তেজস্ক্রিয় রশ্মির প্রথমে নাম ছিল বেকারেল রশ্মি।
2. তেজস্ক্রিয়তার SI একক কী?
উত্তর তেজস্ক্রিয়তার SI একক হল বেকারেল (Bq)।
3. তেজস্ক্রিয়তা পরিমাপক একটি যন্ত্রের নাম লেখো।
উত্তর তেজস্ক্রিয়তা পরিমাপক একটি যন্ত্রের নাম হল গাইগার-মুলার কাউন্ট
চিত্র 2: গাইগার-মুলার কাউন্টার
4. তিনটি স্বাভাবিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। অথবা, একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো।
উত্তর তিনটি স্বাভাবিক তেজস্ক্রিয় মৌলের নাম-পোলোনিয়াম (P রেডিয়াম (Ra) ও ইউরেনিয়াম (U)।
5. এমন দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো যাদের Z <20।
উত্তর C ও 19K মৌল দুটি তেজস্ক্রিয়, এদের Z < 20।
6. 12C ও-এর মধ্যে কোন্ট তেজস্ক্রিয়?
উত্তর C ও-এর মধ্যে তেজস্ক্রিয়।
7. একটি কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের নাম লেখো।
উত্তর একটি কৃত্রিম তেজস্ক্রিয় মৌল হল Na।
৪. সবচেয়ে ভারী অতেজস্ক্রিয় আইসোটোপ কোন্টি?
উত্তর সবচেয়ে ভারী অতেজস্ক্রিয় আইসোটোপ হল 209 Bi ।
9. পোলোনিয়াম ও ইউরেনিয়ামের মধ্যে কার তেজস্ক্রিয়তা বেশি?
উত্তর পোলোনিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের থেকে বেশি (প্র
হাজার গুণ)।
10. রেডিয়াম ও ইউরেনিয়ামের মধ্যে কার তেজস্ক্রিয়তা বেশি?
উত্তর রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে বেশি (প্রায় দশ ল গুণ)।
11. তেজস্ক্রিয় পরিবর্তন পরমাণুর কোথায় সংঘটিত হয়?
উত্তর তেজস্ক্রিয় পরিবর্তন পরমাণুর নিউক্লিয়াসে সংঘটিত হয়।
12. তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন্ অংশ থেকে নির্গত হয়?
উত্তর পরমাণুর নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়।
13. জনক পরমাণু কাকে বলে?
উত্তর জন্মানো তেজস্ক্রিয় মৌলের যে পরমাণুর তেজস্ক্রিয় বিঘটন হয় তাকে জনক পরমাণু বলা হয়।
14. দুহিতা পরমাণু কাকে বলে?
উত্তর কোনো তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়ার পর যে নতুন মৌলের পরমাণু উৎপন্ন হয় তাকে দুহিতা পরমাণু বলা হয়।
15. পটাশিয়াম ইউরেনিল সালফেটের তেজস্ক্রিয়তার জন্য দায়ী কোন মৌল?
উত্তর পটাশিয়াম ইউরেনিল সালফেটের তেজস্ক্রিয়তার জন্য দায়ী ইউরেনিয়াম।
16. তেজস্ক্রিয় বিক্রিয়া একমুখী না উভমুখী?
উত্তর তেজস্ক্রিয় বিক্রিয়া সর্বদা একমুখী।
17. তেজস্ক্রিয় মৌল রাসায়নিক বিক্রিয়ায় যৌগ গঠন করলে তেজস্ক্রিয়তার কীরূপ পরিবর্তন হয়?
উত্তর তেজস্ক্রিয় মৌল রাসায়নিক বিক্রিয়ায় যৌগ গঠন করলে তেজস্ক্রিয়তা অপরিবর্তিত থাকে।
18. তেজস্ক্রিয় পদার্থ থেকে কত ধরনের রশ্মি নির্গত হয়? তাদের নাম লেখো।
উত্তর তেজস্ক্রিয় পদার্থ থেকে তিন ধরনের রশ্মি নির্গত হয়। এরা হল-
আলফা (৫) রশ্মি, বিটা (৪) রশ্মি ও গামা (7) রশ্মি।
19. a-রশ্মি কোন্ ধরনের তড়িদাহিত কণা দ্বারা গঠিত?
উত্তর ৫ রশ্মি ধনাত্মক তড়িদাহিত কণা দ্বারা গঠিত।
20. B -রশ্মি কোন্ কণার স্রোত?
উত্তর ৪ রশ্মি ঋণাত্মক আধানবাহী কণার স্রোত।
21. y -রশ্মি কোন্ ধরনের তড়িদ্গ্রস্ত?
উত্তর y -রশ্মি নিস্তড়িৎ।
22. ৫ রশ্মি কি তড়িৎক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়?
উত্তর হ্যাঁ, ৫ রশ্মি তড়িৎক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়।
23. তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মিগুলির মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম কী?
উত্তর তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মিগুলির মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটি হল গামা (7) রশ্মি।
24. a, ẞ ও রশ্মিকে ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও।
উত্তর α, β ও রশ্মিকে ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে
হয়-৫-রশ্মি <B-রশ্মি <y রশ্মি।
25. প্রদত্ত রশ্মিগুলিকে গ্যাসকে আয়নিত করার ক্ষমতার ঊর্ধ্বক্রমানুসারে সাজাও: ৫ রশ্মি, ৪-রশ্মি, রশ্মি।
উত্তর a-রশ্মি, B-রশ্মি, ৮ রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতার ঊর্ধ্বক্রমানুসারে সাজালে হয়- রশ্মি <β-রশ্মি <a-রশ্মি।
26. তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মিগুলির মধ্যে কণাধর্মী রশ্মি কোনগুলি?
উত্তর তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মিগুলির মধ্যে ৫ ও ৪-রশ্মি দুটি কণাধর্মী কণার স্রোত।
27. তেজস্ক্রিয় পরমাণু নিঃসৃত আলফা কণা ও বিটা কণার ভরের অনুপাত কত?
উত্তর ৫-কণার ভর 4টি প্রোটনের ভর (প্রায়)
28. α, β ও y-রশ্মির মধ্যে কোন্টি ভরহীন?
উত্তর রশ্মি হল ভরহীন।
29. নিস্তরিৎ তেজস্ক্রিয় রশ্মি কোন্টি?
উত্তর নিস্তরিৎ তেজস্ক্রিয় রশ্মি হল রশ্মি।
30. a ও ৪ কণার আধানের মানের অনুপাত কত?
উত্তর ৫-কণার আধান 2টি প্রোটনের আধান =
4 = 2 B-কণার আধান 1টি ইলেকট্রনের আধান
[:: 1টি প্রোটনের আধান 1টি ইলেকট্রনের আধান]
31. 1 টি ৫-কণার আধান কত?
উত্তর 1 টি ৫ কণার আধান 3.2 × 10-19C|
32. α, β ও রশ্মির মধ্যে কার আয়নন ক্ষমতা সর্বাধিক?
উত্তর ৫ রশ্মির আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি।
33. β-কণার ভর কত?
উত্তর B -কণার ভর 9.1 x 10-28g |
34. একটি ৫-কণার আধান ৪ কণার আধানের মানের কত গুণ?
[Baranagar Narendranath Vidyamandir]
উত্তর একটি ৫ -কণার আধান ৪-কণার আধানের মানের দ্বিগুণ।
35. তেজস্ক্রিয় পরমাণুর কোন্ অংশ থেকে ৪ -কণা নির্গত হয়?
উত্তর তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে ৪ কণা নির্গত হয়।
36. ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণার নাম লেখো।
উত্তর ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণা হল ৫ -কণা।
37. ৫ ও ৪ রশ্মির মধ্যে কোন্ন্টির বেগ কম অথচ গতিশক্তি বেশি?
উত্তর ৫ ও ৪ রশ্মির মধ্যে ৫ রশ্মির বেগ কম অথচ গতিশক্তি বেশি।
38. কোন্ তেজস্ক্রিয় রশ্মি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত?
উত্তর B -রশ্মি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত।
39. α, β ও রশ্মিকে ভর অনুসারে ছোটো থেকে বড়ো সাজাও।
উত্তর a, ẞ ও রশ্মিকে ভর অনুসারে ছোটো থেকে বড়ো সাজালে পাই γ<β<αι
40. তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি ৫ কণা নির্গত হলে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা ক-টি কমে?
উত্তর তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি ৫ -কণা নির্গত হলে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 2 টি কমে।
41. তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি ৫ -কণা নির্গত হলে নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কটি কমে?
উত্তর তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি ৫ কণা নির্গত হলে নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা 2 টি কমে।
42. কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি ৫ কণা নির্গত হলে অপত্য পরমাণুর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কীভাবে পরিবর্তিত হয়?
উত্তর একটি ৫ -কণা নিঃসরণের ফলে অপত্য পরমাণুর পারমাণবিক সংখ্যা 2 একক ও ভর সংখ্যা 4 একক কমে যায়।
43. y রশ্মি বিঘটনের ফলে নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার পরিবর্তন হয় কি?
উত্তর না, ৮ -রশ্মি বিঘটনের ফলে নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না।
44. কোন্ কণা নিঃসরণের ফলে তেজস্ক্রিয় নিউক্লিয়াসের ভর সংখ্যার কোনো পরিবর্তন না হলেও পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়?
উত্তর ৪-কণা নিঃসরণের ফলে তেজস্ক্রিয় নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়।
45. কোন্ ধরনের নিউক্লীয় ঘটনায় তেজস্ক্রিয় নিউক্লিয়াসের ভর সংখ্যা হ্রাস পায়?
উত্তর তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে ৫ কণা নিঃসরণের ফলে নিউক্লিয়াসের ভর সংখ্যা হ্রাস পায়।
46. কোনো মুহূর্তে একটি তেজস্ক্রিয় মৌলের নমুনা থেকে একটি তেজস্ক্রিয় রশ্মি নিঃসৃত হল অথচ কোনো নতুন নিউক্লিয়াস সৃষ্টি হল না। তেজস্ক্রিয় রশ্মিটির স্বরূপ কী?
উত্তর তেজস্ক্রিয় রশ্মিটি হল ৮ রশ্মি। এটি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
47. কোনো মুহূর্তে একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে একটি কণা নিঃসরণের ফলে নিউক্লিয়াসটির শুধুমাত্র পরমাণু ক্রমাঙ্ক । একক
বেড়ে যায়। কণাটির স্বরূপ কী?
উত্তর কণাটি হল ৪-কণা। এটি প্রকৃতপক্ষে ইলেকট্রন।
48. তেজস্ক্রিয় নিউক্লিয়াস PM একটি ৪ কণা ত্যাগ করলে দুহিতা নিউক্লিয়াসের ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কত হবে?
[South Point High School]
উত্তর দুহিতা নিউক্লিয়াসের ভর সংখ্যা হবে p ও পরমাণু ক্রমাঙ্ক হবে (9+1) 1
49. 2380 থেকে ৫ কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত?
উত্তর 232U থেকে ৫-কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার 92
পারমাণবিক সংখ্যা = (92-2) = 90 |
50. ‘C-পরমাণু থেকে কোন্ কণা নির্গত হলে ‘N-পরমাণু উৎপন্ন হয়?
উত্তর C-পরমাণু থেকে ৪-কণা নির্গত হলে ‘N-পরমাণু উৎপন্ন হয়।
51. একটি তেজস্ক্রিয় পরমাণু থেকে কমপক্ষে কয়টি ৫ -কণা ও ৪-কণা নির্গত হলে পরমাণুটির আইসোটোপ পাওয়া যায়?
উত্তর একটি তেজস্ক্রিয় পরমাণু থেকে কমপক্ষে 1টি ৫-কণা ও 2টি B -কণা নির্গত হলে পরমাণুটির আইসোটোপ পাওয়া যায়।
52. কোনো তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে পরপর একটি ৫ ও 2 টি -কণা নির্গত হলে তার পরমাণু ক্রমাঙ্কের কী পরিবর্তন হয়?
উত্তর কোনো তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে পরপর একটি ৫ ও ২টি B-কণা নির্গত হলে তার পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হয় না।
53. ও ৪-রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতার তুলনা করো। তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো।
উত্তর প্রশ্ন 14 এবং 17-এর উত্তর দ্যাখো। [• কোনো জীবাশ্ম বা পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ণয়ে রেডিয়ো-কার্বন পদ্ধতি ব্যবহার করা হয়।
54. a ও ৪-রশ্মির আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো।
উত্তর প্রশ্ন 14 এবং 16-এর উত্তর দ্যাখো।
55. একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92টি প্রোটন ও 143টি নিউট্রন আছে। ওই পরমাণু থেকে একটি ৫ কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে?
উত্তর [ নতুন পরমাণুর কেন্দ্রকে প্রোটন থাকবে= (92-2) = 90 টি এবং নিউট্রন থাকবে = (143-2) = 14 টি।
56. নীচের তেজস্ক্রিয় বিঘটনের ক্ষেত্রে Po-এর ভর সংখ্যা ও পারমাণবিক-ক্রমাঙ্ক কত হবে? 222 86Rn→ Po + a -কণা
উত্তর [ Po-এর ভর সংখ্যা হবে 222-4 = 218 এবং পরমাণু ক্রমাঙ্ক হবে = 86-284 |
57. 2320 থেকে দুটি ৫ -কণা ও একটি কণা নির্গত হলে নতুন মৌলটির পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত হবে?
উত্তর নতুন মৌলটির ভর সংখ্যা হবে = 238-4 × 2 = 238-8 = 230 এবং পরমাণু ক্রমাঙ্ক হবে 92-2×2+1 = 89 |
2. Short Question Answer
1. তেজস্ক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয়তা কয়প্রকার ও কী কী? 2+1
উত্তর। যে ধর্মের জন্য সাধারণত কিছু উচ্চ পারমাণবিক ভর সংখ্যাবিশিষ্ট মৌল সব অবস্থায় বাহ্যিক শর্ত নিরপেক্ষভাবে, স্বতঃস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে এবং নতুন মৌলের পরমাণুতে পরিণত হয় তাকে তেজস্ক্রিয়তা বলা হয়।
[⇨ তেজস্ক্রিয়তা দুই প্রকার-① প্রাকৃতিক তেজস্ক্রিয়তা ও② কৃত্রিম তেজস্ক্রিয়তা।
2. তেজস্ক্রিয় রশ্মি কাকে বলে? [Ichhapur High School, Hooghly]
উত্তর তেজস্ক্রিয় মৌল বা তাদের যৌগ থেকে সব অবস্থায় বাহ্যিক শর্ত নিরপেক্ষভাবে, স্বতঃস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য বিকিরণ নিঃসরণ হয় তাকে তেজস্ক্রিয় রশ্মি বলা হয়।
3. তেজস্ক্রিয়তার কারণ উল্লেখ করো।
উত্তর পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে নিউক্লীয় বলের প্রভাবে নিউট্রন ও প্রোটনগুলি অবস্থান করে। এ ছাড়া প্রোটন-প্রোটন কুলম্বীয় বিকর্ষণ বল ক্রিয়াশীল থাকে। যেসব মৌলের নিউক্লিয়াসের নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1.5-এর চেয়ে বেশি সেই নিউক্লিয়াসে প্রোটন-প্রোটন বিকর্ষণ বল এমন হয় যে নিউক্লিয়াস অস্থায়ী হয় এবং ভেঙে গিয়ে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে।
4. যে-কোনো তেজস্ক্রিয় ধাতুর খনিজতে লেড থাকে কেন?
উত্তর কোনো ভারী তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয় বিভাজন পরপর হতে থাকলে একসময় লেডের (a2Pb) কোনো অতেজস্ক্রিয় আইসোটোপে পরিণত হয়। তারপর আর তেজস্ক্রিয় বিঘটন হয় না। তাই যে-কোনো তেজস্ক্রিয় ধাতুর খনিজতে লেড পাওয়া যায়।
5. কোনো কোনো তেজস্ক্রিয় ধাতুর খনিতে হিলিয়াম গ্যাস থাকে কেন?
উত্তর তেজস্ক্রিয় ধাতুর খনিতে যদি তেজস্ক্রিয় মৌল থেকে ৫-কণা নির্গমন হয় তাহলে ওই ৫ -কণা গ্যাসকে আয়নিত করে এবং পরিবেশ থেকে 2 টি ইলেকট্রন গ্রহণ করে হিলিয়াম পরমাণুতে পরিণত হয় এবং হিলিয়াম গ্যাসরূপে খনিতে থেকে যায়। এই কারণে কোনো কোনো তেজস্ক্রিয় ধাতুর খনিতে হিলিয়াম গ্যাস থাকে।
6. রশ্মি ও ক্যাথোড রশ্মির মধ্যে সাদৃশ্য লেখো।
উত্তর ৪-রশ্মি ও ক্যাথোড রশ্মির মধ্যে সাদৃশ্য-① উভয়েই তীব্র গতিবেগসম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। ② উভয়েই তড়িৎক্ষেত্রে একই দির অভিমুখে বিক্ষিপ্ত হয়।③ উভয় রশ্মিই চৌম্বক ক্ষেত্রে একই অভিমুখে বিক্ষিপ্ত হয়। ④ উভয়েই গ্যাসকে আয়নিত করতে পারে। ⑤ উভয়েই
ফোটোগ্রাফিক প্লেটের ওপর ক্রিয়া করে।
7. তেজস্ক্রিয়তা কোনো নির্দিষ্ট মৌলের বৈশিষ্ট্য নয় বরং কোনো মৌলের নির্দিষ্ট আইসোটোপের বৈশিষ্ট্য-উদাহরণসহ বোঝাও। কুরি কীসের একক?
উত্তর [ কার্বনের ‘আইসোটোপটি তেজস্ক্রিয় নয়, কিন্তু ‘ আইসোটোপটি তেজস্ক্রিয়। আবার ২০ ও ২ ইউরেনিয়ামের এই 235 92 আইসোটোপ দুটির তেজস্ক্রিয়তা একইরকম নয়। তাই বলা যায় তেজস্ক্রিয়তা কোনো মৌলের বৈশিষ্ট্য নয় বরং কোনো মৌলের নির্দিষ্ট আইসোটোপের বৈশিষ্ট্য। [* কোনো তেজস্ক্রিয় নিউক্লিয়াসের তেজস্ক্রিয়তার একক হল কুরি।
8. তেজস্ক্রিয়তার SI এককের সংজ্ঞা লেখো।
উত্তর [ তেজস্ক্রিয়তার SI একক হল বেকারেল (Bq)। বেকারেল: কোনো নির্দিষ্ট পরিমাণ তেজস্ক্রিয় নমুনায় যদি 1 সেকেন্ডে 1 টি পরমাণুর বিঘটন হয় তাহলে তার তেজস্ক্রিয়তা। বেকারেল ধরা হয়।
9. তেজস্ক্রিয়তার একক কুরির (CI) সংজ্ঞা লেখো। কার তেজস্ক্রিয়তা 1 কুরি? কুরি ও বেকারেলের মধ্যে সম্পর্ক লেখো।
উত্তর [ কোনো নির্দিষ্ট পরিমাণ তেজস্ক্রিয় নমুনায় যদি 1 সেকেন্ডে 3.7 × 1010 টি পরমাণুর বিঘটন হয় তাহলে তার তেজস্ক্রিয়তা 1 কুরি
(Ci) ধরা হয়। 1g বিশুদ্ধ রেডিয়ামের তেজস্ক্রিয়তা বা সক্রিয়তা । কুরি। [
[*1 কুরি = 3.7 × 1010 বেকারেল।
10. -কণা বা ৪-কণা নির্গত হওয়ার আগে রশ্মি নির্গত হয় না কেন? একটি তরল তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। 2+1
উত্তর কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণুর ৫ বা ৪ বিঘটন হলে নিউক্লিয়াস উত্তেজিত অবস্থায় থাকে। সেই অবস্থা থেকে ভৌম অবস্থায় ফিরে আসার জন্য দুহিতা পরমাণুর নিউক্লিয়াস রশ্মি নির্গমন করে। তাই ৫-কণা বা-কণা নির্গত হওয়ার আগে ৮ রশ্মি নির্গত হতে পারে না। একটি তরল তেজস্ক্রিয় মৌল হল ফ্রান্সিয়াম (Fr)। [
11. তেজস্ক্রিয় দূষণ বলতে কী বোঝ?
উত্তর তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে নিউক্লীয় রিঅ্যাকটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন বা চিকিৎসাবিজ্ঞানে তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার বা গবেষণার প্রয়োজনে তেজস্ক্রিয় রশ্মি ও তেজস্ক্রিয় অবশেষসমূহ পরিবেশে ছড়িয়ে গিয়ে দূষণ সৃষ্টি করে। একেই তেজস্ক্রিয় দূষণ বলা হয়।
3. Long Question Answer
1. স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল ও স্বাভাবিক তেজস্ক্রিয়তা কাকে বলে? অথবা, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কী?
উত্তর স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল: কতকগুলি প্রাকৃতিক মৌল
বাহ্যিক শর্ত নিরপেক্ষভাবে এবং স্বাভাবিকভাবেই তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে, এদের স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল বলা হয়। যেমন-Po (পোলোনিয়াম), Ra (রেডিয়াম), U (ইউরেনিয়াম) ইত্যাদি।
স্বাভাবিক তেজস্ক্রিয়তা: স্বাভাবিক তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয়তাকে স্বাভাবিক বা প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বলে।
জেনে রাখো
কতকগুলি অতেজস্ক্রিয় মৌলকে কৃত্রিম উপায়ে তেজস্ক্রিয় মৌলে রূপান্তরিত করা হয়। কৃত্রিম উপায়ে উৎপন্ন এইসব মৌলের তেজস্ক্রিয়তাকে কৃত্রিম তেজস্ক্রিয়তা বলা হয়। কৃত্রিম তেজস্ক্রিয় মৌল-24, 124, 12 27 32 14 11Na, 15P |
2. তেজস্ক্রিয় মৌল কাকে বলে? কোন্ ধরনের মৌলগুলি তেজস্ক্রিয়তা প্রদর্শন করে?
উত্তর। যেসব মৌলের পরমাণু সব অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে নতুন মৌলের পরমাণুতে পরিণত হয় সেই মৌলগুলিকে তেজস্ক্রিয় মৌল বলা হয়।
যেসব মৌলের নিউক্লিয়াসের নিউট্রন এবং প্রোটন সংখ্যার অনুপাত 1.5- এর চেয়ে বেশি সেই নিউক্লিয়াসগুলি অস্থায়ী হয়। এগুলি স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় বিকিরণ করে স্থায়ী হতে চেষ্টা করে। যেসব মৌলের ভর সংখ্যা সাধারণত 210 বা তার বেশি, সেইগুলি তেজস্ক্রিয়তা প্রদর্শন করে।
6 জেনে রাখো
84 থেকে 92 পরমাণু ক্রমাঙ্ক পর্যন্ত সব মৌল ও তাদের আইসোটোপগুলি তেজস্ক্রিয়। যেমন-84Po (পোলোনিয়াম), 85At (অ্যাস্টাটিন), B6Rn (রেডন), 87Fr (ফ্রান্সিয়াম), BgRa (রেডিয়াম), 89gAc (অ্যাকটিনিয়াম), 90Th (থোরিয়াম), 91Pa (প্রোট্যাকটিনিয়াম), 92U (ইউরেনিয়াম)। এ ছাড়াও কিছু হালকা মৌলের আইসোটোপের তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায়। যেমন-কার্বনের ‘আইসোটোপটি, পটাশিয়ামের হল তেজস্ক্রিয়। আইসোটোপটি
3. তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলি লেখো।
উত্তর তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলি হল-① তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্ত ও বিরামহীনভাবে যে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তা ভেদন ক্ষমতাসম্পন্ন। এই রশ্মি অস্বচ্ছ কাগজ বা খুব পাতলা ধাতব পাত সহজেই ভেদ করতে পারে। ② তাপ, চাপ, আলো, তড়িৎক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র কোনো কিছুর প্রয়োগে তেজস্ক্রিয় রশ্মি নির্গমন প্রভাবিত হয় না। ③ তেজস্ক্রিয় মৌলগুলির রাসায়নিক পরিবর্তন হয়ে অন্য যৌগ গঠন করলেও তার তেজস্ক্রিয় ধর্মের পরিবর্তন হয় না। ④ কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা, এর সঙ্গে ইলেকট্রন-বিন্যাসের কোনো সম্পর্ক নেই। ⑤ তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলে নিউক্লিয়াসের গঠনের পরিবর্তন হয়। অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যার পরিবর্তন হয় তাই নতুন মৌল উৎপন্ন হয়। ⑥ তেজস্ক্রিয় রশ্মি গ্যাসকে আয়নিত করতে পারে এবং এটির ফোটোগ্রাফিক প্লেটের ওপর প্রভাব আছে।
4. ‘কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা’- যুক্তিসহ ব্যাখ্যা করো।
উত্তর কোনো মৌলের রাসায়নিক ধর্ম পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন-বিন্যাসের ওপর নির্ভরশীল। তেজস্ক্রিয় মৌলগুলি রাসায়নিক- ভাবে পরিবর্তিত হয়ে অন্য যৌগ গঠন করলেও তাদের তেজস্ক্রিয়তা বর্তমান থাকে। আবার তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলে নতুন ধর্মবিশিষ্ট মৌল উৎপন্ন হয়। এটা সম্ভব যদি একমাত্র নিউক্লিয়াসের গঠনের পরিবর্তন হয়। তাই বলা যায় কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা।
5. পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে ৪-কণা রূপে ইলেকট্রন নির্গত হয় কীভাবে?
উত্তর -কণা নিঃসরণের ঘটনায় তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াসের একটি নিউট্রন (n) বিভাজিত হয়ে একটি প্রোটন (p), একটি ইলেকট্রন (e) এবং একটি আধানহীন, ভরহীন কণা অ্যান্টিনিউট্রিনো উৎপন্ন হয়। উৎপন্ন প্রোটনটি নিউক্লিয়াসে থেকে যায় এবং ইলেকট্রনটি তীব্র বেগে নিউক্লিয়াস থেকে ৪-কণা হিসেবে বেরিয়ে আসে।
এইভাবে নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে ৪ -কণারূপে ইলেকট্রন নির্গত হয়।
6. 1g রেডিয়াম ও 1g রেডিয়াম থেকে উৎপন্ন রেডিয়াম ব্রোমাইডের (RaBr₂) তেজস্ক্রিয়তা কি একই? ব্যাখ্যা করো।
উত্তর হ্যাঁ, রেডিয়াম, ব্রোমিনের সঙ্গে যুক্ত হয়ে রেডিয়াম ব্রোমাইড গঠন করে। রেডিয়াম তেজস্ক্রিয় এবং যৌগ গঠনকালে পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে, কিন্তু নিউক্লিয়াসের গঠনের কোনো পরিবর্তন হয় না। তাই 1g রেডিয়াম থেকে উৎপন্ন রেডিয়াম ব্রোমাইডের তেজস্ক্রিয়তা ও 1g রেডিয়ামের তেজস্ক্রিয়তা একই।
7. একটি তেজস্ক্রিয় পরমাণুর (X) ভর সংখ্যা A ও পারমাণবিক সংখ্যা Z। ওই পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি ৫ -কণা ও দুটি ৪ -কণা নির্গত হলে তার (Y) ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কত? X ও Y-এর মধ্যে সম্পর্ক কী?
উত্তর কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি ৫ -কণা নির্গত হলে যে নতুন নিউক্লিয়াসের সৃষ্টি হয় তার ভর সংখ্যা 4 একক কম হয় ও পরমাণু ক্রমাঙ্ক 2 একক কম হয়। আবার কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে 1 টি ৪-কণা নির্গত হলে যে নতুন নিউক্লিয়াসের সৃষ্টি হয় তার ভর সংখ্যা অপরিবর্তিত থাকে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক । একক বেশি হয়।
Y মৌলের ভর সংখ্যা = A – 4
এবং পারমাণবিক সংখ্যা Z-2+1+1 = Z
[ যেহেতু X ও Y উভয়েরই পারমাণবিক সংখ্যা Z অথচ ভর সংখ্যা আলাদা সেহেতু X ও Y পরস্পরের আইসোটোপ।
8. কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে ৫ কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন ব্যাখ্যা করো।
উত্তর [ কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি ৫-কণা নির্গত হলে যে নতুন নিউক্লিয়াসের সৃষ্টি হয় তার ভরসংখ্যা 4 একক কম হয় ও পরমাণু ক্রমাঙ্ক 2 একক কম হয়। তাই কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে ৫-কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়। আবার রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কোনো তেজস্ক্রিয় পরমাণুর ৫-বিঘটন বা ৪-বিঘটন হলে এর নিউক্লিয়াসটি উত্তেজিত অবস্থায় থাকে, তখন নিউক্লিয়াসটি রশ্মি নির্গমন করে ভৌম অবস্থায়
9. কোনো তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত ৫-কণার প্রাথমিক বেগ কীসের ওপর নির্ভরশীল? 232 232 বিক্রিয়াটিতে ক-টি ৫ ও ৪-কণা নির্গত হবে?
উত্তর কোনো মৌলের নিউক্লিয়াস থেকে নির্গত ৫ কণার প্রাথমিক বেগ বল ওই মৌলটির ওপর নির্ভরশীল। yটি ৪-কণা নির্গত হবে। +1 এয় [ মনে করি, বিক্রিয়াটিতে xটি ৫ -কণা ও ই এক্ষেত্রে ভর সংখ্যা হ্রাস পায় 235-231 = 4 একক 4x = 4 বা, x = 1 আবার, পরমাণু ক্রমাঙ্ক একই থাকে। xx(-2)+yx1 = 0 বা,-2x+y = 0 বা, y = 2x বা, y = 2 × 1 বা, y = 2 .. প্রদত্ত বিক্রিয়াটিতে 1 টি ৫ কণা ও 2 টি -কণা নির্গত হবে।
10. তেজস্ক্রিয় বিকিরণ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলি লেখো।
উত্তর তেজস্ক্রিয় বিকিরণ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলি হল- ① তেজস্ক্রিয় নমুনাকে সরু ছিদ্রযুক্ত পুরু দেয়ালবিশিষ্ট সিসার পাত্রে রাখতে হবে। ② তেজস্ক্রিয় নমুনা আছে এমন গবেষণাগারে কর্মী ও বিজ্ঞানীদের সিসার প্রলেপযুক্ত টুপি, গ্লাভস বা পোশাক পরতে হবে। ③ নিউক্লিয়ার রিঅ্যাকটর বা তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে কোনো শিল্প বা গবেষণাগার লোকালয় থেকে দূরে স্থাপন করতে হবে। ④ স্পর্শ না করে অন্য কোনো পদ্ধতিতে তেজস্ক্রিয় নমুনাকে ব্যবহার করতে হবে।
4. True And False
1. সাধারণত নিউট্রন ও প্রোটনের অনুপাত 1.5:1 -এর বেশি হলেই মৌলটি তেজস্ক্রিয়তা প্রদর্শন করে।
উত্তর সত্য
2. রেডিয়াম তেজস্ক্রিয়, কিন্তু রেডিয়াম ক্লোরাইড তেজস্ক্রিয় নয়। 1 Ci = 3.7 x 1010d dps
উত্তর মিথ্যা
3. কোনোরকম ভৌত বা রাসায়নিক প্রক্রিয়াই তেজস্ক্রিয় নিঃসরণকে প্রভাবিত করতে পারে না।
উত্তর সত্য
4. কণার বেগ প্রায় আলোর বেগের সমান।
উত্তর সত্য
মিথ্যা
5. y -রশ্মি নিঃসরণের ফলে আদি নিউক্লিয়াসটির ধর্ম পরিবর্তিত হয়ে নতুন নিউক্লিয়াসের জন্ম হয়।
উত্তর মিথ্যা
6. a -বিঘটনের ফলে পরমাণুর ভর সংখ্যা 4 একক কমে যায়।
উত্তর সত্য
7. ৫ কণার ভর প্রোটনের ভরের প্রায় চারগুণ।
উত্তর সত্য
8. কোনো তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে ৫ -কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক 2 একক বৃদ্ধি পায়।
উত্তর মিথ্যা
9. B-কণা নিঃসরণের ফলে তেজস্ক্রিয় মৌলের পরমাণুটি আয়নে পরিণত হয়।
উত্তর মিথ্যা
10. একটি তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি ৫ ও 4টি ẞ কণা নির্গত হলে উৎপন্ন পরমাণুটি প্রথমটির আইসোটোপ হয়।
উত্তর মিথ্যা
11. 904 নিউক্লিয়াস থেকে 2 টি B-কণা নিঃসরণ হলে নতুন নিউক্লিয়াস হয় ।
উত্তর সত্য
12. রেডিয়ো থেরাপিতে । রশ্মি ব্যবহৃত হয় না।
উত্তর মিথ্যা